নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ : এসো বলকে জানি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১. জীবদেহের একক কোনটি?
ক. প্রোটোপ্লাজম
● কোষ
গ. প্লাস্টিড
ঘ. সাইটোপ্লাজম

২. ক্রোমোজোমের অবস্থান কোথায়?
● নিউক্লিয়াসে
খ. মাইটোকন্ড্রিয়ায়
গ. লাইসোজোমে
ঘ. রাইবোজোমে

৩. ক্রোমোজোমের প্রতিগুচ্ছ সুতার মতো অংশকে কী বলে?
ক. ক্রোমোপ্লাজম
● ক্রোমোনেমা
গ. নিউক্লিওপ্লাজম
ঘ. সাইটোপ্লাজম

৪. কোষ বিভাজনের সময় ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৫. প্রতিটি ক্রোমোটিডে কয়টি ক্রোমোনেমা থাকে?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৬. বর্তমানে কাদের মতানুযায়ী, ক্রোমাটিড ও ক্রোমোনেমা ক্রোমোজোমের একই অংশের দুটি নাম?
ক. পদার্থবিদ
● কোষতত্ত্ববিদ
গ. ইঞ্জিনিয়ার
ঘ. কার্ডিওলজিস্ট

৭. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশকে কী বলা হয়?
● বাহু
খ. মাতৃকা
গ. স্যাটেলাইট
ঘ. ক্রোমোনেমাটা

৮. মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি?
ক. ৪২টি
খ. ৩৬টি
● ৪৬টি
ঘ. ৪৮টি

৯. মানুষের দেহকোষে কত জোড়া অটোজম থাকে?
ক. ২১ জোড়া
খ. ২৩ জোড়া
গ. ২৫ জোড়া
● ২২ জোড়া

১০. উচ্চ শ্রেণির উদ্ভিদ বা প্রাণীর দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তাদের মধ্যে একজোড়া ক্রোমোজোম অন্যান্য ক্রোমোজোম থেকে ভিন্ন ধর্মী। এই ভিন্নধর্মী ক্রোমোজোমকে কী বলা হয়?
ক. অটোজোম
● সেক্স ক্রোমোজোম
গ. জিন
ঘ. সেন্ট্রোমিয়ার

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১১. ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?
● DNA
খ. RNA
গ. mRNA
ঘ. rRNA

১২. নিউক্লিক এসিড কয় ধরনের
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪

১৩. ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড কোনটির পূর্ণ নাম?
● DNA
খ. R-RNA
গ. RNA
ঘ. R-DNA

১৪. কোনটিকে সকল জীবের আদিবস্তু বলা হয়?
● ডিএনএ
খ. আরএনএ
গ. প্রোটিন
ঘ. অ্যামাইনো এসিড

১৫. নিচের কোন বিজ্ঞানী ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন?
ক. ক্যালভিন
● ফ্রানসিস ক্লিক
গ. নিউটন
ঘ. ক্যারোলাস লিনিয়াস

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১৬. ওয়াটসন ও ক্লিক কত সালে নোবেল পুরস্কার পান?
ক. ১৯৬০
খ. ১৯৬১
গ. ১৯৬৩
● ১৯৬২

১৭. RNA-তে কোনটি অনুপস্থিত থাকে?
● থাইমিন
খ. গুয়ানিন
গ. ইউরাসিল
ঘ. এডিনিন

১৮. mRNA কোন ধরনের RNA?
ক. রাইবোজোমাল
● বার্তা বাহক
গ. ট্রান্সফার
ঘ. মেমোরাইজ

১৯. মেন্ডেলের ফ্যাক্টর কী?
ক. ডিএনএ
খ. আরএনএ
● জিন
ঘ. প্রোটিন

২০. DNA ও RNA এর বাহক কোনটি?
● ক্রোমোজোম
খ. জিন
গ. প্রোটিন
ঘ. কোষ

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

২১. বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কোনটিকে?
ক. DNA-কে
খ. RNA-কে
● ক্রোমোজোমকে
ঘ. ক্রোমাটিডকে

২২. কোনটি টেস্ট করার মাধ্যমে পিত্রিত্ব ও মাতৃত্ব জনিত বিরোধ নিষ্পত্তি করা হয়?
ক. mRNA
খ. জিন
● DNA
ঘ. RNA

২৩. কোষে কোন বিভাজন দ্বারা বংশগতির ধারা পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়?
ক. মাইটোসিস
খ. অ্যামাইটোসিস
গ. দ্বিবিভাজন
● মিয়োসিস

২৪. কোনটি ক্রোমোজোমের গায়ে সন্নিবেশিত থাকে?
● বংশগতির একক
খ. জীবদেহের একক
গ. RNA
ঘ. প্রোটিন

২৫. বংশগতি সম্পর্কে সর্বপ্রথম গবেষণা করেন কে?
ক. ডাল্টন
খ. বেটসন
● মেন্ডেল
ঘ. স্ট্যানলি

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

২৬. সন্তান ও পিতার ডিএনএ চরিত্রের মিল কেমন হবে?
ক. শতকরা ৯০ ভাগ
খ. শতকরা ৯২.৯ ভাগ
গ. শতকরা ৯৫.৯ ভাগ
● শতকরা ৯৯.৯ ভাগ

২৭. সিকিল সেল রোগে লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন হয়?
ক. গোলাকার
খ. ডিম্বাকার
● কাস্তের মত
ঘ. লম্বাটে

২৮. হানটিংটনস রোগের কারণ কোনটি?
● পয়েন্ট মিউটেশন
খ. নন-ডিসজাংশন
গ. ক্রোমোজোম সংখ্যার হ্রাস বৃদ্ধি
ঘ. ক্রোমোজোমের কোন অংশের হাস বৃদ্ধি

২৯. হানটিংটনস রোগের কারণে শরীরের কোন অংশটি কাজ করে না?
ক. কিডনি
● মস্তিষ্ক
গ. লিভার
ঘ. হৃৎপিণ্ড

৩০. ‘পয়েন্ট মিউটেশনের’ কারণে কোন রোগটি সৃষ্টি হয়?
● হানটিংটনস
খ. ডাউন’স সিনড্রোম
গ. ক্লিনিফেলটার’স সিনড্রোম
ঘ. টার্নার্স’র সিনড্রোম

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৩১. কোন রোগটির লক্ষণ আক্রান্ত ব্যক্তির বয়স চল্লিশ হওয়ার পূর্বে প্রকাশ পায় না?
ক. ডাউন’স সিনড্রোম
● হানটিংটনস
গ. ক্লিনিফেলটার’স সিনড্রোম
ঘ. সিকিলসেল

৩২. যেকোনো বিশেষ ক্রোমোজোমের নন-ডিসজাংশন ঘটলে একসাথে কতগুলো লক্ষণ দেখা দেয় তাকে কী বলে? সিকিল
ক. সেল
● সিনড্রোম
গ. হেটারোজাইগাম
ঘ. হিমোফিলিয়া

৩৩. মায়োসিস কোষ বিভাজনের সময় অ্যানাফেজ ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর যে কোনো একটি জোড়ায় ক্রোমোজোম দুটির একটি অপরটি থেকে পৃথক না হয়ে দুটিই যে কোনো মেরুতে চলে যায়। এ অবস্থাকে কী বলে?
ক. ডিসজাংশন
খ. সিনড্রোম
● নন-ডিসজাংশন
ঘ. ডিসলোকেশন

৩৪. মানুষের কততম ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে ডাউন’স সিনড্রোম রোগ হয়?
ক. ১১ তম
● ২১ তম
গ. ২২ তম
ঘ. ১৮ তম

৩৫. কোন রোগটিতে আক্রান্ত ব্যক্তির জিহ্বা লম্বা ও হাত ছোট হয়?
ক. হানটিংটনস রোগ
খ. সিকিল সেল
● ডাউন’স সিনড্রোম
ঘ. ক্লিনিফেলটার’স সিনড্রোম

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৩৬. পুরুষের সেক্স ক্রোমোজেমের ডিসজাংশনের কারণে কোন রোগ হয়?
ক. হানটিংটন রোগ
খ. ডাউন’স রোগ
● ক্লিনিফেলটার’স সিনড্রোম
ঘ. টার্নার’স সিনড্রোম

৩৭. প্রত্যেকটি জিনের ২টি করে কপি থাকে যা তার বৈশিষ্ট্য প্রকাশ করে। সেগুলো হলো-
ক. Dominant and Co-dominant
খ. Recessive and Co-dominant
● Dominant and Recessive
ঘ. Recessive and Co-Recessive

৩৮. যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না তাকে কি বলে?
ক. প্রকট জিন
● প্রচ্ছন্ন জিন
গ. অপ্রচ্ছন্ন জিন
ঘ. স্বপ্নকট জিন

৩৯. হেটারোজাইগাস বলতে কোনটিকে বোঝানো হয়?
ক. যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না
খ. যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে
গ. যখন দুটি প্রচ্ছন্ন জিন এক সাথে থাকে
● যখন দুটি জিনের একটি প্রচ্ছন্ন, অপরটি প্রকট হয়

৪০. ঘাম গ্রন্থি ও দাঁতের অনুপস্থিতিকে কি বলা হয়?
ক. ইন্টার্নাল ডিসপ্লেসিয়া
খ. অ্যাক্টোডার্মাল ডিসট্রফি
গ. টার্নার’স সিনড্রোম
● অ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৪১. কোন রোগের কারণে অক্ষিগোলকের কাঠিন্য হয়?
● জুভেনাইল গ্লুকোমা
খ. দৃষ্টিক্ষীণতা
গ. অপটিক অ্যাট্রফি
ঘ. মায়োপিয়া

৪২. কোনটির কারণে দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি লোপ পায়?
ক. জুভেনাইল গ্লুকোমা
খ. রাতকানা
● মাসকুলার ডিসট্রফি
ঘ. অ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া

৪৩. সীমার মাথার সামনে একগোছা সাদা চুল দেখা যায়। কোন রোগের কারণে এটি ঘটেছে?
ক. জুভেনাইল গ্লুকোমা
খ. অপটিক অ্যাট্রফি
● হোয়াইট ফোরলক
ঘ. রাতকানা

৪৪. নিচের কোন রোগটির কারণে অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা ঘটে?
ক. অ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
● অপটিক অ্যাট্রফি
গ. মাসকুলার ডিসট্রফি
ঘ. হোয়াইট ফোরলক

৪৫. ক্লিনিফেলটার’স রোগে আক্রান্ত রোগীর ক্রোমোজোম কীরূপ হয়?
ক. XX
খ. XY
● XXY
ঘ. XYY

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৪৬. নিচের কোন রোগটির কারণে দৃষ্টিক্ষীণতা ঘটে?
ক. রাতকানা
খ. বর্ণান্ধতা
● মায়োপিয়া
ঘ. হিমোফিলিয়া

৪৭. সেক্স লিংকড বৈশিষ্ট্যধারী স্ত্রীর সকল পুত্র সন্তানে বৈশিষ্ট্য প্রকাশ পায় কিন্তু এর বাহক কে?
ক. স্বামী
খ. পুত্র সন্তান
● কন্যা সন্তান
ঘ. স্ত্রী

৪৮. মহিলাদের হোমোজাইগাস অবস্থায় কোন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে?
● X লিংকড
খ. প্রকট জিন
গ. Y লিংকড
ঘ. XY লিংকড

৪৯. কোন অণুজীবকে কাজে লাগিয়ে সিরকা, মদ, পাউরুটি ইত্যাদি উৎপাদন করা হয়?
● ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. ছত্রাক
ঘ. শৈবাল

৫০. কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
ক. নৃবিজ্ঞান
খ. রাষ্ট্রবিজ্ঞান
● জীবপ্রযুক্তি
ঘ. শারীরবিদ্যা

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৫১. কতগুলো বিষয়ের সমন্বয়ে আধুনিক জীবপ্রযুক্তি গঠিত?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

৫২. জিন প্রকৌশল বলতে কোনটিকে বোঝায়?
ক. RNA এর পরিবর্তন
● DNA এর পরিবর্তন
গ. প্রোটিন এর পরিবর্তন
ঘ. লিপিড এর পরিবর্তন

৫৩. মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কী?
ক. Nescheritia coli
খ. Escherichia coli
● Escheritia coli
ঘ. Escherichia basillas

৫৪. জীনের বাহক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক. ডিএনএ
খ. আরএনএ
● প্লাজমিড
ঘ. এনাজাইম

৫৫. দুটি ডিএনএ-র প্রান্ত জোড়া লাগানো হয় কোন এনজাইম দিয়ে?
● লাইগেজ
খ. লাইপেজ
গ. রেস্ট্রিকশন এনজাইম
ঘ. লাই এজ

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৫৬. নিচের কোন ক্লোনিংটি রিকম্বিনেন্ট DNA টেকনোলজির সাহায্যে ঘটানো হয়?
ক. সেল ক্লোনিং
খ. জীব কোনিং
● জিন ক্লোনিং
ঘ. উদ্ভিদ কোনিং

৫৭. ডলি কোন ধরনের ক্লোনের উদাহরণ?
ক. সেল ক্লোনিং
● জীব ক্লোনিং
গ. রিপ্রোডাকটিভ ক্লোনিং
ঘ. প্রাকৃতিক ক্লোনিং

৫৮. কোনটি প্রকৃতির উপর এক বড় ধরনের হস্তক্ষেপ হবে?
ক. উদ্ভিদ ক্লোনিং
খ. পশু ক্লোনিং
● মানব ক্লোনিং
ঘ. নন-ডিসজাংশন

৫৯. যখন ২টি প্রচ্ছন্ন জিন এক সাথে থাকে তাকে কী বলে?
ক. প্রচ্ছন্ন জিন
খ. প্রকট জিন
● হোমোজাইগাস
ঘ. হেটারোজাইগাস

৬০. ডিএনএ কাটা হয় কোন এনজাইম দ্বারা?
ক. লাইগেজ
খ. লাইপেজ
● রেস্ট্রিকশন এনজাইম
ঘ. লই এজ

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৬১. নিচের কোনটি স্ববিভাজনে সক্ষম?
● প্লাজমিড
খ. এনজাইম
গ. রিকম্বিনেন্ট
ঘ. ট্রান্সজেনিক

৬২. একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?
ক. ক্লোনিং
খ. জীবপ্রযুক্তি
● জিন প্রকৌশল
ঘ. ডাউন’স সিনড্রোম

৬৩. রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলে?
● জিন ক্লোনিং
খ. সেল ক্লোনিং
গ. জীব ক্লোনিং
ঘ. ট্রান্সজেনিক

৬৪. ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়ার উদ্ভব ঘটে তাকে কী বলে?
● ট্রান্সজেনিক জীব
খ. ডিসজাংশন
গ. ক্লোনিং জিন
ঘ. টার্নার’স সিনড্রোম

৬৫. দুটির পরিবর্তে একটি মাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে কী বলে?
● জীব ক্লোনিং
খ. জিন ক্লোনিং
গ. সেল ক্লোনিং
ঘ. উদ্ভিদ ক্লোনিং

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৬৬. কোনটিকে রিপ্রোডাকটিভ ক্লোনিং বলে?
● ডলির ক্লোনিং
খ. ব্যাকটেরিয়ার ক্লোনিং
গ. ছত্রাকের ক্লোনিং
ঘ. ভাইরাসের ক্লোনিং

৬৭. ক্লোনিং কত প্রকার?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

৬৮. কোনটিকে সেল ক্লোনিং বলা হয়?
● হুবহু একই রকমের কোষ সৃষ্টি
খ. হুবহু একই রকমের জিন সৃষ্টি
গ. একই রকমের প্রাণী সৃষ্টি
ঘ. একই রকমের উদ্ভিদ সৃষ্টি

৬৯. একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে কী বলে?
ক. জীব ক্লোনিং
খ. জিন ক্লোনিং
গ. রিপ্রোডাকটিভ ক্লোনিং
● সেল ক্লোনিং

৭০. পৃথিবীর প্রথম ক্লোন করা প্রাণী কী ছিল?
ক. ছাগল
খ. ইঁদুর
● ভেড়া
ঘ. মানুষ

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৭১. ট্রান্সজেনিক জীব উৎপাদনের পদ্ধতিকে কী বলে?
● ট্রান্সজেনেসিস
খ. জীন প্রকৌশল
গ. জীব প্রযুক্তি
ঘ. ডিএনএ প্রযুক্তি

৭২. কোনটি ট্রান্সজেনিক জীব উদ্ভাবন করার কৌশল?
ক. রিকম্বিনেট আরএনএ
● রিকম্বিনেন্ট ডিএনএ
গ. ক্লোনিং
ঘ. শেল ক্লোনিং

৭৩. মাইক্রোইনজেকশন কৌশল কোন ধরনের জীব উদ্ভাবনে প্রয়োগ করা হয়?
● ট্রান্সজেনিক
খ. ক্লোন
গ. রিকম্বিনেন্ট
ঘ. ডুপ্লিকেট

৭৪. জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয়, সেগুলোকে কী বলে?
● ট্রান্সজেনিক উদ্ভিদ
খ. ট্রান্সজেনিক প্রাণী
গ. রিকম্বিনেন্ট উদ্ভিদ
ঘ. সেল ক্লোনিং

৭৫. জিন প্রকৌশলের মাধ্যমে কীসের স্থানান্তর ঘটানো সম্ভব?
ক. DNA
খ. RNA
● জিন
ঘ. অ্যালিল

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৭৬. ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কাঙ্ক্ষিত জিনটি উদ্ভিদকোষের কোথায়। প্রবেশ করানো হয়?
ক. সাইটোপ্লাজমে
● প্রোটোপ্লাজমে
গ. নিউক্লিয়াসে
ঘ. রাইবোসোমে

৭৭. শৈত্য, লবণাক্ততা, খরা ইত্যাদি প্রতিরোধে সক্ষম কোন ধরনের উদ্ভিদ?
● ট্রান্সজেনিক
খ. ক্লোনড
গ. ট্রান্সফার্স
ঘ. কালচারড

৭৮. সফলভাবে প্রয়োগকৃত ট্রান্সজেনিক উদ্ভিদ প্রজাতির সংখ্যা কয়টি?
● ৬০টি
খ. ৩০টি
গ. ৫০টি
ঘ. ২৫টি

৭৯. ট্রান্সজেনিক উদ্ভিদের উদাহরণ কোনটি?
● লেটুস
খ. শালগম
গ. আম
ঘ. ফুলকপি

৮০. ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করে কোনটির ত্বক নরম হওয়া প্রতিরোধ করা হয়েছে?
ক. তামাক
● টমেটো
গ. আপেল
ঘ. শশা

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৮১. কোনটি বৃদ্ধির কারণে সারাবিশ্বে খাদ্যের সংকট দেখা যাচ্ছে?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. শিল্প-কারখানা
গ. তাপমাত্রা
● জনসংখ্যা

৮২. খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার অঘোষিত যুদ্ধের প্রধান হাতিয়ার কোনটি?
● জীবপ্রযুক্তির প্রয়োগ
খ. ক্লোনিং
গ. কৃষি জমির পরিমাণ বাড়ানো
ঘ. বনভূমির পরিমাণ বাড়ানো

৮৩. টিস্যু কালচারের জন্য উদ্ভিদের কোন অঙ্গসমূহ ব্যবহৃত হয়?
ক. অবর্ধনশীল
● বর্ধনশীল
গ. অভ্যন্তরীন
ঘ. মাটির নিচের

৮৪. অণুচারা উৎপন্ন করা হয় জীবপ্রযুক্তির কোন প্রক্রিয়ায়?
● টিস্যু কালচার
খ. ক্লোনিং
গ. ট্রান্সজেনিক
ঘ. রিকম্বিনেশন

৮৫. ভেড়ার লোমকে উন্নত করতে অস্ট্রেলিয়ায় ক্লোভার ঘাসে কোন উদ্ভিদের বিশেষ জিন স্থানান্তর করা হয়েছে?
ক. ছোলা
খ. বাদাম
গ. মটর শুঁটি
● সূর্যমুখী

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৮৬. ঘাসে কোন উপাদান সৃষ্টিকারী জিন থাকলে তার জন্য ভেড়ার লোম উন্নতমানের হয়?
● সালফার অ্যামিনো এসিড
খ. সালফিউরিক এসিড
গ. সালফার ইথানয়িক এসিড
ঘ. ফসফরাস অ্যামিনো এসিড

৮৭. গোল্ডেন রাইস-এ কোন ভিটামিন অধিক পরিমাণে থাকে?
● ভিটামিন A
খ. ভিটামিন B
গ. ভিটামিন C
ঘ. ভিটামিন D

৮৮. গোল্ডেন রাইস কোন দেশ আবিষ্কার করে?
ক. আমেরিকা
খ. রাশিয়া
● সুইডেন
ঘ. চীন

৮৯. জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা কোন দেশের বিজ্ঞানী আবিষ্কার করেন?
● স্পেনের বিজ্ঞানী
খ. সুইডেনের বিজ্ঞানী
গ. জার্মানীর বিজ্ঞানী
ঘ. জাপানের বিজ্ঞানী

৯০. নিচের কোনটি জেনেটিক্যালি মডিফাইড ভুট্টাতে অধিক পরিমাণে পাওয়া যায়?
ক. ভিটামিন-A
● ফলিক এসিড
গ. ভিটামিন – B
ঘ. অ্যান্টি অক্সিজেন

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৯১. পতঙ্গের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য কোন টেকনিক ব্যবহৃত হয়?
ক. BIT
খ. BDT
● SIT
ঘ. SDT

৯২. কোন দেশে SIT পদ্ধতি ব্যাপকভাবে প্রচলিত নয়?
● ভারত
খ. ব্রাজিল
গ. জাপান
ঘ. থাইল্যান্ড

৯৩. কোনটি আধুনিক ঔষধ শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে?
ক. হরমোন উৎপাদন
● ইন্টারফেরন উৎপাদন
গ. এনজাইম উৎপাদন
ঘ. লিম্ফোসাইট উৎপাদ

৯৪. জীব প্রকৌশল প্রয়োগ করে বাণিজ্যিক ভিত্তিক কোনটির উৎপাদন করা সম্ভব হয়েছে?
ক. হরমোন
● ইন্টারফেরন
গ. এনজাইম
ঘ. জিন

৯৫. নিচের কোনটি অ্যান্টিবায়োটিক?
● পেনিসিলিন
খ. এন্টাসিড
গ. নাপা
ঘ. ডুয়েট

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

৯৬. জীব প্রযুক্তি প্রয়োগ করে বর্তমানে কতগুলো অ্যান্টিবায়োটিক উৎপাদিত হচ্ছে?
ক. একশ-র বেশি
খ. পঞ্চাশটি
গ. পাঁচশটি
● এক হাজারেরও বেশি

৯৭. জীব প্রযুক্তির মাধ্যমে পেঁপে থেকে কোন এনজাইম তৈরি হয়েছে?
ক. লাইপেজ
খ. ফাইসন
● প্যাপেইন
ঘ. প্রোটিয়েজ

৯৮. ফাইসন এনজাইম তৈরি করা হয় কোনটি থেকে?
ক. পেঁপে
● বটগাছ
গ. অর্জুন
ঘ. হরিতকি

৯৯. ফাইসন নামক এনজাইম কোন রোগের প্রতিরোধে ব্যবহৃত হয়?
ক. রক্তপাত বন্ধে
খ. জন্ডিস
● কৃমি
ঘ. হাম

১০০. রক্তপাত বন্ধে কোন এনজাইম ব্যবহৃত হয়?
ক. রেনিন
খ. লাইপেজ
গ. ফাইসন
● থ্রম্বিন

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১০১. ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণকে কী বলে?
ক. ট্রান্সজেনেসিস
খ. টিস্যু কালচার
গ. মলিকুলার স্টেরাইল টেকনিক
● মলিকুলার ফার্মিং

১০২. নিম্নের কোন রোগটির ভ্যাকসিন জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়েছে?
● বসন্ত
খ. ক্যান্সার
গ. জন্ডিস
ঘ. কালাজ্বর

১০৩. উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হলো—
i. চর্বি যুক্ত মাংস উৎপাদন
ii. দ্রুত বিক্রয়যোগ্য করা
iii. রোগ প্রতিরোধী করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৪. পনির তৈরিতে প্রয়োগ করা হয়—
i. ছত্রাক
ii. ব্যাকটেরিয়া
iii. ফরমালিন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৫. ফরেন্সিক টেস্টে ডিএনএ থেকে অপরাধী শনাক্ত করতে ব্যবহার করা হয়-
i. রক্ত
ii. মূত্র
iii. বীর্যরস
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১০৬. ইন্টারফেরন ব্যবহার করা হয়-
i. হাম রোগের চিকিৎসায়
ii. হেপাটাইটিস এর চিকিৎসায়
iii. ক্যান্সার রোগের চিকিৎসায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৭. ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর—
i. দুধ থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়
ii. রক্ত থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়
iii. মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৮. DNA প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে যে জটিল বিষয়গুলো নিৰ্ণয় করা হয় তা-
i. অপরাধী শনাক্তকরণ
ii. মৃত ব্যক্তি শনাক্তকরণ
iii. মাতৃত্ব বা পিতৃত্ব শনাক্তকরণ
ক. ⅰ ও ⅱ ক. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৯. উল্লেখযোগ্য অ্যান্টিবায়োটিক হচ্ছে—
i. পেনিসিলিন
ii. সেফালোস্পোরি
iii. ইন্টারফেরন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১০. জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুতকৃত হরমোন-
i. দামি হয়
ii. সহজসাধ্য হয়
iii. দামেও কম পড়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ক. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১১১. জীব প্রযুক্তির প্রয়োগ করে উৎপাদন করা হয়—
i. পোলিও-এর টিকা
ii. যক্ষ্মার টিকা
iii. বসন্তর টিকা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ক. ⅰ, ⅱ ও ⅲ

১১২. কৃষি উন্নয়নে যেসব জীবপ্রযুক্তিগত পদ্ধতি ব্যবহৃত হয়েছে তা হলো—
i. টিস্যু কালচার
ii. ট্রান্সজেনিক উদ্ভিদ
iii. সুপার রাইস সৃষ্টি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৩. কৃষি উন্নয়নে ব্যবহৃত হয়—
i. গুণগত মান উন্নয়ন
ii. স্টেরাইল ইনসেক্ট টেকনিক
iii. ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৪. জেনেটিক্যালি মডিফাউড ভুট্টার বীজে পাওয়া যায়—
i. ভিটামিন সি
ii. বিটা ক্যারোটিন
iii. ফলিক এসিড
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৫. জীব ক্লোনিং হলো—
i. একই বৈশিষ্ট্যসম্পন্ন জিন তৈরি
ii. অঙ্গজ প্রজননের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদ
iii. মনোজাইগোটিক যমজ সৃষ্টি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১১৬. প্রকৃতিতে ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে—
i. ব্যাকটেরিয়া
ii. শৈবাল
iii. ইস্ট ছত্রাক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৭. জীব প্রযুক্তির ফসল হচ্ছে—
i. সিরকা
ii. মদ
iii. পাউরুটি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

একই প্রাণীর দেহকোষ থেকে সম্পূর্ণ নিউক্লিয়াস বের করে সেই প্রাণীর নিষেককৃত ডিম্বাণুতে ইনজেক্ট করে ঐ নিউক্লিয়াস স্থাপন করা হয়। ডিম্বানুতে দেহকোষের নিউক্লিয়াস স্থাপনের পূর্বে নিষেককৃত ডিম্বানুর নিউক্লিয়াস অপসারণ করা হয়। এই ডিম্বানু থেকে যে প্রাণী সৃষ্টি হয় তা হুবহু তার মাতার মতো হয়।

১১৮. উক্ত প্রযুক্তিতে সৃষ্ট প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম কী?
ক. জনি
● ডলি
গ. মলি
ঘ. পলি

১১৯. উক্ত পদ্ধতিতে ক্লোন করা হয়েছে—
i. ইঁদুর
ii. গরু
iii. বানর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বর্তমানে ঔষধ শিল্পে জীব প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করে সেগুলো হতেও বর্তমানে ঔষধ আহরণ করাহয়। এটি একটি বিশেষ পদ্ধতি।

১২০. পদ্ধতিটির নাম কী?
ক. এসআইটি
● ট্রান্সজেনেসিস
গ. রিপ্রোডাকটিভ ক্লোনিং
ঘ. জিন থেরাপি

নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১২১. এক্ষেত্রে ট্রান্সজেনিক প্রাণীর যেসব উপাদান ব্যবহার করা হয়-
i. রক্ত
ii. দুধ
iii. মূত্র
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ১১ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment