নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ : মধ্যযুগের বাংলার সামাজিক, অথনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

১. বাংলায় সুফি-সাধকগণ কখন থেকে আসতে থাকেন?
● একাদশ শতক থেকে
খ. দ্বাদশ শতক থেকে
গ. ত্রয়োদশ শতক থেকে
ঘ. চতুর্দশ শতক থেকে

২. বাংলায় সুফি-সাধকগণ আসার যথার্থ কারণ কোনটি?
ক. ব্যবসায় বাণিজ্য করা
খ. ভ্রমণ করা
গ. জ্ঞানচর্চা করা
● ইসলাম ধর্ম প্রচার করা

৩. মধ্যযুগে মুসলমান শাসকগণ কেমন রাজপ্রাসাদে বাস করতেন?
ক. সাধারণ
খ. অসাধারণ
● জমকালো
ঘ. চমকহীন

৪. মধ্যযুগে রাজদরবারে কিসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
ক. মর্যাদার
খ. সম্মানের
● আনুষ্ঠানিকতার
ঘ. অনানুষ্ঠানিকতার

৫. মধ্যযুগে উলেমাগণ কোন শিক্ষায় অভিজ্ঞ ছিলেন?
ক. বাংলা
● ইসলামি
গ. ফারসি
ঘ. উর্দু

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৬. মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে কয়টি অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল?
● একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি

৭. মধ্যযুগে নিম্নশ্রেণির সরকারি কর্মচারীদের নিয়ে কোন শ্রেণির সৃষ্টি হয়?
ক. নিম্ন শ্রেণির
● মধ্যবিত্ত শ্রেণির
গ. উচ্চবিত্ত শ্রেণির
ঘ. সাধারণ শ্রেণির

৮. মধ্যযুগে আর্থিক দিক হতে মধ্যম শ্রেণি কেমন ছিল?
ক. অসচ্ছল
● মোটামুটি সচ্ছল
গ. দরিদ্র
ঘ. ভিক্ষুক

৯. মধ্যযুগে কৃষকদের অধিকাংশ কী ছিল?
ক. মুসলমান
খ. খ্রিস্টান
● হিন্দু
ঘ. বৌদ্ধ

১০. মধ্যযুগে একজন অন্যজনকে দেখলে কী করতেন?
● সালাম বিনিময়
খ. হাসি দিতেন
গ. হ্যান্ডশেক
ঘ. ঢিল ছুঁড়তেন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

১১. নবজাতক শিশুর নামকরণের অনুষ্ঠানকে নির্দেশ করে কোন অনুষ্ঠানটি।
● আকিকা
খ. খাতনা
গ. মিলাদ
ঘ. মাহফিল

১২. মুসলমান সমাজের একটি অতি পরিচিত সামাজিক প্রথা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. মিলাদ
খ. মাহফিল
● খাতনা
ঘ. ঈদ

১৩. মুসলমান সমাজের একটি বিশেষ উৎসবমুখর অনুষ্ঠান হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. আকিকা
খ. খাতনা
● বিবাহ
ঘ. ঈদ

১৪. কারা মুসলমান রীতিনীতি অনুযায়ী বিবাহকার্য সম্পন্ন করতেন?
● মৌলভিরা
খ. পীরগণ
গ. গুলিগণ
ঘ. ফকিরগণ

১৫. মধ্যযুগে নবদম্পতির জন্য কিসের ব্যবস্থা করা হতো? ক. বিশেষ শয্যার
খ. নাইট শয্যার
● বাসর শয্যার
ঘ. স্পেশাল শয্যার

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

১৬. হিন্দু সমাজের কোনটি মুসলমান সমাজে প্রবেশ করে? ক. সুপ্রবাদ
● গুরুবাদ
গ. জিন্দাবাদ
ঘ. এলাহাবাদ

১৭. অভিজাত মুসলমানগণ কেমন ছিলেন?
● ভোজনবিলাসী
খ. ভোগবিলাসী
গ. অভিলাষী
ঘ. নৃত্যবিলাসী

১৮. খিচুরি তখনকার সমাজে কী খাদ্য ছিল?
● প্রিয়
খ. অপ্রিয়
গ. অপছন্দনীয়
ঘ. মুখরোচক

১৯. মধ্যযুগে মুসলমান সমাজে সমাদর লাভ করার জন্য নিচের কোনটি অধিক উপযোগী ছিল?
ক. পাগড়ি
খ. পাঞ্জাবি
গ. ফতুয়া
● টুপি

২০. গরিব বা নিম্নশ্রেণির মুসলমানগণ কী পরত?
ক. পাঞ্জাবি-টুপি
খ. পায়জামা টপি
● লুঙ্গি-টুপি
ঘ. প্যান্ট-টুপি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

২১. মুসলমান সমাজ বিস্তৃতির সাথে সাদৃশ্য রয়েছে-
● বঙ্গে ইসলাম বিস্তৃতি
খ. হিন্দে ইসলাম বিস্তৃতি
গ. আরবে ইসলাম বিস্তৃতি
ঘ. মক্কায় ইসলাম বিস্তৃতি

২২. বঙ্গের মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি বিশেষভাবে লক্ষণীয়?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

২৩. মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন?
ক. দাবা
খ. ফুটবল
গ. ক্রিকেট
● চৌগান

২৪. মধ্যযুগে ছোট ছেলেমেয়েরা কী খেলতে ভালোবাসত?
ক. বৌচি
● গেরু
গ. চৌগান
ঘ. পুতুল

২৫. বাংলার নবাবি শাসনের অবসানের পেছনে কোন কারণটি অধিক দায়ী ?
● শাসক বর্গের নৈতিক অবনতি
খ. শাসক বর্গের স্বেচ্ছাচারিতা
গ. শাসক বর্গের অযোগ্যতা
ঘ. শাসক বর্গের অদক্ষতা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

২৬. মধ্যযুগে হিন্দু সমাজে কিসের প্রচলন ছিল?
ক. সাংস্কৃতিক অনুষ্ঠানের
খ. বিবাহ বিচ্ছেদের
গ. তাবিজ কবজের
● জাতিভেদ প্রথার

২৭. হিন্দু সমাজে কয়টি উল্লেখযোগ্য বর্ণ ছিল?
ক. দুটি
● চারটি
গ. পাঁচটি
ঘ. তিনটি

২৮. হিন্দু সমাজের চারটি বর্ণের মধ্যে কী ছিল না?
ক. সামাজিক ঐক্য
● সামাজিক মেলামেশা
গ. রাজনৈতিক ঐক্য
ঘ. অর্থনৈতিক কার্যক্রম

২৯. মধ্যযুগের হিন্দু সমাজে কোনটি কঠোরভাবে পালিত হতো?
ক. দুর্গাপূজা
খ. নববর্ষ
● বর্ণপ্রথা
ঘ. স্বরস্বতী পূজা

৩০. হিন্দু সমাজে ধর্মকর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল
● ব্রাহ্মণদের
খ. কায়স্থদের
গ. বৈশ্যদের
ঘ. শূদ্রদের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৩১. কায়স্থরা সমাজের কোন শ্রেণির অন্তর্গত ছিল?
ক. নিম্ন
● মধ্যবিত্ত
গ. নিম্ন-মধ্যবিত্ত
ঘ. উচ্চবিত্ত

৩২. মধ্যযুগের হিন্দু সমাজের বৈশ্যদের প্রধান পেশা হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. ধর্মকর্ম কর
খ. চিকিৎসা করা
গ. ব্যবসায় করা
● কৃষিকাজ করা

৩৩. মধ্যযুগের হিন্দু সমাজের নিম্নস্তরের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. বৈশ্য
খ. ব্রাহ্মণ
গ. কায়স্থ
● শূদ্র

৩৪. মধ্যযুগের হিন্দু সমাজে সন্তান জন্মের পর তাকে কী দিয়ে ধৌত করা হতো?
ক. ঠাণ্ডা জল দিয়ে
খ. গরম জল দিয়ে
গ. পুকুরের জল দিয়ে
● গঙ্গা জল দিয়ে

৩৫. ষষ্ঠ দিনে কিসের আয়োজন করা হতো?
ক. দুর্গাপূজার
খ. সরস্বতী পূজার
● ষষ্ঠী পূজার
ঘ. লক্ষ্মী পূজার

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৩৬. মধ্যযুগে কিসের ওপর ভিত্তি করে হিন্দু সমাজে বিবাহ রীতি ছিল?
ক. আকার-আকৃতি
খ. সৌন্দর্যের
গ. যোগ্যতার
● বর্ণপ্রথার

৩৭. বাংলায় হিন্দু সমাজে কোন পরিবার ছিল অধিক?
ক. একক
খ. অণু
গ. যৌথ
● একান্নবর্তী

৩৮. কোনটি হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?
● স্বামীভক্তি
খ. পিতৃভক্তি
গ. মাতৃভক্তি
ঘ. গুরুভক্তি

৩৯. কোন সময়ে বাংলার হিন্দু সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না?
● মধ্যযুগে
খ. আধুনিক যুগ
গ. প্রাচীন যুগে
ঘ. আদিম যুগে

৪০. মধ্যযুগের হিন্দু সমাজে কোনটির প্রচলন ছিল?
ক. বহু বিবাহ প্রথা
● সতীদাহ প্রথা
গ. বিধবা বিবাহ প্রথা
ঘ. সতী নারী প্রথা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৪১. বিত্তশালী পরিবারে নিয়মিত কিসের চর্চা হতো?
ক. ধর্মচর্চা
● শিল্প ও সংস্কৃতির
গ. গানের
ঘ. সাহিত্যের

৪২. মধ্যযুগে হিন্দু সমাজে পুরুষদের সাধারণ পোশাক কী ছিল?
ক. লুঙ্গি
খ. পায়জামা
গ. প্যান্ট
● ধুতি

৪৩. মধ্যযুগের বাংলার হিন্দু সমাজের প্রধান খাদ্য ছিল কী?
ক. রুটি
খ. চাইনিজ
গ. কাবাব
● ভাত

৪৪. মধ্যযুগের বাংলার হিন্দু সমাজের গরিবদের সকালের নাস্তা হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. গরম ভাত
● পান্তা ভাত
গ. মাছ ভাত
ঘ. ডাল ভাত

৪৫. বাঙালি ব্রাহ্মণেরা কী খেতেন?
ক. ভাত
খ. রুটি
গ. ফুসকা
● আমিষ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৪৬. মধ্যযুগের হিন্দুদের নিকট কোনটি ছিল অত্যন্ত প্রিয়? ক. গরম জল
খ. পুকুরের জল
গ. দিঘির জল
● গঙ্গার জল

৪৭. হিন্দু সমাজে বহুবিবাহ প্রথার প্রচলন হওয়ার ক্ষেত্রে নিচের কোনটি ফল?
ক. বর্ণ প্রথার
● কৌলিন্য প্রথার
গ. ধর্ম প্রথার
ঘ. জাতি প্রথার

৪৮. বাংলার কৃষিভূমি কোন ধরনের?
ক. অনুর্বর
খ. মরুময়
● অস্বাভাবিক উর্বর
ঘ. অগ্নিময়

৪৯. বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল-
● কৃষি
খ. পশুপালন
গ. মৎস্য চাষ
ঘ. ব্যবসায় বাণিজ্য

৫০. বাংলার অধিবাসীর বৃহত্তর অংশ ছিল কৃষক। এর যথার্থ কারণ-
● কৃষিপ্রধান দেশ বলে
খ. সবজি চাষ বেশি হয় বলে
গ. ধান চাষ বেশি হয় বলে
ঘ. ফসল বেশি হয় বলে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৫১. মধ্যযুগে বাংলার মাটিতে কিসের প্রাচুর্য ছিল?
ক. শিল্পজাত দ্রব্যের
● কৃষিজাত দ্রব্যের
গ. তামাকজাত দ্রব্যের
ঘ. মাদকজাত দ্রব্যের

৫২. মধ্যযুগে নিচের কোন স্থানটি মসলিন নামক বিশ্বখ্যাত সূক্ষ্ম বন্ধ শিল্পের প্রধান প্রাণকেন্দ্র ছিল?
● ঢাকা
খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা
ঘ. বরিশাল

৫৩. ঢাকার শাখারিপট্টির সাথে সাদৃশ্য রয়েছে-
ক. তাঁত শিল্পের
● শঙ্খ শিল্পের
গ. বস্ত্র শিল্পের
ঘ. কুটির শিল্পের

৫৪. মধ্যযুগের বিখ্যাত সমুদ্রবন্দর ছিল কোনটি?
ক. ঢাকা
● চট্টগ্রাম
গ. নারায়ণগঞ্জ
ঘ. মংলা

৫৫. মধ্যযুগে কীভাবে বিদেশে লেনদেন করা হতো?
ক. হাতে হাতে
খ. ব্যাংকের মাধ্যমে
গ. পোস্ট অফিসের মাধ্যমে
● হুন্ডির মাধ্যমে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৫৬. কোন যুগে বাংলায় দ্রব্যসামগ্রী সহজলভ্য ও সস্তা ছিল? ক. ক. প্রাচীন যুগে
খ. আদিম যুগে
● মধ্যযুগে
ঘ. আধুনিক যুগে

৫৭. মসজিদ নির্মাণকে মুসলমান শাসকগণ কী কাজ বলে মনে করতেন?
ক. অন্যায় কাজ
খ. সুনামের কাজ
গ. গৌরবের কাজ
● পুণ্যের কাজ

৫৮. স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী হিসেবে নিচে কোনটি সমর্থযোগ্য?
● গৌড়
খ. পাড়ুয়া
গ. পুণ্ড্রনগর
ঘ. সোনারগাঁ

৫৯. আদিনা মসজিদ নির্মাণ করেন কে?
ক. শেরশাহ
খ. নাসির শাহ
● সিকান্দার শাহ
ঘ. আহমদ শাহ

৬০. আদিনা মসজিদ নির্মিত হয় কখন?
ক. ১৩৬৬ খ্রিস্টাব্দে
খ. ১৩৬৮ খ্রিস্টাব্দে
গ. ১৩৮৭ খ্রিস্টাব্দে
● ১৩৬৯ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৬১. আদিনা মসজিদ স্থাপত্যকীর্তি-
ক. প্রাচীন যুগের
খ. আধুনিক যুগের
● মধ্যযুগের
ঘ. প্রাচীন মধ্য যুগের

৬২. গিয়াসউদ্দিন আযম শাহের কবর কোথায়?

● সোনারগাঁওয়ে
খ. কুমিল্লায়
গ. নারায়ণগঞ্জে
ঘ. লালবাগে

৬৩. একলাখী মসজিদ নির্মিত হয় কখন?
● ১৪১৮-১৪২৩ খ্রিস্টাব্দে
খ. ১৪১৮-১৪২৪ খ্রিস্টাব্দে
গ. ১৪১৮-১৪২৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৪১৮-১৪২৬ খ্রিস্টাব্দে

৬৪. মসজিদটির নাম ‘একলাখী মসজিদ হওয়ার যৌক্তিক কারণ-
ক. এক লাখ শ্রমিক দিয়ে নির্মাণ করা হয়েছে বলে
খ. এক লাখ লোকের নামাজের ব্যবস্থা আছে বলে
● এক লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে
ঘ. এক লাখ পীরের কবর এখানে আছে বলে

৬৫. একলাখী মসজিদ আসলে কী?
ক. একটি মসজিদ
● একটি কবর
গ. একটি দরগাহ
ঘ. একটি মন্দির

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৬৬. বড় সোনা মসজিদের আরেক নাম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. আদিনা মসজিদ
খ. একলাম্বী মসজিদ
গ. ছোট সোনা মসজিদ
● বারদুয়ারী মসজিদ

৬৭. বারদুয়ারী মসজিদের কয়টি দরজা ছিল?
ক. এগারোটি
● বারোটি
গ. চৌদ্দটি
ঘ. তেরোটি

৬৮. নসরত শাহ বারদুয়ারী মসজিদের নির্মাণ কাজ শেষ করেন কখন?
ক. ১৫২৬ খ্রিস্টাব্দে
● ১৫২৭ খ্রিস্টাব্দে
গ. ১৫২৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৫২৯ খ্রিস্টাব্দে

৬৯. হুসেন শাহ ‘বারদুয়ারী মসজিদ’ নির্মাণ করেছিলেন কেন?
● আসাম বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
খ. ত্রিপুরা বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
গ. গৌড় বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
ঘ. নিজের ঐতিহ্য স্মরণীয় করে রাখার জন্য

৭০. ছোট সোনা মসজিদের নির্মাতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
ক. হুসেন শাহ
খ. আলাউদ্দিন হুসেন শাহ
গ. নুসরত শাহ
● ওয়ালী মুহম্মদ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৭১. খানজাহান আলীর সমাধি নির্মিত হয়েছে কোথায়?

ক. খুলনায়
● বাগেরহাটে
গ. যশোর
ঘ. কুষ্টিয়ায়

৭২. খানজাহান আলী মৃত্যুবরণ করেন কখন?
ক. ১৫৫৬ খ্রিস্টাব্দে
খ. ১৫৫৮ খ্রিস্টাব্দে
গ. ১৫৫৭ খ্রিস্টাব্দে
● ১৪৫৯ খ্রিস্টাব্দে

৭৩. ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
● বাগেরহাট
খ. যশোর
গ. কুষ্টিয়ায়
ঘ. খুলনা

৭৪. ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত?
ক. ৭৬টি
● ৭৭টি
গ. ৭৮টি
ঘ. ৭৯টি

৭৫. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
ক. হুসেন শাহ
খ. নুসরত শাহ
গ. ওয়ালী মুহম্মদ
● উলুখ খান জাহান

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৭৬. “কদম রসুল” কোথায় অবস্থিত?
● গৌড়ে
খ. সোনারগাঁওয়ে
গ. ঢাকার কবাজারে
ঘ. ময়নামতিতে

৭৭. কদম রসুল নির্মাণ করেন কে?
ক. হুসেন শাহ
খ. ওয়ালী মুহম্মদ না
গ. আহমদ শাহ
● নুসরত শাহ

৭৮. বাবা আদমের মসজিদ কোথায় অবস্থিত?
● ঢাকার রামপালে
খ. ঢাকার দোহারে
গ. ঢাকার কেরানীগঞ্জে
ঘ. ঢাকার চকবাজারে

৭৯. বাবা আদমের মসজিদ নির্মিত হয় কখন?
ক. ১৪৮১ খ্রিস্টাব্দে
খ. ১৪৮২ খ্রিস্টাব্দে
● ১৪৮৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৪৮৪ খ্রিস্টাব্দে

৮০. মধ্যযুগের মসজিদের গম্বুজগুলো কেমন ছিল?
ক. আঁকাবাঁকা
খ. চোখ জুড়ানো
গ. কারুকার্যখচিত
● খাঁজকাটা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৮১. মুঘল যুগে কী নামে বেশ কয়েকটি দালান তৈরি করা হয়েছিল?
● কাটরা
খ. বাটরা
গ. শাহী
ঘ. তুর্কি

৮২. কাটরা কী হিসেবে সমর্থনযোগ্য?
ক. বিশ্রামাগার
● অতিথিশালা
গ. শৌচাগার
ঘ. রান্নাঘর

৮৩. ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে?
● শাহ সুজা
খ. মীর জুমলা
গ. আহমদ সুজা
ঘ. হুসেন শাহ

৮৪. বড় কাটরা কোন নদীর তীরে অবস্থিত?
ক. মেঘনা
খ. পদ্মা
● বুড়িগঙ্গা
ঘ. গোমতী

৮৫. হাজীগঞ্জ দুর্গ কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা
● নারায়ণগঞ্জ
গ. চাঁদপুর
ঘ. কুমিল্লা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৮৬. হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন কে?
ক. শাহ সুজা
খ. হুসেন শাহ
গ. ওয়ালী মুহম্মদ
● সুবাদার মীর জুমলা

৮৭. ছোট কাটরা নির্মিত হয় কখন?
ক. ১৬৬০ খ্রিস্টাব্দে
খ. ১৬৬১ খ্রিস্টাব্দে
গ. ১৬৬২ খ্রিস্টাব্দে
● ১৬৬৩ খ্রিস্টাব্দে

৮৮. ছোট কাটরা নির্মাণ করেন কে?
ক. শাহ সুজা
● শায়েস্তা খান
গ. নুসরত শাহ
ঘ. ওয়ালী মুহম্মদ

৮৯. বড় কাটরা হতে ছোট কাটরার দূরত্ব কত?
ক. ১০০ গজ
● ২০০ গজ
গ. ৩০০ গজ
ঘ. ৪০০ গজ

৯০. পরী বিবির মাজার কোথায় অবস্থিত?
● লালবাগ দুর্গে
খ. ছোট কাটরায়
গ. আহসান মঞ্জিলে
ঘ. বড় কাটরায়

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৯১. শায়েস্তা খান হোসেনী দালান নির্মাণ করেন কখন?
● ১৬৭৬ খ্রিস্টাব্দে
খ. ১৬৭৭ খ্রিস্টাব্দে
গ. ১৬৭৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৬৭৯ খ্রিস্টাব্দে

৯২. বেগম বাজার মসজিদ নির্মাণের আমল হিসেবে কোনটি অধিক, উপযোগী?
ক. মুঘল আমল
খ. শায়েস্তা খানের আমল
● মুর্শিদ কুলী খানের আমল
ঘ. শের শাহের আমল

৯৩. চেহেল সেতুন নামটির সাথে সাদৃশ্য রয়েছে-
ক. শায়েস্তা খানের
● মুর্শিদ কুলী খানের
গ. শাহ সুজার
ঘ. হুসেন শাহের

৯৪. শৈব ধর্মের মূল উৎস কী?
ক. জৈন
● শিব
গ. দেবতা
ঘ. নারায়ণ

৯৫. শিব ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে কোনটি অধিক উপযোগী?
ক. একক সাধনা
● যোগসাধনা
গ. একনিষ্ঠ সাধনা
ঘ. কঠোর সাধনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

৯৬. মুসলমানদের বর্ষপঞ্জী অনুসারে কোন দিনকে নববর্ষ হিসেবে পালন করা হয়?
ক. বৈশাখের প্রথম দিন
খ. জানুয়ারির প্রথম দিন
● মুহররমের প্রথম দিন
ঘ. রমজানের প্রথম দিন

৯৭. মুসলমানদের আগমনের পূর্বে বাংলায় বাস করত-
i. হিন্দু
ii. খ্রিস্টান
iii. বৌদ্ধ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৮. মধ্যযুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ছিল-
i. ইসলামধর্মের
ii. হিন্দুধর্মের
iii. বৌদ্ধধর্মের
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৯. মধ্যযুগের শাসকগণের নিজ নিজ রাজ্যের মসজিদ, মাদ্রাসা ও খানকা নির্মাণের যৌক্তিক কারণ হলো-
i. আভিজাত্য প্রকাশ
ii. মুসলমানদের ঐক্য গঠন
iii. ধর্মীয় চেতনার প্রসার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০০. মধ্যযুগের বাংলায় মুসলমান সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছে—
i. উচ্চ শ্রেণি
ii. মধ্যমশ্রেণি
iii. নিম্নশ্রেণি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

১০১. মধ্যযুগের তৃতীয় শ্রেণি হিসেবে সমর্থনযোগ্য-
i. গায়ক
ii. কৃষক
iii. তাঁতি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০২. মধ্যযুগের তৃতীয় শ্রেণি হিসেবে সমর্থনযোগ্য—
i. গায়ক
ii. কৃষক
iii. তাঁতি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৩. সুফি ও দরবেশের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. যথেষ্ট প্রভাবশালী
ii. ধর্মশাস্ত্রে সুপণ্ডিত
iii. আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৪. মধ্যযুগের বাঙালি মুসলমানদের প্রতিদিনের খাদ্য ছিল-
i. ভাত
ii. মাছ
iii. শাকসবজি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৫. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছিল-
i. মুসলমানদের প্রভাব
ii. মুসলমানদের রীতিনীতি
iii. মুসলমানদের ভাবধারা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

১০৬. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে নারীদের অবস্থান ছিল-
i. স্বামী স্ত্রীকে তার সম্পত্তি হিসেবে গণ্য করত
ii. অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তির ওপর স্ত্রীদের কোনো অধিকার ছিল না
iii. সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৭. কৌলিন্য প্রথার ব্যাপক প্রচলন ছিল-
i. ব্রাহ্মণদের মধ্যে
ii. বৈদ্যদের মধ্যে
iii. কায়স্থদের মধ্যে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৮. মধ্যযুগের বাংলার উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল-
i. ধান
ii. গম
iii. পাট
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৯. মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. ব্যবসায় বাণিজ্য করা
ii. সামরিক চাকরিগ্রহণ
iii. উচ্চ রাজপদ গ্রহণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১০. মুসলমান শাসকগণ শাসনকালকে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন-
i. বিভিন্ন প্রাসাদ
ii. বিভিন্ন মসজিদ
iii. বিভিন্ন দরগাহ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

১১১. বড় সোনা মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য—
i. ছোট সোনা মসজিদ
ii. এ মসজিদের আরেক নাম বারদুয়ারী মসজিদ
iii. এ মসজিদে সোনালি রঙের গিলটি করা কারুকার্য ছিল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১২. ষাট গম্বুজ মসজিদের সাথে সামঞ্জস্য রয়েছে—
i. এটির গম্বুজ সাতাত্তরটি
ii. উলুখ খান জাহান এটি নির্মাণ করেন
iii. এটি মুসলমান শাসকদের গৌরব বৃদ্ধি করেছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৩. গৌড়ে অবস্থিত “কদম রসুল” এর বিশেষত্ব হলো-
i. নসরৎ শাহ এটি নির্মাণ করেছিলেন
ii. এটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন
iii. এ ভবনের একটি কক্ষে কালো কারুকার্যখচিত মর্মর বেদীর উপরে হযরত মুহাম্মদ (স)-এর পদচিহ্ন সংবলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১১৪ ও ১১৬ নং প্রশ্নের উত্তর দাও :
আলমগীর হোসেন একটি জমকালো অট্টালিকা নির্মাণ করেন। তার অট্টালিকায় জ্ঞানীগুণী ব্যক্তিরা আনাগোনা করেন। অত্র এলাকাবাসী ধর্মপরায়ণ ও শিক্ষিত ব্যক্তিদিগকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং এলাকার সমাজপতিরা শ্রদ্ধা প্রদর্শন হিসেবে ভাতা ও জমি বরাদ্দ করত। তাদের সমাজে খাতনা, আকিকা ও বিবাহ প্রচলিত ছিল।

১১৪. উদ্দীপকের সাথে কোন শাসনামল সঙ্গতিপূর্ণ?
ক. মুঘল
● মুসলমান
গ. সুলতানি
ঘ. হিন্দু

১১৫. উক্ত সমাজের প্রিয় খাবার কোনটি?
ক. মোরগ পোলাও
খ. ফিরনি
গ. রেজালা
● খিচুরি

১১৬. আলোচ্য সমাজের সাথে সংশ্লিষ্ট-
i. নৌকা বাইচ
ii. হোলিখেলা
iii. উত্তরাধিকারসূত্রে সরকারি পদ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১১৭ নং প্রশ্নের উত্তর দাও :
নিখিল রায় পাঁচ হাজার টাকা পণ দিয়ে বিমল রায়ের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। কয়েক বছর পরে তাদের একটি সন্তান হলো এবং গঙ্গাজল দিয়ে ধৌত করে নিয়ে আসল। নিখিল রায় ও তার সম্পত্তিতে তার স্ত্রীর কোনো অধিকার ছিল না। হঠাৎ নিখিল রায় মারা গেলে তার স্ত্রীকেও একই চিতায় পোড়ানো হয়।

১১৭. নিখিল রায়ের স্ত্রীকে তার চিতায় পোড়ানোর মতো ঘটনা কোন সমাজের প্রতিচ্ছবি?
● হিন্দু
খ. বৌদ্ধ
গ. মুসলমান
ঘ. ব্রাহ্মণ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৬ষ্ঠ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment