নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ : সত্তরের নিবাচন ও মুক্তিযুদ্ধ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কোন সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. ১৯৫৪ সালের
খ. ১৯৬৬ সালের
গ. ১৯৫৮ সালের
● ১৯৭০ সালের

২. বাংলাদেশ শত্রুর দখলমুক্ত হয় কখন?
ক. ১৯৭১ সালের ২৬ মার্চ
খ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ৮ ডিসেম্বর
● ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

৩. আইয়ুব শাসনের বিরুদ্ধে কখন গণঅভ্যুত্থান হয়েছিল?
ক. ১৯৫২ তে
খ. ১৯৬৮ তে
● ১৯৬৯ এ
ঘ. ১৯৭১ এ

৪. ১৯৬৯ সালে দেশে গণআন্দোলনের ফলে কার পতন ঘটে?
ক. ইস্কান্দার মির্জার
● আইয়ুব খানের
গ. মোনায়েম খানের
ঘ. ইয়াহিয়ার

৫. আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসে?
ক. টিক্কা খান
খ. জুলফিকার আলী ভুট্টো
গ. শেখ মুজিব
● ইয়াহিয়া খান

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৬. ১৯৭০ সালের কত তারিখ জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৫ নভেম্বর
খ. ১৭ নভেম্বর
● ৭ ডিসেম্বর
ঘ. ১৭ ডিসেম্বর

৭. ১৯৭০ সালের প্রাকৃতিক দুর্যোগ কখন সংঘটিত হয়?
ক. ১০ নভেম্বর
● ১২ নভেম্বর
গ. ১৫ নভেম্বর
ঘ. ১৭ নভেম্বর

৮. ইয়াহিয়া খান কখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন?
ক. ১৯৭০ সালের ২৬ মার্চ
খ. ১৯৭০ সালের ২৭ মার্চ
● ১৯৭০ সালের ২৮ মার্চ
ঘ. ১৯৭০ সালের ২১ মার্চ

৯. আইনগত কাঠামো আদেশের ২০নং ধারায় সংবিধানের মূল কয়টি নীতি বেঁধে দেয়া হয়?
● ছয়টি
খ. সাতটি
গ. আটটি
ঘ. নয়টি

১০. ১৯৭০ সালের নির্বাচনে মোট কয়জন প্রার্থী অংশ নেয়?
ক. ৭৮০ জন
● ৭৮১ জন
গ. ৭৮৩ জন
ঘ. ৭৮২ জন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১১. জাতীয় পরিষদে আওয়ামী লীগের প্রার্থী ছিল কয়জন?
ক. ১৬০ জন
খ. ১৬১ জন
● ১৬২ জন
ঘ. ১৬৩ জন

১২. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রতীকের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
● নৌকা
খ. দাঁড়িপাল্লা
গ. ধানের শীষ
ঘ. লাঙল

১৩. ১৯৭০ সালের নির্বাচনে জামাত-ই-ইসলামী পাকিস্তানের প্রার্থী ছিল কত?
ক. ৬৬ জন
খ. ৬৭ জন
গ. ৬৮ জন
● ৬৯ জন

১৪. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬২টি আসনের মধ্যে কয়টি আসন লাভ করে?
● ১৬০টি
খ. ১৬১টি
গ. ১৬২টি
ঘ. ১৬৩টি

১৫. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে কে?
ক. আইয়ুব খান
● ইয়াহিয়া খান
গ. লিয়াকত আলী খান
ঘ. শেখ মুজিবুর রহমান

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১৬. বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কখন উত্তোলন করা হয়?
ক. ১ মার্চ ১৯৭১
● ২ মার্চ ১৯৭১
গ. ২৬ মার্চ ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১

১৭. জাতির জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● ৭ মার্চের ভাষণ
খ. ভাষা আন্দোলন
গ. ৭০-এর নির্বাচন
ঘ. স্বাধীনতার ঘোষণা

১৮. ৭ মার্চ ভাষণের মূল বিষয় ছিল কয়টি?
● ৪টি
খ. ৬টি
গ. ৩টি
ঘ. ৫টি

১৯. কাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করা হয়?
ক. আইয়ুব খানকে
খ. ইয়াহিয়া খানকে
গ. লিয়াকত আলী খানকে
● টিক্কা খানকে

২০. ৭ মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়?
ক. রমনা পার্ক
খ. শিশু পার্কে
গ. জিয়া উদ্যানে
● সোহরাওয়ার্দী উদ্যানে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

২১. কালো রাত্রি হিসেবে নিচের কোন তারিখটি সমর্থনযোগ্য?
ক. ১৬ ডিসেম্বর
খ. ২১ ফেব্রুয়ারি
গ. ২৬ মার্চ
● ২৫ মার্চ

২২. ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হয়?
ক. ঢাকায়
খ. ভারতে
● পাকিস্তানে
ঘ. আমেরিকায়

২৩. ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আক্রমণ শুরু হয় কখন?
ক. দুপুর বেলা
খ. সন্ধ্যায়
● গভীর রাতে
ঘ. ভোররাতে

২৪. বঙ্গবন্ধুর ঘোষণাপত্র কীভাবে পাঠিয়ে দেন?
ক. চিঠিযোগে
খ. মাইকযোগে
গ. মোবাইলযোগে
● ওয়্যারলেসযোগে

২৫. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ১৪ ডিসেম্বর
গ. ১৬ ডিসেম্বর
● ২৬ মার্চ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

২৬. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল?
ক. বাংলা
খ. হিন্দি
গ. মান্দারিন
● ইংরেজি

২৭. স্বাধীনতার ঘোষণাটি কোথায় হতে প্রচারিত হয়?
ক. শাহবাগ থেকে
খ. আগ্রবাদ থেকে
গ. রামপুরা থেকে
● কালুরঘাট থেকে

২৮. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন?
● ১০ এপ্রিল ১৯৭১
খ. ২০ এপ্রিল ১৯৭১
গ. ১৭ এপ্রিল ১৯৭১
ঘ. ২৭ এপ্রিল ১৯৭১

২৯. অস্থায়ী সরকারের প্রধান ছিলেন কে?
ক. তাজউদ্দীন আহমেদ
খ. এম. মনসুর আলী
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম

৩০. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
● মেহেরপুর
গ. যশোর
ঘ. খুলনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৩১. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
● তাজউদ্দীন আহমেদ
ঘ. এম. মনসুর আলী

৩২. বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?
ক. ১০টি
খ. ১১টি
● ১২টি
ঘ. ১৩টি

৩৩. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে সাধারণ জনতা কোথায় ব্যারিকেট দেওয়ার চেষ্টা করে?
ক. শাহবাগে
খ. কুমিল্লায়
গ. রাজারবাগে
● ঢাকার রাজপথে

৩৪. পাকবাহিনীর রোষাণলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. নেতিবাচক মনোভাব
খ. বিরোধী দলকে সমর্থন
গ. পাকবাহিনীকে সমর্থন
● সরকার বিরোধী আন্দোলন

৩৫. মুক্তিযুদ্ধের নয়মাসে পাকবাহিনী কয় জন বাঙালিকে হত্যা করেছিল?
ক. প্রায় ২০ লাখ
● প্রায় ৩০ লাখ
গ. প্রায় ৪০ লাখ
ঘ. প্রায় ৫০ লাখ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৩৬. মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ ও সহযোগিতাকারী দলের সাথে সাদৃশ্য রয়েছে-
ক. মুসলিম লীগের
খ. আওয়ামী লীগের
গ. বিএনপির
● শান্তি কমিটির

৩৭. রাজাকার বাহিনী গড়ে তুলেছিল কোন সরকার?
ক. অস্থায়ী সরকার
● পাকিস্তান সরকার
গ. মুজিবনগর সরকার
ঘ. ভারত সরকার

৩৮. রাজাকারদের প্রশিক্ষণের মেয়াদ ছিল কয়দিন?
ক. চার সপ্তাহ
● এক সপ্তাহ
গ. দু সপ্তাহ
ঘ. তিন সপ্তাহ

৩৯. রাজাকারদের ট্রেনিং দিতো কে?
ক. বাংলাদেশ সেনাবাহিনী
● পাকিস্তান সেনাবাহিনী
গ. পাকিস্তান নৌবাহিনী
ঘ. পাকিস্তান বিমান বাহিনী

৪০. মুক্তিযুদ্ধের বিরোধিতায় প্রথম সংগঠন হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. আল-বদর
খ. রাজাকার
গ. আল-শাসস
● শান্তি কমিটি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৪১. কাউন্সিল মুসলিম লীগের সভাপতি হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
● খাজা খয়েরুদ্দিন
খ. গোলাম আযম
গ. খাজা মঈনুদ্দীন
ঘ. মৌলভী ফরিদ আহমদ

৪২. বাঙালি কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর সরকার কোন কাজ পরিচালনা করেন?
ক. সামাজিক কাজ
খ. রাজনৈতিক কাজ
● প্রশাসনিক কাজ
ঘ. অর্থনৈতিক কাজ

৪৩. মুজিবনগর সরকারের নিয়োগ দেওয়া বিশেষ দূত হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
● বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বিচারপতি হাবিবুর রহমান
গ. বিচারপতি লতিফুর রহমান
ঘ. বিচারপতি সাহাবুদ্দীন

৪৪. মুজিবনগর সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে কেন?
ক. বিরোধী দলের গতিবিধি লক্ষ করার জন্য
খ. বিরোধী দলের গোপন তথ্য ফাঁসের জন্য
গ. বিশ্ব থেকে অর্থসংগ্রহের জন্য
● বিশ্ব নেতৃবৃন্দের জনমত আদায়ের জন্য

৪৫. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. ১০টি
● ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৪৬. এপ্রিল সরকার বাংলাদেশকে কয়টি জোনে ভাগ করে?
● ৪টি
খ. ৬টি
গ. ৮ টি
ঘ. ১০টি

৪৭. দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ফসল কোনটি?
● মহান মুক্তিযুদ্ধ
খ. জাতীয় পতাকা
গ. মহান স্বাধীনতা
ঘ. বাংলাদেশ

৪৮. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. মুসলিম লীগ
● আওয়ামী লীগ
গ. বিএনপি
ঘ. জামাতে ইসলামী

৪৯. বাম রাজনৈতিক দল নিয়ে আওয়ামী লীগ কী গঠন করে?
ক. গুপ্তবাহিনী
খ. মুক্তি ফৌজ
গ. গেরিলাবাহিনী
● উপদেষ্টা পরিষদ

৫০. পিকিং পন্থি হিসেবে অধিক পরিচিত কে?
ক. মওলানা ভাসানী
খ. মনি সিং
গ. মনোরঞ্জন ধর
● মোহাম্মদ তোয়াহা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৫১. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা?
ক. শিক্ষক
খ. কৃষক
● ছাত্র
ঘ. নারী

৫২. মুক্তিযুদ্ধে কৃষকদের অবদান ছিল কেমন?
ক. মহাশাজনক
খ. প্রশ্নবিদ্ধ
গ. ভূমিকা ছিল না
● অত্যন্ত গৌরবময়

৫৩. স্বাধীনতা লাভের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন কারা?
ক. ছাত্ররা
খ. শিক্ষকরা
● কৃষকরা
ঘ. নারীরা

৫৪. মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন?
ক. আশঙ্কাজনক
খ. হতাশাজনক
● গৌরবোজ্জ্বল
ঘ. প্রশ্নবিদ্ধ

৫৫. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ কয় জন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন?
ক. এক জন
● দুজন
গ. তিন জন
ঘ. চার জন

৫৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা অপরিসীম?
ক. সাংবাদিকদের
খ. শিক্ষকদের
গ. শ্রমিকদের
● গণমাধ্যমের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৫৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন কারা?
● শিল্পী ও সংস্কৃতি কর্মীরা
খ. রাজনীতিবিদরা
গ. মুক্তিযোদ্ধারা
ঘ. মুজিবনগর সরকার

৫৮. বিভিন্ন দেশে কারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন?
ক. ছাত্ররা
খ. নারীরা
গ. কৃষকরা
● প্রবাসী বাঙালিরা

৫৯. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কারা কাজ করেছেন?
ক. নৌবাহিনী
খ. মুক্তিযোদ্ধারা
গ. সেনাবাহিনী
● প্রবাসী বাঙালীরা

৬০. মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. ছাত্র
খ. শিক্ষক
● গণমাধ্যম
ঘ. জনগণ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৬১. মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে কোনটি?
ক. ক্রোড়পত্র
খ. আবেদনপত্র
● চরমপত্র
ঘ. অভিযোগপত্র

৬২. আলতাফ মাহমুদের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● সুরকার
খ. লেখক
গ. সাহিত্যিক
ঘ. সাংবাদিক

৬৩. সিরাজউদ্দীন হোসেনের ক্ষেত্রে কোনটি সামঞ্জস্য?
ক. ডাক্তার
খ. নাট্যকার
● সাংবাদিক
ঘ. শিল্পী

৬৪. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন কে?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. তাজউদ্দীন আহমেদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম

৬৫. ছাত্রলীগ গঠিত হয় কখন?
ক. ১৯৪৬ সালে
● ১৯৪৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৯ সালে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৬৬. পাকিস্তানের চব্বিশ বছরের মধ্যে বঙ্গবন্ধু কয় বছর কারাগারে কাটিয়েছেন?
ক. দশ বছর
খ. এগারো বছর
● বারো বছর
ঘ. তেরো বছর

৬৭. আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়ার ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. জিয়াউর রহমান
ঘ. খালেদা জিয়া

৬৮. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. এম. মনসুর আলী

৬৯. স্বাধীন বাংলাদেশের স্থপতি কে?
ক. জিয়াউর রহমান
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. হুসেইন মুহাম্মদ এরশাদ
ঘ. খালেদা জিয়া

৭০. মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগের কী ছিলেন?
ক. সভাপতি
খ. সহসভাপতি
গ. অর্থ সম্পাদক
● সাধারণ সম্পাদক

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৭১. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কোন নামটি অধিক উপযোগী?
ক. শেখ মুজিবুর রহমান
● তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম. মনসুর আলী

৭২. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহবায়ক ছিলেন কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. এইচ. এম. কামরুজ্জামান
গ. জিয়াউর রহমান
● তাজউদ্দীন আহমদ

৭৩. সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের কী ছিলেন?
ক. রাষ্ট্রপতি
● উপরাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. অর্থমন্ত্রী

৭৪. বঙ্গবন্ধুর অনুপস্থিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
ক. তাজউদ্দীন আহমদ
খ. কামরুজ্জামান
গ. জিয়াউর রহমান
● সৈয়দ নজরুল ইসলাম

৭৫. এম. মনসুর আলী মুজিবনগর সরকারের কী ছিলেন?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
● অর্থমন্ত্রী
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৭৬. এ. এইচ. এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের কী ছিলেন?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. অর্থমন্ত্রী
● স্বরাষ্ট্রমন্ত্রী

৭৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় কোন দেশ?
ক. পাকিস্তান
খ. নেপাল
গ. ভূটান
● ভারত

৭৮. বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে?
ক. রাজীব গান্ধী
● ইন্দিরা গান্ধী
গ. সোনিয়া গান্ধী
ঘ. রাতুল গান্ধী

৭৯. পাকিস্তান ভারতে বিমান হামলা চালায় কখন?
ক. ১ ডিসেম্বর ১৯৭১
খ. ২ ডিসেম্বর ১৯৭১
● ৩ডিসেম্বর ১৯৭১
ঘ. ৪ ডিসেম্বর ১৯৭১

৮০. ভারতের জনগণ ও সরকার কয়জন শরণার্থীকে আশ্রয় দেয়?
ক. প্রায় অর্ধকোটি
● প্রায় এক কোটি
গ. প্রায় দুই কোটি
ঘ. প্রায় তিন কোটি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৮১. বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী দেশ হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?
● ভারত
খ. ইরাক
গ. যুক্তরাজ্য
ঘ. ভুটান

৮২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ?
ক. নেপাল
খ. ভূটান
● সোভিয়েত ইউনিয়ন
ঘ. যুক্তরাষ্ট্র

৮৩. জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের পক্ষে যুদ্ধ প্রস্তাবের ‘ভেটো’ দানকারী দেশ হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ভারত
● সোভিয়েত ইউনিয়ন
গ. চীন
ঘ. অস্ট্রেলিয়া

৮৪. বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য?
● লন্ডন
খ. নিউইয়র্ক
গ. নয়াদিল্লি
ঘ. কলকাতা

৮৫. বিশ্বজনমত সৃষ্টিতে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী গান পরিবেশন করে কে?
ক. সাকিরা
● জর্জ হ্যারিসন
গ. মাইকেল জ্যাকসন
ঘ. সাগরিকা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৮৬. মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করে?
ক. অর্থ দিয়ে
খ. আশ্রয় দিয়ে
গ. সৈন্য দিয়ে
● নানাভাবে

৮৭. যৌথ কমান্ড গঠিত হয় কখন?
ক. ২০ নভেম্বর ১৯৭১
● ২১ নভেম্বর ১৯৭১
গ. ২২ নভেম্বর ১৯৭১
ঘ. ২৩ নভেম্বর ১৯৭১

৮৮. মুক্তিযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. পাকিস্তানের বাংলাদেশ আক্রমণ
● পাকিস্তানের ভারত আক্রমণ
গ. পাকিস্তানের নেপাল আক্রমণ
ঘ. পাকিস্তানের ভূটান আক্রমণ

৮৯. আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ক. জিয়াউর রহমান
● এ. কে. খন্দকার
গ. মোশতাক আহমেদ
ঘ. আতাউল গণি ওসমানী

৯০. আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তানের কয় হাজার সৈন্য উপস্থিত ছিল?
ক. প্রায় ৯০ হাজার
খ. প্রায় ৯২ হাজার
গ. প্রায় ৯১ হাজার
● প্রায় ৯৩ হাজার

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৯১. বাংলাদেশের বিজয় দিবস কবে?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ২৬ মার্চ
গ. ১৪ ডিসেম্বর
● ১৬ ডিসেম্বর

৯২. আমাদের দেশের নাম কী?
ক. পূর্ববঙ্গ
খ. পূর্ব পাকিস্তান
গ. পশ্চিমবঙ্গ
● বাংলাদেশ
৯৩. শামসউদ্দীন ইলিয়াস শাহ বাংলা প্রতিষ্ঠা করেন কখন?
ক. ১৩৪০ সালে
খ. ১৩৪১ সালে
● ১৩৪২ সালে
ঘ. ১৩৪৩ সালে

৯৪. বাংলাহর রাজধানী ছিল কোথায়?
ক. পুণ্ড্রনগরে
খ. ঢাকায়
গ. ময়নামতিতে
● সোনারগাঁওয়ে

৯৫. সম্রাট আকবরের সময় বাংলার পরিচয়ের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. বাঙ্গালাহ
খ. সমতট
গ. ত্রিপুরা
● সুবাহ বাংলা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

৯৬. বাংলাদেশ পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল কোন সাল পর্যন্ত?
ক. ১৯৪৮ সাল
খ. ১৯৫২ সাল
● গ. ১৯৫৬ সাল
ঘ. ১৯৭১ সাল

৯৭. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম ডিজাইন করেছেন কে?
● শিবনারায়ণ দাস
খ. শিল্পী কামরুল হাসান
গ. হামিদুর রহমান
ঘ. মঈনুল হোসেন

৯৮. মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদ জীবন দিয়েছেন কেন?
● বাংলাদেশের পতাকার মর্যাদা রক্ষার জন্য
খ. দেশকে উন্নত করার জন্য
গ. পাকিস্তানদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য
ঘ. দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য

৯৯. বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক. মঈনুল হোসেন
খ. মৃনাল হক
গ. হামিদুর রহমান
● কামরুল হাসান

১০০. আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
● রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শামসুর রাহমান
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আল মাহমুদ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১০১. রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সংগীত কখন রচনা করেন?
ক. ১৯০৫ সালে
● ১৯০৬ সালে
গ. ১৯০৭ সালে
ঘ. ১৯০৮ সালে

১০২. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটিকে কোন সরকার জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়?
ক. আওয়ামী লীগ সরকার
খ. জাতীয় পার্টি সরকার
গ. বিএনপি সরকার
● মুজিবনগর সরকার

১০৩. জাতীয় সংগীতের প্রথম কয় লাইন কন্ঠসংগীতের অন্তর্ভুক্ত?
● ১০ লাইন
খ. ১২ লাইন
গ. ১৪ লাইন
ঘ. ১৬ লাইন

১০৪. জাতীয় সংগীতের প্রথম কয় লাইন যন্ত্রসংগীতের অন্তর্ভুক্ত?
● ৪ লাইন
খ. ৬ লাইন
গ. ৮ লাইন
ঘ. ১০ লাইন

১০৫. জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের যৌক্তিক কারণ কোনটি? ক. ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতি অমর করে রাখা
● মুক্তিযুদ্ধের শহিদের স্মৃতি অমর করে রাখা
গ. মুজিবনগর সরকারের স্মৃতি অমর করে রাখা
ঘ. ছাত্র আন্দোলনের স্মৃতি অমর করে রাখা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১০৬. জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
ক. ঢাকায় বিশ্ববিদ্যালয়ে
খ. শাহবাগে
গ. ঢাকা মেডিকেলে
● সাভারে

১০৭. ঢাকা শহর থেকে স্মৃতিসৌধের দূরত্ব কত?
● ৩৫ কি. মি.
খ. ৩৬ কি. মি.
গ. ৩৭ কি. মি.
ঘ. ৩৮ কি. মি.

১০৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
ক. হামিদুর রহমান
● মঈনুল হোসেন
গ. আজিজুল জলিল পাশা
ঘ. মৃনাল হক

১০.৯. স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক. ১২০ ফুট
খ. ১৩০ ফুট
গ. ১৪০ ফুট
● ১৫০ ফুট

১১০. জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ কখন শুরু হয়?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭১ সালে
● ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১১১. জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কখন সম্পন্ন হয়?
ক. ১৯৮১ সালে
● ১৯৮২ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৮৪ সালে

১১২. বাঙালির প্রতিবাদী মনোভাবের মূর্ত প্রতীক কোনটি?
ক. স্মৃতিসৌধ
খ. জাদুঘর
গ. শহিদ মিনার
● অপরাজেয় বাংলা

১১৩. অপরাজেয় বাংলার উচ্চতা কত?
ক. ৭ ফুট
খ. ৪ ফুট
গ. ৫ ফুট
● ৬ ফুট

১১৪. অপরাজেয় বাংলার নির্মাণকারী হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. মঈনুল হোসেন
● সৈয়দ আব্দুল্লাহ খালিদ
গ. হামিদুর রহমান
ঘ. মৃণাল হক

১১৫. অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত?
● ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১১৬. অপরাজেয় বাংলা কাদের প্রেরণার উৎস হয়ে থাকবে?
ক. মুক্তিযোদ্ধাদের
● ছাত্রসমাজের
গ. শিক্ষক সমাজের
ঘ. তরুণদের

১১৭. মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
ক. কুষ্টিয়ায়
● মেহেরপুরে
গ. যশোরে
ঘ. খুলনায়

১১৮. মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে কেমন?
ক. খুব সুন্দর
খ. আকর্ষণীয
● ত্রিভুজাকৃতি
ঘ. চতুর্ভুজাকৃতি

১১৯. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. হামিদুর রহমান
খ. সৈয়দ আব্দুল্লাহ খালিদ
● তানভীর করিম
ঘ. মঈনুল হোসেন

১২০. বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কেন?
● বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য
খ. বাঙালি জাতিকে কলঙ্কিত করার জন্য
গ. বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য
ঘ. বাঙালিদেরকে অর্থনৈতিক মন্দায় ফেলার জন্য

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১২১. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?
ক. মঈনুল হোসেন
খ. তানভীর করিম
গ. হামিদুর রহমান
● মোস্তাফা আলী কুদ্দুস

১২২. বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ কখন শেষ হয়?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭১ সালে
● ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে

১২৩. শিখা চিরন্তন কখন স্থাপিত হয়?
ক. ২৬ মার্চ ১৯৭০
খ. ২৬ মার্চ ১৯৭১
● ২৬ মার্চ ১৯৯৭
ঘ. ২৬ মার্চ ১৯৭৩

১২৪. শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
ক. জিয়া উদ্যানে
● সোহরাওয়ার্দী উদ্যানে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

১২৫. রায়ের বাজার বধ্যভূমির কখন সন্ধান পাওয়া যায়?
ক. ১৬ ডিসেম্বর ১৯৭১
খ. ১৭ ডিসেম্বর ১৯৭১
● ১৮ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৯ ডিসেম্বর ১৯৭১

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১২৬. দেশের শ্রেষ্ঠ সন্তানদের কোথায় হত্যা করা হয়েছে?
● রায়ের বাজার বধ্যভূমিতে
খ. কুমিল্লা ময়নামতিতে
গ. চট্টগ্রামের প্রতেঙ্গায়
ঘ. মেহেরপুরের মুজিব নগরে

১২৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে—
i. সামরিক আইন প্রত্যাহার
ii. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া
iii. গণহত্যার তদন্ত করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১২৮. অপারেশন সার্চ লাইট তৈরি করেন-
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ii. টিক্কা খান
iii. রাও ফরমান আলী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৯. ২৫ মার্চের কালোরাত্রিতে পশ্চিম পাকিস্তান আক্রমণ চালায়-
i. পিলখানা বিডিআর ক্যাম্পে
ii. ঢাকা বিশ্ববিদ্যালয়
iii. মসজিদ মাদ্রাসায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩০. পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে—
i. রাজাকার
ii. আল-বদর
iii. শান্তি কমিটি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১৩১. রাজাকার বাহিনী গড়ে ওঠে—
i. আনসার বাহিনী নিয়ে
ii. মুজাহিদদের নিয়ে
iii. পাকিস্তান পন্থিদের নিয়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩২. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন—
i. তারামিন বিবি
ii. বেগম রোকেয়া
iii. সেতারা বেগম
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে-
i. চরমপত্র অনুষ্ঠান
ii. দুর্বার অনুষ্ঠান
iii. জন্মাদের দরবার অনুষ্ঠান
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. বঙ্গবন্ধুর ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
ii. তিনি ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি
iii. তিনি ছিলেন ১নং সেক্টরের কমান্ডার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. তাজউদ্দিন আহমেদ ছিলেন-
i. বঙ্গবন্ধুর বিশ্বস্ত লোক
ii. বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
iii. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১৩৬. সৈয়দ নজরুল ইসলামের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. তিনি ছিলেন আওয়ামী লীগের শীর্ষনেতা
ii. তিনি মুজিবনগর সরকারের ওপর- রাষ্ট্রপতি ছিলেন
iii. তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে অধিক যুক্তিযুক্ত –
i. মওলানা ভাসানী
ii. মোজাফফর আহমদ
iii. মনি সিংও
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. জাতিসংঘের মূল উদ্দেশ্য হিসেবে সমর্থনযোগ্য —
i. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
ii. ত্রাণ বিতরণ
iii. নিরাপত্তা রক্ষা করা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. ইলিয়াস শাহের উপাধি হিসেবে কোনটি সমর্থনযোগ্য –
i. শাহ-ই-বাঙ্গালা
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. সুলতান-ই- বাঙ্গালা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪০. বাংলার অধীনে ছিল-
i. বিহার
ii. উড়িষ্যা
iii. ছোটনাগপুর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

১৪১. বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের-
i. অহংকার
ii. চেতনা
iii. গৌরবের প্রতীক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪২. অপরাজেয় বাংলার মূর্ত প্রতীক-
i. বুদ্ধিজীবী শহিদের স্মৃতি
ii. বাঙালি প্রতিবাদী মনোভাব
iii. মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৩ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
ইলুহার ও মলুহার নিয়ে ইলুহার ইউনিয়ন। একটি নির্বাচনে মলুহারের আলতাফ হোসেন নির্বাচিত হলে ইলুহারের ক্ষমতাশালী ব্যক্তিরা আলতাফ হোসেনকে পরিষদে বসতে দেয় নি বিধায় মলুহার বাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ফলে মলুহারের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে ইলুহারের ক্ষমতাশালী ব্যক্তিদের পরাস্ত করে আলাদা ইউনিয়ন গঠন করে।

১৪৩. আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট ঘটনাটির মহানায়ক কে ছিলেন?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. শেরে বাংলা একে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১৪৪. উদ্দীপকে আলোচিত বিষয়টি কোন ঘটনাকে নির্দেশ করে?
ক. স্বদেশী আন্দোলন
খ. সিপাহি বিদ্রোহ
গ. বক্সারের যুদ্ধ
● মুক্তিযুদ্ধ

১৪৫. বর্ণিত ঘটনার অনুরূপ দেশের ক্ষমতাসীন অঞ্চলের লোকেরা অপর অঞ্চলের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন-
i. প্রশাসনিক
ii. রাজনৈতিক
iii. অর্থনৈতিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
বাধন বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিল ফুটবল খেলা দেখতে। সেখানে বঙ্গবন্ধুর বিশাল ছবি তাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা মনে করিয়ে দেয়।

১৪৬. আলোচ্য মহান নেতার জীবনের ১২ বছর কোথায় কাটিয়েছেন?
ক. পাকিস্তানে
● কারাগারে
গ. ক্যান্টনমেন্টে
ঘ. বিদেশে

১৪৭. উক্ত নেতার বিশেষ অবদান ছিল—
i. ৪৮-এর ভাষা আন্দোলনে
ii. ৫২-এর ভাষা আন্দোলনে
iii. ৬ দফা আন্দোলনে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment