নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ :  জাতীয় আয় ও এর পরিমাপ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

১. GNI এর পূর্ণরূপ কী?
ক. Gross National Institute
খ. Gross Net Income
গ. Grand National Income
● Gross National Income

২. GNP এর পূর্ণরূপ কী?
● Gross National Product
খ. Good National Product
গ. Gross National Income
ঘ. Green National Product

৩. GDP এর পূর্ণ রূপ কী?
ক. Gross Determinant Product
খ. Grand Domestic Product
● Gross Domestic Product
ঘ. Good Domestic Product

৪. NNP এর বাংলা পূর্ণরূপ কী?
ক. মোট জাতীয় আয়
খ. নিট জাতীয় ব্যয়
● নিট জাতীয় উৎপাদন
ঘ. অবচয় ব্যয়

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৫. NNI এর পূর্ণরূপ কী?
ক. Net National Investment
● Net National Income.
গ. Net Nation Investment
ঘ. Net Nationalisation Income

৬. মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়?
ক. ১ মাস
● ১বছর
গ. ৬ বছর
ঘ. ২ বছর

৭. কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানায় মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদিত হয় তার বাজার মূল্যকে কী বলে?
ক. মোট জাতীয় উৎপাদন
● মোট দেশজ উৎপাদন
গ. নিট জাতীয় উৎপাদন
ঘ. নিট জাতীয় আয়

৮. মোট জাতীয় আয়ে প্রধান বিবেচ্য বিষয় কোনটি?
ক. দেশের ভৌগোলিক সীমানা
● দেশের নাগরিক
গ. দেশের শিল্প
ঘ. দেশের বাণিজ্য

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৯. দেশজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?
● ভৌগোলিক সীমানা
খ. প্রাকৃতিক সম্পদ
গ. জাতীয়তা
ঘ. খনিজ সম্পদ

১০. কোন হিসাবের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে কর্মরত কোনো বিদেশির আয় হিসাব করা হবে না?
ক. মোট দেশজ উৎপাদন
● মোট জাতীয় আয়
গ. মোট উৎপাদন
ঘ. মোট আয়

১১. একটি আর্থিক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যকে কী বলে?
ক. GDP
● GNI
গ. NNP
ঘ. NI

১২. মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে কী পাওয়া যায়?
● মোট জাতীয় আয়
খ. নিট জাতীয় আয়
গ. মোট দেশজ উৎপাদন
ঘ. অবচয়জনিত ব্যয়

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

১৩. একটি দেশের নাগরিকগণের বিদেশে বিনিয়োগ ও শ্রমের আয় থেকে আলোচ্য দেশে বিদেশিদের বিনিয়োগ ও শ্রমের আয়ের বিয়োগফল কে কী বলে?
ক. মোট দেশজ উৎপাদন
খ. মোট জাতীয় আয়
● নিট উপাদান আয়
ঘ. নিট জাতীয় উৎপাদন

১৪. জাতীয় আয়ের কোন ধারণায় বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা সৃষ্ট উৎপাদন ধরা হয় না? ক. মোট জাতীয় উৎপাদনে
খ. নিট জাতীয় উৎপাদনে
● মোট দেশজ উৎপাদনে
ঘ. মাথাপিছু আয়ে

১৫. মুরাদ হোসেন বাংলাদেশের নাগরিক। তিনি কুয়েতে কর্মরত। তার আয়ের হিসাব এদেশের কোন খাতে যোগ হবে?
ক. ব্যক্তিগত আয়ে
খ. নিট জাতীয় আয়ে
● মোট জাতীয় আয়ে
ঘ. মোট দেশজ উৎপাদনে

১৬. অস্ট্রেলিয়ান একজন নাগরিক বাংলাদেশের একটি এনজিও সংস্থায় চাকরি করেন। তার আয়ের হিসাব এদেশের কোন খাতে যাবে?
ক. অস্ট্রেলিয়ার ব্যাংকে
খ. নিট জাতীয় আয়ে
গ. মোট জাতীয় আয়ে
● মোট দেশজ উৎপাদনে

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

১৭. কোনটি থেকে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়?
ক. জাতীয় আয় থেকে
খ. জাতীয় ব্যয় থেকে
গ. দেশজ উৎপাদন থেকে
● নিট জাতীয় আয় থেকে

১৮. মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে কী বলা হয়?
ক. GDP
● CCA
গ. NNI
ঘ. GNI

১৯. মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয় (CCA) নিচের কোন বিষয়টির আওতাভুক্ত?
ক. মোট দেশজ উৎপাদন
খ. মোট জাতীয় আয়
গ. মোট জাতীয় উৎপাদন
● নিট জাতীয় আয়

২০. মোট জাতীয় আয় থেকে কী বাদ দিলে নিট জাতীয় আয় পাওয়া যাবে?
ক. মধ্যবর্তী দ্রব্য
খ. দেশজ উৎপাদন
● ক্ষয়ক্ষতির খরচ
ঘ. উৎপাদন ব্যয়

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

২১. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি?
ক. ২টি
খ. ১টি
● ৩টি
ঘ. ৪টি

২২. উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়? ক. প্রাথমিক দ্রব্য
খ. মাধ্যমিক দ্রব্য
গ. অপ্রস্তুতকৃত দ্রব্য
● চূড়ান্ত দ্ৰব্য

২৩. বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করা হয়?
ক. ১৩
খ. ১৪
● ১৫
ঘ. ১৬

২৪. ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি = ?
ক. নিট জাতীয় আয়
● মোট দেশজ উৎপাদন
গ. মোট রাজস্ব
ঘ. জাতীয় ব্যয়ের সমষ্টি

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

২৫. Y=C+I+G+ (X-M) এই সমীকরণে (X-M) কী?
ক. বিনিয়োগ – আমদানি
খ. মোট ভোগ – নিট রপ্তানি
● রপ্তানি- আমদানি
ঘ. মোট দেশজ উৎপাদন – আমদানি

২৬. ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র কোনটি? ক. C+I+G
খ. C+I+X
গ. C+I+M
● C+I+G+ (X-M)

২৭. ভূমির প্রাপ্ত আয় কোনটি?
ক. দাম
খ. মুনাফা
গ. মজুরি
● খাজনা

২৮. নিচের কোনটি শ্রমের প্রাপ্ত আয়?
ক. সংগঠন
● মজুরি
গ. খাজনা
ঘ. মুনাফা

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

২৯. আয় পদ্ধতি অনুসারে মূলধন থেকে আসে কোনটি? ক. উপযোগ
খ. মজুরি
● সুদ
ঘ. বিনিয়োগ

৩০. নিচের কোনটি সংগঠনের প্রাপ্ত আয়?
● মুনাফা
খ. সুদ
গ. মজুরি
ঘ. খাজনা

৩১. কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল জাতীয় আয়ের কোন পদ্ধতির আওতাভুক্ত?
ক. উৎপাদন পদ্ধতি
খ. আয় পদ্ধতি
● ব্যয় পদ্ধতি
ঘ. বণ্টন পদ্ধতি

৩২. দেশের ১৫টি খাতের কী যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়?
ক. ভোগ মূল্য
খ. বিনিয়োগ মূল্য
গ. বাজার মূল্য
● উৎপাদন মূল্য

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৩৩. কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি?
ক. উৎপাদন পদ্ধতি
● আয় পদ্ধতি
গ. ব্যয় পদ্ধতি
ঘ. ভোগ পদ্ধতি

৩৪. মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের কম হলে সেই দেশটির প্রকৃতি কি হবে?
ক. উন্নত
● অনুন্নত
গ. স্বল্পোন্নত
ঘ. ধনতান্ত্রিক

৩৫. Mobility শব্দের অর্থ কী?
ক. মূলধন
● সচতলতা
গ. নির্ধারক
ঘ. প্রযুক্তি

৩৬. মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক কোনটি?
ক. শ্রম
খ. ভূমি
● মূলধন
ঘ. প্রযুক্তি

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৩৭. কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে মোট জনসংখ্যার দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
ক. বার্ষিক আয়
খ. জাতীয় উৎপাদন
● মাথাপিছু জিডিপি
ঘ. নিট আয়

৩৮. কোনটির অভাবে বাংলাদেশ মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে অক্ষম?
ক. ভূমি
খ. শ্রম
● মূলধন
ঘ. প্রযুক্তি

৩৯. পাটের পরিবর্তে ধান, গমের পরিবর্তে ভুট্টা ইত্যাদি উপকরণের ব্যবহার বৃদ্ধিকে কী বলে?
ক. প্রযুক্তি
● সচলতা
গ. ভূমির গতিশীলতা
ঘ. শ্রমের গতিশীলতা

৪০. উৎপাদন ক্ষেত্রে কোনটিকে প্রযুক্তি হিসেবে ধরা হয়?
● উফশী বীজ
খ. দক্ষ শ্রমিক
গ. প্রাকৃতিক সম্পদ
ঘ. ১০০ টাকার নতুন ডলার

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৪১. ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, সচলতা এগুলোকে কী বলে? ক. বিনিয়োগের নির্ধারক
● মোট দেশজ উৎপাদন এর নির্ধারক
গ. মাথাপিছু আয়ের নির্ধারক
ঘ. ব্যয়ের নির্ধারক

৪২. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি?
ক. মূলধন
খ. শ্রম
গ. প্রযুক্তি
● ভূমি ও প্রাকৃতিক সম্পদ

৪৩. কোনটির উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে?
● মূলধন ও প্রযুক্তি
খ. মাধ্যমিক দ্রব্য ও সেবা
গ. মাথাপিছু আয়
ঘ. বাণিজ্য খাত

৪৪. কৃষি উৎপাদনের জন্যে কোনটি পর্যাপ্ত থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে?
● উর্বর ভূমি
খ. সার
গ. কীটনাশক
ঘ. বীজ

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৪৫. নিচের কোনটি দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক?
● দক্ষ ও কর্মক্ষম শ্রমিক
খ. ট্রেড ইউনিয়ন
গ. বেকার শ্রমিক
ঘ. কর্মবিমুখ শ্রমিক

৪৬. শ্রমিকের প্রশিক্ষণ উৎপাদনে কোন ধরনের প্রভাব বিস্তার করে?
ক. ঋণাত্মক
● ধনাত্মক
গ. শূন্য
ঘ. অসীম

৪৭. কীসের ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে?
ক. সচলতা
খ. ভূমি
● প্রযুক্তি
ঘ. শ্রম

৪৮. দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
ক. নিট আয়
খ. প্রান্তিক আয়
● মাথাপিছু আয়
ঘ. মোট আয়

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৪৯. মাধ্যমিক দ্রব্য বিবেচনা করলে কী সমস্যা হতে পারে?
● দ্বৈত গণনার
খ. GDP পানে
গ. GDP বৃদ্ধি পাবে
ঘ. GDP শূন্য হবে

৫০. জাতীয় আয় গণনায় লাভ-ক্ষতির প্রভাব কীরূপ?
● শূন্য
খ. ধনাত্মক
গ. অসীম
ঘ. ঋণাত্মক

৫১. মূলধনী লাভ-ক্ষতি জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে কী ?
ক. প্রযোজ্য
খ. নিষিদ্ধ
গ. বিবেচ্য
● অবিবেচ্য

৫২. কোনটি GDP-তে অন্তর্ভুক্ত থাকে না?
ক. আমদানির পরিমাণ
খ. রপ্তানির পরিমাণ
গ. আমদানি রপ্তানি ব্যবধান
● স্টক ও বন্ড

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৫৩. কী কারণে সম্পদের মূল্য পরিবর্তন হলে লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না?
ক. স্থানগত কারণে
খ. অবস্থানগত কারণে
● সময়গত কারণে
ঘ. রূপগত কারণে

৫৪. কোনটি শুধু কাগজে কলমে ব্যবসায় প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হয়?
ক. আয়-ব্যয়
খ. সম্পদ-দায়
গ. মুনাফা
● লাভ-ক্ষতি

৫৫. জাতীয় আয় গণনার সময় মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা কী করতে হয়?
ক. যোগ করতে হয়
খ. গুণ করতে হয়
গ. ভাগ করতে হয়
● বাদ দিতে হয়

৫৬. জাতীয় আয় গণনার সময় নিচের কোনটি ধরা হয়?
● চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য
খ. মাধ্যমিক দ্রব্য ও সেবার মূল্য
গ. সরকারি ঋণ
ঘ. দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৫৭. বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ক. জাতীয় রাজস্ব বোর্ড
খ. অর্থ মন্ত্রণালয়
● বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
ঘ. তথ্য মন্ত্রণালয়

৫৮. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন কোন পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় গণনা করে?
ক. উৎপাদন ও আয় পদ্ধতি
খ. আয় ও ব্যয় পদ্ধতি
● উৎপাদন ও ব্যয় পদ্ধতি
ঘ. উৎপাদন আয় ও ব্যয় পদ্ধতি

৫৯. পরিসংখ্যান ব্যুরো কোন দুইটি মূল্য পরিমাপ করে GDP ও GNL গণনা করে থাকে?
ক. বাজার মূল্য ও ক্রয়মূল্য
খ. ক্রয়মূল্য ও বিক্রয়মলা
গ. বাজারমূল্য ও বিক্রয় মূল্য
● বাজার মূল্য ও স্থির মূল্য

৬০. বনজসম্পদ খাতে উপকরণের তথ্যের অভাবে কত ভাগ মূল্য বাদ দিতে হয়?
ক. ২%
● ৩%
গ. ৪%
ঘ. ৫%

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৬১. বাংলাদেশের কতটি খাত হতে মৎস্য আহরণ করা যায়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৬২. ২০১৬-১৭ অর্থবছরে শস্য ও শাকসবজি খাত থেকে কত কোটি টাকা আয় হয়?
ক. ১০৮৩২২
খ. ১২৮৩২২
গ. ১৩১৩২২
● ১৪৩৭০৫

৬৩. ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিসম্পদ খাত থেকে দেশজ উৎপাদনের পরিমাণ কত কোটি টাকা ছিল?
ক. ২৬১০৫
খ. ২৮১৬৫
গ. ২৯১৬৫
● ৩৬০১৬

৬৪. ২০১৬-১৭ অর্থবছরে বনজ সম্পদ খাত থেকে দেশজ উৎপাদনের পরিমাণ কত কোটি টাকা ছিল?
ক. ১৮,৩৯৮
খ. ২৭,৫৯৪
গ. ১৬,৬০৫
● ২৫,৬৬৮

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৬৫. জিডিপি গণনা করতে কোন খাতটি ধরাবাঁধাভাবে হিসাব করা কঠিন?
● কৃষি ও বনজ খাত
খ. পাইকারি ও খুচরা বিপণন
গ. খনিজ ও খনন খাত
ঘ. মৎস্য সম্পদ খাত

৬৬. মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত?
● কৃষি
খ. শিল্প
গ. সামুদ্রিক
ঘ. ব্যবসা

৬৭. বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ-এর কীসের ভিত্তিতে মোট দেশজ উৎপাদনে হিসাব করা হয়?
● সরবরাহ মূল্যের
খ. পাইকারি মূল্যের
গ. বাজার মূল্যের
ঘ. চলতি মূল্যের

৬৮. কোন খাতটি সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও ছেড়ে দেওয়া হয়েছে?
ক. শিক্ষা খাত
খ. ঘনিয়া খাত
● বিদ্যুৎ, গ্যাস, পানি খাত
ঘ. প্রতিরক্ষা খাত

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৬৯. নিচের কোনটি দেশজ আয় গণনার একটি বড় খাত?
● পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
খ. নির্মাণ
গ. আর্থিক ও প্রাতিষ্ঠানিক সেবা
ঘ. বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পন্ন

৭০. সেবার বিক্রয় মূল্যের প্রেক্ষিত মোট দেশজ উৎপাদন হিসাব করা হয় কোন খাতে?
ক. বনজ সম্পদ
খ. কৃষি সম্পদ
● হোটেল রেস্তোরাঁ
ঘ. শিল্প

৭১. কোনটি সেবা খাতের অন্তর্গত?
● হোটেল ও রেস্তোরাঁ
খ. খনিজ ও খনন
গ. শাকসবজি উৎপাদন
ঘ. শিল্প

৭২. ২০১৬-১৭ অর্থবছরে হোটেল ও রেস্তোরাঁ থেকে কত কোটি টাকা আয় হয়?
● ১৯,৩১৮
খ. ৫,৯৯৮
গ. ৮,২২১
ঘ. ২০,০৩৫

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৭৩. মোট দেশজ আয়ের কোন খাতটির বড় একটি অংশ বেসরকারিভাবে ন্যস্ত আছে?
ক. বিদ্যুৎ, গ্যাস
খ. শিক্ষা
● পরিবহন ও যোগাযোগ
ঘ. স্বাস্থ্য ও সামাজিক সেবা

৭৪. বাংলাদেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের হিসাব করা হয় কোন দিক থেকে?
ক. আয়ের দিক
খ. উৎপাদনের দিক
● বায়ের দিক
ঘ. সেবার দিক

৭৫. সোহরাব একটি বিদ্যালয়ে পাঠ দান করে। এটি জাতীয় আয়ের কোন খাতের অন্তর্গত?
● সেবা
খ. লোকপ্রশাসন
গ. বাণিজ্য
ঘ. উৎপাদন

৭৬. রফিক কৃষিকাজে, শফিক শিল্প কারখানায়, হাসিম চিকিৎসায় এবং – কাসিম স্বেচ্ছা শ্রমে নিযুক্ত। এখানে কার অবদান সেবা হিসেবে বিবেচিত?
ক. রফিকের
খ. শফিকের
গ. কাসিমের
● হাসিমের

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৭৭. খনিজ ও খনন অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. সেবা
● শিল্প
গ. নির্মাণ
ঘ. কৃষি

৭৮. রিয়েল এস্টেট খাতের GNP হিসাব করা হয় কীসের মাধ্যমে?
ক. বাজার মূল্য
● আয়
গ. ব্যয়
ঘ. বিক্রয় মূল্য

৭৯. প্রতিরক্ষা খাতে GDP হিসাব করা হয় কোন দিক থেকে?
ক. আয়
● ব্যয়
গ. বাজার মূল্য
ঘ. বিক্রয় মূল্য

৮০. জাতীয় আয় থেকে জানা যায় একটি দেশ-
ⅰ. উন্নয়নশীল
ⅱ. অনুন্নত
ⅲ. উন্নত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৮১. মোট জাতীয় আয় নির্ণয় করা যায়-
ⅰ. প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্য পরিমাপ করে
ⅱ. উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি
ⅲ. মোট ব্যয় হিসাব করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮২. নিট জাতীয় উৎপাদনের বিবেচ্য বিষয় হলো—
ⅰ. চূড়ান্ত পর্যায়ের দ্রব্য
ⅱ. চূড়ান্ত পর্যায়ের সেবা
ⅲ. মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৩. মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় হলো উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত মূলধনের—
ⅰ. উৎপাদনজনিত ব্যয়
ⅱ. রক্ষণাবেক্ষণজনিত ব্যয়
ⅲ. ক্ষয়ক্ষতিপূরণজনিত ব্যয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৪. মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়-
ⅰ. চূড়ান্ত দ্রব্য যোগ করে
ⅱ. চূড়ান্ত সেবার মূল্য যোগ করে
ⅲ. মধ্যবর্তী দ্রব্য যোগ করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৮৫. ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় গণনার সময় নিট রপ্তানি নির্ণয় করা হয়-
ⅰ. রপ্তানি আমদানি
ⅱ. M X
ⅲ. X M
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৬. সমাজের মোট ব্যয় বলতে বোঝায়-
ⅰ. জনগণের ভোগ ব্যয়
ⅱ. জনগণের বিনিয়োগ ব্যয়
ⅲ. সরকারি ব্যয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৭. GDP বৃদ্ধি পেতে পারে—
ⅰ. শ্রমিক প্রযুক্তির ব্যবহার জানলে
ⅱ. দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটলে
ⅲ. আমদানি বাড়লে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৮. একটি দেশ উন্নত বা অনুন্নত তা পরিমাপ করা যায়—
ⅰ. মাথাপিছু আয়ের মাধ্যমে
ⅱ. শ্রমের মজুরির মাধ্যমে
ⅲ. জাতীয় আয়ের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৮৯. মোট দেশজ উৎপাদন নির্ভর করে—
ⅰ. ভূমির ওপর
ⅱ. সরকারের ওপর
ⅲ. মূলধনের ওপর
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. মাথাপিছু আয়ের সূচক দ্বারা সহজেই পরিমাপ করা যায়-
ⅰ. দেশটি উন্নত
ⅱ. দেশটি অনুন্নত
ⅲ. দেশটি উন্নয়নশীল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯১. দেশজ উৎপাদন বৃদ্ধিতে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
ⅰ. উন্নত দেশে
ⅱ. ইউরোপের দেশসমূহে
ⅲ. উন্নয়নশীল দেশে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. মাথাপিছু আয় হলো একটি দেশের—
ⅰ. অর্থনৈতিক উন্নয়নে সূচক
ⅱ. জীবনযাত্রার মানের সূচক
ⅲ. উৎপাদনের সূচক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৯৩. জিডিপি বৃদ্ধি পেতে পারে—
ⅰ. শ্রমিক প্রযুক্তির ব্যবহার জানলে
ⅱ. শ্রমিক প্রশিক্ষণ প্রাপ্ত হলে
ⅲ. শ্রমিক অদক্ষ হলে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৪. অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহ মূলধনের অভাবের কারণে বৃদ্ধি করতে পারে না-
ⅰ. মোট জাতীয় আয়
ⅱ. মোট জাতীয় ব্যয়
ⅲ. মোট দেশজ উৎপাদন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
সৌমেন বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা নিতে গিয়ে জানল, দেশের কৃষি, শিল্প ও সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য হলো জনগণের আয় বৃদ্ধি করা। আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। জনগণের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে ও বাইরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে এক ধরনের আয় বলা হয়।

৯৫. অনুচ্ছেদে কোন আয় সম্পর্কে বলা হয়েছে?
ক. মোট অভ্যন্তরীণ উৎপাদন
● মোট জাতীয় আয়
গ. মাথাপিছু আয়
ঘ. মাথাপিছু ব্যয়

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

৯৬. উক্ত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
ⅰ. দেশের সামগ্রিক সম্পদের ব্যবহার
ⅱ. এটি আর্থিক মূল্যে হিসাব
ⅲ. আমদানি রপ্তানি খাত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও :
শিহাব ‘A’ দেশের নাগরিক। লেখাপড়া শেষ করে সে ‘B’ দেশে চলে যায়। ‘B’ দেশে চাকরি করে শিহাব প্রচুর বৈদেশিক মুদ্রা ‘A’ দেশে পাঠায়।

৯৭. শিহাবের পাঠানো অর্থ নিচের কোনটির সাথে যুক্ত হবে?
● GNI
খ. GDP
গ. CCA
ঘ. NNP

৯৮. শিহাবের পাঠানো অর্থ ‘A’ দেশের―
ⅰ. AGNI বৃদ্ধি করবে
ⅱ. মাথাপিছু আয় হ্রাস করবে
ⅲ. NNI বৃদ্ধি করবে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment