নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ :  পৌরনীতি ও নাগরিকতা শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১. পৌরনীতি কী ধরনের বিজ্ঞান?
ক. নৃবিজ্ঞান
খ. গার্হস্থ্য বিজ্ঞান
● নাগরিকতাবিষয়ক বিজ্ঞান
ঘ. সমাজবিজ্ঞান

২. রাষ্ট্রের নাগরিক হিসেবে কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন?
● পৌরনীতি
খ. অর্থনীতি
গ. সমাজবিজ্ঞান
ঘ. সাধারণ বিজ্ঞান

৩. প্রাচীনকালে কারা নাগরিক ছিলেন?
ক. যোদ্ধারা
খ. বৃদ্ধ, যারা জ্ঞানী
গ. যুবকরা
● রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণকারী

৪. প্রাচীনকালে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত?
ক. মেয়েরা
খ. যুবতীরা
● পুরুষরা
ঘ. ধনীরা

৫. প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর-রাষ্ট্র ছিল-
ক. ভিন্ন বিষয়
● অবিচ্ছেদ্য
গ. সমান সমান
ঘ. কাছাকাছি

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৬. বর্তমানে কোন ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ছোট রাষ্ট্র
খ. বৃহৎ রাষ্ট্র
● জাতীয়তাবাদী রাষ্ট্র
ঘ. স্বাধীন রাষ্ট্র

৭. কারা ভোটদান করতে পারে না?
ক. যাদের বয়স ১৯ বছরের উপরে
● যাদের বয়স ১৮ বছরের নিচে
গ. যাদের বয়স ১৮ বছরের উপরে
ঘ. ১৮ বছর বয়সের নাগরিক

৮. বাংলাদেশের লোকসংখ্যা কত?
ক. প্রায় ১৪ কোটি
খ. প্রায় ১৬ কোটি
● প্রায় ১৫ কোটি
ঘ. প্রায় ১৯ কোটি

৯. এথেন্সের অধিবাসীদের কত ভাগে ভাগ করা হতো?
● তিন ভাগে
খ. চার ভাগে
গ. পাঁচ ভাগে
ঘ. ছয় ভাগে

১০. আইন মান্য করা নাগরিকের কী?
ক. দায়িত্ব
● কর্তব্য
গ. গুণ
ঘ. ক্ষমতা

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১১. কোনটি স্থানীয় প্রতিষ্ঠান?
ক. আইন বিভাগ
খ. বিচার বিভাগ
গ. শাসন বিভাগ
● ইউনিয়ন পরিষদ

১২. কোনটি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান?
● কমনওয়েলস
খ. শিল্পকলা একাডেমি
গ. শিশু একাডেমি
ঘ. বাংলা একাডেমি

১৩. নাগরিকতার কয়টি রূপ রয়েছে?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

১৪. জাতিসংঘ কী ধরনের প্রতিষ্ঠান?
ক. স্থানীয়
খ. জাতীয়
● আন্তর্জাতিক
ঘ. আঞ্চলিক

১৫. আমাদের দেশের অধিকাংশ পরিবার হলো-
● পিতৃতান্ত্রিক
খ. মাতৃতান্ত্রিক
গ. একান্নবর্তী পরিবার
ঘ. যৌথ পরিবার

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১৬. আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?
ক. হিন্দু
খ. চাকমা
গ. মুসলমান
● গারো

১৭. কোন পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি?
● যৌথ পরিবার
খ. অণু পরিবার
গ. বর্ধিত পরিবার
ঘ. পিতৃতান্ত্রিক পরিবার

১৮. কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকবেন?
ক. একপত্নীক পরিবারে
● বহুপত্নীক পরিবারে
গ. পিতৃতান্ত্রিক পরিবারে
ঘ. মাতৃতান্ত্রিক পরিবারে

১৯. আমাদের সমাজে কোন পরিবার বহুল প্রচলিত?
● একপত্নীক পরিবার
খ. বহুপত্নীক পরিবার
গ. মাতৃপ্রধান পরিবার
ঘ. যৌথ পরিবার

২০. আমাদের সমাজে কোন পরিবার কদাচিৎ দেখা যায়?
ক. অণু পরিবার
খ. যৌথ পরিবার
● বহুপত্নীক পরিবার
ঘ. একক পরিবার

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

২১. সভ্য সমাজে কোন পরিবার বেশি দেখা যায়?
ক. একান্নবর্তী পরিবার
খ. বহুপতি পরিবার
গ. যৌথ পরিবার
● একক পরিবার

২২. পরিবার কী?
● পরিবার রাষ্ট্রের ক্ষুদ্রতম বর্গ
খ. রাষ্ট্রের অন্যতম উপাদান
গ. রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত সংগঠন
ঘ. আন্তর্জাতিক সংগঠন

২৩. চিরন্তন মাতৃসদন বলা হয় কাকে?
ক. মাকে
খ. নারী জাতিকে
● পরিবারকে
ঘ. সমাজকে

২৪. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. চার ভাগে
গ. ছয় ভাগে
ঘ. আট ভাগে

২৫. বৈবাহিক সূত্রে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়?
● তিন ভাগে
খ. পাঁচ ভাগে
গ. আট ভাগে
ঘ. ভাগ করা যায় না

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

২৬. কোনটিকে শাশ্বত বিদ্যালয় বলা হয়?
● পরিবারকে
খ. মন্দিরকে
গ. গির্জাকে
ঘ. মসজিদকে

২৭. পরিবারকে কেন্দ্র করে কোনটি পরিচালিত হয়?
ক. পাটশিল্প
খ. প্লাস্টিক শিল্প
গ. চিনিশিল্প
● কুটির শিল্প

২৮. কোনটি ছাড়া সমাজের কথা ভাবা যায় না?
ক. গাছপালা
খ. জীবজন্তু
● মানুষ
ঘ. নদ-নদী

২৯. পরিবারের প্রধান কাজ কী?
● জৈবিক কাজ
খ. খেলাধুলা
গ. রাজনৈতিক কাজ
ঘ. বৃক্ষরোপণ

৩০. সমাজের বৈশিষ্ট্য কয়টি?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. ছয়টি

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৩১. বাংলাদেশের ক্ষেত্রফল কত?
ক. ১.৪৫,৫৭০ বর্গ কি.মি.
● ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
গ. ১,৪৬,৬৭০ বর্গ কি.মি.
ঘ. ১,৪৮,৫৭০ বর্গ কি.মি.

৩২. বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে কত একর জমি যোগ হয়েছে?
ক. ১১,০৪১.২৫
খ. ১২,০৪১.২৫
● ১০,০৪১.২৫
ঘ. ১৩,০.৪১.২৫

৩৩. বর্তমানে সমুদ্রে কত বর্গ কি.মি. সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? ক. ১,০১,৮১৩ বর্গ কি.মি.
● ১,১১,৮১৩ বর্গ কি.মি.
গ. ১,১৩,৮১৩ বর্গ কি.মি.
ঘ. ১,১২,৮১৩ বর্গ কি.মি.

৩৪. কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. মন্ত্রিপরিষদ
● সার্বভৌমত্ব

৩৫. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোনটি সুপ্রাচীন মতবাদ?
● বিধাতার সৃষ্টিমূলক মতবাদ
খ. শক্তিপ্রয়োগ মতবাদ
গ. সামাজিক চুক্তি মতবাদ
ঘ. ঐতিহাসিক মতবাদ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৩৬. বিধাতা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন- এটি কোন মতবাদ?
● সুপ্রাচীন মতবাদ
খ. শক্তিপ্রয়োগ মতবাদ
গ. ঐতিহাসিক মতবাদ
ঘ. আধুনিক মতবাদ

৩৭. কোন মতবাদে বলা হয়, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ কলহপ্রিয় ছিল?
ক. বিধাতার সৃষ্টিমূলক মতবাদে
খ. শক্তিপ্রয়োগ মতবাদে
● সামাজিক চুক্তি মতবাদে
ঘ. বিবর্তনমূলক মতবাদে

৩৮. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
● রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. সাংস্কৃতিক

৩৯. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
ক. বল বা শক্তি প্রয়োগ মতবাদ
খ. ঐশী মতবাদ
গ. সামাজিক চুক্তি মতবাদ
● ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ

৪০. ‘প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত সম্পত্তি রক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়।’- উক্তিটি কার?
ক. টমাস হবসের
খ. জন লকের
গ. প্লেটোর
● জ্যা জ্যাক রুশোর

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৪১. প্রকৃতির রাজ্যকে স্বর্গের মতো বলেছেন?
● রুশো
খ. প্লেটো
গ. লক
ঘ. হবস

৪২. রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত হয়?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি

৪৩. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কত ধরনের কাজ সম্পাদন করে?
ক. ২ ধরনের
● ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৬ ধরনের

৪৪. সরকারের কয়টি বিভাগ থাকে?
● ৪টি
খ. ৫টি
গ. ২টি
ঘ. ৩টি

৪৫. সরকারের কোন বিভাগ অপরাধীকে শাস্তি দেয়?
ক. আইন বিভাগ
খ. আপিল বিভাগ
● বিচার বিভাগ
ঘ. শাসন বিভাগ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৪৬. সামাজিক চুক্তি মতবাদের কট্টর সমর্থক কে?
ক. টমাস হবস
● জন লক
গ. রুশো
ঘ. ডেভিড হিউম

৪৭. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ কোনটি?
● ঐশী মতবাদ
খ. সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ
ঘ. বিবর্তনমূলক মতবাদ

৪৮. সরকার ছাড়া কী গঠিত হয় না?
ক. প্রদেশ
● রাষ্ট্র
গ. সংগঠন
ঘ. সংস্থা

৪৯. ‘আমিই রাষ্ট্র’- উক্তিটি কার?
● ফ্রান্সের চতুর্দশ লুই
খ. পঞ্চদশ লুই
গ. ফ্রান্সের ষোড়শ লুই
ঘ. সপ্তদশ লুই

৫০. রাষ্ট্র গঠিত হয় কাদের নিয়ে?
ক. কিছুসংখ্যক জনগণ
খ. স্বল্পসংখ্যক অধিবাসী
● দেশের সব জনগণ নিয়ে
ঘ. দেশের শিক্ষিত জনগণ নিয়ে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৫১. প্রাচীনকালে নগর-রাষ্ট্র কীভাবে গড়ে উঠত?
ক. বড় বড় নগর নিয়ে
● ছোট ছোট নগর নিয়ে
গ. পঞ্চায়েতের সমন্বয়ে
ঘ. দাস ও প্রজাদের নিয়ে

৫২. প্রাচীনকালে পৌরনীতির আলোচনার বিষয়বস্তু কিসে সীমাবদ্ধ ছিল?
ক. নগর ও সকল নাগরিককে নিয়ে
● নগর-রাষ্ট্রের নাগরিকদের নিয়ে
গ. ধনী নাগরিকদের নিয়ে
ঘ. শাসক শ্রেণির মধ্যে

৫৩. আধুনিককালে নগর-রাষ্ট্রের স্থলে কোন ধরনের রাষ্ট্র সৃষ্টি হয়েছে?
● জাতীয় রাষ্ট্র
খ. ক্ষুদ্র রাষ্ট্র
গ. বৃহৎ রাষ্ট্র
ঘ. গোত্র রাষ্ট্র

৫৪. বর্তমানে কোন ধরনের বিষয় ‘পৌরনীতি ও নাগরিকতা’র বিষয়বস্তু হিসেবে গণ্য হয়?
ক. নাগরিকের অধিকার
● নাগরিকতার সাথে সম্পৃক্ত সব
গ. নাগরিকের নিরাপত্তা
ঘ. নাগরিকের দায়িত্ব

৫৫. বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে কেন?
ক. রাষ্ট্র পরিচালনার জন্য
● নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে
গ. রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে
ঘ. বিশ্বের বিভিন্ন অঞ্চলের শান্তি রক্ষা করতে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৫৬. জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ পড়ে উঠেছে কেন?
ক. রাষ্ট্রকে কেন্দ্র করে
খ. জাতিকে কেন্দ্র করে
গ. পারিপার্শ্বিক অবস্থার কারণে
● নাগরিককে কেন্দ্র করে

৫৭. পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু নিচের কোনটি?
● নাগরিকের অধিকার ও কর্তব্য
খ. দেশের অবকাঠামো পরিকল্পনা
গ. সন্তানের প্রতি দায়িত্ব পালন
ঘ. পারিবারিক শৃঙ্খলা আনয়ন

৫৮. আমাদের দেশে গারোদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়?
ক. যৌথ পরিবার
খ. একান্নবর্তী পরিবার
গ. পিতৃপ্রধান পরিবার
● মাতৃপ্রধান পরিবার

৫৯. সভ্য সমাজে কোন ধরনের পরিবার বিরল?
● বহুপতি পরিবার
খ. বহুপত্নী পরিবার
গ. একপতি পরিবার
ঘ. একপত্নীক পরিবার

৬০. পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন?
ক. শিক্ষক বাস করায়
খ. শিক্ষকদের পরিবার থাকায়
গ. পরিবার শিক্ষা ব্যয় নির্বাহ করে বলে
● পরিবার প্রাথমিক শিক্ষালয় বলে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৬১. পরিবারে সাধারণত বাবা-মা কিসের ভূমিকা পালন করেন?
ক. নাবিকের
খ. মাঝির
গ. পূজার
● শাসকের

৬২. পরিবারে ছোটরা কিসের ভূমিকা পালন করে?
ক. রাজার
● প্রজার
গ. সরকারের
ঘ. মন্ত্রীর

৬৩. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সাংস্কৃতিক
খ. অর্থনৈতিক
● সামাজিক
ঘ. রাজনৈতিক

৬৪. মানুষ সমাজে কীভাবে বাস করে?
● সংঘবদ্ধ হয়ে
খ. একাকী
গ. গৃহহীন হয়ে
ঘ. শান্তিতে

৬৫. সরকার কীভাবে পরিচালিত হয়?
ক. জনগণ দ্বারা
খ. শিক্ষিত লোক দ্বারা
● নির্বাচিত প্রতিনিধি দ্বারা
ঘ. ধনী ব্যবসায়ী দ্বারা

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৬৬. ঐশী মতবাদে শাসকের আদেশ অমান্য করার অর্থ হলো-
ক. নিজের সিদ্ধান্তকে অমান্য করা
খ. পরিবারের সিদ্ধান্তকে অমান্য করা
● বিধাতাকে অমান্য করা
ঘ. পিতামাতাকে অমান্য করা

৬৭. বলপ্রয়োগ মতবাদ অনুসারে কিসের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে?
● শক্তিপ্রয়োগ
খ. পারস্পরিক সহযোগিতা
গ. পারস্পরিক চুক্তি
ঘ. ঐতিহাসিক বিবর্তনের দ্বারা

৬৮. টমাস হবসের মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কষ্টকর ছিল কেন?
ক. প্রাকৃতিক দুর্যোগের জন্য
খ. গৃহহীন হওয়ায়
● সবলের অত্যাচারে
ঘ. সম্পত্তির ব্যক্তিমালিকানা থাকায়

৬৯. রুশোর মতে প্রকৃতির রাজ্যে সম্পত্তির ধারণা ও রক্ষাকর্তার প্রয়োজনীয়তা দেখা দেয় কেন?
ক. সম্পত্তির স্বল্পতার কারণে
● জনসংখ্যা বৃদ্ধির কারণে
গ. প্রাকৃতিক দুর্যোগের কারণে
ঘ. জনসংখ্যা স্বল্পতার কারণে

৭০. হবসের মতে, রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কীভাবে?
ক. বাহুবলের মাধ্যমে
● চুক্তির মাধ্যমে
গ. যুদ্ধের মাধ্যমে
ঘ. বিনিয়োগের মাধ্যমে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৭১. রাষ্ট্র কিসের মাধ্যমে পরিচালিত হয়?
ক. সমাজ
খ. জনগণ
● সরকার
ঘ. মন্ত্রী

৭২. শাসন বিভাগের কাজ হলো-
ক. আইন সংশোধন করা
খ. আইন তৈরি করা
● আইন প্রয়োগ করা
ঘ. আইন প্রণয়ন করা

৭৩. রাষ্ট্র কোন ধরনের উপাদানের সাহায্যে গঠিত?
ক. নদ-নদী
খ. পাহাড়-পর্বত
● জনগণ
ঘ. ধন-সম্পদ

৭৪. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপ্রধানকে
● জনগণকে
গ. মন্ত্রিপরিষদকে
ঘ. সচিবগণকে

৭৫. সুমন একটি বই পড়ছে, যেখানে নাগরিকের দায়িত্ব-কর্তব্য ও অধিকার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সুমনের পড়া বইটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. বাংলা সাহিত্য
খ. অর্থনীতি
গ. সমাজবিজ্ঞান
● পৌরনীতি

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৭৬. মামুন একজন সুনাগরিক হতে চায়। তাহলে প্রথম তার কোন বিষয়ে ধারণা থাকা প্রয়োজন?
ক. অর্থনীতি
● পৌরনীতি
গ. দর্শন
ঘ. মনোবিজ্ঞান

৭৭. আলবার্ট প্রাচীনকালের অধিবাসী। তার দেশ সম্পর্কে নিচের কোনটি সমর্থনযোগ্য?
● নগর-রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. বৃহৎ রাষ্ট্র
ঘ. পুঁজিবাদী রাষ্ট্র

৭৮. স্বাগতা মনে করে, একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা হবে ৫,000 জন। স্বাগতার মাঝে কোন দার্শনিকের প্রতিচ্ছবি দেখা যায়?
ক. আধুনিক দার্শনিকের
● গ্রিক দার্শনিকের
গ. প্রাচীন দার্শনিকের
ঘ. চৈনিক দার্শনিকের

৭৯. স্বপনের বাবা এথেন্সের সামরিক কাজে অংশ নিতেন। স্বপনের পরিবার সম্পর্কে কোনটি সঠিক?
● অভিজাত পরিবার
খ. যোদ্ধা পরিবার
গ. সামরিক পরিবার
ঘ. দাস পরিবার

৮০. আধুনিককালে আমরা জাতীয় রাষ্ট্রে বসবাস করি। প্রাচীনকালে এ রাষ্ট্রের রূপ কেমন ছিল?
ক. বৃহৎ রাষ্ট্র
খ. ক্ষুদ্র রাষ্ট্র
● নগর-রাষ্ট্র
ঘ. গ্রামপ্রধান রাষ্ট্র

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৮১. কমনওয়েলথ একটি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান। এর সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
ক. ইউনিয়ন পরিষদের
খ. আইন বিভাগের
● জাতিসংঘের
ঘ. বিচার বিভাগের

৮২. সুপার পরিবারের প্রধান তার মা। সুপার পরিবারের ক্ষেত্র
নিচের কোনটি প্রযোজ্য?
● গারো পরিবার
খ. চাকমা পরিবার
গ. রাখাইন পরিবার
ঘ. ম্রো পরিবার

৮৩. জসিম যে পেশায় নিয়োজিত তা তার দেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রধান পেশা। জসিম বাংলাদেশি হলে তার পেশা কী?
ক. চাকরি
● কৃষি
গ. শিল্প উৎপাদন
ঘ. তাঁতি

৮৪. আমিরপুর গ্রামের ইলিয়াস তার স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করে। একাধিক স্ত্রী গ্রহণ করায় ইলিয়াসের পরিবারব্যবস্থাকে বলা যায়-
ক. একক পরিবার
খ. একপত্নীক পরিবার
● বহুপত্নীক পরিবার
ঘ. বহুপতি পরিবার

৮৫. সামিরা একাধিক স্বামী গ্রহণ করে বহুপতি পরিবার গঠন করে। বহুপতি পরিবার দেখা যায়-
ক. বাংলাদেশের উপজাতিদের মধ্যে
● আফ্রিকার বাহিমা উপজাতির মধ্যে
গ. মঙ্গলীয়দের মধ্যে
ঘ. আরাকানদের মধ্যে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৮৬. হাশিম ও জসিম দুজন প্রতিবেশী। জমিজমা নিয়ে এদের মধ্যে বহুদিন থেকে বিবাদ পরিলক্ষিত হয়। কিন্তু প্রতিবেশী হিসেবে তাদের উচিত –
ক. মামলা দ্বারা বিবাদ মীমাংসা করা
● সমর্থন ও মধ্যস্থতা দ্বারা বিবাদ মীমাংসা করা
গ. সহানুভূতি ও ত্যাগের দ্বারা বিবাদ মীমাংসা করা
ঘ. হানাহানি দ্বারা বিবাদ মীমাংসা করা

৮৭. অপর্ণা তার বন্ধু সৈকতকে বলল, ‘আমার মতে, রাষ্ট্র স্রষ্টার সৃষ্টি প্রতিষ্ঠান। আর শাসক স্রষ্টার প্রতিনিধি।’ তার মতবাদটি সমর্থন করে কোন মতবাদকে?
● ঐশী মতবাদ
খ. সামাজিক চুক্তি মতবাদ
গ. ঐতিহাসিক মতবাদ
ঘ. বলপ্রয়োগ মতবাদ

৮৮. দিলীপ বিশ্বাস মনে করে, ‘প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও ঈর্ষাকাতর।’- দিলীপের এ বক্তব্যের সাথে কোন দার্শনিকের বক্তব্যের মিল পাওয়া যায়?
ক. জন লকের
● হবসের
গ. জ্যা জ্যাক রুশোর
ঘ. টি. এইচ. গ্রিন

৮৯. রয়েল সাহেব একজন জননেতা। তিনি জনতার সামনে বললেন, ‘আমার মতে শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি।’ তার এ বক্তব্যে গুরুত্ব দেওয়া হয়েছে কোন বিষয়টিকে?
ক. রাষ্ট্রের ইচ্ছাকে
● জনসম্মতিকে
গ. সরকারের স্বেচ্ছাচারিতাকে
ঘ. সমাজের ইচ্ছাকে

৯০. অজন্তা রায় একজন রাজনীতিবিদ হয়ে মনে করেন, ‘সম্পত্তি রক্ষা ও আর্থিক প্রয়োজনে মানুষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলে।’- তার এ মনোভাবে রাষ্ট্রের উৎপত্তির কোন উপাদানের ইঙ্গিত পাওয়া যায়?
ক. যুদ্ধবিগ্রহ
খ. রক্তের সম্পর্ক
গ. ধর্মের বন্ধন
● ব্যক্তিগত সম্পত্তি

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৯১. আজিম সাহেব একজন শ্রমিক নেতা। তিনি মনে করেন, ‘জোর যার, মুল্লুক তার।’ তার এ ধরনের উক্তি কোন মতবাদকে সমর্থন করে?
ক. ঐশী মতবাদ
খ. সামাজিক চুক্তি মতবাদ
● বলপ্রয়োগ মতবাদ
ঘ. ঐতিহাসিক মতবাদ

৯২. সুমন মনে করে, পীর-ফকিরের কথা অমান্য করলে পাপ হবে।- সুমনের এমন ধারণা রাষ্ট্রের কোন মতবাদের কথা তুলে ধরে?
ক. পিতৃতান্ত্রিক
খ. মাতৃতান্ত্রিক
● ঐশ্বরিক
ঘ. বলপ্রয়োগ

৯৩. রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন করার যৌক্তিক কারণ-
● রাষ্ট্র প্রদত্ত অধিকারগুলো ভোগ করা
খ. রাষ্ট্রের অধিবাসী বলে
গ. এটি নিয়মের আওতায় পড়ে
ঘ. প্রথা পালন করতে হয়

৯৪. বাংলাদেশে পারিবারিক পরিমণ্ডলে যে পেশাটি অধিক পরিলক্ষিত হয়-
ক. শিল্প
● কুটির শিল্প
গ. ব্যবসা
ঘ. আমদানি-রপ্তানি

৯৫. ‘পরিবার রাজনৈতিক প্রতিষ্ঠানও বটে’- উক্তিটির যথার্থতা নিরূপণে বলা যায়-
ক. পরিবারে নির্বাচিত প্রতিনিধি থাকে
● পরিবার রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে
গ. পরিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে
ঘ. পরিবারে বিরোধী দল থাকে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

৯৬. ‘পরিবার হলো প্রাথমিক বিদ্যালয়’- এর যৌক্তিকতা কী?
● প্রাথমিক শিক্ষা দেয়
খ. পরিবার বিদ্যালয় ছিল
গ. পরিবারে শিক্ষক থাকে
ঘ. পরিবারে লাইব্রেরি থাকে

৯৭. পরিবারের প্রয়োজনীয়তা অপরিসীম- এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-
● জৈবিক কাজ
খ. রাজনৈতিক কাজ
গ. অর্থনৈতিক কাজ
ঘ. সাংস্কৃতিক কাজ

৯৮. মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে। এর যথার্থ কারণ হলো-
● এটা সহজাত প্রবৃত্তি
খ. ব্যক্তিগত নিরাপত্তা
গ. শত্রুর মোকাবিলা করা
ঘ. স্বাবলম্বী হওয়া

৯৯. রাষ্ট্রের যেসব উপাদান রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটিকে তুমি মনে কর?
ক. জনগণ
খ. ভূখণ্ড
● সরকার
ঘ. সার্বভৌমত্ব

১০০. বিধাতার ইচ্ছাই রাজার ইচ্ছা- এ ধরনের ধারণা পরিলক্ষিত হয়-
● ঐশী মতবাদে
খ. ঐতিহাসিক মতবাদে
গ. বলপ্রয়োগ মতবাদে
ঘ. সামাজিক চুক্তি মতবাদে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১০১. রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যায় রুশোর প্রকৃতির রাজ্যের ধারণায় কোনটি পরিলক্ষিত হয়?
ক. কলহপ্রিয়তা
খ. ক্ষমতালিপ্সা
● শান্তি
ঘ. স্বার্থপরতা

১০২. টমাস হবসের সামাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ করলে প্রকৃতির রাজ্যের কোন চিত্রটি পাওয়া যায়?
● আত্মকেন্দ্রিকতা
খ. সহযোগিতা
গ. সুখ-শান্তি
ঘ. বন্ধুপরায়ণ জীবনযাত্রা

১০৩. বিবেক, বুদ্ধি ও আত্মসংযম শিক্ষাদানের মাধ্যমে সদস্যদের সুনাগরিক করে গড়ে তোলে কোনটি?
ক. পৌরনীতি
● পরিবার
গ. শিক্ষাপ্রতিষ্ঠান
ঘ. রাজনৈতিক দল

১০৪. ‘পরিবারের পিতামাতা শাসকের ভূমিকা পালন করেন আর ছেলেমেয়েরা সাধারণ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন করে।’ এর মাধ্যমে কোনটি প্রমাণ করে?
ক. পরিবার রাজনৈতিক শিক্ষা দেয়
● পরিবার একটি ক্ষুদ্র রাষ্ট্রস্বরূপ
গ. পরিবার নাগরিক হতে শিক্ষা দেয়
ঘ. পরিবার রাষ্ট্রের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান

১০৫. ‘শক্তি নয়, ইচ্ছা বা সম্মতিই রাষ্ট্রের ভিত্তি।’ উক্তিটি বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
ক. সম্মতি ও রাষ্ট্র একই ভূমিকা পালন করে
● পাশবিক শক্তির চেয়ে জনমত বেশি শক্তিশালী
গ. রাষ্ট্র ব্যক্তিগত সম্পত্তি রক্ষার জন্য উৎপত্তি হয়েছে
ঘ. রাষ্ট্রের উৎপত্তি হয়েছে রক্তের সম্পর্ক থেকে

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১০৬. রাষ্ট্রের শাসক স্রষ্টা কর্তৃক প্রেরিত ও তার প্রতিনিধি। শাসক তার কাজের জন্য একমাত্র স্রষ্টার নিকট দায়ী।- এ উক্তি অনুযায়ী নিচের কোনটি সঠিক?
ক. স্রষ্টা রাষ্ট্র পরিচালনা করেন
● রাষ্ট্র ঐশ্বরিক প্রতিষ্ঠান
গ. শাসক স্রষ্টার প্রেরিত প্রতিনিধি
ঘ. শাসক স্রষ্টার নিকট দায়বদ্ধ

১০৭. ‘বিধাতা রাজাকে মনোনীত করেছেন এবং তাঁর ইঙ্গিতে রাজার মৃত্যু হয়েছে।’- উক্তিটি কোনটি প্রমাণ করে?
● ঐশী মতবাদ
খ. বলপ্রয়োগ মতবাদ
গ. ঐতিহাসিক মতবাদ
ঘ. সামাজিক চুক্তি মতবাদ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১০৮. ‘ঐতিহাসিক দিক থেকে দেখা যায় আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফলশ্রুতি।’- উক্তিটি কোনটি প্রমাণ করে?
ক. রাষ্ট্র স্রষ্টার সৃষ্টি প্রতিষ্ঠান
● বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে
গ. শক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে
ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে

১০৯. বর্তমানে ঐশী মতবাদের প্রভাব নেই। কারণ হলো-
ক. আধুনিক রাষ্ট্র স্বেচ্ছাচারকে উৎসাহিত করে
খ. আধুনিক রাষ্ট্রে মানবতার প্রাধান্য বেশি
● আধুনিক রাষ্ট্র জনগণের অধিকারকে সম্মান করে
ঘ. আধুনিক রাষ্ট্রে যুক্তি বিষয়ে প্রাধান্য বেশি

১১০. প্রাচীনকালে নগর-রাষ্ট্রে রাষ্ট্রীয় কাজে যে ধরনের মানুষের অংশগ্রহণ ছিল না-
ⅰ. দাস
ⅱ. অভিজাত শ্রেণি
ⅲ. মহিলা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১১১. প্রাচীনকালে এথেন্সে অভিজাত শ্রেণির নাগরিকরা যে ধরনের কাজে অংশগ্রহণ করত-
ⅰ. সামরিক কাজে
ⅱ. বেসামরিক কাজে
ⅲ. কৃষিকাজে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১২. আধুনিককালের জাতীয় রাষ্ট্র হলো-
ⅰ. আয়তনে বড়
ⅱ. জনসংখ্যায় বড়
ⅲ. জটিল প্রকৃতির
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৩. বর্তমানে যে ধরনের মানুষ রাষ্ট্রের অধিকার ভোগ করে-
ⅰ. শ্রমিকরা
ⅱ. মালিকরা
ⅲ. অভিজাতরা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৪. রাষ্ট্রের নাগরিকদের যে সব ক্ষেত্রে অবদান রাখতে হয়-
ⅰ. সামাজিক ক্ষেত্রে
ⅱ. অর্থনৈতিক ক্ষেত্রে
ⅲ. রাজনৈতিক ক্ষেত্রে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৫. পৌরনীতি ও নাগরিকতার আলোচনার বিষয় হলো-
ⅰ. সুনাগরিকতা অর্জনের পথ
ⅱ. শিল্প-সাহিত্যের উন্নয়ন
ⅲ. নাগরিকের দায়িত্ব
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১১৬. নাগরিকতার রূপ যে ধরনের হয়-
ⅰ. স্থানীয়
ⅱ. জাতীয়
ⅲ. আধ্যাত্মিক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৭. পরিবারের অর্থনৈতিক কাজ হ্রাস পেয়েছে যে কারণে-
ⅰ. শিক্ষার বিকাশ ঘটায়
ⅱ. বিজ্ঞানের উন্নতির ফলে
ⅲ. প্রযুক্তির উন্নতির ফলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১১৮. যে বিষয় পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়-
ⅰ. বেদনা
ⅱ. দুঃখ
ⅲ. আনন্দ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৯. সরকার যে সব বিভাগের সমন্বয়ে গঠিত হয়-
ⅰ. আইন বিভাগ
ⅱ. বিচার বিভাগ
ⅲ. শাসন বিভাগ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২০. রাষ্ট্রবিজ্ঞানীরা যেটির ভিত্তিতে রাষ্ট্রের উৎপত্তি-সংক্রান্ত মতবাদ দিয়েছেন-
ⅰ. ইতিহাস পরীক্ষা-নিরীক্ষার
ⅱ. রাজনৈতিক ঘটনা পরীক্ষা-নিরীক্ষা
ⅲ. অর্থনৈতিক শক্তি বিবেচনা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১২১. রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ যে ধরনের ছিল বলে লক মনে করেন-
ⅰ. কলহপ্রিয়
ⅱ. সুখে
ⅲ. আরামে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২২. হবসের মতে প্রকৃতির রাজ্যে মানুষ যেমন ছিল-
ⅰ. স্বার্থপর
ⅱ. শান্তিপ্রিয়
ⅲ. আত্মকেন্দ্রিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৩. প্রকৃতির রাজ্যে যে ধরনের শর্তে শাসকদের সাথে জনগণের চুক্তি হয়-
ⅰ. জীবন
ⅱ. স্বাধীনতা
ⅲ. সম্পত্তি রক্ষা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

১২৪. জ্যা জ্যাক রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষ যেমন ছিল-
ⅰ. সহজ-সরল
ⅱ. বন্ধুপরায়ণ
ⅲ. আত্মকেন্দ্রিক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৫. সরকারের আইন বিভাগ যে ধরনের কাজ করে-
ⅰ. আইন তৈরি
ⅱ. শাস্তি প্রদান
ⅲ. আইন সংশোধন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১২৬ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও :
জামাল উদ্দিন একটি রাষ্ট্রের প্রধান। তিনি জনগণের কাছে তার কাজের জন্য জবাবদিহি করেন না। তিনি মনে করেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেন ঈশ্বরের প্রতিনিধি হিসেবে।

১২৬. অনুচ্ছেদের ঘটনাটি রাষ্ট্রের উৎপত্তিতে যে যতবাদকে সমর্থন করে-
ক. বলপ্রয়োগ মতবাদ
খ. সামাজিক চুক্তি মতবাদ
● ঐশী মতবাদ
ঘ. ঐতিহাসিক মতবাদ

১২৭. অনুচ্ছেদে জামাল উদ্দিনের কর্মকাণ্ডে রাষ্ট্রের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
ক. গণতান্ত্রিক রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
● একনায়কতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক রাষ্ট্র

১২৮. অনুচ্ছেদে রাষ্ট্রের উৎপত্তিতে যে ধারণা পাওয়া যায় সেটি সমর্থন করেননি যে রাষ্ট্রবিজ্ঞানী-
ⅰ. টমাস হবস
ⅱ. জন লক
ⅲ. জ্যা জ্যাক রুশো
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment