গায়ে হলুদের সাজ 2024 – গায়ে হলুদে কি কি প্রয়োজন?

একটা সময় গায়ে হলুদের সাজ কথা শুনলেই বাটা হলুদ আর মেহেদিরাঙা কনের ছবি ফুটে উঠত চোখের সামনে। গোল বৃত্ত করে হাতের তালুতে বাটা মেহেদি আর আঙুলের মাথাভরা লাল টুকটুকে রং নতুন বউয়ের হাত রাঙিয়ে তুলত।

এছাড়া আলতারাঙা পায়ে এক জোড়া নূপুরে বউকে তার পূর্ণতায় ভরিয়ে তুলত। সময় পাল্টেছে, তার সঙ্গে সাজের ডালায় পাল্টেছে সরঞ্জাম কিন্তু হাতের মেহেদি আর সাজের ডালায় আলতা নূপুর তাদের জায়গা ঠিক আগের মতোই দখল করে রেখেছে।

পরিবর্তন এসেছে নতুন কিছু কার্যকলাপের। বেশকিছু কার্যকলাপ রয়েছে যেগুলো গায়ে হলুদের সাজ নামক যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সে ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যাচ্ছে।

কনের গায়ে হলুদের সাজ

সময় পাল্টেছে এখন আর আগের সেই দিন নেই যে একটা কোনরকম সাদামাটা কাপড় পড়েই বরের বাড়িতে চলে গেলাম। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন এখন এবং সবকিছু আপডেটেড। নিত্য নতুন ফ্যাশনের ভিড়ে এক্সপেরিমেন্ট করতে ভুলে না কনেরা। এখন আর সেই দিন নেই যে গায়ে হলুদে কনেরা পরবে হলুদ শাড়ি আর বর পরবে সাদা পাঞ্জাবি।

পরিবর্তনের এই হাওয়ায় এখন কনেরা পরছে লাল, সবুজ, খয়েরি থেকে শুরু করে সাদা শাড়িও। আসল ফুলের গহনার পরিবর্তে এসেছে কাগজের অথবা প্লাস্টিকের ফুলের গহনা। এছাড়া ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পরতে পারেন মেটালের অলংকারের উপর ফুলের গহনা।

সাধারণত গায়ে হলুদে কনেদের পছন্দ টাঙ্গাইলের সুতি শাড়ি, হাফ সিল্ক, সিল্ক কাতান বা জামদানি শাড়ি। তবে হালকা কাজের শাড়ি গায়ে হলুদের জন্য বেশি মানানসই। আবার অনেক সময় কলেজের বিভিন্ন ডিজাইনের শাড়ি পছন্দ হতে পারে কারও ব্যক্তিগত ভাবে।

বরের গায়ে হলুদের সাজ

গায়ে হলুদে বরদের পাঞ্জাবি সাধারণত সুতি, সিল্ক অথবা হাফ সিল্কের হয়ে থাকে। হলুদ, সোনালি, লাল কিংবা সাদা পাঞ্জাবিতে দারুণ দেখায় বরদের। বিভিন্ন দোকানে পাওয়া যাবে বরদের পোশাক।

আর সেখানে গিয়ে কিনে নিতে পারবেন পছন্দ মতো পোশাক। পাঞ্জাবির সঙ্গে মিল রেখে বরও পরতে পারেন হাতে বানানো পাগড়ী ও ওড়না। তবে বর-কনের পোশাক অবশ্যই তাদের গায়ের রঙের মিলিয়ে কিনতে হবে। বরের ভিন্ন হতে পারে, কেউ কেউ পাঞ্জাবির সাথে মিলিয়ে জুতাটাও কিনে নেয় আবার কেউ পাঞ্জাবির সাথে মিলিয়ে পাগলিটাও কিনে নেয় অতঃপর এর প্রাইভেট কোন পছন্দ থাকলে সেটাও কার্যকারী।

গায়ে হলুদের সাজ : সময় পাল্টে গেছে বর্তমানে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখা যায় যে, বরের সাথে তার বন্ধু-বান্ধব তার ভাই দুলাভাই যারা জেগে থাকেন তারাও একই পোশাকে যায় সবার পোশাক একই রকম হয়ে থাকে এটা দেখার একটা অসাধারণ চমৎকার সৌন্দর্য হয়ে থাকে। এমনকি ছবি তোলার ব্যাপারে ওই পোশাক গুলো খুবই চমৎকার লোক দিয়ে থাকে সবাই এক ধরনের পোশাক পড়লে এমনভাবে ছবি তুললে অসাধারণ স্মৃতি হয়ে থাকে।

জুতা

গায়ে হলুদের সাজ : বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা ও পোশাকের পাশাপাশি প্রয়োজন হলো জুতা। বর-কনে উভয়ের জুতা হতে হবে অনুষ্ঠানের উপযোগী। যে জুতাগুলো পরতে কষ্ট হয় তা না পরাই ভালো। কনে শাড়ি বা লেহেঙ্গার সাথে উঁচু হিল পরতে পারে। আর বরের জন্য বিয়েতে পাঞ্জাবির সাথে নাগরা মানানসই হতে পারে। বউভাতে স্যুট প্যান্টের সঙ্গে পরতে পারেন জুতা।

বড় – কনের ব্যক্তিগত যদি কোনো পছন্দ থাকে সে ক্ষেত্রে তারা সেরকম জুতা পরতে পারে তবে আনুষ্ঠানিকভাবে যদি জুতা পরতে চায় তাহলে তাদের মানসম্মত বিয়ের আয়োজনে যে জুতাগুলো প্রয়োজন হয়ে থাকে সেগুলো পড়তে পারে। আপনার সমস্ত সাজগোজের একটা অংশ হলো জুতা আপনার জুতার ডিজাইন জুতার পরিপূর্ণতা অনেক বেশী আকর্ষনীয় হয়ে থাকে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৩
৫টি বই পড়ার উপকারিতা সম্পর্কে জানুন
ইংরেজি হাতের লেখা সুন্দর করার উপায়

মেকআপ-কসমেটিক

গায়ে হলুদের সাজ : একটা বিয়ের সাজসজ্জা পরিপূর্ণ করতে মেকআপ আর কসমেটিকস এর বিকল্প কিছুই থাকেনা। মেকআপ কেনার জন্য আপনারা অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে রয়েছে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। অথবা সরাসরি আপনারা ঢাকার অথবা আপনার স্থানীয় বিভিন্ন ভালো দোকান থেকে এগুলো পারচেজ করতে পারেন।

বিয়ের পরিপূর্ণতার মধ্যেই সীমাবদ্ধ থাকে সাজসজ্জা ভালো হয়। বর-কনে দু’জনকেই অনেক বেশি সুইট এবং অনেক বেশি ভালো লাগে। বরপক্ষ সবথেকে বেশি ভুল করে কনের কসমেটিক্স কেনাকাটায়। ভুল হওয়াটা স্বাভাবিক কারণ কসমেটিক্সে নানা ধরণের নান জিনিসপত্র নিতে হয়। যদি আগে থেকেই একটা লিষ্ট তৈরী করে নেয়া যায় তাহলে কিন্ত মান – অভিমানের ঝামেলা হওয়ার রিস্কটা অনেক কমে যায়।

বিয়ের কেনাকাটা কনের জন্য:-

  • লিপস্টিক
  • লিপ লাইনার
  • নেইল পলিশ
  • ফেস পাউডার
  • আই লাইনার
  • মাসকারা
  • আই শেডো বক্স
  • মেকআপ বক্স
  • শাম্পু ফর হেয়ার
  • কনডিশনার
  • ককোনাট ওয়েল
  • সাবান ১
  • সোপ বক্স
  • পাউডার
  • পাউডার বক্স
  • টুথ পেস্ট
  • টুথ ব্রাশ
  • চিড়ুনি
  • তোয়ালে
  • রুমাল
  • টিপ
  • আইবুরু পেনসিল
  • কাজল
  • চুলের কিপ
  • চুলের কাটা
  • খোপা
  • বডি লোশন
  • মেহেদি টিউব
  • গ্লিটার

স্টেজ

গায়ে হলুদের স্টেজে বাহারি রঙের ফুলের ব্যবহার এখনও রয়েছে। সাটিন কাপড়, নেট, ফুলের পাশাপাশি শোলা এবং মরিচা বাতি দিয়েও স্টেজের ডেকোরেশন করা হচ্ছে।

আবার অনেক সময় সামর্থের উপরেও ডিপেন্ড করে আপনার বিয়ের স্টেজ। বিয়ের স্টেজের পরিপূর্ণতা আনতে উপরের সরঞ্জাম গুলো ব্যবহার কররে গায়ে হলুদের সাজ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন।

কিছু কথা

বিভিন্ন সময় দেখা যায় কোন একটা বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন ঝামেলার সূত্র ধরে রাগারাগি অথবা বিভিন্ন ফ্যাসালিটি হয়ে থাকে যা খুবই কষ্টকর হয়ে থাকে দু পক্ষের জন্য। তাই সর্বদা সব দিকে নজর রাখুন যাতে করে কোনো সমস্যা না হয় অনুষ্ঠানের এবং অনুষ্ঠানে কোনো কমতি না রাখার চেষ্টা করুন।

বিভিন্ন সময়ে বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা অনেকের পছন্দ হয় না মূলত তাদের পছন্দ হলেও তারা বলতে চায় না এ ধরনের মানুষের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment