নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw (এডুকুউ) তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ অর্থনৈতিক নির্দশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw (এডুকুউ) থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১. যে কোনো অবস্তুগত দ্রব্য যার উপযোগ এবং বিক্রয় মূল্য আছে, তাকে কী বলে?
ক. ভোগ
খ. ব্যয়
● সেবা
ঘ. আয়

২. উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে কী বলা হয়?
ক. মূলধন
খ. মোট সুদ
গ. মুনাফা
● মোট জাতীয় উৎপাদন

৩. মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য কোন ধরনের দ্রব্য গণনা করা হয়?
ক. প্রাথমিক
খ. মধ্যবর্তী
● চূড়ান্ত
ঘ. উৎপাদিত

৪. মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে কীসের আর্থিক মূল্য হিসাব করতে হয়?
ক. উৎপাদিত দ্রব্যের
● উৎপাদিত দ্রব্য ও সেবার
গ. উৎপাদিত সেবার
ঘ. মোট মূলধন দ্রব্যের

৫. নিচের কোনটি মোট জাতীয় উৎপাদনকে প্রকাশ করে? ক. প্রতিটি দ্রব্যের মোট উৎপাদন x বাজার দাম
খ. প্রত্যেক সেবার মোট উৎপাদন x বাজার দাম
● দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টি
গ. মোট জাতীয় উৎপাদন ও দেশজ উৎপাদন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৬. সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হিসাব করে কোনো দেশের কী হিসাব করা হয়?
ক. জাতীয় আয়
খ. জাতীয় উৎপাদন
গ. মোট জাতীয় আয়
● মোট জাতীয় উৎপাদন

৭. নিপার কলমটি হারিয়ে গেল, লিখতে লিখতে রুবির কলমের কালি শেষ হয়ে গেল, আশার কলমটির কালি বের হয়ে গেল এবং মিমের কলমটির নিব ভেঙে গেল। শেষ পর্যন্ত কার দ্রব্যটি কাজে লাগলো?
ক. নিপার
● রুবির
গ. মিমের
ঘ. আশার

৮. উৎপাদিত দ্রব্যসামগ্রী + সেবার আর্থিক মূল্য = ?
● মোট জাতীয় উৎপাদন
খ. মূলধন
গ. মোট মুনাফা
ঘ. মোট সুদ

৯. ‘ক’ দেশে অবস্থিত বিদেশি জনগণের আয় বেশি। সেক্ষেত্রে অর্থনীতির অবস্থা কী হবে?
ক. GDP=GNP
● GDP> GNP
গ. GDP GNP
ঘ. GDP < GNP

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১০. বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় কোনটির অন্তর্ভুক্ত হবে?
ক. GDP
খ. NNP
গ. GNI
● GNP

১১. আশরাফ মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন। তার আয় হিসাব করা হবে কীভাবে?
ক. নিট জাতীয় আয়ে
খ. মোট দেশজ উৎপাদনে
● মোট জাতীয় উৎপাদনে
ঘ. জিডিপিতে

১২. মাথাপিছু আয় কয়টি পৃথক মান দিয়ে নির্ধারিত হয়?
● ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১৩. মনে কর, কোনো একটি দেশের জনসংখ্যা ১৪ কোটি এবং ঐ সময়ে মোট জাতীয় আয় ৭০০০ কোটি মার্কিন ডলার। দেশটির মাথাপিছু আয় কত হবে?
ক. ৩০০ মার্কিন ডলার
● ৫০০ মার্কিন ডলার
গ. ৪০০ মার্কিন ডলার
ঘ. ৭০০ মার্কিন ডলার

১৪. ২০১৮-২০১৯ অর্থবছরে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত ছিলো?
● ১,৬০,০৬০
খ. ১৯৯০
গ. ১৯০০
ঘ. ১৯০৫

১৫. জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য?
ক. উৎপাদনের পরিমাণ
খ. দ্রব্যের মান
গ. উৎপাদনের উপায়
● দ্রব্যমূল্য

১৬. ‘ক’ রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে মূল্যস্তর স্থির থাকলে কী হবে?
● জীবনযাত্রার মান বাড়বে
খ. জীবনযাত্রার মান কমবে
গ. জীবনযাত্রার মান স্থির থাকবে
ঘ. জীবনযাত্রার মান ক্রমান্বয়ে বাড়বে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১৭. কোন ঘটনার ফলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনমান নিচু থাকবে?
ক. জাতীয় উৎপাদন হ্রাস পেলে
● জাতীয় আয়ের বটন সুষম না হলে
গ.দেশজ উৎপাদন উন্নত না হলে
ঘ. দ্রব্যমূল্য স্তর কমে গেলে

১৮. অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ বা শাখা নিয়ে নিচের কোনটিকে বোঝায়?
● অর্থনীতির খাত
খ. অর্থনৈতিক অঞ্চল
গ. অর্থনীতির উপাদান
ঘ. অর্থনীতির বিভাগ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১৯. বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধানত কয়টি খাতে ভাগ করা হয়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

২০. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
● ১৫
খ. ২০
গ. ২৫
ঘ. ৩০

২১. খনিজ দ্রব্য অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. সেবা
খ. কৃষি
● শিল্প ও বাণিজ্য
ঘ. সামাজিক সেবা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

২২. বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ কোন খাতের অন্তর্গত?
ক. কৃষি
● শিল্প
গ. সেবা
ঘ. ব্যবসা

২৩. আয়েশা আহমেদ একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তার প্রতিষ্ঠানটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক সেবা
খ. শিল্প ও বাণিজ্য
● সেবা
ঘ. কৃষি

২৪. আলতাফ কৃষিকাজ করে, সুফিয়া গার্মেন্টসে কাজ করে, আলিফ চিকিৎসক এবং জলিল একজন দিনমজুর। এখানে কার অবদান সেবা হিসেবে বিবেচিত হবে?
ক. আলতাফ
● আলিফের
গ. সুফিয়া
ঘ. জলিলের

২৫. মোহাম্মদী হাউজিং একটি রিয়েল এস্টেট কোম্পানি। এ প্রতিষ্ঠানটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? ক. সামাজিক সেবা
খ. কৃষি
গ. সেবা
● শিল্প ও বাণিজ্য

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

২৬. মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহের কোন অংশের অবদান সর্বাধিক?
ক. কৃষি ও বনজ
● শিল্প ও বাণিজ্য
গ. মৎস্য সম্পদ
ঘ. পাইকারি ও খুচরা বাণিজ্য

২৭. দেশজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন খাত?
ক. কৃষি
খ. মৎস
গ. সেবা
● পাইকারি ও খুচরা

২৮. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী?
● সে দেশের জনগণের মাথাপিছু আয়
খ. সে দেশের মোট দেশজ উৎপাদন
গ. সে দেশের মোট জাতীয় উৎপাদন
ঘ. সে দেশের জনগণের মোট আয়

২৯. মধ্য আয়ের দেশগুলো কয় ভাগে ভাগ?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৩০. ওয়ার্ল্ড ব্যাংকের ২০২০ এর তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের মাথাপিছু মোট জাতীয় আয় কত?
ক. ৬৪,০৫০ মার্কিন ডলার
খ. ৬,০৭০ মার্কিন ডলার
● ৬৬, ০৬০ মার্কিন ডলার
ঘ. ৬, ০৬০ মার্কিন ডলার

৩১. মাথাপিছু আয়ের ভিত্তিতে নরওয়ে কোন ধরনের দেশ?
ক. মধ্য আয়ের
খ. উচ্চ মধ্য আয়ের
গ. নিম্ন মধ্য আয়ের
● উচ্চ আয়ের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৩৩. উচ্চ আয়ের দেশ কোনটি?
● সুইডেন
খ. মিসর
গ. মালয়েশিয়া
ঘ. চীন

৩৪. মাথাপিছু আয়ের ক্ষেত্রে নিচের কোনটি ব্যতিক্রম?
ক. যুক্তরাজ্য
খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র
● চীন

৩৫. চীনের মাথাপিছু মোট জাতীয় আয় কত মার্কিন ডলার?
ক. ১৩৩৮
খ. ৫৭০০
গ. ৯৫২০
● ৮,৮২৭

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৩৬. কোন দেশগুলোকে স্বল্পোন্নত বলা হয়?
ক. নিম্ন মধ্য আয়ের দেশ
● নিম্ন আয়ের দেশ
গ. উচ্চ মধ্য আয়ের দেশ
ঘ. মধ্য আয়ের দেশ

৩৭. কোন দেশটি নিম্ন মধ্য আয়ের দেশ?
● বাংলাদেশ
খ. কানাডা
গ. শ্রীলঙ্কা
ঘ. চীন

৩৮. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- ২০২০ এর তথ্যানুসারে, বাংলাদেশের মাথাপিছু মোট জাতীয় আয় কত?
ক. ১৯০৯ মার্কিন ডলার
● ২০৬৪ মার্কিন ডলার
গ. ২০০০ মার্কিন ডলার
ঘ. ২১০০ মার্কিন ডলার

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৩৯. একটি দেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রধানত কীসের ওপর নির্ভরশীল?
ক. কৃষি ব্যবস্থা
খ. প্রাকৃতিক সম্পদ
● অর্থনীতির প্রকৃতি
ঘ. অর্থনৈতিক কর্মকাণ্ড

৪০. প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি হিসেবে পরিচিতি পেয়েছে?
● কৃষিভিত্তিক
খ. নির্মাণভিত্তিক
গ. স্বাস্থ্যভিত্তিক
ঘ. শিক্ষাভিত্তিক

৪১. বাংলাদেশের কৃষি খাতের অন্যতম প্রধান উৎপন্ন দ্রব্য কোনটি?
ক. মাছ
● খাদ্যশস্য
গ. স্যার
ঘ. বীজ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৪২. বাংলাদেশের কৃষিখাত কোন খাতের কাঁচামাল যোগান দেয়?
● শিল্প খাত
খ. নির্মাণ খাত
গ. শিক্ষা খাত
ঘ. স্বাস্থ্য খাত

৪৩. আমাদের কৃষিজমিতে উৎপাদনশীলতা কম হওয়ার কারণ কী?
● সনাতন পদ্ধতির চাষাবাদ
খ. জমিতে কলের লাঙলের ব্যবহার
গ. কীটনাশক ব্যাপকভাবে ব্যবহৃত হয়
ঘ. জৈব সার ব্যবহৃত হয় না

৪৪. কোনটি কৃষিখাতের সবচেয়ে বড় ত্রুটি?
ক. পরিবহন সুবিধার অপ্রতুলতা
খ. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য
গ. প্রকৃত উৎপাদকের পণ্যের ন্যায্য দাম না পাওয়া
● কৃষকদের ন্যায্য মজুরি না দেওয়া

৪৫. ২০১৬-১৭ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান কত ছিলো?
● ৩৩.৬৬% এর বেশি
খ. ৩২.৬৬% এর বেশি
গ. ৩৩.৬৬%
ঘ. ৩৪.৬৬%

৪৬. বাংলাদেশের শিল্পখাতে কীসের অস্তিত্ব নেই বললেই চলে?
ক. প্রকৃতি নির্ভরতার
● মৌলিক ও ভারী শিল্পের
গ. উচ্চ হারে সুদের
ঘ. শ্রমিক অসন্তোষের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৪৭. অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করতে কোনটি সর্বাধিক প্রয়োজন?
● দ্রুত শিল্পায়ন
খ. কৃষিক্ষেত্রে উন্নয়ন
গ. আন্তর্জাতিক অসহযোগিতা
ঘ. মৎস ক্ষেত্রে উন্নয়ন

৪৮. বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে প্রধান অন্তরায় কী?
ক. শিল্পায়ন
● জনসংখ্যাধিক্য
গ. ভূ-প্রকৃতি
ঘ. কৃষির উন্নয়ন

৪৯. ২০১৮ সালের বিবিএস রিপোর্ট অনুসারে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ১০৫২ জন
খ. ১০১৫ জন
গ. ১১৫২ জন
● ১২৫২ জন

৫০. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
ক. সহনীয়
খ. বেশি
● ক্রমহ্রাসমান
ঘ. কম

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৫১. জনসংখ্যাকে যে কোনো দেশের কী হিসেবে বিবেচনা করা হয়?
ক. সমস্যা
● সম্পদ
গ. বোঝা
ঘ. আপদ

৫২. বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যাকে এখন পর্যন্ত কী হিসেবে বিবেচনা করা হয়?
● সমস্যা
খ. আশীর্বাদ
গ. সম্পদ
ঘ. উপাদান

৫৩. বাংলাদেশে সাক্ষরতার হার কত?
ক. ৬১.৫
খ. ৬৫.৭
গ. ৭০.৮০
● ৭২.৮

৫৪. ২০১৯-২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিলো?
ক. ১৯০৯ মার্কিন ডলার
খ. ২০০০ মার্কিন ডলার
● ২০৬৪ মার্কিন ডলার
ঘ. ২০৭০ মার্কিন ডলার

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৫৫. নিম্ন জীবনযাত্রার মানের ক্ষেত্রে কোন কারণটি দায়ী? ক. যোগাযোগ ব্যবস্থা
খ. প্রযুক্তির ব্যবহার কম
● নিম্ন মাথাপিছু আয়
ঘ. নিরক্ষরতার হার বেশি

৫৬. দেশের মোট জনসংখ্যার কত শতাংশের অবস্থান দারিদ্র্যসীমার নিচে?
● এক-চতুর্থাংশ
খ. দুই তৃতীয়াংশ
গ. এক পদ্মমাংশ
ঘ. দুই চতুর্থাংশ

৫৭. আমাদের দেশে নতুন শিল্প কে উদ্যোক্তার অভাব
স্থাপনের গতি মন্থর কেন?
ক. সরকারি পৃষ্ঠপোষকতা কম
● বিনিয়োগের নিম্ন হার
গ. প্রতিকূল পরিবেশ
ঘ. উদ্যোক্তার অভব

৫৮. বাংলাদেশের অর্থনৈতিক গতি কোন চক্রের মধ্যে আবদ্ধ?
ক. বিনিয়োগের নিম্নচক্র
খ. কর্মসংস্থানের নিম্নচক্র
● দারিদ্র্যের দুষ্টচক্র
ঘ. দুর্নীতির দুষ্টচক্র

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৫৯. দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য সরকার কোন কর্মসূচি গ্রহণ করেছে?
● পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি
খ. খাদ্যের বিনিময়ে শিক্ষার কর্মসূচি
গ. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
ঘ. নতুন শিল্প স্থাপনের কর্মসূচি

৬০. অবকাঠামোকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়?
● ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে
ঘ. ৫ ভাগে

৬১. কোনটি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত?
ক. পরিবহন
খ. বিমা
গ. বিদ্যুৎ
● স্বাস্থ্য

৬২. কোনটিকে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি বলা হয়?
ক. সামাজিক অবকাঠামোকে
খ. অর্থনৈতিক অবকাঠামোকে
গ. রাজনৈতিক অবকাঠামোকে
● আর্থ-সামাজিক অবকাঠামোকে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৬৩. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য প্রতিকূল কেন?
ক. রপ্তানি আয় বেশি
খ. রপ্তানি ব্যয় কম
● রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি
ঘ. রপ্তানি আয় আমদানি ব্যয়ের চেয়ে বেশি

৬৪. ঘাটতি বাণিজ্য কী?
ক. আমদানির চেয়ে রপ্তানি বেশি
খ. আমদানি ও রপ্তানি সমান
গ. শুধুই আমদানি করা
● রপ্তানির চেয়ে আমদানি ব্যয় বেশি

৬৫. উর্বর কৃষিজমি কী ধরনের সম্পদ?
● প্রাকৃতিক
খ. সামাজিক
গ. ব্যক্তিগত
ঘ. রাষ্ট্রীয়

৬৬. কোনটি খনিজ সম্পদ?
● সিলিকা, বালু
খ. প্রাকৃতিক জলাশয়
গ. নদ-নদী
ঘ. সুন্দরি কাঠ

৬৭. বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ কী ছিলো?
● ঔপনিবেশিক শাসন ও শোষণ
খ. রাজনৈতিক অস্থিতিশীলতা
গ. দুর্বল প্রশাসন
ঘ. অবকাঠামোগত সমস্যা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৬৮. স্বাধীনতা-পূর্ব বাংলার অর্থনীতি কয় ভাগে বিভক্ত ছিল?
ক. ২
খ. ৩
● ৪
ঘ. ৫

৬৯. রেশমা ইতিহাস বইতে পড়েছে স্বাধীনতা-পূর্ব একটি শাসনামলকে বলা হয় ‘বাংলার স্বর্ণযুগ’। নিচের কোনটি বাংলাদেশের অর্থনীতির এই শাসনামলকে নির্দেশ করে?
ক. প্রাচীন কাল
খ. ব্রিটিশ শাসনামল
● মুসলিম শাসনামল
ঘ. পাকিস্তান আমল

৭০. প্রাচীন বাংলার কোন শিল্পজাত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে সমাদৃত ছিল?
ক. কাগজ
● বস্ত্র
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. লোহা ও ইস্পাত

৭১. পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলার বাণিজ্য ছিল কোন শাসনামলে?
● মুসলিম শাসনামলে
খ. মোগল শাসনামলে
গ. ইংরেজ শাসনামলে
ঘ. পাকিস্তান শাসনামলে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৭২. কোন দেশ থেকে প্রথম শিল্প বিপ্লব হয়?
● ইংল্যান্ড
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. চীন

৭৩. কোন দেশের বস্ত্রকলে কম খরচে বস্ত্র উৎপাদিত হতো?
ক. ঢাকার
খ. কলকাতার
গ. আমেরিকার
● ইংল্যান্ডের

৭৪. ইংল্যান্ডের বস্ত্রকলে উৎপাদিত বস্ত্র কোন বাজার দখল করেছিল?
ক. ভারতের
খ. ইউরোপের
● বাংলাদেশের
ঘ. পাকিস্তানের

৭৫. বাংলাদেশ ইংল্যান্ডের কোন পণ্যের বাজারে পরিণত হয়?
● শিল্পজাত
খ. কৃষিজাত
গ. খনিজ
ঘ. খাদ্যজাত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৭৬. কৃষি উন্নয়নের জন্যে বড় উপাদান কোনটি?
ক. উন্নত যোগাযোগ ব্যবস্থা
● সুলভ কৃষিঋণ
গ. বর্গাচাষী
ঘ. বলদ ও লাঙল

৭৭. কৃষিক্ষেত্রে অগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোনটি?
ক. অনুর্বর জমি
খ. ধনী কৃষকদের দুর্নীতি
● অবকাঠামোগত দুর্বলতা
ঘ. অপর্যাপ্ত বৃষ্টিপাত

৭৮. কীসের প্রভাবে প্রকৃত উৎপাদকেরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন?
ক. মহাজনদের দৌরাত্ম্য
● মধ্যস্বত্বভোগীদের প্রভাব
গ. অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা
ঘ. বাজারের অভাব

৭৯. কী কারণে কৃষিক্ষেত্রে উৎপাদনকারীরা উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলেন?
● ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়া
খ. দালালদের দৌরাত্ম্য
গ. মধ্যস্বত্বভোগীদের আধিপত্য করা
ঘ. মহাজন কর্তৃক উচ্চ হারে সুদ ধার্য

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৮০. প্রাকৃতিক দুর্যোগ কোন খাতের উন্নয়নের প্রতিবন্ধক?
ক. শিল্পোন্নয়নের
● কৃষি উন্নয়নের
গ. অবকাঠামোগত উন্নয়নের
ঘ. প্রযুক্তিগত উন্নয়নের

৮১. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে?
ক. কৃষিখাত
খ. শিক্ষা খাত
● শিল্পখাত
ঘ. নির্মাণ খাত

৮২. আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা হিসেবে কোনটিকে প্রথমেই উল্লেখ করতে হবে?
● অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা ও অপর্যাপ্ততা
খ. রাজনৈতিক অস্থিতিশীলতা
গ. বেকারত্ব
ঘ. নারীর প্রতি সহিংসতা

৮৩. কীসের কারণে কৃষি, শিল্প ও সেবাখাতের উৎপাদন ব্যাহত হচ্ছে?
ক. প্রাকৃতিক দুর্যোগের কারণে
● গ্যাস-বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ত্রুটিপূর্ণ ও অপর্যাপ্ত হওয়ায়
গ. জনসংখ্যা বৃদ্ধি হওয়ায়
ঘ. জ্বালানি শক্তির মজুদ বৃদ্ধি পাওয়ায়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৮৪. নিচের কোনটি অবকাঠামোর একটি বড় উপাদান?
ক. বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করা
খ. গণতন্ত্র প্রতিষ্ঠা করা
● উৎপাদন ও বিনিয়োগকারীদের ঋণ সুবিধা প্রদান
ঘ. স্কুল, কলেজ ও মাদ্রাসার সম্প্রসারণ

৮৫. বিনিয়োগের ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে কোনটি?
ক. মাত্রাতিরিক্ত জনসংখ্যা
● রাজনৈতিক অস্থিতিশীলতা
গ. ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক অত্যাচার
ঘ. গণতান্ত্রিক রাজনীতি ব্যবস্থা

৮৬. সামাজিক অবকাঠামোগত সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক. দারিদ্র্য
● নিরক্ষরতা
গ. জনসংখ্যা সমস্যা
ঘ. বেকারত্ব সমস্যা

৮৭. বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রকৃতি কীরূপ?
● পুঁথিগত ও জ্ঞানভিত্তিক
খ. কারিগরি
গ. প্রযুক্তিনির্ভর
ঘ. বাস্তবিক ও বিজ্ঞানসম্মত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৮৮. আর্থ-সামাজিক প্রতিবন্ধকতাসমূহের মধ্যে অন্যতম প্রধান কোনটি?
ক. শিক্ষার অভাব
খ. বাল্যবিবাহ
● অধিক জনসংখ্যা
ঘ. নারীর অনগ্রসরতা

৮৯. কোন সমস্যা থেকে বেকারত্ব সৃষ্টি হয়েছে?
● জনসংখ্যা
খ. শিল্পায়নের অভাব
গ. কারিগরি জ্ঞানের অভাব
ঘ. বাস্তবমুখী শিক্ষার অভাব

৯০. কারা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে?
● বেকার কিশোর ও নেশাগ্রস্ত তরুণরা
খ. শিক্ষিত যুব সমাজ
গ. অর্ধবেকার কিশোর-কিশোরী
ঘ. অশিক্ষিত জনগোষ্ঠী

৯১. কোন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে?
● প্রশাসনে
খ. রাজনীতিতে
গ. শিক্ষা প্রতিষ্ঠানে
ঘ. চাকরিজীবীদের

৯২. নিচের কোনটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও প্রকল্প প্রয়োজন হয়?
● নীতিমালা
খ. পদ্ধতি
গ. সূচক
ঘ. নির্দেশক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৯৩. ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১’ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে কীসের আলোকে?
● রূপকল্প-২০২১
খ. রূপকল্প ২০২২
গ. রূপকল্প ২০২০
ঘ. রূপকল্প-২০২৪

৯৪. কত সালে জাতীয় কৃষিনীতি প্রণয়ন করা হয়েছে?
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
● ১৯৯৯
ঘ. ২০০০

৯৫. সরকার কৃষি উপকরণের কোনটি বৃদ্ধি করেছে?
● ভর্তুকি
খ. মূল্যে
গ. মান
ঘ. পরিমাণ

৯৬. সরকার কোন খাতে অধিকতর বিনিয়োগ করেছে?
ক. কৃষি যন্ত্রপাতি সরবরাহে
খ. রাসায়নিক সার উৎপাদনে
গ. সেচ পাম্প ব্যবহারে
● উচ্চ ফলনশীল বীজ উৎপাদনে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

৯৭. কৃষি ক্ষেত্রে কোন সার ব্যবহারের উপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে?
ক. রাসায়নিক
● জৈব
গ. কেঁচো
ঘ. গুটি

৯৮. কোন ব্যাংকে কৃষি ঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত করার জন্য ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে?
ক. বাংলাদেশ ব্যাংক
খ. কৃষি ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
● সকল তফসিলি ব্যাংক

৯৯. সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন শিল্প স্থাপন জরুরি?
ক. কুটির শিল্প
● ভারী ও মৌলিক শিল্প
গ. ক্ষুদ্র শিল্প
ঘ. পাট শিল্প

১০০. কোন নীতির ভিত্তিতে শিল্প উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালানো হয়?
● জাতীয় শিল্পনীতি ২০১০
খ. জাতীয় শিল্পায়ন নীতি ২০১১
গ. জাতীয় শিল্প উন্নয়ন নীতি ২০১১
ঘ. জাতীয় উৎপাদন নীতিমালা ২০১০

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১০১. দেশের দ্রুত শিল্পায়ন নিশ্চিত করার জন্য সরকার কোন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে?
ক. কুটির শিল্প
খ. মাঝারি শিল্প
গ. ক্ষুদ্র শিল্প
● বৃহৎ শিল্প

১০২. শিল্পায়নের জন্য প্রথম ও প্রধান প্রয়োজন কোনটি?
ক. শ্রমিক
খ. অবকাঠামো
● পুঁজি বা মূলধন
ঘ. কাঁচামাল

১০৩. কোনটি পুঁজি বা মূলধনের প্রধান উৎস?
● ব্যাংক
খ. সঞ্চয়
গ. মহাজন
ঘ. জায়গা জমি বিক্রি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১০৪. দেশের অর্থনৈতিক উন্নয়নে খুব বড় বাধা কোনটি?
● আর্থ-সামাজিক অবকাঠামোর দুর্বলতা
খ. সহজ শর্তে শিল্পঋণের অভাব
গ. বৈদেশিক কাঁচামালের উপর নির্ভরশীলতা
ঘ. দক্ষ ও সুলভ শ্রমিকের অভাব

১০৫. সরকার প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান কত সালের ঘটনা?
ক. ২০০৮
খ. ২০০৯
● ২০১০
ঘ. ২০১২

১০৬. কত সালে গ্যাস আমদানির পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল?
ক. ২০১৪ সাল
● ২০১৩ সাল
গ. ২০১৭ সাল
ঘ. ২০১৯ সাল

১০৭. বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের নিচের কোন উপাদানটি রয়েছে?
ক. কম্পিউটার
● মোবাইল
গ. এলসিডি টিভি
ঘ. এলইডি টিভি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১০৮. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে চালিকা শক্তি কোনটি?
● তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. কলকারখানা সম্প্রসারণ
গ. নারীর ক্ষমতায়ন
ঘ. কারিগরি শিক্ষা

১০৯. স্বাস্থ্য সেবাকে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কী প্রতিষ্ঠা করা হয়েছে?
ক. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
খ. সরকারি সদর হাসপাতাল
গ. শিশু ও নারী স্বাস্থ্য উন্নয়ন ক্লিনিক
● কমিউনিটি ক্লিনিক

১১০. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য দেশে কী গড়ে উঠেছে?
● দুর্যোগ ব্যবস্থাপনা
খ. দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা
গ. শক্তিশালী অবকাঠামো
ঘ. আশ্রয়কেন্দ্র

১১১. কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার অন্তর্গত বিষয়?
ক. আধুনিক চাষাবাদ প্রবর্তন
● জনস্বাস্থ্য প্রকৌশল
গ. জনসংখ্যা নিয়ন্ত্রণ
ঘ. কর্মমুখী শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১১২. ৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্বন্ধে সঠিক ধারণা পেতে হলে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা থাকা জরুরি। এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি
● অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ. অর্থনৈতিক কাঠামো
ঘ. অর্থনীতির ভিত্তি

১১৩. কোনটি জাতীয় আয়ের পরিবর্তনের হার?
● প্রবৃদ্ধি
খ. স্থূল আয়
গ. মোট আয়
ঘ. শতকরা হিসাব

১১৪. প্রবৃদ্ধির হার ও জনসংখ্যা বৃদ্ধির হার একই হলে মাথাপিছু আয় কেমন হবে?
ক. কমবে
● একই থাকবে
গ. বাড়বে
ঘ. উন্নত হবে

১১৫. একটি দেশের প্রবৃদ্ধির হার ৪% এবং জনসংখ্যা বৃদ্ধির হার ৩% হলে দেশটির অর্থনৈতিক অবস্থা কীরূপ হবে?
ক. অনুন্নত হবে
খ. একই থাকবে
● উন্নত হবে
ঘ. মাথাপিছু আয় কমবে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১১৬. শ্রমিকের উৎপাদনশীলতা বাড়লে নিচের কোনটির পরিমাণও বাড়ে?
ক. ভূমি
খ. খাজনা
● উৎপাদন
ঘ. মূলধন

১১৭. কোনো দেশে শ্রমিক তার ন্যায্য মজুরি লাভ করছে। এ ক্ষেত্রে বলা যায় দেশটিতে-
● অর্থনীতির কাঠামোগত পরিবর্তন এসেছে
খ. অর্থনীতি স্থবির হয়ে পড়েছে
গ. শ্রমিকরা হয়েছে উৎপাদন উপায়ের মালিক
ঘ. শ্রমিকদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে

১১৮. কোনটি জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে?
ক. সামাজিক অবকাঠামোর পরিবর্তন
● অর্থনৈতিক উন্নয়ন
গ. প্রকৃতিগত পরিবর্তন
ঘ. আয়ের সুষম বণ্টন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১১৯. আমাদের দেশে যদি শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসেবার সুবিধা বেড়ে যায়, তবে বলা যায় আমাদের-
ক. অর্থনীতির কাঠামোগত পরিবর্তন এসেছে
● সামাজিক অবকাঠামোর পরিবর্তন ঘটেছে
গ. উন্নত প্রযুক্তি ব্যবহার বেড়েছে
ঘ. উপকরণসমূহ সহজলভ্য হয়েছে

১২০. কামাল সাহেব এমন একটি দেশে বসবাস করেন যেখানে জনগণের মাথাপিছু আয় অনেক বেশি এবং জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। এক্ষেত্রে তিনি কোন দেশের নাগরিক হিসেবে গণ্য হবেন?
● উন্নত দেশ
খ. উন্নয়নশীল দেশ
গ. নিম্ন মধ্যআয়ের দেশ
ঘ. অনুন্নত দেশ

১২১. উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

১২২. অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘ মেয়াদে অব্যাহত আছে এমন দেশকে কী বলে?
● উন্নত দেশ
খ. উন্নয়নশীল দেশ
গ. স্বল্পোন্নত দেশ
ঘ. অনুন্নত দেশ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১২৩. উন্নত দেশে জীবনযাত্রা অত্যন্ত উন্নত কেন?
ক. মাথাপিছু আয় বৃদ্ধির হার কম বলে
● মাথাপিছু আয় বৃদ্ধির হার বেশি বলে
গ. নাগরিক সুবিধা কম বলে
ঘ. শিক্ষার হার কম বলে

১২৪. উন্নত দেশে জ্ঞান-বিজ্ঞান দ্রুত প্রসার লাভ করে কেন?
ক. প্রাকৃতিক সম্পদের জন্য
● শিক্ষা প্রসারের জন্য
গ. অর্থনৈতিক অবকাঠামোর জন্য
ঘ. অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য

১২৫. উন্নত দেশের অর্থনীতির প্রকৃতি কীরূপ?
ক. কৃষিনির্ভর
● শিল্পনির্ভর
গ.বাণিজ্যনির্ভর
ঘ. প্রুযুক্তিনির্ভর

১২৬. কোন দেশে শ্রমিক তার ন্যায্য মজুরি পায়?
ক. অনুন্নত দেশে
● উন্নত দেশে
গ. স্বল্পোন্নত দেশে
ঘ. মধ্যম আয়ের দেশে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১২৭. উন্নত আর্থ-সামাজিক অবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক. জনসংখ্যার বৃদ্ধির হার সন্তোষজনক
খ. অভিজাত লোকদের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা
● উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
ঘ. উচ্চ হারে শিক্ষা ব্যয় বহন

১২৮. কৃষি অপ্রধান খাত হলেও কোন দেশগুলোতে কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা অত্যন্ত উন্নত?
● উন্নত
খ. উন্নয়নশীল
গ. অনুন্নত
ঘ. উচ্চ-মধ্য আয়ের দেশ

১২৯. উন্নত দেশে জনসংখ্যার প্রকৃতি কীরূপ?
ক. অনিয়ন্ত্রিত
● নিয়ন্ত্রিত
গ. বৃদ্ধির হার সন্তোষজনক
ঘ. বৃদ্ধির হার বেশি

১৩০. উন্নত দেশের মাথাপিছু আয় অব্যাহতভাবে কেন বৃদ্ধি পায়?
ক. উন্নত প্রযুক্তির কারণে
খ. জনসংখ্যা নিয়ন্ত্রিত বলে
● প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি বলে
ঘ. উৎপাদন ব্যবস্থা খুব বেশি উন্নত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১৩১. কোনো দেশের মোট আয় ব্যয় করা হয়-
ⅰ. ভোগ্যদ্রব্য ও সেবা কেনার জন্য
ⅱ. সদায় করার জন্য
ⅲ. বিনিয়োগ করার জন্য
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩২. মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়-
ⅰ. প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্য পরিমাপ করে
ⅱ. উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করে
ⅲ. সমাজের মোট ব্যয় হিসাব করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩১. মোট দেশজ উৎপাদনে হিসাব করা হয়-
ⅰ. ভৌগোলিক সীমানার মধ্যকার সকল উৎপাদন
ⅱ. বিদেশে অবস্থানরত নাগরিকদের প্রেরিত অর্থ
ⅲ. দেশে অবস্থানরত বিদেশি সংস্থার আয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে বলা যায়-
ⅰ. মোট জাতীয় উৎপাদন > মোট দেশজ উৎপাদন
ⅱ. মোট জাতীয় উৎপাদন < মোট দেশজ উৎপাদন
ⅲ. মোট জাতীয় উৎপাদন = মোট দেশজ উৎপাদন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১৩৪. ‘x’ রাষ্ট্রে জাতীয় আয়ের সুষম বণ্টন দেখা যায়। তাহলে সে দেশে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে—
ⅰ. মূল্যস্তর অপরিবর্তিত থাকলে
ⅱ. মাথাপিছু আয় বাড়লে
ⅲ. আয় বৃদ্ধির চেয়ে কম হারে মূল্যস্তর বৃদ্ধি পেলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. মাথাপিছু আয় নির্ধারিত হয়—
ⅰ. মোট জাতীয় আয়ের মাধ্যমে
ⅱ. মোট দেশজ উৎপাদন দ্বারা
ⅲ. মোট জনসংখ্যার ভিত্তিতে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৬. একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ধারণের জন্য বিবেচ্য বিষয়-
ⅰ. জনগণের মাথাপিছু আয়
ⅱ. অর্থনীতির প্রকৃতি
ⅲ. জনসংখ্যা বৃদ্ধির হার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. উন্নত দেশগুলো উদ্বৃত্ত অর্থ ব্যয় করে—
ⅰ. সঞ্চয় গঠনে
ⅱ. মূলধন গঠনে
ⅲ. বিনিয়োগে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১৩৮. উন্নয়নশীল দেশগুলোর বৈশিষ্ট্য—
ⅰ. দ্রুত শিল্পায়িত হচ্ছে
ⅱ. শিক্ষা খাতে দ্রুত উন্নয়ন ঘটছে
ⅲ. স্বাস্থ্য সেবার দ্রুত উন্নয়ন ঘটছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্যের সঠিক চিত্র হলো—
ⅰ. উন্নয়নের ধারা শুরু হয়েছে বেশ কিছুকাল
ⅱ. উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পিত
ⅲ. কিছু উন্নয়নও অর্জিত হয়েছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪০. বেকারত্বের মূল কারণ—
ⅰ. অধিক জনসংখ্যা
ⅱ. শিল্পের অনুন্নয়ন
ⅲ. কর্মবিমুখতা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

১৪১. দেশে জনগণের মাথাপিছু আয় কম হওয়ার কারণ-
ⅰ. মজুরির হার নিম্ন পর্যায়ের
ⅱ. বেকারত্বের হার অত্যধিক
ⅲ. অর্ধবেকারত্ব ক্রমবর্ধমান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪২. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
ⅰ. রপ্তানি আয় কম
ⅱ. আমদানি ব্যয় কম
ⅲ. বৈদেশিক লেনদেনের ভারসাম্য প্রতিকূলে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৩. একটি জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরিত করা যায়-
ⅰ. যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে
ⅱ. কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে
ⅲ. শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৪. বাংলাদেশের জনগণের বৃহত্তর অংশকে মানবসম্পদে রূপান্তর করতে না পারার কারণ—
ⅰ. অধিকাংশ লোক শিক্ষা ও স্বাস্থ্য সুবিধাবঞ্চিত
ⅱ. জনগণের বৃহৎ অংশ খাদ্যাভাব ও পুষ্টিহীনতার শিকার
ⅲ. কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের অভাব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৫ ও ১৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
রউফ আহমেদ একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। চলতি অর্থবছরে বেতন বেড়েছে মূল বেতনের ১০% । যদিও দ্রব্যমূল্য বেড়েছে ১০%।
১৪৫. রউফ আহমেদের প্রকৃত আয়-
ক. বেড়েছে
খ. কমেছে
● একই আছে
ঘ. উন্নত হয়েছে

১৪৬. রউফ আহমেদের পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য-
ⅰ. অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয়েছে
ⅱ. আয় বেড়েছে
ⅲ. প্রকৃত আয় বাড়েনি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
আলতাফ সাহেব তার বাড়ির আশপাশের খালি জায়গায় প্রচুর পরিমাণ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছেন। তিনি তার প্রতিবেশীদের সব সময় বোঝানোর চেষ্টা করেন এই সব গাছ সকলেরই উপকারে আসে; এমনকি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। তার পরামর্শে অনেকেই এখন বৃক্ষরোপণে আগ্রহী হয়ে উঠেছে।

১৪৭. উদ্দীপকে জাতীয় অর্থনীতির কোন খাতটির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে?
ক. সেবা
খ. ব্যবসা
● কৃষি
ঘ. খনিজ

১৪৮. আলতাফ সাহেবের কার্যক্রম বাংলাদেশের জনগণকে-
ⅰ. প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে
ⅱ. অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেবে২
ⅲ. সুস্বাস্থ্য গঠনে সহায়তা করবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১২ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment