নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ : ইংরেজ শাসন আমলে বাংলায় স্বাধীকার আন্দোলন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১. কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না?
● স্বত্ববিলোপ
খ. অধিক লোপ
গ. সতীত্ব লোপ
ঘ. কর্তব্য লোপ

২. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কিসের শোষণ বঞ্চনা শুরু হয়?
ক. সামাজিক
● অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. সাংস্কৃতিক

৩. সিপাহি বিদ্রোহে যথার্থ কারণ কী?
● ধর্মীয় অনুভূতিতে আঘাত
খ. অর্থনীতিতে আঘাত
গ. সংস্কৃতিতে আঘাত
ঘ. অস্তিত্বে আঘাত

৪. হিন্দু সম্প্রদায়ের মধ্যে বদ্ধমূল ধারণা ছিল কী?
● সমুদ্র পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
খ. নদী পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
গ. দীঘি পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
ঘ. পুকুর পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়

৫. ‘এনফিল্ড’ নিচের কোনটিকে সমর্থন করেছে?
ক. তলোয়ারের নাম
খ. অস্ত্রের নাম
গ. পিস্তলের নাম
● রাইফেলের নাম

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৬. বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে কোথায়?
ক. রংপুরে
● ব্যারাকপুরে
গ. দিনাজপুরে
ঘ. মেদিনীপুরে

৭. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক. ভারতে
খ. পাকিস্তানে
● মায়ানমারে
ঘ. নেপালে

৮. সিপাহি বিদ্রোহের সময় ঢাকার বাহাদুর শাহ পার্কে কাদের লাশ ঝুলিয়ে রাখা হয়?
ক. পুলিশের
খ. বিডিআরের
● সৈনিকের
ঘ. আনসরের

৯. কখন ইংরেজ শাসনের অবসান ঘটে?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৬ সালে
● ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৮ সালে

১০. বাংলার ইতিহাসে কিসের প্রভাব ছিল সুদূরপ্রসারী-
● বঙ্গভঙ্গের
খ. বঙ্গভঙ্গরদের
গ. স্বদেশী আন্দোলনের
ঘ. অসহযোগ আন্দোলনের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১১. হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. স্বাধীনতাযুদ্ধ
খ. স্বদেশি আন্দোলন
গ. ফরায়েজি আন্দোলন
● বঙ্গভঙ্গ

১২. উপমহাদেশ ভাগ হয় কখন?
ক. ১৯৪৫ সালে
● ১৯৪৭ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৮ সাল

১৩. ভারতে বড়লাট লর্ড কার্জন কখন বাংলা ভাগ করেন?
ক. ১৯০৪ সালে
● ১৯০৫ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৭ সালে

১৪. লর্ড কার্জনের শাসনামলের প্রশাসনিক সংস্কার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● বঙ্গভঙ্গ
খ. স্বত্ববিলোপ
গ. বঙ্গভঙ্গ রদ
ঘ. শিক্ষা সংস্কার

১৫. উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল কোথায়?
ক. ঢাকায়
খ. কলকাতায়
● বাংলা প্রেসিডেন্সিতে
ঘ. বিহারে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১৬. লর্ড কার্জন বাংলার কিসের সম্পর্কে সচেতন ছিলেন?
● রাজনৈতিক সচেতনতা
খ. সামাজিক সচেতনতা
গ. সাংস্কৃতিক সচেতনতা
ঘ. অর্থনৈতিক সচেতনতা

১৭. কংগ্রেসের নেতারা কোথা থেকে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন?
ক. মুম্বাই
● কলকাতা
গ. আগরতলা
ঘ. নয়াদিল্লি

১৮. বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. পূর্বভঙ্গ ঘোষণা
● বঙ্গভঙ্গ ঘোষণা
গ. পশ্চিমবঙ্গ ঘোষণা
ঘ. পাকিস্তান ঘোষণা

১৯. পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?
● নবাব সলিমুল্লাহর
খ. নবাব আহসানের
গ. নবাব আলী মর্তুজার
ঘ. নবাব মীর্জা গালিবের

২০. নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কারা?
● মুসলমান
খ. হিন্দু
গ. খ্রিস্টান
ঘ. বৌদ্ধ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

২১. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় কোন সম্প্রদায়ের মধ্যে?
ক. মুসলমান
খ. বৌদ্ধ
● হিন্দু
ঘ. খ্রিস্টান

২২. সুখেন্দ্রনাথ ব্যানার্জী বঙ্গভঙ্গকে আখ্যায়িত করেন-
ক. সামাজিক দুর্যোগ
খ. প্রাকৃতিক দুর্যোগ
● জাতীয় দুর্যোগ
ঘ. আন্তর্জাতিক দুর্যোগ

২৩. বঙ্গভঙ্গ কখন রদ করা হয়?
ক. ১৯১০ সালে
● ১৯১১ সালে
গ. ১৯১২ সালে
ঘ. ১৯১৩ সালে

২৪. বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্প্রদায় খুশি হয়?
ক. মুসলমান
খ. বৌদ্ধ
● হিন্দু
ঘ. খ্রিস্টান

২৫. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কখন?
ক. ১৯০৩ সালে
খ. ১৯০৪ সালে
গ. ১৯০৫ সালে
● ১৯০৬ সালে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

২৬. যদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল কয়টি?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

২৭. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. বিদেশি পণ্য গ্রহণ
খ. বিদেশি পণ্য বর্জন
গ. চায়না পণ্য বর্জন
● বিলেতি পণ্য বর্জন

২৮. স্বদেশী আন্দোলনের দৃঢ় সমর্থক ছিল বাংলার কোন শ্রেণি?
ক. নিম্ন
খ. উচ্চবিত্ত
● জমিদার
ঘ. অভিজাত

২৯. বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান কী ছিল?
ক. তাঁতি
● কৃষক
গ. ব্যবসায়ী
ঘ. হকারি

৩০. বিখ্যাত টাটা কোম্পানি কতসালে টাটা কারখানা স্থাপন করেন?
● ১৯১০ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯১২ সালে
ঘ. ১৯১৩ সালে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৩১. স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য? হিন্দু-
● হিন্দু- মুসলমান সম্পর্কের উন্নতি
খ. হিন্দু-মুসলমান সম্পর্কের ফাটল
গ. হিন্দু-বৌদ্ধ সম্পর্কের ফাটল
ঘ. হিন্দু-খ্রিস্টান সম্পর্কের ফাটল

৩২. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- গানটির রচয়িতা কে?
ক. কাজী নঞ্জরুল ইসলাম
● রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. রজনীকান্ত

৩৩. ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে শ্রদ্ধা করতেন কেন?
ক. প্রভাবশালী ছিলেন বলে
খ. সহজ সরল ছিলেন বলে
● মুসলিম বিশ্বের খলিফা বলে
ঘ. সুদর্শন ছিলেন বলে

৩৪. সেভার্স চুক্তি হয় কখন?
● ১৯২০ সালে
খ. ১৯২১ সালে
গ. ১৯২২ সালে
ঘ. ১৯২৩ সালে

৩৫. খিলাফত কমিটি কখন গঠিত হয়?
ক. ১৯১৬ খ্রিস্টাব্দে
খ. ১৯১৭ খ্রিস্টাব্দে
গ. ১৯১৮ খ্রিস্টাব্দে
● ১৯১৯ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৩৬. অসহযোগ আন্দোলনের আহ্বানকারীর ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. এ. কে ফজলুল হক
● মহাত্মা গান্ধী
গ. ইন্দিরা গান্ধী
ঘ. সোনিয়া গান্ধী

৩৭. মহাত্মা গান্ধী কখন অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. ১৯১৬ সালে
খ. ১৯১৭ সালে
গ. ১৯১৮ সালে
● ১৯১৯ সালে

৩৮. নিচের কোন উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন?
ক. ঠাকুর
খ. কিংবদন্তি
● নাইট
ঘ. জুলিও কুরি

৩৯. খিলাফত আন্দোলনের নেতা মওলানা শওকত আলী কখন ঢাকা আসেন?
ক. ১৯২০ খ্রিস্টাব্দের মে মাসে
● ১৯২০ খ্রিস্টাব্দের মার্চ মাসে
গ. ১৯২০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে
ঘ. ১৯২০ খ্রিস্টাব্দের জুন মাসে

৪০. লর্ড চেমসফোর্ডের পর বড়পার্টের দায়িত্ব গ্রহণকারী হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. লর্ড কার্জন
খ. লর্ড আইজ্যাক
গ. লর্ড কিংসফোর্ড
● লর্ড রেডিং

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৪১. সরকারের দমননীতির বিরুদ্ধে কংগ্রেস কিসের ঘোষণা দেয়?
● আইন অমান্য করার
খ. আইন বাস্তবায়ন করার
গ. আইন মান্য করার
ঘ. আইন প্রণয়ন করার

৪২. গান্ধীজী কতদিনের মধ্যে সকল সত্যাগ্রহ বন্দীর মুক্তিদানের জন্য সরকারে কাছে দাবি জানায়?
ক. পাঁচ দিনের
● সাত দিনের
গ. ছয় দিনের
ঘ. আট দিনের

৪৩. গান্ধীজীর অহিংস আন্দোলন প্রত্যাহারের যথার্থ কারণ কোনটি?
ক. ব্যর্থতা
● হিংসাত্মক রূপ
গ. সৈনিকের নির্দেশ অমান্য
ঘ. দূরদর্শিতার অভাব

৪৪. সেভার্স চুক্তির অস্বীকারকারীদের ক্ষেত্রে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
ক. শওকত আলী
খ. মহাত্মা গান্ধী
গ. মুহাম্মদ আলী
● মোস্তফা কামাল আতার্তুক

৪৫. দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন কখন শুরু হয়?
ক. ১৯১০ খ্রিস্টাব্দে
● ১৯১২ খ্রিস্টাব্দে
গ. ১৯১১ খ্রিস্টাব্দে
ঘ. ১৯১৩ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৪৬. ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে?
ক. মহাত্মা গাম্বী
খ. নরেন্দ্র নাথ ভট্টাচার্য
● পুলিন বিহারী দাস
ঘ. যদুগোপাল মুখোপাধ্যায়

৪৭. ইংরেজ সরকার এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন কেন?
● রাসবিহারী বসুকে ধরার জন্য
খ. পুলিন বিহারী দাসকে ধরার জন্য
গ. ক্ষুদিরামকে ধরার জন্য
ঘ. কিংসফোর্ডকে ধরার জন্য

৪৮. ‘লালবাংলা’ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. অভিযোগপত্র
খ. আবেদনপত্র
● প্রচারপত্র
ঘ. মনোনয়নপত্র

৪৯. ইংরেজ সরকার কখন বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে?
ক. ১৯২১ খ্রিস্টাব্দে
খ. ১৯২২ খ্রিস্টাব্দে
গ. ১৯২৩ খ্রিস্টাব্দে
● ১৯২৪ খ্রিস্টাব্দে

৫০. মহাত্মা গান্ধী কখন আইন অমান্য আন্দোলন শুরু করেন?
● ১৯৩০ সালে
খ. ১৯৩১ সালে
গ. ১৯৩২ সালে
ঘ. ১৯৩৩ সালে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৫১. মাস্টার দা’র প্রকৃত নামের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. মাস্টার মশাই
খ. অতুল সেন
● সূর্যসেন
ঘ. অজয় সেন

৫২. চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য গঠনকৃত বাহিনীর মধ্যে নিচের কোনটি যুক্তিযুক্ত?
ক. চট্টগ্রাম গেরিলা বাহিনী
● চট্টগ্রাম বিপ্লবী বাহিনী
গ. চট্টগ্রাম গোয়েন্দা বাহিনী
ঘ. চট্টগ্রাম ঝটিকা বাহিনী

৫৩. সূর্যসেনের বিপ্লবীর সাথে কোথায় চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়?
ক. আন্দরকিল্লায়
খ. পাহাড়তলীতে
● জালালাবাদ পাহাড়ে
ঘ. পটিয়ায়

৫৪. বিপ্লবীরা কোথায় আশ্রয় নেয়?
● গ্রামের কৃষকদের বাড়িতে
খ. গ্রামের দিনমজুরদের বাড়িতে
গ. গ্রামের শ্রমিকদের বাড়িতে
ঘ. গ্রামের মোড়লদের বাড়িতে

৫৫. সূর্যসেনের গ্রেফতার হওয়ার সময়কালের ক্ষেত্রে নিচের কোন সালটি সমর্থনযোগ্য?
ক. ১৯৩০ খ্রিস্টাব্দে
খ. ১৯৩২ খ্রিস্টাব্দে
গ. ১৯৩১ খ্রিস্টাব্দে
● ১৯৩৩ খ্রিস্টাব্দে

৫৬. প্রীতিলতাকে কোন স্থান আক্রমণের দায়িত্ব দেওয়া হয়?
● পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব
খ. পাহাড়তলী সুপার স্টার ক্লাব
গ. পাহাড়তলী সানমুন ক্লাব
ঘ. পাহাড়তলী ফাইভ স্টার ক্লাব

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৫৭. চট্টগ্রামের বিপ্লবীদের পাশাপাশি কলকাতার কোন দল যথেষ্ট সক্রিয় ছিল?
ক. বিজেপি
খ. পিপলস পার্টি
গ. ওয়াকার্স দল
● যুগান্তর দল

৫৮. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যথতার যথার্থ কারণ কোনটি?
● গণবিচ্ছিন্নতা
খ. সন্ধির অভাব
গ. অযোগ্যতা
ঘ. একতার অভাব

৫৯. গুপ্ত সংগঠনগুলো কীভাবে কাজ করত?
ক. হ-য-ব-র-ল ভাবে
খ. একতাদ্ধভাবে
● ছোট ছোট দলে ভাগ হয়ে
ঘ. ঐক্যবদ্ধভাবে

৬০. সি. আর. দাস স্বরাজ পার্টির কী ছিলেন?
● সভাপতি
খ. সম্পাদক
গ. কোষাধ্যক্ষ
ঘ. সদস্য

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৬১. স্বরাজ পার্টির সম্পাদক হিসেবে নিচের কোন ব্যক্তির নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. চিত্তরঞ্জন দাস
খ. সি আর দাস
গ. মহাত্মা গান্ধী
● মতিলাল নেহেরু

৬২. বেঙ্গল প্যান্টের শর্ত অনুযায়ী কলকাতা কর্পোরেশনের বিভিন্ন চাকরিতে কাদের নিয়োগ দেওয়া হয়?
● মুসলমানদের
খ. হিন্দুদের
গ. বৌদ্ধদের
ঘ. খ্রিস্টানদের

৬৩. বাংলায় ফরাজ দলের অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল কার?
● চিত্তরঞ্জন দাসের
খ. মতিলাল নেহেরুর
গ. চেমসফোর্ডের
ঘ. মহাত্মা গান্ধীর

৬৪. বাংলা চুক্তি কী নামে খ্যাত?
● সি আর দাস ফর্মূলা
খ. সোহরাওয়ার্দী ফর্মূলা
গ. মহাত্মা গান্ধী ফর্মূলা
ঘ. মতিলাল নেহেরু ফর্মূলা

৬৫. সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা ৫৫ ভাগ চাকরি সংরক্ষিত থাকবে। কথাটির সাথে সাদৃশ্য রয়েছে-
ক. সিমলা চুক্তির
● বাংলা চুক্তির
গ. ইংরেজ চুক্তি
ঘ. পাকিস্তানি চুক্তির

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৬৬. ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কখন?
ক. ১৯২১ সালে
খ. ১৯২২ সালে
● ১৯২৩ সালে
ঘ. ১৯২৪ সালে

৬৭. হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত ছিল?
● বেঙ্গল প্যাক্ট
খ. ইন্ডিয়া প্যাক্ট
গ. পাকিস্তান প্যাক্ট
ঘ. সাধারণ প্যাক্ট

৬৮. চিত্তরঞ্জন দাস কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৯২৪ খ্রিস্টাব্দে
● ১৯২৫ খ্রিস্টাব্দে
গ. ১৯২৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৯২৭ খ্রিস্টাব্দে

৬৯. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন?
● কলকাতার
খ. আগরতলার
গ. আগ্রার
ঘ. নয়াদিল্লির

৭০. বেঙ্গল প্যাক্ট অকার্যকর হলে কাদের ঐক্যের সম্ভাবনা ব্যাহত হয়?
● হিন্দু-মুসলিম
খ. হিন্দু-খ্রিস্টান
গ. বৌদ্ধ-খ্রিস্টান
ঘ. হিন্দু-বৌদ্ধ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৭১. ১৯৩০ খ্রিস্টাব্দে প্রকাশিত কোন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করে?
ক. মনিরুজ্জামান কমিশনের
খ. কুদরত-ই-খুদা কমিশনের
● সাইমন কমিশনের
ঘ. জামান কমিশনের

৭২. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন কে?
ক. মহাত্মা গান্ধী
খ. চার্চিল
গ. এ. কে ফজলুল হক
● রামজে ম্যাকডোনাল্ড

৭৩. ১৯৩০ খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে?
ক. হাজী শরীয়তুল্লাহ
খ. তিতুমীর
গ. নওয়াব আবদুল লতিফ
● আল্লামা ইকবাল

৭৪. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়?
ক. ১৯৩৯ সালে
● ১৯৪০ সালে
গ. ১৯৪১ সালে
ঘ. ১৯৪২ সালে

৭৫. কিসের প্রস্তাব কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়?
● লাহোর প্রস্তাব
খ. দিল্লি প্রস্তাব
গ. ঢাকা প্রস্তাব
ঘ. ইসলামাবাদ প্রস্তাব

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৭৬. পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় কখন?
● ১৯৪৭ সালের ১৪ আগস্ট
খ. ১৯৪৭ সালের ১৬ আগস্ট
গ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট
ঘ. ১৯৪৭ সালের ১৭ আগস্ট

৭৭. দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
ক. একটি
● দুটি
গ. তিনটি
ঘ. চারটি

৭৮. ১৯২৬ সালে কোথায় দাঙ্গা হয়?
● কলকাতায়
খ. লাহোরে
গ. পাঞ্জাবে
ঘ. ঢাকায়

৭৯. ১৯৪১ সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কেন?
ক. বসুর সাথে মতবিরোধের কারণে
খ. সোহরাওয়ার্দীর সাথে মতবিরোধের কারণে
গ. ভাসানীর সাথে মতবিরোধের কারণে
● জিন্নাহর সাথে মতবিরোধের কারণে

৮০. ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভার সময়কালের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ১৯৪০ – ১৯৪১ খ্রিস্টাব্দে
খ. ১৯৪১ – ১৯৪২ খ্রিস্টাব্দে
● ১৯৪১ – ১৯৪৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৪৩ – ১৯৪৫ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৮১. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের পটভূমিতে কে মন্ত্রিসভা গঠন করেন?
ক. ফজলুল হক
খ. মওলানা ভাসানী
গ. মুহাম্মদ আলী জিন্নাহ
● খাজা নাজিমুদ্দিন

৮২. নাজিমুদ্দিন মন্ত্রিসভার কখন পতন ঘটে?
ক. ১৯৪৩ সালে
খ. ১৯৪৪ সালে
● ১৯৪৫ সালে
ঘ. ১৯৪৬ সালে

৮৩. ১৯৪৩ সালের সর্বনাশা দুর্ভিক্ষে কত লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়?
● প্রায় ৩০ লাখ
খ. প্রায় ৪০ লাখ
গ. প্রায় ৩৫ লাখ
ঘ. প্রায় ৪৫ লাখ

৮৪. ১৯৪৬ সালের ২৪ এপ্রিল কে মন্ত্রিসভা গঠন করেন?
ক. মুহাম্মদ আলী জিন্নাহ
খ. খাজা নাজিমুদ্দিন
গ. এ. কে ফজলুল হক
● সোহরাওয়ার্দী

৮৫. ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়লাভ করে?
ক. ১১৩টি
খ. ১১৫টি
● ১১৪টি
ঘ. ১১৬টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৮৬. ১৯৪৭ খ্রিস্টাব্দে হিন্দু-মুসলমান সম্পর্ক কিসের রূপ নেয়?
ক. ভালোবাসার বন্ধনে
খ. ভ্রাতৃবন্ধনে
গ. সৌহার্দপূর্ণ বন্ধনে
● রক্তক্ষয়ী দাঙ্গায়

৮৭. মুসলিম লীগের কোন নেতা বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. সোহরাওয়ার্দী
● আবুল হাশিম
ঘ. মুহাম্মদ আলী জিন্নাহ

৮৮. বসু-সোহরাওয়ার্দী চুক্তিতে সংবিধান প্রণয়নের জন্য কতজন বিশিষ্ট গণপরিষদের কথা বলা হয়েছে?
ক. ২০ জন
খ. ৪০ জন
● ৩০ জন
ঘ. ৫০ জন

৮৯. হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কিসের চরম বিরোধী ছিলেন?
ক. একক বাংলার
● যুক্ত বাংলার
গ. মুক্ত বাংলার
ঘ. সবুজ বাংলার

৯০. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে?
● পাঞ্জাব ও বাংলা ভাগের
খ. ভারত ও পাকিস্তান ভাগের
গ. ভারত ও বাংলা ভাগের
ঘ. বাংলা ও আসাম ভাগের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৯১. ভারত কীভাবে ভাগ হয়?
ক. ১৯৪৪ খ্রিস্টাব্দে আইন অনুসারে
খ. ১৯৪৫ খ্রিস্টাব্দে আইন অনুসারে
গ. ১৯৪৬ খ্রিস্টাব্দে আইন অনুসারে
● ১৯৪৭ খ্রিস্টাব্দে আইন অনুসারে

৯২. কার ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে?
ক. সোহরাওয়ার্দীর
খ. মুহাম্মদ আলী জিন্নাহ
গ. ফজলুল হকের
● গান্ধীজীর

৯৩. INA নিচের কোনটিকে সমর্থন করে?
● Indian National Army
খ. Inter National Army
গ. Indian National Assembly
ঘ. International Neation Army

৯৪. কিশোর বয়সেই গান্ধীর অহিংসা নীতির বিরোধী ছিলেন কে?
ক. এ. কে ফজলুল হক
খ. আব্দুল হামিদ খান ভাসানী
গ. হাজী শরীয়তুল্লাহ
● সুভাষ বসু

৯৫. সুভাষ বসু কখন দেশ ত্যাগ করেন?
● ১৯৪১ খ্রিস্টাব্দে
খ. ১৯৪২ খ্রিস্টাব্দে
গ. ১৯৪৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৪৪ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

৯৬. ১৯৪৬ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কোন বিদ্রোহ দেখা দেয়? ক. সেনা বিদ্রোহ
খ. বিমান বিদ্রোহ
● নৌ বিদ্রোহ
ঘ. সৈনিক বিদ্রোহ

৯৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে কোন নল জয়লাভ করে?
ক. কৃষক দল
খ. জনতা দল
গ. জাতীয়তাবাদী দল
● শ্রমিক দল

৯৮. মুসলিম লীগ দুটি উপদলে বিভক্ত হওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. সামাজিক দ্বন্দ্ব
খ. রাজনৈতিক দ্বন্দ্ব
গ. অর্থনৈতিক দ্বন্দ্ব
● নেতৃত্বে দ্বন্দ্ব

৯৯. ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনায় করা স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয় উল্লেখ করা হয়?
ক. এক
খ. দুই
● তিন
ঘ. চার

১০০. ভারত স্বাধীনতা আইন কখন প্রণয়ন করা হয়?
ক. ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৬ জুলাই
খ. ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৭ জুলাই
● ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৮ জুলাই
ঘ. ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৯ জুলাই

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১০১. উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল—
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০২. লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন-
i. সাতারা
ii. ঝাঁসি
iii. নাগপুর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৩. বঙ্গভঙ্গের কারণ হিসেবে সমর্থনযোগ্য—
i. প্রশাসনিক
ii. আর্থসামাজিক
iii. রাজনৈতিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৪. বঙ্গভঙ্গের উভয় সম্প্রদায়ের মধ্যে অবসান ঘটে-
i. অবিশ্বাস
ii. বিশ্বাসঘাতকতার
iii. শত্রুতার
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৫. বঙ্গভঙ্গ রদের ফলে –
i. হিন্দু সম্প্রদায় খুশি হয়
ii. মুসলমান সম্প্রদায় প্রচণ্ড মর্মাহত হয়
iii. ব্রিটিশ সরকার ক্ষতিগ্রস্ত হয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১০৬. স্বদেশী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন-
i. রবীন্দ্রনাথ ঠাকুর
ii. দ্বিজেন্দ্রলাল রায়
iii. রজনীকান্ত সেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৭. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল-
i. দেশকে মুক্ত করা
ii. বিলেতী পণ্য বর্জন
iii. বিলেতী শিক্ষা বর্জন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১০৮. খিলাফত আন্দোলনের দাবির সাথে সাদৃশ্য রয়েছে-
i. তুরস্কের খলিফার পদ সমুন্নত রাখতে হবে
ii. খলিফাকে সবাই কর দিতে হবে
iii. খলিফার সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখতে হবে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৯. হিন্দু ও মুসলমানের মিলিত সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা—
i. খিলাফত আন্দোলন
ii. ছয় দফা আন্দোলন
iii. অসহযোগ আন্দোলন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১০. খিলাফত আন্দোলনের নেতা ছিলেন-
i. মওলানা শওকত আলী
ii. মওলানা তারিক মুনাওয়ার
iii. মওলানা আবুল কালাম আজাদ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১১১. বাংলা চুক্তি সম্পাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন-
i. আব্দুল করিম
ii. মুজিবুর রহমান
iii. আকরম খান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১২. যেটি বিবেচনা করে জিন্নাহ তাঁর বহু আলোচিত সমালোচিত বিজাতি তত্ত্বের ঘোষণা দেন-
i. সার্বিক রাজনৈতিক পরিস্থিতি
ii. অতীতের তিক্ত অভিজ্ঞতা
iii. মুসলমানদের স্বার্থ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১১৩. লাহোর প্রস্তাবের পর ঐতিহাসিকভাবে যেটি সত্য তা হলো-
i. ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড অসাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করেন
ii. মুসলমান সম্প্রদায় নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে
iii. ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক আন্দোলনে এক নতুন ধারার জন্ম হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৪. খাজা নাজিমুদ্দিন ছিলেন—
i. অবাঙালি ব্যবসায়ীদের নেতা
ii. দরিদ্র মানুষের নেতা
iii. রক্ষণশীলদের নেতা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৫. রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের ফলে ঘটে-
i. কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১১৬. ব্রিটিশ শাসনের অবসান ঘটার ক্ষেত্রে নিচের যেটি সমর্থনযোগ্য তা হলো-
i. ভারত স্বাধীনতা আইন
ii. মন্ত্রিমিশন পরিকল্পনা গ্রহণ
iii. অসহযোগ আন্দোলনের ডাক
● ⅰ খ. ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১১৭ ও ১১৮ নং প্রশ্নের উত্তর দাও : বলদিয়া ইউনিয়নের আয়তন বেশি হওয়ার কারণে জব্বার চেয়ারম্যান সমস্ত এলাকায় সমান সুযোগ-সুবিধা পৌঁছাতে ব্যর্থ হয়। তাই তিনি উক্ত ইউনিয়নকে আলাদা ইউনিটে ভাগ করেন।

১১৭. বলদিয়া ইউনিয়ন ভাগের সাথে ঐতিহাসিক যে বিষয়টির মিল রয়েছে সেটি ভাগের অন্যতম প্রধান কারণ কোনটি?
● প্রশাসনিক
খ. অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. সাংস্কৃতিক

১১৮. উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ ঐতিহাসিক ঘটনাটির ফলাফল ছিল-
i. হিন্দুদের চরম অসন্তোষ
ii. মুসলমানদের চরম অসন্তোষ
iii. মিশ্র প্রতিক্রিয়া
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১১৯ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও : টনি জাপান থেকে তার বন্ধু শাকিলের দেশে বেড়াতে যায়। শাকিল তার দেশের একটি ঐতিহাসিক আন্দোলনের কথা টনিকে বলে। ঐ আন্দোলনের সময় তাদের দেশের সরকার একটি আইন পাস করে। এ আইনে পরোয়ানা ছাড়াই যেকোনো ব্যক্তিকে গ্রেফতার ও সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে দণ্ড দেওয়ার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়।

১১৯. উক্ত আন্দোলনটির নেতৃত্ব দেন –
ক. তিতুমীর
● মহাত্মা গান্ধী
গ. হাজী মহসিন
ঘ. ইসা খাঁ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ

১২০. উদ্দীপকের আন্দোলনটির সাথে ব্রিটিশ ভারতের কোন আন্দোলনের মিল রয়েছে?
● অসহযোগ আন্দোলন
খ. স্বদেশী আন্দোলন
গ. সশস্ত্র বিপ্লবী আন্দোলন
ঘ. ফরায়েজি আন্দোলন

১২১. বর্ণিত আন্দোলনের ঘটনা হলো-
i. রাওলাট আইন
ii. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
iii. অন্ধকূপ হত্যা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment