এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ : বর্ণের উচ্চারণ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
১. ব-ফলার উচ্চারণ নেই কোন শব্দে?
ক. অশ্ব
খ. পক্ষ
গ. বিশ্বাস
● শ্বশুর
২. ‘অদ্য’ শব্দের উচ্চারণ—
● ওদদো
খ. গুদদো
গ. ওইদো
ঘ. অদদো
৩. ‘ঋণ’-এর উচ্চারণ-
● রিন
খ. রিণ
গ. ঋণ
ঘ. ঋন
৪. কোন বর্ণটির নিজস্ব কোন ধ্বনি নেই?
ক. ক্ষ
● ঞ
গ. ৎ
ঘ. গ
৫. ‘আ’ কখনো অ্যা-এর মতো উচ্চারিত হয়, যেমন—
ক. রাত
খ. কাতুকুতু
● জ্ঞান
ঘ. একা
৬. এ’ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ—
ক. একটি
খ. এবার
গ. দেশ
● খেলা
৭. বাংলা ভাষায় মূল বর্ণ কয়টি?
ক. ৩৭টি
খ. ৩৯টি
● ৫০টি
ঘ. ৫১টি
৮. বাংলা ভাষায় অধিকাংশ বর্ণের উচ্চারণ—
● মূল ধ্বনির অনুরূপ
খ. মূল ধ্বনির সামান্য পরিবর্তিত রূপ
গ. মূল ধ্বনি থেকে সম্পূর্ণ আলাদা
ঘ. মূল ধ্বনির সামান্য বিকৃত রূপ
৯. “অ’ বর্ণের উচ্চারণ কত রকম?
ক. এক রকম
খ. তিন রকম
● দুই রকম
ঘ. চার রকম
১০.’অ’ ধ্বনির উচ্চারণ ‘অ’ ছাড়া আর কীরূপ হয়?
● ও
খ. উ
গ. অ
ঘ. অ্যা
SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
১১. অনু, অদ্য, মন শব্দগুচ্ছে ‘অ’-এর উচ্চারণ কেমন হয়?
ক. অ-এর মতো
● ও-এর মতো
গ. উ-এর মতো
ঘ. ঔ-এর মতো
১২. ‘জ্ঞান’ শব্দে ‘আ’-এর কীরূপ উচ্চারণ পাওয়া যায়?
ক. আ
খ. অ
● অ্যা
ঘ. ও
১৩. নিচের কোন বর্ণদুটির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম?
ক. অ, আ
● ই, ঈ
গ. এ, ঐ
ঘ. ও, ঔ
১৪. নিচের কোন বর্ণগুলোর হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে আলাদা বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম?
ক. আ, অ্যা
খ. এ, ঐ
● উ, ঊ
ঘ. ও, ঔ
১৫. ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য শব্দগুলোতে ‘ঋ’-এর উচ্চারণ কীরূপ?
● রি
খ. ব্রি
গ. রৃ
ঘ. রী
SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ