নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ : নবজীবনের সূচনা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

১. মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভের কয়টি কোষ থেকে?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

২. কত বছর বয়স পর্যন্ত সময়কে শৈশবকাল বলে?
ক. ৪
● ৫
গ. ৬
ঘ. ৭

৩. বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময় কোনটি?
● বয়ঃসন্ধিকাল
গ. শৈশবকাল
ঘ. কৈশোরকাল
ঘ. বৃদ্ধকাল

৪. কিশোরকাল শুরু হয় কত বছর বয়সের পর থেকে?
ক. ১২
খ. ১৪
● ১০
ঘ. ১১

৫. কত বছর বয়সের মেয়েকে বালিকা বলে?
ক. ৫ বছর বয়সের পর
খ. ৮ বছর বয়সের পর
গ. ৭ বছর বয়সের পর
● ৬ বছর বয়সের পর

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৬. ৬ বছর বয়সের পর ছেলেকে কী বলে?
ক. শিশু
● বালক
গ. কিশোর
ঘ. যুবক

৭. কত বছর বয়সকে বাল্যকাল বলি?
ক. ৭ – ১০
● ৬ – ১০
গ. ৮ – ১১
ঘ. ৬ – ১১

৮. বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষ ও নারীর শরীরে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়?
ক. ৭ বছর হতে
খ. ৮ বছর হতে
গ. ৯ বছর হতে
● ১০ বছর হতে

৯. কত বছর বয়সের পর মেয়ে ও ছেলেদের শরীরে পরিবর্তন আসে?
● ১০ বছর
খ. ১১ বছর
গ. ১৪ বছর
ঘ. ১৮ বছর

১০. ১০ বছর বয়সের পরে কত বছর ধরে মেয়ে ও ছেলেদের শরীরে না- রকম পরিবর্তন আসে?
ক. ৪-৫ বছর
খ. ৫-৬ বছর
● ৩-৪ বছর
ঘ. ৪-৬ বছর

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

১১. বয়ঃসন্ধিকালের বেড়ে ওঠা কী রকম?
● অনেকটা আকস্মিক
খ. অনেক ধীর
গ. অনেকটা স্বাভাবিক
ঘ. গতিশীল

১২. কত বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়?
ক. ৬-১০
খ. ১০-১৩
● ১১-১৯
ঘ. ৭-১১

১৩. বয়ঃসন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী কোনটি?
● হরমোন
খ. ভিটামিন-C
গ. প্রোটিন
ঘ. শর্করা

১৪. হরমোন উৎপাদন হয় কোন প্রক্রিয়ায়?
ক. ঔষধ গ্রহণের মাধ্যমে
● স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে
গ. শাক-সবজি গ্রহণের মাধ্যমে
ঘ. খেলাধুলার মাধ্যমে

১৫. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের প্রভাবে মেয়েদের শরীরের কী ধরনের পরিবর্তন হয়?
● মাসিক বা ঋতুস্রাব
খ. মাথাব্যথা হয়
গ. গলার স্বর ভারী হয়
ঘ. লোম গজানো

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

১৬. মেয়েদের কখন ঋতুস্রাব শুরু হয়?
ক. ৯-১২ বছরে
খ. ৮-১৮ বছরে
গ. ১৬-২০ বছরে
● ১০-১৭ বছরে

১৭. সাধারণত বাংলাদেশের মহিলাদের ঋতুস্রাব কত বছর বয়সে বন্ধ হয়ে যায়?
ক. ৩৮ – ৪৫
খ. ৪০ – ৪২
● ৪৫-৫৫
ঘ. ৫০-৬০

১৮. ঋতুস্রাবের সময় সাধারণত রক্তস্রাব হয় কতদিন?
ক. ৮ – ১০
খ. ৪ – ৭
গ. ৫ – ৮
● ৩ – ৫

১৯. ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি শুরু হয় কত বছর বয়স থেকে?
● ১৩-১৫
খ. ১৩-১৭
গ. ১৩-১৮
ঘ. ১৩-২০

২০. ছেলেদের শুক্রাণু তৈরির জন্য দায়ী হরমোন কোনটি? ক. ইস্ট্রোজেন
● টেস্টোস্টেরন
গ. প্রজেস্টেরন
ঘ. উপরের সবকটি

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

২১. ছেলেদের সাধারণত কত বছর বয়সে দাড়ি গোঁফ ওঠে?
ক. ১৪/১৫
খ. ১৫/১৬
● ১৬/১৭
ঘ. ১৭/১৮

২২. বয়ঃসন্ধিকালে কোন হরমোনের কোনো প্রভাব নাই? ক. ইস্ট্রোজেন
খ. প্রজেস্টেরেন
গ. টেস্টোস্টেরন
● ইনসুলিন

২৩. বয়ঃসন্ধিকালে আবেগ দ্বারা চালিত হওয়া কোন ধরনের পরিবর্তন?
ক. আচারণগত
খ. শারীরিক
● মানসিক
ঘ. বংশগত

২৪. কোন সময়কালে বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষ ও নারীর শরীরে পরিণত হতে শুরু করে?
ক. শৈশবকালে
● বয়ঃসন্ধিকালে
গ. বাল্যকালে
ঘ. যৌবনকালে

২৫. একটি মেয়ের ও ছেলের যথাক্রমে ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত?
ক. ১৮ ও ২০
● ১৮ ও ২১
গ. ২১ ও ১৮
ঘ. ২০ ও ২৫

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

২৬. সন্তান গর্ভে আসে কোন দুটির মিলনে?
ক. শুক্রাণু-শুক্রাণু
● শুক্রাণু-ডিম্বাণু
গ. ডিম্বাণু-জাইগোট
ঘ. ডিম্বাণু-ডিম্বাণু

২৭. সন্তান ধারণের জন্য মেয়েদের কত বয়স উত্তম?
ক. ২৭ বছর
● ২০ বছর
গ. ১৮ বছর
ঘ. ১৬ বছর

২৮. অপরিণত বয়সে সন্তান আসলে তার অবস্থা কী হয়?
ক. রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।
খ. লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায়
● রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
ঘ. রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।

২৯. অল্প বয়সের বিবাহিত মেয়েরা কোন জটিল পরিস্থিতিতে পড়ে?
● অপরিণত বয়সে গর্ভধারণ
খ. গর্ভপাত
গ. সন্তান প্রসব
ঘ. মাসিক বন্ধ হওয়া

৩০. গর্ভধারণের লক্ষণ নয় কোনটি?
ক. মাথা ঘোরা
● মাসিক হওয়া
গ. বমি হওয়া
ঘ. স্তন বড় ও ভারী হওয়া

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৩১. নিচের কোন বিজ্ঞানী প্রথম টেস্টটিউব বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন?
● ড. প্যাট্রিক
খ. জয় ব্রাউন
গ. ড. পেট্রসি
ঘ. রবার্ট এডওয়ার্ড

৩২. টেস্টটিউব বেবি তৈরির জন্য শুক্রাণু ও ডিম্বাণুর মিলন কোথায় ঘটানো হয়?
ক. দেহের ভিতরে
খ. মিলন হয় না
গ. জরায়ুতে
● দেহের বাইরে

৩৩. প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় কত সালে?
ক. ১৯৫০
খ. ১৯৫৩
গ. ১৯৫৭
● ১৯৫৯

৩৪. দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে কী বলে?
ক. ইনভিজে ফার্টিলাইজেশন
খ. এক্স ভিজে ফার্টিলাইজেশন
● ইনভিট্রো ফার্টিলাইজেশন
ঘ. ইনসিটো ফার্টিলাইজেশন

৩৫. ড. পেট্রসির প্রথম টেস্টটিউব বেবির কত বছর পর সফল টেস্টটিউব বেবি জন্মায়?
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
● ১৯

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৩৬. সফল টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে?
ক. ইতালিতে
● ইংল্যান্ডে
গ. আমেরিকায়
ঘ. অস্ট্রেলিয়ায়

৩৭. ড. প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ড কোন দেশের অধিবাসী?
ক. আমেরিকা
খ. অস্ট্রিয়া
গ. জার্মানি
● ইংল্যান্ড

৩৮. কোন ক্রোমোজোম দ্বারা জীবের লিঙ্গ নির্ধারিত হয়?
● সেক্স ক্রোমোজোম
খ. দশ নং ক্রোমোজোম
গ. অটোজোম
ঘ. তের নং ক্রোমোজোম

৩৯. সেক্স ক্রোমোজোম কত জোড়া?
ক. ২২ জোড়া
খ. ২৩ জোড়া
● ১জোড়া
ঘ. ২ জোড়া

৪০. মানব দেহের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ছাড়া বাকি ক্রোমোজোমগুলোকে কী বলা হয়?
ক. হ্যাপ্পয়েড
খ. ডিপ্লয়েড
● অটোজোম
ঘ. অটিজোম

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৪১. প্রথম টেস্টটিউব বেবির জীবনকাল কতদিন?
ক. ২৭
খ. ২৮
● ২৯
ঘ. ২৬

৪২. কোন ক্রোমোজোম উপস্থিত থাকলে ছেলে সন্তান হবে?
ক. W
খ. X
● Y
ঘ. Z

৪৩. অটোজোমের সংখ্যা কত জোড়া?
ক. ২১
খ. ২৩
গ. ২০
● ২২

৪৪. নিচের কোনগুলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে পরিচিত?
ক. A ও X
খ. A ও Y
গ. A ও Z
● X ও Y

৪৫. একটি শুক্রাণুতে কয় ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?
● এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৪৬. মহিলাদের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় কোন সেক্স ক্রোমোজোমটি থাকে?
ক. AA
● XX
গ. XY
ঘ. YY

৪৭. পুরুষের দেহকোষে কোন অবস্থায় XY ক্রোমোজোম থাকে?
● ডিপ্লয়েড
খ. হ্যাপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড
ঘ. টেট্রাপ্লয়েড

৪৮. ডিম্বাণুতে কয় ধরনের সেক্স ক্রোমোজোম পাওয়া যায়?
● এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

৪৯. কোন অবস্থায় মেয়ে সন্তান জন্ম নিবে?
ক. AX একসাথে হলে
খ. YY একসাথে হলে
● XX একসাথে হলে
ঘ. XY একসাথে হলে

৫০. স্ত্রীলোকের জরায়ুতে কী প্রতিস্থাপন করে শিশুর জন্ম হয়?
ক. ডিম্বাণু
খ. শুক্রাণু
● প্রাথমিক ভ্রূণ
ঘ. Blood

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৫১. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে ছেলে সন্তান হলে কোনটি ঠিক?
ক. XX
খ. XZ
গ. AX
● XY

৫২. পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা কত?
ক. পাঁচ লাখের বেশি
খ. দুই লাখের বেশি
● দশ লাখের বেশি
ঘ. বিশ লাখের বেশি

৫৩. খ্রিষ্টপূর্ব কত শতাব্দিতে প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়?
ক. তৃতীয়
খ. চতুর্থ
● পঞ্চম
ঘ. ষষ্ঠ

৫৪. খ্রিষ্টপূর্ব কত শতাব্দীতে জোনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশা আবিষ্কার করেন?
ক. ৬ষ্ঠ শতাব্দীতে
খ. ৪র্থ শতাব্দীতে
● ৫ম শতাব্দীতে
ঘ. ৭ম শতাব্দীতে

৫৫. জীবদেহের আকার যে অপরিবর্তনীয় নয় এটি সর্বপ্রথম কে প্রমাণ করেন?
● জেনোফেন
খ. ডারউইন
গ. ল্যামার্ক
ঘ. অ্যারিস্টটল

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৫৬. “জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে” এটি কার মতামত?
ক. স্পেনসার
● অ্যারিস্টটল
গ. ডারউইন
ঘ. জেনোফেন

৫৭. “জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত” – এটি কে প্রমাণ করেন?
ক. হার্বাট স্পেনসার
খ. জেনোফেন
গ. ডারউইন
● অ্যারিস্টটল

৫৮. পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয় কত বছর পূর্বে?
ক. তিনশত কোটি বছর
● সাড়ে তিনশত কোটি বছর
গ. চারশত কোটি বছর
ঘ. সাড়ে চারশত কোটি বছর

৫৯. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
ক. কঠিন
খ. তরল
● গ্যাসীয়
ঘ. ঘণীভূত

৬০. মেঘ হতে বৃষ্টির মাধ্যমে পৃথিবীর কঠিন বহিঃস্তরে কি সৃষ্টি হয়?
● সমুদ্র
খ. হ্রদ
গ. নদী
ঘ. বিল

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৬১. কী কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত?
ক. ঘূর্ণিঝড়ের কারণে
● আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে
গ. জলোচ্ছ্বাসের কারণে
ঘ. টর্নেডোর কারণে

৬২. পৃথিবী সৃষ্টিকালে উদ্ভূত জলীয় বাষ্প থেকে কিসের সৃষ্টি হয়?
ক. পানির
● মেঘের
গ. বিদ্যুতের
ঘ. আলোর

৬৩. বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
ক. প্রায় ৩৫০ কোটি বছর
খ. প্রায় ৪০০ কোটি বছর
● প্রায় ৪৫০ কোটি বছর
ঘ. প্রায় ৫০০ কোটি বছর

৬৪. প্রথম প্রাণের উৎপত্তি ঘটে কোথায়?
● সমুদ্রের পানিতে
খ. নদীর পানিতে
গ. মাটিতে
ঘ. পাথরে

৬৫. প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
ক. প্রোটিন
খ. গ্লুকোজ
● অ্যামাইনো এসিড
ঘ. ফ্যাটি এসিড

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৬৬. নিচের কোনটিকে আদি কোষ বলা হয়?
ক. ভাইরাস
খ. প্রোটোজোয়া
● ব্যাকটেরিয়া
ঘ. প্রোটোভাইরাস

৬৭. কোনটি থেকে প্রোটোভাইরাস সৃষ্টি হয়?
ক. ভাইরাস
● নিউক্লিওপ্রোটিন
গ. ব্যাকটেরিয়া
ঘ. নিউক্লিক এসিড

৫৮. কোন অণু থেকে প্রাণের উদ্ভব হয়?
● নিউক্লিওপ্রোটিন
খ. নাইট্রোজেন
গ. অ্যামাইনো এসিড
ঘ. অক্সিজেন

৫৯. নিউক্লিওপ্রোটিন অণুগুলো কোন ক্ষমতা অর্জন করে?
● Replication
খ. Transformation
গ. Recitation
ঘ. Translocation

৬০. সময়ের সাথে জীবের পরিবর্তনের কারণে নতুন কোনো প্রজাতি সৃষ্টি হলে তাকে কী বলে?
ক. আবর্তন
খ. বিবর্তন
● জৈব বিবর্তন
ঘ. অভিব্যক্তি

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৬১. সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় কোনটিতে?
ক. ভাইরাস
খ. প্রোটোভাইরাস
● প্রোটোজোয়া
ঘ. ব্যাকটেরিয়া

৬২. পৃথিবীর উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
ক. অভিযোজন
খ. জৈব অভিব্যক্তি
● রাসায়নিক অভিব্যক্তি
ঘ. পরিবর্তন

৬৩. আধুনিক মানুষের ধারণা অনুযায়ী জীব সৃষ্টির মূলে রয়েছে কোনটি?
ক. আবর্তন
খ. জীবাশা
● বিবর্তন
ঘ. কোষ

৬৪. সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
● জৈব অভিব্যক্তি
খ. অভিযোজন
গ. রাসায়নিক অভিব্যক্তি
ঘ. প্রজাতিগত পরিবর্তন

৬৫. কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে?
ক. ব্যাকটেরিয়া
খ. প্রোটোভাইরাস
গ. প্রোটোজোয়া
● ভাইরাস

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৬৬. ব্যাকটেরিয়া তৈরি হয় কোনটি থেকে?
ক. প্রোটোজোয়া
● ভাইরাস
গ. প্রোটোভাইরাস
ঘ. প্রোটিন

৬৭. বিবর্তনের আলোচনায় মূলত প্রতিষ্ঠিত কয়টি বিষয়?
ক. একটি
● দুটি
গ. তিনটি
ঘ. চারটি

৬৮. কোন অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ হতে ঘটেছে বলে বিবর্তনবিদগণ মনে করেন?
● সমসংস্থ অঙ্গ
খ. সমবৃত্তি অঙ্গ
গ. লুপ্তপ্রায় অঙ্গ
ঘ. তুলনামূলক অঙ্গ

৬৯. অঙ্গ সংস্থানের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে কী বলে?
ক. সমসংস্থ অঙ্গ
খ. সমবৃত্তি অঙ্গ
● তুলনামূলক অঙ্গসংস্থান
ঘ. আপেক্ষিক অঙ্গসংস্থান

৭০. অঙ্গ সংস্থানের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে কী বলে?
ক. সমসংস্থ অঙ্গ
খ. সমবৃত্তি অঙ্গ
● তুলনামূলক অঙ্গসংস্থান
ঘ. আপেক্ষিক অঙ্গসংস্থান

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৭১. পাখি ও বাদুড়ের অগ্রপদ কীসের জন্য?
ক. হাঁটার জন্য
খ. ঝুলে থাকার জন্য
● ওড়ার জন্য
ঘ. দৌড়ানোর জন্য

৭২. মানুষের ককসিক্স কোন ধরনের অঙ্গ?
ক. সমসংস্থ
খ. সমবৃত্ত
● লুপ্তপ্রায়
ঘ. পূর্ণাঙ্গ

৭৩. বাদুড়ের ডানা কী ধরনের অঙ্গ?
● সমসংস্থ অঙ্গ
খ. লুপ্তপ্রায়
গ. অঙ্গ নয়
ঘ. সমবৃত্তীয় অঙ্গ

৭৪. ঘোড়ার অগ্রপদ কীসের জন্য?
ক. হাঁটার জন্য
● দৌড়ানোর জন্য
গ. বসে থাকার জন্য
ঘ. ওড়ার জন্য

৭৫. কতকগুলো অঙ্গ নির্দিষ্ট জীবদেহে সক্রিয় থাকে কিন্তু সম্পর্কিত অপর জীবদেহে নিষ্ক্রিয় থাকে তাদেরকে কী বলে?
● লুপ্তপ্রায় অঙ্গ
খ. সমসংস্থ অঙ্গ
গ. সমবৃত্তিয় অঙ্গ
ঘ. সক্রিয় অঙ্গ

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৭৬. বয়ঃসন্ধিকাল—
i. ছেলেদের চেয়ে মেয়েদের আগে শুরু হয়
ii. বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়
iii. মেয়েদের চেয়ে ছেলেদের আগে শুরু হয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৭. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য হলো –
i. দাড়ি-গোঁফ ওঠা
ii. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি
iii. দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৮. বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের –
i. ব্যক্তি স্বাতন্ত্র্য গড়ে ওঠে
ii. যত্ন ও ভালোবাসার চাহিদা বাড়ে
iii. নির্ভরশীলতা বেড়ে যায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৯. বাল্যকাল ও যৌবনের মধ্যবর্তী সময় –
i. বয়ঃসন্ধিকাল
ii. ছেলেদের ১০-১৫ বছর
iii. মেয়েদের ৮-১৩ বছর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮০. এক-একজনের বয়ঃসন্ধিকালের সময়টা আলাদা হতে পারে-
i. স্থানের তারতম্যের কারণে
ii. খাদ্য গ্রহণের পরিমাণ ও মানের তারতম্যের কারণে
iii. হরমোনের তারতম্যের কারণে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৮১. বয়ঃসন্ধিকালের প্রধান পরিবর্তনগুলো হচ্ছে –
i. শারীরিক
ii. মানসিক
iii. আচরণগত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮২. আচরণগত পরিবর্তন—
i. দুঃসাহসিক হওয়া
ii. প্রাপ্তবয়স্কদের মত আচরণ করা
iii. আলাদা ব্যক্তিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৩. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে –
i. শরীরের গঠন প্রাপ্তবয়স্কদের মতো হয়ে ওঠা
ii. শরীরের বিভিন্ন অংশে লোম গজানো
iii. প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৪. দৈহিক পরিবর্তন হলো-
i. শরীরে দৃঢ়তা আসা
iii. দ্রুত লম্বা হওয়া
ii. বীর্যপাত হওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৫. বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো—
i. ঋতুস্রাব শুরু হওয়া
ii. গলার স্বর মোটা হওয়া
iii. কোমড়ের হাড় মোটা হওয়া
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৮৬. মেয়েদের বয়ঃসন্ধিকাল-
i. ৮-১৩ বছর বয়সের মধ্যে শুরু হয়
ii. সাধারণত ছেলেদের চেয়ে আগে শুরু হয়
iii. দুটি হরমোনের প্রভাবে শুরু হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৭. মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য প্রধানত দায়ী-
i. টেস্টোস্টেরন
ii. ইস্ট্রোজেন
iii. প্রজেস্টেরন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৮. নিয়মিত ঋতুস্রাব-
i. সুস্বাস্থ্যের লক্ষণ
ii. সন্তান ধারণ ক্ষমতার লক্ষণ
iii. হরমোনের অভাবজনিত লক্ষণ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৯. মেয়েদের মাসিক হয়-
i. টেস্টোস্টেরন হরমোনের কারণে
ii. প্রোজেস্টেরন হরমোনের কারণে
iii. ইস্ট্রোজেন হরমোনের কারণে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও :
সোমার বয়স ১৩ বছর। ইদানিং সে অধিকাংশ সময় আয়নার সামনে বসে থাকে। তার কথা বলার ভঙ্গিও অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়েছে।

৯০. সোমার এরূপ পরিবর্তনের জন্য কোন হরমোন দায়ী? ক. গ্লুকাগন
খ. টেস্টোস্টেরন
গ. ইনসুলিন
● প্রজেস্টেরন

৯১. সোমার এ বয়সে আরও যেসব পরিবর্তন হয় তার মধ্যে রয়েছে-
i. কোমরের হাড় মোটা হওয়া
ii. ঋতুস্রাব শুরু হয়
iii. গলার স্বরভঙ্গ হওয়া
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
সায়মার বয়স ১৫। তার বাবা তাকে এ বয়সেই বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের কিছুদিন পর তার গর্ভধারণের পর গর্ভপাত হয়ে যায়।

৯২. সায়মাকে ন্যূনতম কত বছর বয়সে বিয়ে দেয়া উচিত ছিল?
● ১৮
খ. ১৯
গ. ২০
ঘ. ২১

৯৩. সায়মার গর্ভপাতের কারণ –
i. অল্প বয়সে বিবাহ
ii. পুষ্টিহীনতা
iii. হতাশা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment