নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ : ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১. বাংলার কৃষক একসময় সূর্য ওঠা ভোরে কীভাবে তার ফসলের জমিতে ছুটত?
● লাঙল কাঁধে
খ. কোদাল কাঁধে
গ. ধান কাঁধে
ঘ. ফসল কাঁধে

২. বাংলায় বারো মাসে কত পার্বণ লেগে থাকত?
● তেরো
খ. চৌদ্দ
গ. পনেরো
ঘ. ষোল

৩. বাংলার ফকির-সন্ন্যাসী আন্দোলন ছিল কী?
ক. মুসলিমবিরোধী আন্দোলন
খ. ইংরেজবিরোধী আন্দোলন
গ. ডাচবিরোধী আন্দোলন
● ব্রিটিশবিরোধী আন্দোলন

৪. বাংলায় ফকির-সন্ন্যাসী আন্দোলন কখন শুরু হয়?
ক. ষোল শতকের শেষার্ধে
খ. সতেরো শতকের শেষার্ধে
● আঠারো শতকের শেষার্ধে
ঘ. উনিশ শতকের শেষার্ধে

৫. ফকির-সন্ন্যাসীরা কীভাবে জীবিকা নির্বাহ করত?
● ভিক্ষাবৃত্তির মাধ্যমে
খ. কৃষিকাজের মাধ্যমে
গ. ব্যবসার মাধ্যমে
ঘ. ঝাড়ফুঁকের মাধ্যমে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৬. বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল কী?
ক. শেরশাহ
খ. আহমদ শাহ
গ. ফিরোজ শাহ
● মজনু শাহ

৭. সন্ন্যাসীদের নেতার নাম ছিল কী?
ক. মজনু শাহ
● ভবানী পাঠক
গ. মুসা শাহ
ঘ. সোবান শাহ

৮. মজনু শাহ কখন ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন?
● ১৭৭১ খ্রিস্টাব্দে
খ. ১৭৭২ খ্রিস্টাব্দে
গ. ১৭৭৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৮৭ খ্রিস্টাব্দে

৯. মজনু শাহ কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৭৮৪ খ্রিস্টাব্দে
খ. ১৭৮৬ খ্রিস্টাব্দে
গ. ১৭৮৫ খ্রিস্টাব্দে
● ১৭৮৭ খ্রিস্টাব্দে

১০. সন্ন্যাসী আন্দোলন অবসানের যথার্থ কারণ কোনটি?
● ভবানী পাঠকের মৃত্যু
খ. মজনু শাহের মৃত্যু
গ. করিম শাহের মৃত্যু
ঘ. মাদার বকসের মৃত্যু

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১১. তিতুমীরের আসল নাম কী?
● মীর নিসার আলী
খ. মীর আমির আলী
গ. মীর সাহেব আলী
ঘ. মীর আব্দুল আলী

১২. বাংলায় তিতুমীরের কয়টি ধারা প্রবাহমান ছিল?
ক. একটি
● দুটি
গ. তিনটি
ঘ. চারটি

১৩. বাংলার ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল?
ক. হাজী শরীয়তুল্লাহর
খ. এ.কে ফজলুল হকের
গ. মওলানা ভাসানীর
● তিতুমীরের

১৪. তিতুমীর মক্কা শরীফ যান কেন?
ক. যুদ্ধ করতে
● হজ পালন করতে
গ. ইসলাম প্রচার করতে
ঘ. অর্থ উপার্জন করতে

১৫. বাঁশের কেল্লা কখন নির্মিত হয়?
ক. ১৮৩০ খ্রিস্টাব্দে
খ. ১৮৩২ খ্রিস্টাব্দে
● ১৮৩১ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৩৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১৬. তিতুমীরের গড়ে তোলা বাহিনীর মধ্যে কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. সেনাবাহিনী
খ. নৌবাহিনী
গ. বিমানবাহিনী
● লাঠিয়াল বাহিনী

১৭. তিতুমীর কার নেতৃত্বে সুদক্ষ শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন?
ক. গোলাম মাওলার
● গোলাম মাসুমের
গ. গোলাম মুহাম্মদের
ঘ. গোলাম কিবরিয়ার

১৮. কিসের আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায়?
● গোলার
খ. বন্দুকের
গ. তলোয়ারের
ঘ. কামানের

১৯. স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণার ক্ষেত্রে কোন আন্দোলনটি সমর্থনযোগ্য?
ক. ফরায়েজি আন্দোলন
● তিতুমীরের আন্দোলন
গ. ওয়াহাবি আন্দোলন
ঘ. শরীয়তুল্লাহ আন্দোলন

২০. ইংরেজরা এদেশে আসার যথার্থ কারণ কোনটি? ব্যবসায়
● বাণিজ্য করা
খ. সম্পদ লুটতরাজ করা
গ. দেশ শাসন করা
ঘ. যুদ্ধ করা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

২১. ইংরেজদের আগমনের সময়ে কিসের ব্যবসায় ছিল লাভজনক?
ক. ধানের
● নীলের
গ. পাটের
ঘ. তামাকের

২২. ব্রিটেনে নীলের চাহিদা বেড়ে যাওয়ার কারণ হিসেবে তুমি কোনটি সমর্থন করবে?
● শিল্পের উন্নতি
খ. মনের পরিবর্তন
গ. কৃষির উন্নতি
ঘ. সামাজিক পরিবর্তন

২৩. নীলচাষে কৃষকরা রাজি না হলে কী করা হতো?
ক. মামলা
খ. মকদ্দমা
গ. যুদ্ধ
● অত্যাচার

২৪. বাংলাদেশে নীলের ব্যবসায় একচেটিয়া কাদের ছিল?
ক. ফরাসি বণিকদের
খ. ওলন্দাজ বণিকদের
● ইংরেজ বণিকদের
ঘ. বাঙালি বণিকদের

২৫. জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সাথে সাথে কোনটির খরচ বৃদ্ধি পায়?
ক. ধান চাষের
খ. পাট চাষের
গ. তামাক চাষের
● নীলচাষের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

২৬. নীলচাষিরা বিদ্রোহে ফেটে পড়ে কখন?
ক. ১৮৫৭ খ্রিস্টাব্দে
● ১৮৫৯ খ্রিস্টাব্দে
গ. ১৮৫৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৫৮ খ্রিস্টাব্দে

২৭. ১৮৫৯ খ্রিস্টাব্দে কৃষকরা কিসের চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়?
ক. পাট
খ. তামাক
● নীল
ঘ. ধান

২৮. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
● দীনবন্ধু মিত্র
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. রায় গুণাকর
ঘ. সুনীল গাপোত

২৯. “নীল কমিশন’ গঠিত হয় কখন?
ক. ১৮৬০ খ্রিস্টাব্দে
● ১৮৬১ খ্রিস্টাব্দে
গ. ১৮৬২ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৬৩ খ্রিস্টাব্দে

৩০. নীলচাষকে কৃষকদের ‘ইচ্ছাধীন’ ঘোষণা করার ক্ষেত্রে কোন কমিশনটি সমর্থনযোগ্য?
● নীল কমিশন
খ. নাথান কমিশন
গ. সায়মন কমিশন
ঘ. মনির কমিশন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৩১. এদেশ থেকে নীলচাষ কখন চিরতরে বন্ধ হয়ে যায়?
ক. ১৮৯১ খ্রিস্টাব্দে
● ১৮৯২ খ্রিস্টাব্দে
গ. ১৮৯৪ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৯৩ খ্রিস্টাব্দে

৩২. নীলের বিকল্প কী আবিষ্কৃত হয়?
ক. সাদা নীল
খ. কালো নীল
গ. প্রাকৃতিক নীল
● কৃত্রিম নীল

৩৩. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
ক. তিতুমীর
● হাজী শরীয়তুল্লাহ
গ. দুদুমিয়া
ঘ. মজনু শাহ

৩৪. হাজী শরীয়তুল্লাহ কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৭৮০ খ্রিস্টাব্দে
খ. ১৭৮১ খ্রিস্টাব্দে
গ. ১৭৮৩ খ্রিস্টাব্দে
● ১৭৮২ খ্রিস্টাব্দে

৩৫. হাজী শরীয়তুল্লাহ কত বছর মক্কায় অবস্থান করেন?
● বিশ
খ. একুশ
গ. বাইশ
ঘ. তেইশ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৩৬. হাজী শরীয়তুল্লাহ কর্তৃক ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. ফকির বিদ্রোহ
● ফরায়েজি আন্দোলন
গ. সন্ন্যাসী বিদ্রোহ
ঘ. কুসংস্কাররোধ আন্দোলন

৩৭. ‘ফরয’ শব্দের অর্থ কী?
● অবশ্য কর্তব্য
খ. বিশেষ কর্তব্য
গ. সাধারণ কর্তব্য
ঘ. নৈতিক কর্তব্য

৩৮. যারা ফরষ পালন করে তারা কী?
ক. মুত্তাকী
খ. ইমানদার
● ফরায়েজি
ঘ. সাহেবী

৩৯. হাজী শরীয়তুল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন? ক. দারুল আনাম
খ. দারুল কারার
গ. দারুন নদওয়া
● দারুল হারব

৪০. হাজী শরীয়তুল্লাহর উপদেশের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. নিয়মিত নামায পড়া
খ. ভালো কাজ করা
গ. জ্ঞানার্জন করা
● অবৈধ কর থেকে বিরত থাকা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৪১. পুলিশী নিষেধাজ্ঞা কখন জারি করা হয়?
ক. ১৮৩৬ খ্রিস্টাব্দে
খ. ১৮৩৭ খ্রিস্টাব্দে
গ. ১৮৩৮ খ্রিস্টাব্দে
● ১৮৩৯ খ্রিস্টাব্দে

৪২. হাজী শরীয়তুল্লাহ কখন মৃত্যুবরণ করেন?
● ১৮৪০ খ্রিস্টাব্দে
খ. ১৮৪১ খ্রিস্টাব্দে
গ. ১৮৪২ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৪৩ খ্রিস্টাব্দে

৪৩. হাজী শরীয়তুল্লাহর পুত্রের নাম কী?
ক. তোতা মিয়া
খ. ছাদেক মিয়া
গ. জালাল উদ্দিন
● দুদু মিয়া

৪৪. দুদু মিয়া কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৮১৬ খ্রিস্টাব্দে
খ. ১৮১৮ খ্রিস্টাব্দে
গ. ১৮১৭ খ্রিস্টাব্দে
● ১৮১৯ খ্রিস্টাব্দে

৪৫. দুদু মিয়ার আসল নাম কী?
ক. মুহম্মদ জালাল উদ্দিন
খ. মুহম্মদ নাসির উদ্দিন
গ. মুহম্মদ কুতুব উদ্দিন
● মুহম্মদ মুহসিন উদ্দিন আহমদ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৪৬. ফরায়েজিদের গুরু হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?
ক. শরীয়তুল্লাহ
খ. জালাল উদ্দিন
গ. তিতুমীর
● দুদু মিয়া

৪৭. দুদু মিয়া কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৮৬১ খ্রিস্টাব্দে
খ. ১৮৬০ খ্রিস্টাব্দে
● ১৮৬২ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৬৩ খ্রিস্টাব্দে

৪৮. ফরায়েজি আন্দোলন দুর্বল হওয়ার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. হাজী শরীয়তুল্লাহর মৃত্যু
খ. দুদু মিয়ার মৃত্যু
গ. যুদ্ধে পরাজয়
● যোগ্য নেতৃত্বের অভাব

৪৯. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কখন?
ক. ১৭৮৬ খ্রিস্টাব্দে
খ. ১৭৮৭ খ্রিস্টাব্দে
● ১৭৮৯ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৮৮ খ্রিস্টাব্দে

৫০. ‘রেনেসাঁ’ শব্দের অর্থ কী?
● নবজাগরণ
খ. পুনর্জন্ম
গ. নতুন আশা
ঘ. নতুনভাবে স্বপ্ন দেখা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৫১. ভারতের আধুনিক পুরুষ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. শরীয়তুল্লাহ
খ. তিতুমীর
● রাজা রামমোহন রায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫২. আধুনিক ভারতের রূপকার কে?
ক. আব্দুল কালাম
খ. মহাত্মা গাল্পী
● রাজা রামমোহন রায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫৩. ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কখন?
ক. ১৮২৬ খ্রিস্টাব্দে
খ. ১৮২৭ খ্রিস্টাব্দে
● ১৮১৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৮২৯ খ্রিস্টাব্দে

৫৪. রাজা রামমোহন রায় আত্মীয়সভা গঠন করেন কেন?
ক. লোকজনকে সংগঠিত করার জন্য
খ. লোকজনকে নিজের দলে আকৃষ্ট করার জন্য
গ. পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য
● ধর্মীয় মতবাদ প্রচারের জন্য

৫৫. রাজা রামমোহন রায় কখন ব্রাহ্মণ সমাজের উপাসনালয় স্থাপন করেন?
● ১৮৩০ খ্রিস্টাব্দে
খ. ১৮৩১ খ্রিস্টাব্দে
গ. ১৮৩২ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৩৩ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৫৬. ‘এ্যাংলো হিন্দু স্কুল’ কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮২১ খ্রিস্টাব্দে
খ. ১৮২২ খ্রিস্টাব্দে
গ. ১৮২৪ খ্রিস্টাব্দে
● ১৮২৩ খ্রিস্টাব্দে

৫৭. রাজা রামমোহন রায় কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৮৩০ খ্রিস্টাব্দে
খ. ১৮৩১ খ্রিস্টাব্দে
গ. ১৮৩২ খ্রিস্টাব্দে
● ১৮৩৩ খ্রিস্টাব্দে

৫৮. রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
● ভারতীয় রেনেসাঁর স্রষ্টা
খ. ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ নেতা
গ. ভারতীয় হিন্দুদের আদর্শ
ঘ. ভারতীয় উপমহাদেশের স্রষ্টা

৫৯. হেনরি লুই ডিরোজিও কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৮০৬ খ্রিস্টাব্দে
খ. ১৮০৭ খ্রিস্টাব্দে
গ. ১৮০৮ খ্রিস্টাব্দে
● ১৮০৯ খ্রিস্টাব্দে

৬০. হেনরি লুই ডিরোজিও কোন শহরে জন্মগ্রহণ করেন?
● কলকাতা
খ. মুম্বাই
গ. আগরতলা
ঘ. মাদ্রাজ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৬১. ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
● হেনরি লুই ডিরোজিও
ঘ. হাজী মুহম্মদ মহসীন

৬২. চার্টার আইন কখন গৃহীত হয়?
ক. ১৮৩০ খ্রিস্টাব্দে
খ. ১৮৩১ খ্রিস্টাব্দে
গ. ১৮৩২ খ্রিস্টাব্দে
● ১৮৩৩ খ্রিস্টাব্দে

৬৩. একাডেমী এসোসিয়েশন কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮২৬ খ্রিস্টাব্দে
খ. ১৮২৭ খ্রিস্টাব্দে
● ১৮২৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৮২৯ খ্রিস্টাব্দে

৬৪. পার্থেনন কিসের নাম?
ক. ইংরেজ দৈনিক পত্রিকার নাম
● ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম
গ. ইংরেজি পাক্ষিক পত্রিকার নাম
ঘ. ইংরেজি মাসিক পত্রিকার নাম

৬৫. ইস্ট ইন্ডিয়া কোন ধরনের পত্রিকা?
● দৈনিক
খ. সাপ্তাহিক
গ. পাক্ষিক
ঘ. মাসিক

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৬৬. হেনরি লুই ডিরোজিও কত বছর বয়সে মারা যায়?
ক. একুশ
খ. বাইশ
● তেইশ
ঘ. চব্বিশ

৬৭. ডিরোজিওর অনুসারীদের আন্দোলন কাকে প্রভাবিত করেছিল?
ক. প্যারিচাঁদ মিত্রকে
খ. রাজা রামমোহনরায়কে
গ. রাধানাথ সিদকারকে
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

৬৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখন জন্মগ্রহণ করেন?
● ১৮২০ খ্রিস্টাব্দে
খ. ১৮২১ খ্রিস্টাব্দে
গ. ১৮২২ খ্রিস্টাব্দে
ঘ. ১৮২৩ খ্রিস্টাব্দে

৬৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
ক. আসাম
খ. মিজোরাম
● মেদিনীপুর
ঘ. চরুলিয়া

৭০. ঈশ্বরচন্দ্রের পিতার নাম কী?
● ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়
খ. অমলেশ দাশ বন্দ্যোপাধ্যায়
গ. ননী গোপাল দাস
ঘ. শ্রীকান্ত দাস

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৭১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন পরিবারের সন্তান ছিলেন?
ক. উচ্চবিত্ত
খ. মধ্যবিত্ত
গ. নিম্নবিত্ত
● দরিদ্র

৭২. রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না কার?
ক. রাজা রামমোহন রায়ের
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
গ. হাজী শরীয়তুল্লাহর
ঘ. তিতুমীরের

৭৩. ‘ক’ নামক ব্যক্তি গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশুনা করতেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কার?
ক. হাজী মুহম্মদ মহসিনের
খ. দুদু মিয়ার
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
ঘ. তিতুমীরের

৭৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন?
● একুশ
খ. তেইশ
গ. বাইশ
ঘ. চব্বিশ

৭৫. কর্মজীবনে প্রবেশের সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসে মনোযোগী হন?
ক. ধর্মচর্চায়
খ. ধর্মপ্রচারে
গ. রাজনীতি চর্চায়
● সাহিত্যচর্চায়

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৭৬. বাংলা গদ্য সাহিত্যের জনক হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. রাজা রামমোহন রায়
খ. হাজী মুহম্মদ মহসীন
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. নওয়াব আব্দুল লতিফ

৭৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় রচনার যথার্থ কারণ কোনটি?
● শিশুদের লেখাপড়া সহজ করা
খ. শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করা
গ. শিশুদের মনের ভীতি দূর করা
ঘ. শিশুদের শিক্ষিত করে তোলা

৭৮. ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন কে?
ক. ডিরোজিও
খ. নওয়াব আব্দুল লতিফ
গ. এ.কে ফজলুল হক
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৭৯. স্কুল পরিদর্শক থাকাকালে ঈশ্বরচন্দ্র কতটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন?
● ৩৫টি
খ. ৩৬টি
গ. ৩৭টি
ঘ. ৩৮টি

৮০. বিধবাবিবাহ আইন পাস হয় কখন?
ক. ১৮৫৫ খ্রিস্টাব্দে
● ১৮৫৬ খ্রিস্টাব্দে
গ. ১৮৫৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৫৮ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৮১. দয়ার সাগর কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
খ. রাজা রামমোহন রায়ের
গ. হাজী মুহম্মদ মহসীনের
ঘ. বেগম রোকেয়ার

৮২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন কেন?
ক. সুনামের জন্য
খ. অর্থ উপার্জনের জন্য
গ. গরিবদের চিকিৎসার জন্য
● মায়ের ইচ্ছা পূরণের জন্য

৮৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখন পরলোক গমন করেন?
ক. ১৮৯০ খ্রিস্টাব্দে
● ১৮৯১ খ্রিস্টাব্দে
গ. ১৮৯২ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৯৩ খ্রিস্টাব্দে

৮৪. হাজী মুহম্মদ মহসান কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৭৩০ খ্রিস্টাব্দে
খ. ১৭৩১ খ্রিস্টাব্দে
গ. ১৭৩৩ খ্রিস্টাব্দে
● ১৭৩২ খ্রিস্টাব্দে

৮৫. হাজী মুহম্মদ মহসিনের পিতার নাম কী?
● মুহম্মদ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ হাবিবুল্লাহ
গ. মুহম্মদ গরিবুল্লাহ
ঘ. মুহম্মদ মহিবুল্লাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৮৬. হাজী মুহম্মদ মহসীনের আদি নিবাস হিসেবে কোনটি যুক্তিযুক্ত?
ক. সিরিয়া
খ. মিশর
● পারস্য
ঘ. ইরাক

৮৭. মহসীনের শিক্ষাজীবন শুরু কোথায়?
ক. ত্রিপুরায়
খ. বর্ধমানে
গ. মেদিনীপুরে
● হুগলিতে

৮৮. মহসীনের গৃহশিক্ষকের নাম কী?
● আগাসিরাজী
খ. মাওয়ায়েজে সিরাজী
গ. কুতুব সিরাজী
ঘ. ফয়জুল্লাহ সিরাজী

৮৯. মহসীন কখন দেশভ্রমণে বের হন?
ক. ১৭৬০ খ্রিস্টাব্দে
খ. ১৭৬১ খ্রিস্টাব্দে
● ১৭৬২ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৬৩ খ্রিস্টাব্দে

৯০. হাজী মুহম্মদ মহসীন কেমন জীবনযাপন করতেন?
ক. রাজকীয়ভাবে
খ. গরিবদের মতো
গ. রাজাদের মতো
● অত্যন্ত সাধারণ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৯১. হাজী মুহম্মদ মহসীন হুগলিতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
● একটি
খ. তিনটি
গ. দুটি
ঘ. চারটি

৯২. ইমামবাড়া কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. মেদিনীপুরে
খ. বর্ধমানে
গ. আগরতলায়
● হুগলিতে

৯৩. হাজী মুহম্মদ মহসীন কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৮১০ খ্রিস্টাব্দে
খ. ১৮১১ খ্রিস্টাব্দে
● ১৮১২ খ্রিস্টাব্দে
ঘ. ১৮১৩ খ্রিস্টাব্দে

৯৪. নওয়াব আব্দুল লতিফ কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৮২৬ খ্রিস্টাব্দে
খ. ১৮২৭ খ্রিস্টাব্দে
● ১৮২৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৮২৯ খ্রিস্টাব্দে

৯৫. নওয়াব আব্দুল লতিফ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লায়
● ফরিদপুরে
গ. শরীয়তপুরে
ঘ. মাদারীপুরে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

৯৬. নওয়াব আব্দুল লতিফ কোথায় ইংরেজি শিক্ষালাভ করেন?
● কলকাতা মাদ্রাসা
খ. সংস্কৃত কলেজে
গ. ফোর্ট উইলিয়াম কলেজে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

৯৭. নওয়াব আব্দুল লতিফ কখন ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন?
ক. ১৮৪৬ খ্রিস্টাব্দে
খ. ১৮৪৭ খ্রিস্টাব্দে
গ. ১৮৪৮ খ্রিস্টাব্দে
● ১৮৪৯ খ্রিস্টাব্দে

৯৮. নওয়াব আব্দুল লতিফ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন কখন?
ক. ১৮৮১ খ্রিস্টাব্দে
খ. ১৮৮২ খ্রিস্টাব্দে
গ. ১৮৮৩ খ্রিস্টাব্দে
● ১৮৮৪ খ্রিস্টাব্দে

৯৯. নওয়াব আব্দুল লতিফকে সরকার ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে কেন?
● কর্মজীবনের কৃতিত্বের জন্য
খ. তাঁর মেধার জন্য
গ. তাঁর যোগ্যতার জন্য
ঘ. তাঁর সাহসের জন্য

১০০. মোহামেডান লিটারারী সোসাইটি কখন প্রতিষ্ঠিত হয়? ক. ১৮৬১ খ্রিস্টাব্দে
খ. ১৮৬২ খ্রিস্টাব্দে
● ১৮৬৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৬৪ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১০১. নওয়াব আব্দুল লতিফের সারা জীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল কয়টি?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

১০২. সৈয়দ আমীর আলী কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৮৪৬ খ্রিস্টাব্দে
খ. ১৮৪৮ খ্রিস্টাব্দে
গ. ১৮৪৭ খ্রিস্টাব্দে
● ১৮৪৯ খ্রিস্টাব্দে

১০৩. সৈয়দ আমীর আলী কখন লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হয়?
ক. ১৯০৬ খ্রিস্টাব্দে
খ. ১৯০৮ খ্রিস্টাব্দে
গ. ১৯০৭ খ্রিস্টাব্দে
● ১৯০৯ খ্রিস্টাব্দে

১০৪. সৈয়দ আমীর আলী কোথা থেকে কোথা থেকে ব্যারিস্টারি পাস করেন?
● লন্ডন
খ. নিউইয়র্ক
গ. ফ্রাংফুট
ঘ. এলিজাবেথ

১০৫. পৃথক একটি সংগঠন থাকা প্রয়োজন, একথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য-
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. হাজী মুহম্মদ মহসীন
● সৈয়দ আমীর আলী

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১০৬. সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন কখন গঠিত হয়?
ক. ১৮৭৬ খ্রিস্টাব্দে
● ১৮৭৭ খ্রিস্টাব্দে
গ. ১৮৭৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৭৯ খ্রিস্টাব্দে

১০৭. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কখন?
ক. ১৯০৪ খ্রিস্টাব্দে
● ১৯০৬ খ্রিস্টাব্দে
গ. ১৯০৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৯০৮ খ্রিস্টাব্দে

১০৮. সৈয়দ আমীর আলী কখন মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
ক. ১৯১০ খ্রিস্টাব্দে
খ. ১৯১১ খ্রিস্টাব্দে
● ১৯১২ খ্রিস্টাব্দে
ঘ. ১৯১৩ খ্রিস্টাব্দে

১০৯. মুসলমান মেয়েদের বন্দিদশা থেকে মুক্তির ডাক পানকারী হিসেবে কে অধিক যুক্তিযুক্ত?
● বেগম রোকেয়া
খ. বেগম ফয়জুন্নেসা
গ. রাজা রামমোহন রায়.
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১১০. বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন?
● ১৮৮০ খ্রিস্টাব্দে
খ. ১৮৮২ খ্রিস্টাব্দে
গ. ১৮৮১ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৮৩ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১১১. বেগম রোকেয়ার সময় মেয়েরা কেমন ছিল?
ক. উগ্র
খ. বেহায়া
গ. লাজুক
● খুবই পর্দানশীল

১১২. বেগম রোকেয়া সাহিত্যচর্চার বিষয়বস্তু হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
● নারী সমাজ
খ. পুরুষ সমাজ
গ. আধুনিক সমাজ
ঘ. আদিম সমাজ

১১৩. বিবাহিত জীবনে বেগম রোকেয়া কার কাছ থেকে জ্ঞানচর্চার উৎসাহ লাভ করেছিলেন?
● স্বামীর
খ. শশুর
গ. শাশুড়ি
ঘ. ননদ

১১৪. সাখাওয়াত মেমোরিয়াল স্কুল কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯১০ খ্রিস্টাব্দে
● ১৯১১ খ্রিস্টাব্দে
গ. ১৯১২ খ্রিস্টাব্দে
ঘ. ১৯১৩ খ্রিস্টাব্দে

১১৫. বেগম রোকেয়া আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম প্রতিষ্ঠা করেন কেন?
● নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য
খ. পুরুষের অধিকার প্রতিষ্ঠার জন্য
গ. শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য
ঘ. বৃদ্ধদের অধিকার প্রতিষ্ঠার জন্য

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১১৬. আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯১৫ খ্রিস্টাব্দে
● ১৯১৬ খ্রিস্টাব্দে
গ. ১৯১৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৯১৮ খ্রিস্টাব্দে

১১৭. বেগম রোকেয়া কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩১ খ্রিস্টাব্দে
খ. ১৯৩০ খ্রিস্টাব্দে
● ১৯৩২ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৩৩ খ্রিস্টাব্দে

১১৮. মুসলমান নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
● বেগম রোকেয়া
খ. বেগম ফয়জুন্নেসা
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. রাজিয়া চৌধুরানী

১১৯. ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করতো-
i. ভিক্ষাবৃত্তির মাধ্যমে
ii. ব্যবসার মাধ্যমে
iii. মুষ্টি সংগ্রহের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২০. ইংরেজ সরকার ফকির-সন্ন্যাসীদের আখ্যায়িত করে-
i. ডাকাত দস্যু বলে
ii. চোর বলে
iii. ছিনতাইকারী বলে
● ⅰ খ. ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১২১. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নেতা হিসেবে যে নামটি সমর্থনযোগ্য-
i. মীর কাশিম
ii. মজনু শাহ
iii. ভবানী পাঠক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২২. বাংলার ওয়াহাবি সংগঠিত হয়েছিল –
i. তিতুমীরের নেতৃত্বে
ii. হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে
iii. মজনু শাহের নেতৃত্বে
● ⅰ খ. ⅰ ও ⅲ গ. ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৩. বাংলার কৃষকরা নির্যাতিত হয়েছিল –
i. ইংরেজদের দ্বারা
ii. জমিদারদের দ্বারা
iii. নীলকরদের দ্বারা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৪. ইংরেজদের শাসক হয়ে ওঠার যথার্থ কারণ হলো-
i. উপমহাদেশের শাসকদের দুর্বলতা
ii. উপমহাদেশের শাসকদের অযোগ্যতা
iii. উপমহাদেশের শাসকদের অদক্ষতা
● ⅰ খ. ⅲ গ. ⅱ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৫. ব্যাপক নীল চাষ হতো-
i. ফরিদপুরে
ii. যশোরে
iii. ঢাকায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১২৬. নীল বিদ্রোহের নেতা হিসেবে যুক্তিযুক্ত নাম হলো-
i. নবীন মাধব
ii. বেনী মাধব
iii. বিশ্বনাথ র্দার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৭. দুদু মিয়া ছিলেন ফরায়েজিদের-
i. রাহবার
ii. গুরু
iii. ওস্তাদ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১২৮. রাজা রামমোহন রায় প্রকাশক ছিলেন-
i. সম্বাদ কৌমুদী পত্রিকার
ii. মিরাল আখবার পত্রিকার
iii. ব্রাহ্মণিক ম্যাগাজিনের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৯. হেনরি লুই ডিরোজিও-এর ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত—
i. তিনি ছিলেন দূর দৃষ্টিসম্পন্ন
ii. তিনি ছিলেন বাগ্মী
iii. তিনি ছিলেন বিশ্লেষণ ক্ষমতার অধিকারী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩০. সফল সমাজসংস্কারক হিসেবে যার নামটি অধিক যুক্তিযুক্ত –
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. কাজী নজরুল ইসলাম
● ⅰ খ. ⅲ গ. ⅱ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

১৩১. হাজী মুহম্মদ মহসীন মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করেন-
i. ঢাকায়
ii. চট্টগ্রামে
iii. যশোরে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩২. মহসীনের শিক্ষাজীবন শুরু হয়-
i. হুগলিতে
ii. মুর্শিদাবাদে
iii. কলকাতায়
● ⅰ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
ইলুহারের কৃষকদের জীবনযাত্রা সচ্ছল ছিল না। বিভিন্ন তামাক ব্যবসায়ী লোকজন তাদের এ অসচ্ছল জীবনধারার সুযোগ নিয়ে তাদেরকে চড়া সুদে অর্থ প্রদান করে তামাক চাষে আগ্রহী করে ভোলে। কৃষকদের প্রাপ্ত মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় তামাক চাষিরা তামাক ব্যবসায়ীদের রাহুগ্রাস থেকে বের হতে না পেরে প্রতিবাদী হয়ে ওঠে। তারা বহিম, করিমের নেতৃত্বে একত্রিত হয়ে তামাক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

১৩৩. উদ্দীপকটি দ্বারা ঐতিহাসিক কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে?
ক. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
খ. অনুকূপ হত্যা
গ. সিপাহি বিদ্রোহ
● নীল বিদ্রোহ

১৩৪. উক্ত ঘটনাটি দ্বারা প্রকাশিত ঐতিহাসিক বিদ্রোহটির মধ্যে ঘটেছিল-
i. চাষিদের মেরে ফেলা
ii. নীলকররা বাংলার জমিদার হয়
iii.অর্থ গ্রহণে বাধ্য করে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৩৫ ও ১৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
বেলায়েত হোসেন দেশ-বিদেশ থেকে ডিগ্রি নিয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী হন। তিনি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে নিজ এলাকায় স্কুল-কলেজ, মাদ্রাসা নির্মাণ করেন। তিনি দরিদ্র মানুষের চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করেন। তিনি মৃত্যুর পূর্বে নিজের নানে একটি ফান্ড গঠন করে জনহিতকর কাজের জন্য তার সকল সম্পত্তি দান করেন।

১৩৫. উক্ত মহান ব্যক্তির অর্থের উৎস কোনটি?
ক. চাকরিতে
খ. ব্যবসায়
গ. ভাইয়ের মৃত্যুতে পাওয়া
● বোনের মৃত্যুতে পাওয়া

১৩৬. উদ্দীপকের মহান ব্যক্তির মাঝে ঐতিহাসিক কোন মহান ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
● হাজী মুহম্মদ মহসীন
খ. বেগম রোকেয়া
গ. নওয়াব আব্দুল লতিফ
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৩৭. আলোচ্য ঘটনার দ্বারা প্রমাণিত ব্যক্তির আন্দোলন ছিল-
i. শিক্ষার
ii. দারিদ্র্যের
iii.সামাজিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment