SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ : প্রত্যয় শব্দ গঠন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ

১. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?
● কৃৎ প্রত্যয়
খ. তম্বিত প্রত্যয়
গ. কৃদন্ত শব্দ
ঘ. তদ্ধিতান্ত পদ

২. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?
ক. প্রত্যয়
খ. প্রকৃতি
গ. মৌলিক শব্দ
● তদ্ধিতান্ত শব্দ

৩. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?
ক. খেলনা
● নাগর
গ. গমন
ঘ. পড়া

৪. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?
ক. প্রত্যয়
খ. উপসর্গ
● শব্দ
ঘ. বচন

৫. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
● ভাজি
খ. দৈনিক
গ. বিবাহিত
ঘ. পাগলামি

৬. নিচের কোন শব্দটি ‘উয়া প্রত্যয় যোগে গঠিত?
ক. লাগোয়া
খ. ঘরোয়া
● পড়ুয়া
ঘ. বাড়িওয়ালা

৭. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
ক. কানাই
● চোরা
গ. বেতো
ঘ. গোঁয়া

৮. শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কী বলে?
ক. উপসর্গ
খ. অনুসর্গ
● প্রত্যয়
ঘ. বিভক্তি

৯. প্রত্যয় কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১০. নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
● কৃ + তব্য = কর্তব্য
খ. জাল + ইয়া= জালিয়া > জেলে
গ. প্রাণ + ঈ = প্রাণী
ঘ. মিশন + ঈয় = মিশরীয়

SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ

১১. নিচের কোনটি কৃদন্ত শব্দ?
ক. চারিত্রিক
খ. চাষি
গ. রাষ্ট্রীয়
● স্থায়ী

১২. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ক. সহ + ইষ্ণু = সহিষ্ণু
খ. পঠ + ইত = পঠিত
● পঙ্ক + ইল = পঙ্কিল
ঘ. ভাজ্ + ই = ভাজি

১৩. নিচের কোনটি তম্বিতান্ত শব্দ?
ক. সলিল
● জেলে
গ. শুনানি
ঘ. শয়ান

১৪. ‘দর্শনীয়’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. দর্ + শনীয়
খ. দৃশ্য + নীয়
গ. দৃষ্টি + য়
● দৃশ + অনীয়

১৫. ‘শয়ান’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. শ + অয়ন
খ. শু + অন
● শী + আন
ঘ. শো + অন

SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ

১৬. ‘চতুর’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. চত্ব + র
খ. চত্ + অর
গ. চতু + অর
● চত + বর

১৭. ‘বর্ধমান’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. বর্ + ধর্মান
খ. বর্ধ + মান
● বৃধ + মান
ঘ. বৃদ্ধি + মান

১৮. নিচের কোন শব্দে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে?
● অশ্বতর
খ. বহতা
গ. হামলা
ঘ. স্থাবর

১৯. তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ নয় কোনটি?
ক. সৌন্দর্য
● কার্য
গ. ধান্দাবাজ
ঘ. চতুর্থ

২০. মালিক অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
● জমিদারি
খ. বাহাদুরি
গ. ঢাকাই
ঘ. ডাক্তারি

SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment