নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ : বিশ্বভ্যতা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

১. আদিম যুগের মানুষ কী জানত না?
● কৃষি
খ. ব্যবসায়
গ. লেখাপড়া
ঘ. রান্না করা

২. আদিম যুগের মানুষের হাতিয়ার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. বন্দুক
● পাথর
গ. তলোয়ার
ঘ. বাঁটি-কোদাল

৩. পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?
● পুরোপলীয় যুগ
খ. নব্য যুগ
গ. আধুনিক যুগ
ঘ. বর্তমান যুগ

৪. আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করত?
ক. কাঠের অস্ত্র দিয়ে
খ. বাঁশের অস্ত্র দিয়ে
গ. বালামের অস্ত্র দিয়ে
● পাথরের অস্ত্র দিয়ে

৫. আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানত না?
ক. মোবাইলের
খ. কম্পিউটারের
গ. ইন্টারনেটের
● আগুনের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৬. প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?
ক. খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ থেকে
খ. খ্রিস্টপূর্ব ৩১০০ অব্দ থেকে
● খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ থেকে
ঘ. খ্রিস্টপূর্ব ৩৩০০ অব্দ থেকে

৭. মিশরের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
● ইজিপ্ট
খ. ইসিকা
গ. ইন্তিকা
ঘ. ইসিপ্ট

৮. কোন দেশটিকে তিনটি মহাদেশে ঘিরে রেখেছে?
ক. পাকিস্তান
● মিশর
গ. ইরান
ঘ. ইরাক

৯. মিশরের উত্তরে কী রয়েছে?
ক. লোহিত সাগর
খ. সাহারা মরুভূমি
● ভূমধ্যসাগর
ঘ. আফ্রিকা

১০. মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ব্ৰহ্মপুত্র নদ
খ. ইয়াংসিকিয়াং
● নীলনদ
ঘ. আমাজান

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

১১. মিশর দেশটির কিছু অংশ জুড়ে শস্যশ্যামলা সবুজ ভূমি থাকার যথার্থ কারণ কোনটি?
ক. লোহিত সাগর
খ. ভূমধ্যসাগর
গ. সাহারা মরুভূমি
● নীলনদ

১২. মিশরের মাটির রং কেমন?
● কালো
খ. সাদা
গ. হলুদ
ঘ. লাল

১৩. মিশরের আয়তন কত?
ক. প্রায় দু লাখ বর্গমাইল
খ. প্রায় তিন লাখ বর্গমাইল
● প্রায় চার লাখ বর্গমাইল
ঘ. প্রায় পাঁচ লাখ বর্গমাইল

১৪. মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?
● ২৫০০ বছরেরও বেশি
খ. ২৬০০ বছরেরও বেশি
গ. ২৮০০ বছরেরও বেশি
ঘ. ২৭০০ বছরেরও বেশি

১৫. মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য?
ক. কাশেমের
খ. নেমেসের
● মেনেসের
ঘ. সেমেনের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

১৬. মিশরের ওপর পিবিয়দের আক্রমণ শুরু হয় কখন থেকে?
ক. খ্রিস্টপূর্ব সপ্তম শতকের মাঝামাঝি
খ. খ্রিস্টপূর্ব অষ্টম শতকের মাঝামাঝি
গ. খ্রিস্টপূর্ব নবম শতকের মাঝামাঝি
● খ্রিস্টপূর্ব দশম শতকের মাঝামাঝি

১৭. মিশরের প্রথম রাজা কে ছিলেন?
● ফারাও
খ. কারাবী
গ. ফাতেহ
ঘ. কারমান

১৮. ফারাও এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটি?
● পেরও-এর
খ. ফের-ও-এর
গ. ফাতাহ-এর
ঘ. কালাহ-এর

১৯. ফারাওরা কেমন ছিলেন?
ক. দুর্বল
● ক্ষমতাশালী
গ. ভীতু
ঘ. উচ্চবিত্ত

২০. ফারাওরা নিজেদের কী মনে করতেন?
ক. চন্দ্র দেবতার বংশধর
খ. মা কালীর বংশধর
● সূর্য দেবতার বংশধর
ঘ. মা আনন্দময়ীর বংশধর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

২১. ফারাও পদটি কেমন ছিল?
ক. আরামের
খ. আয়েশের
গ. মর্যাদার
● বংশানুক্রমিক

২২. মিশরের অর্থনীতি কিসের ওপর নির্ভর করত?
● কৃষির
খ. ব্যবসার
গ. সাহায্যের
ঘ. ঋণের

২৩. মিশরে লাঙলের ব্যবহার শুরু হয় কখন?
ক. খ্রিস্টপূর্ব ৪১০০ অব্দে
খ. খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে
● খ্রিস্টপূর্ব ৪৩০০ অব্দে
ঘ. খ্রিস্টপূর্ব ৪৪০০ অব্দে

২৪. নীলনদের উৎপত্তিস্থল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
● ভিক্টোরিয়া
খ. ব্রহ্মপুত্র
গ. আমাজান
ঘ. লোহিত সাগর

২৫. ইতিহাসের জনক কে?
ক. সক্রেটিস
খ. এরিস্টটল
● হেরোডোটাস
ঘ. আইনস্টাইন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

২৬. মিশর কিসের দান?
ক. লোহিত সাগরের
● নীলনদের
গ. সাহারা মরুভূমির
ঘ. রাজাদের

২৭. ‘মিশর নীলনদের দান’ কথাটি কে বলেছেন?
ক. আল্লামা ইকবাল
খ. জুলিয়েট
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
● হেরোডোটাস

২৮. নীলনদ না থাকলে মিশর কিসে পরিণত হয়?
ক. মিঠা পানিতে
খ. গরম পানিতে
● মরুভূমিতে
ঘ. উন্নত রাজ্যে

২৯. প্রাচীনকালে নীলনদে প্রতিবছর কী হতো?
ক. বড় বড় মাছ
খ. ঘূর্ণিঝড়
গ. টর্নেডো
● বন্যা

৩০. নীলনদ উপত্যকার আয়তন কত?
ক. পাঁচ শ চল্লিশ মাইল
● পাঁচ শ পঞ্চাশ মাইল
গ. পাঁচ শ সত্তর মাইল
ঘ. পাঁচ শ ষাট মাইল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৩১. মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন?
● দেহকে তাজা রাখার জন্য
খ. দেহকে জীবিত করার জন্য
গ. দেহকে সৎকারের জন্য
ঘ. দেহকে কবর দেওয়ার জন্য

৩২. ফারাওরা ঈশ্বরের কী হিসেবে দেশ শাসন করতেন?
ক. গোলাম
● প্ৰতিনিধি
গ. নেতা
ঘ. উত্তরাধিকারী

৩৩. আমেনহোটেপ কখন ক্ষমতা গ্রহণ করেন?
ক. ১৩৭৪ খ্রিস্টাব্দে
● ১৩৭৫ খ্রিস্টাব্দে
গ. ১৩৭৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৩৭৭ খ্রিস্টাব্দে

৩৪. সূর্যদেবতার নামের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● এটন
খ. এনট
গ. এলন
ঘ. এজন

৩৫. আমেনহোটেপ কোন দেবতার পূজারীতি চালু করেন?
ক. চন্দ্ৰ
● সূর্য
গ. শ্যামা
ঘ. কালী

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৩৬. মিশরীয়দের প্রিয় রঙের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
● সাদাকালো
খ. কালো নীল
গ. সাদা নীল
ঘ. সাদা হলুদ

৩৭. মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?
ক. পোড়ামাটি শিল্পের
খ. মৃৎ শিল্পের
● চিত্রশিল্পের
ঘ. বস্ত্রশিল্পের

৩৮. মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● স্ফিংকস
খ. খুফুর পিরামিড
গ. খোদাইমূর্তি
ঘ. শিব মন্দির

৩৯. ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন?
● সিংহের
খ. বাঘের
গ. বিড়ালের
ঘ. শিয়ালের

৪০. ফারাওদের আভিজাত্য ও শক্তির প্রতীক ছিল কী?
ক. মন্দির
● স্ফিংকস
গ. মসজিদ
ঘ. গির্জা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৪১. মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কী?
● ফারাও খুকুর পিরামিড
খ. স্বর্ণদেবীর পিরামিড
গ. বৌদ্ধদের পিরামিড
ঘ. অজয়াদের পিরামিড

৪২. খুকুর পিরামিড কত একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল?
ক. ১১ একর
খ. ১০ একর
● ১৩ একর
ঘ. ১২ একর

৪৩. খুকুর পিরামিডের উচ্চতা ছিল কত?
ক. প্রায় সাড়ে তিন শ ফুট
খ. প্রায় সাড়ে পাঁচ শ ফুট
● প্রায় সাড়ে চার শ ফুট
ঘ. প্রায় সাড়ে ছয় শ ফুট

৪৪. মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. মোবাইল আবিষ্কার
খ. কলম আবিষ্কার
গ. কাগজ আবিষ্কার
● অক্ষর আবিষ্কার

৪৫. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে?
ক. ২২টি
● ২৪টি
গ. ২৩টি
ঘ. ২৫টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৪৬. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
ক. বর্ণলিপি
● চিত্রলিপি
গ. আদর্শ লিপি
ঘ. পত্রলিপি

৪৭. কয়টি স্তরের মাধ্যমে হায়ারোগ্লিফিকের উত্তরণ হয়?
ক. একটি
খ. দুটি
● তিনটি
ঘ. চারটি

৪৮. গ্রিকদের দেওয়া কাগজের নামের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ডিমাই
খ. কর্ণফুলি
গ. বসুন্ধরা
● প্যাপিরাস

৪৯. চিত্রলিপিকে কী বলা হয়?
ক. আদি অক্ষর
খ. যুক্ত অক্ষর
● পবিত্র অক্ষর
ঘ. বাংলা অক্ষর

৫০. মিশরীয়রা অঙ্কশাস্ত্রের কয়টি শাখা প্রচলন করে?
● দুইটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. পাঁচটি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৫১. কিসের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল?
ক. মর্যাদার
খ. আভিজাত্যের
● ধর্মের
ঘ. শিক্ষার

৫২. মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
ক. ২৮০ দিনে
খ. ৩০০ দিনে
গ. ৩৫৪ দিনে
● ৩৬৫ দিনে

৫৩. সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক?
● প্রাচীন সভ্যতার
খ. মিশরীয় সভ্যতার
গ. চৈনিক সভ্যতার
ঘ. গ্রিক সভ্যতার

৫৪. সিন্ধু সভ্যতা আবিষ্কারের কাহিনী কেমন?
ক. অনাকাঙ্ক্ষিত
খ. বর্ণনাতীত
● চমকপ্রদ
ঘ. তিক্তময়

৫৫. মার্টিমার হুইলারের মতে সিন্ধু সভ্যতার সময়কাল কোনটি?
● খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে
খ. খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে খ্রিস্টপূর্ব ১৪০০ অব্দে
গ. খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দে
ঘ. খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৫৬. সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
ক. অটালিকায়
খ. শহরে
গ. নিজগৃহে
● নগরের দুর্গে

৫৭. সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল?
ক. এককেন্দ্রিক
খ. শাসনতান্ত্রিক
● প্রজাতান্ত্রিক
ঘ. নিয়মতান্ত্রিক

৫৮. সিন্ধু সভ্যতার যুগে মানুষ কীভাবে বসবাস করত?
● সমাজবদ্ধ পরিবেশে
খ. পারিবারিক পরিবেশে
গ. শান্তিময় পরিবেশে
ঘ. ঘরোয়া পরিবেশে

৫৯. সিন্ধু সভ্যতার যুগে কোন পরিবার পদ্ধতি চালু ছিল?
● একক
খ. যৌথ
গ. পিতৃতান্ত্রিক
ঘ. মাতৃতান্ত্রিক

৬০. সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণিবিভাগ ছিল?
ক. পরিবারের
খ. পাড়ার
গ. মহল্লার
● সমাজের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৬১. সিন্ধু সভ্যতার যুগে সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
● দুটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. পাঁচটি

৬২. সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত?
ক. পরিবারে
● খ. গ্রামে
গ. শহরে
ঘ. রাজধানীতে

৬৩. সিন্ধুসভ্যতার যুগে বণিক সম্পদ্রায় কেমন ছিল?
ক. দুর্বল
খ. ভঙ্গুর
● শক্তিশালী
ঘ. অস্তিত্ববিহীন

৬৪. সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থার ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. পিতৃতান্ত্রিক
● মাতৃতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. নিয়মতান্ত্রিক

৬৫. সিন্ধু সভ্যতার অর্থনীতিকে সমৃদ্ধ করতে কোনটি বিশেষ সহায়ক ছিল?
ক. কৃষিকাজ
খ. পশুপালন
● ব্যবসায় বাণিজ্য
ঘ. হালচাষ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৬৬. সিন্ধু সভ্যতার নিদর্শনের মধ্যে নিচের কোনটির চিহ্ন পাওয়া যায় নি?
● মন্দিরের
খ. মসজিদের
গ. মাদ্রাসার
ঘ. গির্জার

৬৭. সিন্ধুবাসীদের নিকট কোন পূজা খুব জনপ্রিয় ছিল?
ক. সূর্য পূজা
খ. লক্ষ্মী পূজা
গ. কালী পূজা
● মাতৃ পূজা

৬৮. সিন্ধবাসীরা কিসে বিশ্বাস করত?
ক. ইহকালে
খ. প্রাচীনকালে
● পরকালে
ঘ. অনন্তকালে

৬৯. প্রাচীন ভারতের সভ্যতার নিদর্শনগুলো কীভাবে মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল?
● ক্ষয়প্রাপ্ত হয়ে
খ. পাহাড় ধসে
গ. দেওয়াল ভেঙে
ঘ. আগুনে পুড়ে

৭০. কোন সভ্যতা ভারতীয় উপমহাদেশের জনগণকে স্বাধীনতার প্রেরণা যুগিয়েছিলা?
ক. প্রাচীন সভ্যতা
খ. মিশরীয় সভ্যতা
● সিন্ধু সভ্যতা
ঘ. গ্রিক সভ্যতা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৭১. সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কীভাবে তৈরি হয়েছিল?
ক. মাটি দিয়ে
● ইট দিয়ে
গ. বেড়া দিয়ে
ঘ. টিন দিয়ে

৭২. সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল?
ক. আঁকাবাঁকা
● সোজা
গ. সরু
ঘ. অনেক বড়

৭৩. হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. গুদামঘর
খ. টয়লেট
গ. স্নানাগার
● বৃহদাকার শস্যাগার

৭৪. সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?
ক. গাছপালা
খ. ঘরবাড়ি
গ. দোকানপাট
● ল্যাম্পপোস্ট

৭৫. পরিমাপ পদ্ধতির উদ্ভাবক হিসেবে নিচের কোন সভ্যতাটি অধিক যুক্তিযুক্ত?
ক. প্রাচীন সভ্যতা
খ. মিশরীয় সভ্যতা
গ. সিন্ধু সভ্যতা
● গ্রিক সভ্যতা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৭৬. ‘x’ সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানত না। ‘x’ সভ্যতার সাথে কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে?
ক. প্রাচীন সভ্যতা
খ. মিশরীয় সভ্যতা
● সিন্ধু
ঘ. গ্রিক সভ্যতা

৭৭. চারকোণা আকৃতির বাটখারাগুলো কেমন ছিল?
● ছোট
খ. বড়
গ. মাঝারি
ঘ. মধ্যম

৭৮. সিন্ধু সভ্যতায় তাঁতিরা কোন শিল্পে পারদর্শী ছিলেন?
ক. মৃৎশিল্পে
খ. পোশাক শিল্পে
● বয়ন শিল্পে
ঘ. রেশম শিল্পে

৭৯. সিন্ধু সভ্যতায় তামা আমদানি করতে হতো কেন?
ক. তামার চাহিদা বেশি ছিল বলে
খ. তামা খুব উপকারী ছিল বলে
গ. ভামা উৎপাদন হতো না বলে
● তামা বেশি পাওয়া যেত না বলে

৮০. সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?
ক. গাড়ির
খ. আগুনের
গ. পোশাকের
● চাকার

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৮১. সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কী বলা হতো?
ক. গুদামঘর
খ. বিশ্রামাগার
● কোষাগার
ঘ. সরাইখানা

৮২. মহেঞ্জোদারোতে কী ছিল?
ক. কোষাগার
● স্নানাগার
গ. শস্যাগার
ঘ. বিশ্রামাগার

৮৩. মহেঞ্জোদারের দৈর্ঘ্য ছিল কত?
ক. ১৬০ বর্গফুট
খ. ১৭০ বর্গফুট
গ. ১৯০ বর্গফুট
● ১৮০ বর্গফুট

৮৪. মহেঞ্জোদারের স্নানাগারের মূল কক্ষের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
● দোতলা বিশিষ্ট ছিল
খ. তিনতলা বিশিষ্ট ছিল
গ. চারতলা বিশিষ্ট ছিল
ঘ. পাঁচতলা বিশিষ্ট ছিল

৮৫. সিন্ধু সভ্যতার যুগে কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে?
ক. ১১টি
খ. ১২টি
● ১৩টি
ঘ. ১৪টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৮৬. গ্রিক সভ্যতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৮৭. গ্রিসের ইতিহাসে অন্ধকার যুগ হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● খ্রিস্টপূর্ব (১২-৯) শতকে
খ. খ্রিস্টপূর্ব (১২-৮) শতকে
গ. খ্রিস্টপূর্ব (১২-৭) শতকে
ঘ. খ্রিস্টপূর্ব (১২-৬) শতকে

৮৮. গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সংস্কৃতির নাম জড়িত?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

৮৯. গ্রিক উপদ্বীপের প্রধান শহর কোনটি?
ক. মেসিডোনা
খ. আলেকজান্দ্রিয়া
গ. দানিয়ুব
● এথেন্স

৯০. স্পার্টানদের জীবন কাদের রক্ষার জন্যই নিয়োজিত ছিল?
ক. গ্রিকদের
● স্পার্টাদের
গ. মিশরীয়দের
ঘ. চৈনিকদের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৯১. স্পার্টানদের সমাজ তৈরি হয়েছিল কিসের প্রয়োজনকে ঘিরে?
ক. মৌলিক চাহিদার
খ. নিত্য চাহিদার
গ. নিজস্ব চাহিদার
● যুদ্ধের

৯২. স্পার্টার জীবনযাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● কঠোর শৃঙ্খলা
খ. কঠোর সাধনা
গ. কঠোর তপস্যা
ঘ. কঠোর আরাধনা

৯৩. শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য ভালো সৈনিক তৈরি করা। কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. মিশরীয়দের
খ. গ্রিকদের
গ. শাংদের
● স্পার্টাদের

৯৪. স্পার্টা সমাজে কয় বছর বয়স পর্যন্ত সামরিক শিক্ষা গ্রহণ করতে হতো?
ক. ৪০ বছর
খ. ৫০ বছর
● ৬০ বছর
ঘ. ৭০ বছর

৯৫. স্পার্টাদের কোন বিষয়ে উৎসাহ দেওয়া হতো না?
ক. গৃহকাজে
খ. পারিবারিক কাজে
গ. ভালো কাজে
● বিদেশ যাত্রায়

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

৯৬. স্পার্টার শাসনতন্ত্র প্রণয়ন করেন কে?
● লাইকারগস
খ. লাইকারসগ
গ. লাইগসকার
ঘ. লাইগরকাস

৯৭. আদিম যুগের মানুষ—
i. কৃষিকাজ জানত না
ii. কম্পিউটারে পারদর্শী ছিল
iii. বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৮. নবোপলীয় যুগের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এ যুগে মানুষ কৃষিকাজ শেখে
ii. মানুষ নদীর তীরে বসবাস শুরু করে
iii. মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে শেখে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৯. ফারাওদের ক্ষেত্রে গ্রহণযোগ্য-
i. ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী
ii. তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করতেন
iii. ফারাও-এর ছেলে হতো উত্তরাধিকারসূত্রে ফারাও
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০০. মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-
i. বই আবিষ্কার
ii. লিপি আবিষ্কার
iii. অক্ষর আবিষ্কার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

১০১. মিশরের নীলনদের ক্ষেত্রে যেটি যুক্তিযুক্ত-
i. উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে
ii. নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো
iii. প্রাচীনকালে প্রতিবছর নীলনদে বন্যা হতো
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০২. সভ্যতায় মিশরীয়দের অবদান-
i. লিখন পদ্ধতি
ii. কাগজের আবিষ্কার
iii. আধুনিক তথ্যপ্রযুক্তি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৩. মিশরীয়রা যেসব পূজা করত –
i. জড়বস্তুর
ii. মূর্তিপূজার
iii. জীবজন্তুর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৪. মিশরের সবচেয়ে বড় পিরামিডটি সম্পর্কে সত্য বাক্য হলো—
i. সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড
ii. এ পিরামিডটি গড়ে উঠেছিল তেরো একর জায়গাজুড়ে
iii. এর উচ্চতা ছিল প্রায় সাড়ে চার শহর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৫. হায়ারেগ্লিফিক বা পবিত্র অক্ষর ব্যবহৃত হতো—
i. যুদ্ধক্ষেত্রে
ii. ধর্মীয় বাণী হিসেবে
iii. রাজার আদেশ প্রচারের জন্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

১০৬. প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য আবিষ্কার করে –
i. সূর্য ঘড়ি
ii. ছায়াঘড়ি
iii. জলঘড়ি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৭. সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত নির্ভরশীল ছিল-
i. কৃষি
ii. মৎস্য চাষ
iii. উৎপন্ন ফসল
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৮. মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো—
i. বৃহৎ মিলনায়তন
ii. বৃহৎ গ্রন্থাগার
iii. বৃহৎ বিশ্ববিদ্যালয়
● ⅰ খ. ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৯. স্পার্টাদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়—
i. তারা সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
ii. তারা গণতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
iii. তারা রাজতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল
● ⅰ খ. ⅲ গ. ⅱ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১০. গ্রিকরা গুরুত্ব দিয়েছেন-
i. সাধারণ শিক্ষার প্রতি
ii. নৈতিক শিক্ষার প্রতি
iii. ধর্মীয় শিক্ষার প্রতি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
তেলিয়াগাহী সমাজের ধনী ব্যক্তিদের ছেলেমেয়েদের ১৮ বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো। কারিগর ও কৃষকদের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা পেত এবং দাসদের সন্তানদের জন্য বিদ্যালয় যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরা কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারত না।

১১১. তেলিয়াগাহী সমাজের মধ্যে নিচের কোন সত্যতার শিক্ষাব্যবস্থার রীতিনীতি ফুটে উঠেছে?
ক. ফিনিসীয়
খ. মিশরীয়
গ. সিন্ধু
● গ্রিক

১১২. উদ্দীপকটির সাথে যে সভ্যতার মিল রয়েছে সে সভ্যতার অবসান ঘটার কারণ কোনটি?
ক. রাজার মৃত্যু
খ. ছোট ছোট কাজে ভাগ হয়েছিল
● বন্যা অথবা বিদেশি আক্রমণ
ঘ. ভূমিকম্প

১১৩. উক্ত সভ্যতার লোকেরা করেছিলেন-
i. প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত
ii. বর্ণমালার আবিষ্কার
iii. জলপাই গাছের ডাল-পাতা দিয়ে মালা তৈরি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment