Privacy Policy

প্রতিমাসে লক্ষাধিক শিক্ষার্থীরা EduQw (এডুকিউ) ভিজিট করেন। এজন্যই EduQw (এডুকিউ) ব্যবহারকারীর প্রতি গোপনীয়তার প্রতি আমাদের পূর্ণ মনোযোগ এবং আস্থা রয়েছে। এই পেইজে আপনি জানতে পারবেন আমরা একজন ব্যবহারকারীর কি কি তথ্য সংগ্রহ করি এবং তা কোন কাজে ব্যবহার করে থাকি। এছাড়াও ব্যবহারকারীর Privacy Policy (গোপনীয় নীতিমালা) সম্পর্কে আপনার যদি অগ্রিম কোন প্রশ্ন থাকে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না।

একজন ব্যবহারকারীর Privacy Policy (গোপনীয় নীতিমালা) কেবলমাত্র আমাদের অনলাইন কার্যাবলীর জন্য প্রযোজ্য হয়ে থাকে। একজন ব্যবহারকারীর তথ্য অফলাইন অথবা এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোন মাধ্যমে সংগ্রহ করা অথবা ব্যবহার করা হয় না। EduQw (এডুকিউ) ব্যবহার করে আপনি এখানে আমাদের Privacy Policy গোপনীয় নীতিতে সম্মত হন এবং এর শর্তাবলীতে আগ্রহী থাকেন।

যে সকল তথ্য সংগ্রহ হয়

আপনি যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনার সম্পর্কে অতিরিক্ত তথ্য যেমন: নাম, ইমেইল ঠিকানা ফোন নাম্বার এবং মতামত অথবা আপনি আমাদের পাঠাতে পারেন এমন সংযুক্তি (ফাইল) এবং আপনি সরবরাহ করতে বেছে নিতে পারেন এমন কোন তথ্য গ্রহণ করি।

আপনি যখন EduQw (এডুকিউ) ওয়েব সাইটে পরবর্তী আর্টিকেলের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করেন তখন আপনার ডিভাইসে অনুমোদন দিতে হয়। এতে করে আমাদের পরবর্তী আর্টিকেল এর নোটিফিকেশনগুলো আপনি সবার আগেই পেতে পারেন। এখানে আপনার ব্যক্তিগত কোন তথ্য আমরা সংগ্রহ করি না।

আপনার থেকে প্রাপ্ত তথ্যগুলো আমরা বিভিন্ন ইতিবাচক কাজে ব্যবহার করতে পারি। এবং আপনার তথ্যগুলো অপব্যবহার যেন না হয় তা সম্পূর্ণরূপে নিশ্চিত করে থাকি। আপনাদের সেবা মান আরো বৃদ্ধি করতে প্রাপ্ত তথ্যগুলো যথাযথ ব্যবহার করে থাকি।

যে কাজে তথ্য ব্যবহার হয়

  • ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে
  • ওয়েবসাইটের সেবার মান বৃদ্ধি করতে
  • ওয়েবসাইটের ব্যবহার সহজ করতে
  • নতুন সেবা সম্পর্কে ব্যবহারকারীকে আপডেট জানাতে
  • প্রয়োজন বোধে আপনাকে ইমেইল পাঠাতে

এডুকিউ বিজ্ঞাপন প্রদানকারী সংস্থা

ওয়েবসাইট পরিচালনা এবং অন্যান্য অর্থনৈতিক কারণে আমরা গুগল এড নেটওয়ার্ক ‘গুগল এডসেন্স‘ এবং বিভিন্ন বাণিজ্যিক সংস্থা থেকে বিজ্ঞাপন গ্রহণ করে থাকি। বিজ্ঞাপন দাতারা কুকিজ এবং ওয়েব বিকন ব্যবহার করতে পারবেন। আমাদের প্রত্যেকটি বিজ্ঞাপনীয় অংশীদারদের ব্যবহারকারীর ডাটাতে তাদের নীতিগুলোর জন্য নিজস্ব Privacy Policy (গোপনীয় নীতিমালা) রয়েছে।

EduQw (এডুকিউ) ব্যবহারকারীদের আইপি গুলো গুগল সংগ্রহ করতে পারে। এতে করে তাদের বিজ্ঞাপন প্রচারের এনালাইজ সম্পর্কে তারা ধারণা পেয়ে থাকেন। EduQw (এডুকিউ) এক্ষেত্রে ইউজারদের ডাটা কোন কাজে ব্যবহার করেন না। কেবলমাত্র গুগল চাইলে ব্যবহারকারীদের আইপি সংগ্রহ করতে পারেন।

কপিরাইট ক্লেইম করুন

EduQw (এডুকিউ) সর্বদা উন্মুক্ত শিক্ষা প্রকাশে বিশ্বাসী। আর এই লক্ষ্যকে সামনে রেখে আমরা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রকাশ করে থাকি। এসব তথ্যগুলো বেশিরভাগ আমাদের নিজেদের তৈরি এবং কিছু অংশ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়ে থাকে। তবে এ তথ্যগুলো আমরা সঠিক কিনা তা যাচাই করেই প্রকাশ করি।

সাধারণত বিনামূল্যে সবার জন্য এমন ফাইলগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করি, এবং তা আমরা শিক্ষার্থীদের মাঝে প্রকাশ করে থাকি। এক্ষেত্রে যদি কোন লেখক, প্রকাশক বা স্বত্বাধিকারী যদি মনে করেন, তার কপিরাইট রয়েছে এমন কোন উপকরণ, (ছবি, পিডিএফ ফাইল, শিট, লেখা) EduQw (এডুকিউ) ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে, তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার দাবি যাচাই করে ২৪ ঘন্টার মধ্যে উক্ত ফাইলটি সরিয়ে নেব। EduQw (এডুকিউ) Privacy Policy (গোপনীয় নীতিমালা) আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন বা সংশোধিত করতে পারি।

সর্বশেষ হালনাগাদ ২৭, মার্চ ২০২৩ ইং।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন