নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ :  বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা প্রসঙ্গ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

১. সরকার জনগণের নিকট থেকে বাধ্যতামূলক যে অর্থ আদায় করে তাকে কী বলা হয়?
ক. শুল্ক
● কর
গ. জরিমানা
ঘ. ফি

২. বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?
● আয়কর
খ. আবগারি শুল্ক
গ. মূল্য সংযোজন কর
ঘ. ভূমি রাজস্ব

৩. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর কোন কর ধার্য করা হয়?
● আয়কর
খ. ভ্যাট
গ. লভ্যাংশ ও মুনাফা
ঘ. সুদ

৪. Excise Duties অর্থ কী?
ক. মাদক শুল্ক
● আবগারি শুল্ক
গ. আমদানি শুল্ক
ঘ. সম্পূরক শুল্ক

৫. VAT – অর্থ কী?
ক. আবগারি শুল্ক
খ. আমদানি শুল্ক
গ. রপ্তানি শুল্ক
● মূল্য সংযোজন কর

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৬. Supplementary Duties অর্থ কী?
ক. আবগারি শুল্ক
● সম্পূরক শুল্ক
গ. আমদানি শুল্ক
ঘ. মাদক শুল্ক

৭. মূল্য সংযোজন কর বহন করে কে?
ক. বিক্রেতা
খ. বিক্রেতা ও ক্রেতা
● ক্রেতা
ঘ. সরকার

৮. নিচের কোন পণ্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়?
ক. স্ট্যাম্প
খ. রপ্তানিকৃত পণ্য
গ. আমদানিকৃত যন্ত্রপাতি
● চা, চিনি

৯. পুরুষদের বার্ষিক নিট আয় কত টাকা হলে আয়কর ধার্য করা হয়?
ক. ২,৫০,০০০ টাকার কম
● ২,৫০,০০০ টাকার অধিক
গ. ৩,০০,০০০ টাকার অধিক
ঘ. ২,৭৫,০০০ টাকার অধিক

১০. মি. পলক ইন্দোনেশিয়া থেকে ঈদের সময় জিরা আমদানি করেন। তিনি সরকারকে কোন কর দিবেন?
ক. আবগারি শুল্ক
খ. রপ্তানি শুল্ক
● বাণিজ্য শুল্ক
ঘ. বিক্রয় শুল্ক

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

১১. দেশে পণ্যসামগ্রীর উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংযোজিত মূল্যের ভিত্তিতে ধার্যকৃত করকে কী বলে?
ক. আয়কর
খ. বাণিজ্য শুল্ক
● মূল্য সংযোজন কর
ঘ. আবগারি শুল্ক

১২. বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে কোন কর ধার্য করা হয়?
ক. স্ট্যাম্প
খ. রেজিস্ট্রেশন
গ. আবগারি শুল্ক
● ভ্যাট

১৩. বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে কোন উৎস থেকে?
ক. আয়কর
● মূল্য সংযোজন কর
গ. আমদানি শুল্ক
ঘ. আবগারি শুল্ক

১৪. জনাব সিরাজ ভারত থেকে মোটরপার্টস আমদানি করেন বিধায়, সরকারকে কর দিতে হয়। জনাব সিরাজের দেওয়া করটি কোন ধরনের?
ক. আয়কর
● আমদানি শুল্ক
গ. আবগারি শুল্ক
ঘ. মূল্য সংযোজন কর

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

১৫. দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পেলে সরকারের আয়ের কোন উৎসটি শক্তিশালী হবে বলে তুমি মনে কর?
ক. ভূমি রাজস্ব
খ. আয়কর
গ. অর্থনৈতিক সেবা
● শুল্ক

১৬. স্পিরিটের ওপর কোন শুল্ক ধার্য করা হয়?
ক. মাদক
● আবগারি
গ. আমদানি
ঘ. সম্পূরক

১৭. চা ও চিনি উৎপাদনের ওপর কোনটি ধার্য করা হয়?
● আবগারি শুল্ক
খ. বাণিজ্য শুল্ক
গ. আমদানি শুল্ক
ঘ. মূল্য সংযোজন কর

১৮. আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত আরোপিত শুল্ককে কী বলে?
● সম্পূরক শুল্ক
খ. মাদক শুল্ক
গ. ভ্যাট
ঘ. অস্বাভাবিক শুল্ক

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

১৯. সরকারের শুল্ক ও করের মূল উৎস কয়টি?
ক. ২টি
খ. ৪টি
গ. ৩টি
● ৫টি

২০. ভূমির মালিকানা ও ভোগ দখলের জন্য ভূমির মালিক সরকারকে কোন কর দেয়?
ক. ভাড়া ও ইজারা
● খাজনা
গ. উৎপাদন কর
ঘ. টোল ও লেডি

২১. বাংলাদেশ সরকার ভূমির ওপর নিচের কোন করটি আরোপ করেছে?
ক. আয়কর
● ভূমি উন্নয়ন কর
গ. রেজিস্ট্রেশন ফি
ঘ. আবগারি শুল্ক

২২. দলিলপত্রে কোনটি ব্যবহার হয়?
ক. জুডিশিয়াল স্ট্যাম্প
● নন-জুডিশিয়াল স্ট্যাম্প
গ. স্ট্যাম্প
ঘ. সরকারি নথি

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

২৩. জনগণ সরকারকে কীসের ওপর ভিত্তি করে দলিলপত্র রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রেশন ফি প্রদান করে থাকে?
● সম্পত্তির মূল্যের ওপর
খ. এলাকার ওপর
গ. ব্যক্তির ওপর
ঘ. স্ট্যাম্প ও দলিলের ওপর

২৪. কোনটি রাজস্ব আদায়কারী বিভাগগুলোর শ্রেণি বহির্ভূত?
● ডাক, তার ও টেলিফোন
খ. আয়কর বিভাগ
গ. বাণিজ্য শুল্ক বিভাগ
ঘ. ভূমি রাজস্ব বিভাগ

২৫. সরকার কোন প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ ও মুনাফা পায়?
● বিমা কোম্পানি
খ. পরিবহন সংস্থা
গ. ডাক বিভাগ
ঘ. রেলওয়ে

২৬. সরকার প্রশাসনিক সেবার বিনিময়ে জনগণের নিকট থেকে আদায় করে কোনটি?
● ফি
খ. রাজস্ব
গ. লভ্যাংশ
ঘ. টোল

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

২৭. সরকার বাণিজ্য সংস্থা ও কোম্পানিসমূহ হতে কোনটি আদায় করে থাকে?
● রেজিস্ট্রেশন ফিস
খ. অডিট ফি
গ. নবায়ন ফি
ঘ. লভ্যাংশ

২৮. বঙ্গবন্ধু সেতু থেকে সরকার কোনটি আদায় করে?
● টোল ও লেভি
খ. রেজিস্ট্রশন ফি
গ. ভাড়া ও ইজারা
ঘ. যানবাহন কর

২৯. সরকার জনগণের কল্যাণে কোনো কোনো সময় বিনা লাভে অনেক দ্রব্য বিক্রয় করে থাকে। সরকারের এরূপ সুবিধা প্রদানকে কী বলে?
ক. ভর্তুকি
খ. রেশনিং
● অ-বাণিজ্যিক বিক্রয়
ঘ. অর্থনৈতিক সেবা

৩০. কোনটি কর বহির্ভূত রাজস্ব আয়?
● রেলওয়ে
খ. সম্পূরক শুল্ক
গ. যানবাহন কর
ঘ. আয়কর

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৩১. সরকারের কোন বিভাগ বহুমুখী সেবা প্রদান করে থাকে?
● ডাক বিভাগ
খ. সরকারি ব্যাংক
গ. রেলওয়ে
ঘ. বিআরটিসি

৩২. জাতীয় নিরাপত্তার স্বার্থে কোন খাতের অনেক ব্যয়ের হিসাব অপ্রকাশিত থাকে?
ক. পুলিশ
● প্রতিরক্ষা
গ. সামাজিক নিরাপত্তা
ঘ. জনশৃঙ্খলা

৩৩. নিচের কোনটি একটি নিম্নমধ্যম আয়ের জনকল্যাণকামী রাষ্ট্র?
● বাংলাদেশ
খ. গাম্বিয়া
গ. কেনিয়া
ঘ. উত্তর কোরিয়া

৩৪. প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অফিস পরিচালনা বাবদ সরকারকে কোন ব্যয় করতে হয়?
ক. প্রতিরক্ষা
খ. জনস্বাস্থ্য
● জনপ্রশাসন
ঘ. সামাজিক নিরাপত্তা ও কল্যাণ

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৩৫. জনস্বার্থে কোনো দ্রব্যের উৎপাদন খরচের যে অংশ সরকার বহন করে তাকে কী বলে?
ক. সুদ
খ. জরিমানা
● ভর্তুকি
ঘ. রিলিফ

৩৬. ২০০৭-০৮ অর্থবছর থেকে বাংলাদেশ সরকার প্রথম কোন খাতে বরাদ্দ দেওয়া শুরু করেছে?
ক. শিক্ষা ও প্রযুক্তি
● কৃষি গবেষণা
গ. দারিদ্র্য বিমোচন
ঘ. বিদ্যুৎ ও জ্বালানি

৩৭. কোনটি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি?
ক. জিআর
● টিআর
গ. ভিজিএফ
ঘ. ভিজিডি

৩৮. সরকার টিআর, জিআর, ভিজিডি বাবদ কত টনের অধিক খাদ্যশস্য বিতরণ করছে?
ক. ৫ লক্ষ মে.টন
খ. ৮ লক্ষ মে.টন
● ১০ লক্ষ মে.টন
ঘ. ১২ লক্ষ মে.টন

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৩৯. প্রতি বছর ঋণের বিপরীতে কী পরিশোধ করতে হয়?
ক. অনুদান
খ. খাজনা
গ. মুনাফা
● সুদ

৪০. গ্রামের রাস্তাঘাট ও সেতু ইত্যাদি নির্মাণ ও মেরামত কাজের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এখানে সরকার কোন খাতে অর্থ ব্যয় করে?
● স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন
খ. গণপূর্ত বিভাগ
গ. প্রশাসনিক বিভাগ
ঘ. সমাজকল্যাণমূলক

৪১. শিল্প দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে কোন মন্ত্রণালয় থেকে ব্যয় করা হয়?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. স্থানীয় সরকার
● পরিবেশ ও বন
ঘ. শিল্প মন্ত্রণালয়

৪২. বাংলাদেশ সরকারের অনুন্নয়ন ব্যয় বরাদ্দের খাত কতটি?
ক. ৯টি
খ. ১৮টি
গ. ৩০টি
● ৫৫টি

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৪৩. বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ব্যয় বরাদ্দের খাত কতটি?
ক. ১৫টি
● ১৮টি
গ. ১৭টি
ঘ. ৩৩টি

৪৪. সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশক্তি কী?
ক. ঋণ
খ. কর
গ. অনুদান
● বাজেট

৪৫. আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে কী বলে?
ক. মূলধন
খ. মুনাফা
গ. রাজস্ব
● বাজেট

৪৬. আয়-ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কত ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে
ঘ. ৫ ভাগে

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৪৭. কোন বাজেটে সাধারণত উদ্বৃত্ত থাকে?
● চলতি
খ. রাজস্ব
গ. মূলধন
ঘ. উন্নয়ন

৪৮. কোন বাজেটের আয় প্রধানত রাজস্ব উদ্বৃত্ত এবং সরকারের অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ ও অনুদানের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে?
ক. উদ্বৃত্ত
খ. রাজস্ব
গ. ঘাটতি
● মূলধন

৪৯. বৈদেশিক দান-অনুদান কোন বাজেটে অন্তর্ভুক্ত থাকে?
ক. রাজস্ব
খ. সুষম
● মূলধন
ঘ. ঘাটতি

৫০. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কোন বাজেটের অন্তর্ভুক্ত?
● মূলধন
খ. অসম
গ. সুষম
ঘ. রাজস্ব

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৫১. সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে কেন?
● আর্থ-সামাজিক উন্নয়নের জন্য
খ. কর রাজস্ব আদায়ের জন্য
গ. বাণিজ্যে ভারসাম্য রাখার জন্য
ঘ. বাজেট প্রণয়নের জন্য

৫২. কোন খাতগুলো সরকারের মূলধন বাজেটের আওতায় পড়ে?
ক. শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি
খ. শিল্প, স্বাস্থ্য ও যোগাযোগ
গ. বিদ্যুৎ, পরিবহন ও স্বাস্থ্য
● কৃষি, বিদ্যুৎ ও শিল্প

৫৩. সরকার কোনটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয় করে থাকে?
● পল্লি উন্নয়ন ও গৃহায়ণ
খ. কেন্দ্রীয় সরকারের কাজ
গ. জনস্বাস্থ্য বিভাগের কাজ
ঘ. প্রকৌশল বিভাগের কাজ

৫৪. অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন কোন বাজেটের মূল লক্ষ্য?
ক. উদ্বৃত্ত
● মূলধন
গ. রাজস্ব
ঘ. ঘাটতি

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৫৫. যে বাজেটে প্রত্যাশিত আয় ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান থাকে তাকে কী বলে?
ক. অসম বাজেট
● সুষম বাজেট
গ. উদ্বৃত্ত বাজেট
ঘ. ঘাটতি বাজেট

৫৬. কোন বাজেট প্রণয়ন করা হলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে?
ক. অসম
খ. ঘাটতি
গ. উদ্বৃত্ত
● সুষম

৫৭. মূলধনী বাজেটের মূল লক্ষ্য কী?
ক. শিক্ষার হার বৃদ্ধি
খ. মাথাপিছু আয় বৃদ্ধি
গ. জনসংখ্যা নিয়ন্ত্রণ
● অর্থনৈতিক উন্নয়ন

৫৮. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের মতো দেশে কোন বাজেট সহায়ক নয়?
ক. উদ্বৃত্ত
খ. ঘাটতি
গ. অসম
● সুষম

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৫৯. বাংলাদেশ সরকার প্রতিবছর কৃষিখাতে ভর্তুকি দিয়ে থাকে। কৃষিখাতের উন্নয়নে এ ব্যয়টি কোন বাজেটের অন্তর্গত?
● মূলধন বাজেট
খ. রাজস্ব বাজেট
গ. সুষম বাজেট
ঘ. উদ্বৃত্ত বাজেট

৬০. ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে কী বলে?
● উদ্বৃত্ত বাজেট
খ. ঘাটতি বাজেট
গ. সুষম বাজেট
ঘ. অসম বাজেট

৬১. যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় বেশি থাকে তাকে কী বলে?
ক. সুষম বাজেট
● ঘাটতি বাজেট
গ. মূলধনী বাজেট
ঘ. রাজস্ব বাজেট

৬২. সরকার কোন বাজেটের অর্থ পূরণের লক্ষ্যে নতুন অর্থ সৃষ্টি করে থাকে?
ক. চলতি বাজেট
খ. মূলধনী বাজেট
গ. অসম বাজেট
● ঘাটতি বাজেট

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৬৩. কোন বাজেট প্রণয়নের ফলে সমাজে আয় বৈষম্য দেখা দিতে পারে?
ক. মূলধনী
খ. রাজস্ব
গ. সুষম
● ঘাটতি

৬৪. কোনটি ঘাটতি বাজেটের সূত্র?
● মোট আয় < মোট ব্যয়
খ. মোট আয় > মোট আয়
গ. মোট আয় = মোট ব্যয়
ঘ. মোট আয় – মোট ব্যয়

৬৫. যদি বাংলাদেশ সরকার রাজস্ব বাজেটের মাধ্যমে শিক্ষা ও প্রযুক্তি খাতে ৫০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করে তাহলে বাজেটের ওপর কী ধরনের প্রভাব পড়বে?
● রাজস্ব ব্যয় বাড়বে
খ. রাজস্ব আয় বাড়বে
গ. ঘাটতি সৃষ্টি হবে
ঘ. কর হার বাড়বে

৬৬. বাজেট কে উপস্থাপন করেন?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. প্রধান বিচারপতি
● অর্থমন্ত্রী

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৬৭. উন্নয়ন বাজেটের কয়টি অংশ রয়েছে?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৬৮. কোনটি বাংলাদেশের আর্থিক বছর?
ক. জানুয়ারি-ডিসেম্বর
● জুলাই-জুন
গ. জুন-জুলাই
ঘ. নভেম্বর-ডিসেম্বর

৬৯. জুন মাসের কোন সপ্তাহে মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন?
● প্রথম সপ্তাহে
খ. দ্বিতীয় সপ্তাহে
গ. তৃতীয় সপ্তাহে
ঘ. চতুর্থ সপ্তাহে

৭০. মহান জাতীয় সংসদে জুন মাসে বাজেট উপস্থাপন করার পর কোন মাসে তা চূড়ান্তভাবে গৃহীত হয়?
ক. জানুয়ারি
খ. আগস্ট
● জুন
ঘ. জুলাই

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৭১. বাজেট কোথায় অনুমোদন করা হয়?
● মহান সংসদে
খ. একনেকে
গ. মন্ত্রণালয়ে
ঘ. বাংলাদেশ ব্যাংকে

৭২. বাংলাদেশ সরকারের বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৭৩. আয়-ব্যয়ের ভারসাম্যের দিক দিয়ে বাংলাদেশের বাজেট কোন ধরনের?
ক. সুষম
খ. অসম
গ. উদ্বৃত্ত
● ঘাটতি

৭৪. বাংলাদেশ সরকারের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় কোন বাজেটে?
ক. উন্নয়ন বাজেটে
● অ-উন্নয়ন বাজেটে
গ. চলতি বাজেটে
ঘ. মূলধনী বাজেটে

৭৫. কোনটি অ-উন্নয়ন বাজেটের বহির্ভূত বিষয়?
● অর্থনৈতিক পরিকল্পনা
খ. দৈনন্দিন আয়ের হিসাব
গ. দৈনন্দিন ব্যয়ের হিসাব
ঘ. রাজস্ব আয়

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৭৬. কোনটি অ-উন্নয়ন বাজেটের খাত?
● প্রতিরক্ষা
খ. বিদ্যুৎ ও জ্বালানি
গ. শিল্প
ঘ. কৃষি

৭৭. কোনটি উন্নয়ন বাজেটের খাত?
ক. জনপ্রশাসন
● বিদ্যুৎ ও জ্বালানি
গ. প্রতিরক্ষা
ঘ. পরিবহন ও যোগাযোগ

৭৮. উন্নয়ন বাজেটে ব্যয়ের খাত কোনটি?
ক. সামাজিক নিরাপত্তা
খ. জনপ্রশাসন
গ. পরিবার কল্যাণ
● গৃহায়ণ

৭৯. জাহিদ একটি সরকারি স্কুলে পড়ে। সে জেনে খুশি হয় যে সরকার এ বছর একটি বিজ্ঞান গবেষণাগারসহ নতুন ভবন নির্মাণ করবে তাদের স্কুলের জন্য। এ কাজটি সরকারের কোন বাজেটের অন্তর্গত?
ক. সুষম বাজেট
খ. ঘাটতি বাজেট
● উন্নয়ন বাজেট
ঘ. অ-উন্নয়ন বাজেট

৮০. বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ হলো-
ⅰ. জনস্বাস্থ্য
ⅱ. মূল্য সংযোজন কর
ⅲ. ভূমি উন্নয়ন কর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৮১. কর রাজস্ব আদায় করা হয়-
ⅰ. দেশের নিবাসী ব্যক্তিদের কাছ থেকে
ⅱ. দেশের অনিবাসী ব্যক্তিদের কাছ থেকে
ⅲ. বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান থেকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮২. সরকারি অর্থব্যবস্থার আলোচ্য বিষয়-
ⅰ. সরকারের আয়
ⅱ. সরকারের ব্যয়
ⅲ. ব্যক্তিগত আয়-ব্যয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৩. দেশ পরিচালনার কাজে সরকারের অনেক দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব—
ⅰ. আইন শৃঙ্খলা রক্ষা
ⅱ. শিক্ষার প্রসার
ⅲ. বিদেশি আক্রমণ হতে দেশকে রক্ষা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৪. বাংলাদেশ সরকার অনেক অর্থ ব্যয় করে-
ⅰ. প্রশাসন পরিচালনা জন্য
ⅱ. বৈদেশিক সাহায্য পাওয়ার
ⅲ. জনকল্যাণের জন্য
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৮৫. বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো-
ⅰ. মূল্য সংযোজন কর
ⅱ. আবগারি শুল্ক
ⅲ. বিদ্যুৎ ও জ্বালানি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৬. বর্তমানে বাংলাদেশে ভ্যাট আরোপ করা হয়—
ⅰ. আমদানিকৃত দ্রব্যের ওপর
ⅱ. স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্যের ওপর
ⅲ. সেবা খাতের ওপর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৭. আবগারি শুল্ক ধার্য করা হয়-
ⅰ. দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের ওপর
ⅱ. দেশের অভ্যন্তরে ব্যবহৃত দ্রব্যের ওপর
ⅲ. আমদানিকৃত দ্রব্যের ওপর
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৮. আবগারি শুল্ক ধার্য করার উদ্দেশ্য হলো—
ⅰ. সরকারের কর রাজস্ব বৃদ্ধি
ⅱ. আমদানি ঘাটতি মেটানো
ⅲ. ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৮৯. মাদক শুল্কের মাধ্যমে বৃদ্ধি পায় –
ⅰ. সরকারের আয়
ⅱ. অরাজকতা
ⅲ. সামাজিক কল্যাণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. বর্তমানে সরকারের অন্যান্য কিছু উৎস থেকে আয় হচ্ছে, সেগুলো হলো-
ⅰ. ভ্রমণ কর
ⅱ. প্রমোদ কর
ⅲ. সম্পত্তি কর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯১. ব্যাংকগুলো প্রতি বছর সরকারকে প্রদান করে—
ⅰ. মুনাফা
ⅱ. টোল ও লেভি
ⅲ. লভ্যাংশ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. সরকার ঋণ প্রদান করে থাকে—
ⅰ. সরকারি কর্মচারিদেরকে
ⅱ. শিল্পপতিদেরকে
ⅲ. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

৯৩. সরকার সমবায় সমিতিসমূহ থেকে পেয়ে থাকে—
ⅰ. অডিট ফি
ⅱ. রেজিস্ট্রেশন ফি
ⅲ. নবায়ন ফি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৪. সরকারের আয় যথেষ্ট না হওয়ায় প্রতিবছর সরকারকে ব্যয় নির্বাহের জন্য নির্ভর করতে হয়—
ⅰ. বিদেশি সাহায্যর ওপর
ⅱ. দান, অনুদানের ওপর
ⅲ. বিদেশি শিল্পপতিদের ওপর
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সরকার দেশে উৎপাদিত চিনির ওপর করারোপ করে। আবার ব্যক্তিদের আয়ের ওপরও করারোপ করে।
৯৫. দেশে উৎপাদিত চিনির ওপর করকে কী বলে?
ক. বিক্রয় কর
খ. উৎপাদন কর
গ. পণ্য কর
● আবগারি শুল্ক

৯৬. ধনী ব্যক্তিদের আয়ের ওপর ধার্যকৃত কর হলো—
ⅰ. প্রত্যক্ষ কর
ⅱ. আয়কর
ⅲ. বিশেষ কর
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও :
জ্যোতি ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যায়। সে একটি ওষুধের প্যাকেট হাতে নিয়ে দেখে ওষুধের মোড়কে মূল্য + ভ্যাট = MRP লেখা আছে। সে বিক্রেতার কাছে ভ্যাট সম্পর্কে জানতে চাইলে, সে বলে কোনো দ্রব্য উৎপাদনের বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর নির্দিষ্ট হারে আরোপিত কর হচ্ছে ভ্যাট।

৯৭. জ্যোতি ওষুধের মোড়কে যে লেখাটি দেখতে পায় তা কোন সাল থেকে বাংলাদেশে চালু করা হয়েছে? ক. ১৯৯০-৯১
খ. ১৯৯২-৯৩
● ১৯৯১-৯২
ঘ. ১৯৯৪-৯৫

৯৮. জ্যোতি বিক্রেতার কাছে যে বিষয়টি জানতে চায় তা আরোপ করা হয়-
ⅰ. আমদানিকৃত দ্রব্যের ওপর
ⅱ. স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্যের ওপর
ⅲ. জনগণের আয়ের ওপর
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম অর্থনীতি ১০ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment