SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ : শব্দজোড় অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ

১. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে?
ক. বর্ণ
খ. প্রবাদ
● শব্দজোড়
ঘ. শব্দদ্বৈত

২. শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?
● প্রসঙ্গ বিবেচনায়
খ. স্থান বিবেচনায়
গ. সমাজ বিবেচনায়
ঘ. কাল বিবেচনায়

৩. ‘অনু’ এবং ‘অণু’ – এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
ক. বানানে
খ. উচ্চারণে
গ. অর্থে
● বানানে ও অর্থে

৪. ‘নিবৃত’ ও ‘নিভৃত’ – শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
● উচ্চারণে
খ. বানানে
গ. অর্থে
ঘ. শব্দশ্রেণিতে

৫. ‘অপচয়’ ও ‘অবচয়’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
● ক্ষতি ও চয়ন
খ. লাভ ও ক্ষতি
গ. চয়ন ও ক্ষতি
ঘ. গ্রহণ ও বর্জন

৬. “করা’ শব্দের সম-উচ্চারিত শব্দ ‘কড়া’ অর্থ কী?
ক. কৃত
খ. অপক
● আংটা
ঘ. তন্তু

৭. ‘অশ্ব’ ও ‘অশ্ম’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
ক. গাড়ি ও ঘোড়া
খ. ঘোড়া ও গাড়ি
● ঘোড়া ও পাথর
ঘ. পাথর ও ঘোড়া

৮. ‘তত্ত্ব’ ও ‘তথ্য’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
ক. পারদ ও কথা
খ. কথা ও পারদ
গ. জ্ঞাতব্য বিষয় ও গূঢ় অর্থ
● গূঢ় অর্থ ও জ্ঞাতব্য বিষয়

৯. “চির’ ও ‘চীর’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
ক. চূর্ণ ও নেশাগ্রস্ত
খ. ছুরি ও স্বাভাবিক
● দীর্ঘ ও ছিন্নবস্ত্র
ঘ. ছিন্নবস্ত্র ও দীর্ঘ

১০. ‘জানু’ ও ‘ঝানু’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
● হাঁটু ও পাকা
খ. পাকা ও হাঁটু
গ. পুত্র ও দীর্ঘ
ঘ. দীর্ঘ ও পুত্র

SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ

১১. ‘চুর’ ও ‘চূর’ শব্দজোড়ের ‘চুর’ শব্দটির অর্থ কী?
ক. চূর্ণ
● নেশাগ্রস্ত
গ. চোর
ঘ. পারদ

১২. ‘ধাতৃ’ ও ‘ধাত্রী’ শব্দজোড়ের ‘ধাতৃ’ শব্দটির অর্থ কী?
ক. দাপট
খ. মহিলা
গ. দাই
● বিধাতা

১৩. “ঝুড়ি” ও ‘ঝুরি’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
● চাঙারি ও বটের শিকড়
খ. বটের শিকড় ও চাঙারি
গ. পাত্র ও ঘুমঘুম ভাব
ঘ. ঘুমঘুম ভাব ও পাত্র

১৪. ‘বাণী’ ও ‘বানি’ শব্দজোড়ের ‘বানি’ অর্থ কী?
ক. কথা
খ. বড় কলসি
গ. বাদ্যযন্ত্র
● গয়নার মজুরি

SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment