SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ : বাক্যের ও শ্রেণিবিভাগ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ

১. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
● বাক্য
খ. পদ
গ. উদ্দেশ্য
ঘ. বাক্যাংশ বিধেয়

২. বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কী বলা হয়?
ক. যোজক
খ. বর্গ
গ. ধ্বনি
● পদ

৩. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?
ক. বর্ণ
● বর্গ
গ. পদ
ঘ. শব্দ

৪. বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে-
● কর্তা
খ. কর্ম
গ. ক্রিয়া
ঘ. পদ

৫. “সজল স্কুলে যায়। ” বাক্যের উদ্দেশ্য-
● সজল
খ. স্কুলে
গ. স্কুলে যায়
ঘ. যায়

SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ

৬. একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
● জটিল বাক্য
ঘ. সক্রিয় বাক্য

৭. এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কী বাক্য বলে?
ক. সরল বাক্য
● যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. অক্রিয় বাক্য

৮. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কতভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাচ

৯. কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়?
ক. অনুজ্ঞাবাচক বাক্য
খ. নেতিবাচক বাক্য
গ. প্রশ্নবাচক বাক্য
● আবেগৰাচক বাক্য

১০. কী দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. পদ
● বাক্য

SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ

১১. পদকে বাক্যের কী বলা হয়?
ক. প্রাণ
খ. মূল
গ. আশ্রয়
● একক

১২. সাধারণত বাক্যের কয়টি অংশ?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

১৩. বাক্যের অংশগুলো হচ্ছে-
ক. কর্তা
খ. কর্ম
গ. ক্রিয়া
● সবগুলো

১৪. বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয়, সেই অংশকে কী বলে?
● উদ্দেশ্য
খ. বিধেয়
গ. কর্তা
ঘ. কর্ম

১৫. গঠনগত দিক দিয়ে বাক্যেকে কত ভাগে ভাগ করা যায়?
ক. পাঁচ
খ. চার
● তিন
ঘ. দুই

SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ

১৬. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে, তাকে কী বলে?
ক. সক্রিয় বাক্য
● সরল বাক্য
গ. জটিল বাক্য
ঘ. যৌগিক বাক্য

১৭. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না-থাকা বিবেচনায় বাক্য কত প্রকার?
ক. আট
খ. হয়
গ. চার
● দুই

১৮. ‘যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।”— এটি কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. যৌগিক
● জটিল
ঘ. অক্রিয় বাক্য

১৯. বাক্যের যে অংশে বিধেয় সম্পর্কে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. কর্তা
খ. কর্ম
গ. ক্রিয়া
● বিধেয়

২০. ‘আমার মা চাকরি করেন।’—এটি কোন ধরনের বাক্য?
● সক্রিয় বাক্য
খ. অক্রিয় বাক্য
গ. জটিল বাক্য
ঘ. যৌগিক বাক্য

SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ

২১. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, সেগুলোকে কী বাক্য বলে?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
● সক্রিয় বাক্য
ঘ. অক্রিয় বাক্য

২২. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলোকে কী বলে?
ক. সক্রিয় বাক্য
খ. জটিল বাক্য
● অক্রিয় বাক্য
ঘ. যৌগিক বাক্য

২৩. নিচের কোনটি অক্রিয় বাক্য?
● তিনি বাংলাদেশের নাগরিক
খ. আমাকে একটি কলম দাও
গ. তার মঙ্গল হোক
ঘ. তারা তোমাদের ভোলেনি

২৪. নিচের কোনটি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যের শ্রেণিবিভাগ নয়?
ক. বিবৃতিবাচক
খ. অনুজ্ঞাবাচক
গ. প্রশ্নবাচক
● জটিল

২৫. সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় কোন ধরনের বাক্যে?
ক. প্রশ্নবাচক
খ. আবেগবাচক
● বিবৃতিবাচক
ঘ. অনুজ্ঞাবাচক

২৬. বিবৃতিবাচক বাক্য কয় ধরনের হতে পারে?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

২৭. আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে কোন ধরনের বাক্য হয়?
ক. বিবৃতিবাচক
● অনুজ্ঞাবাচক
গ. প্রশ্নবাচক
ঘ. আবেগবাচক

২৮. আবেগবাচক বাক্যের উদাহরণ কোনটি?
ক. তোমার নাম কী?
খ. আমাকে একটি কলম দাও।
● দারুণ! আমরা জিতে গিয়েছি।
ঘ. তারা তোমাদের ভোলেনি।

২৯. ‘তার মঙ্গল হোক।’- এটি কোন ধরনের বাক্য?
ক. বিবৃতিবাচক
খ. আবেগবাচক
গ. প্রশ্নবাচক
● অনুজ্ঞাবাচক

SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment