SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ : ব্যঞ্জনধ্বনি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ

১. বাপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, সেই জায়গাটি হলো ব্যঞ্জনের-
● উচ্চারণ স্থান
খ. উচ্চারণ প্রকৃতি
গ. ধ্বনি সৃষ্টি
ঘ. ধ্বনি প্রকৃতি

২. দত্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাপ্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট
● জিভের ডগা
গ. দাঁত
ঘ. আলজিভ

৩. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন
খ. দন্ত্য ব্যঞ্জন
● দন্ত্যমূলীয় ব্যঞ্জন
ঘ. মূর্ধন্য ব্যঞ্জন

৪. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
● শসা
খ. ঘাস
গ. কল
ঘ. দল

৫. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক. ম
● ল
গ. ন
ঘ. থ

৬. কোনটি তাড়িত ব্যজ্ঞানের উদাহরণ?
ক. র
খ. শ
● ড়
ঘ. ণ

৭. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
● ব, ভ
খ. চ. ছ
গ. ত. দ
ঘ. ং, ঙ

৮. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে?
ক. ঘোষ ধ্বনি
● অল্পপ্রাণ ধ্বনি
গ. অঘোষ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি

৯. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
ক. বড়ো
● চানাচুর
গ. গাঢ়
ঘ. হঠাৎ

১০. উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
ক. দন্ত্য
খ. মূর্ধন্য
● তালব্য
ঘ. কণ্ঠ্য

SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ

১১. ওষ্ঠ্য ব্যঞ্জনের মুখ্য বাপ্রতঙ্গ কোনটি?
ক. জিভের ডগা
খ. উপরের ঠোঁট
● নিচের ঠোঁট
ঘ. জিভের পেছনের অংশ

১২. উচ্চারণস্থান অনুযায়ী ‘ভ’ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি?
● ওষ্ঠ্য ব্যঞ্জন
খ. মূর্ধন্য ব্যঞ্জন
গ. তালব্য ব্যঞ্জন
ঘ. দন্ত্য ব্যঞ্জন

১৩. জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. মূর্ধন্য ব্যঞ্জন
খ. কণ্ঠ্য ব্যঞ্জন
গ. তালব্য ব্যঞ্জন
● দন্ত্য ব্যঞ্জন

১৪. নিচের কোনগুলো দন্ত্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
ক. ক, খ, গ, ঘ
খ. প, ফ, ব, ভ
● ত, থ, দ, ধ
ঘ. ণ, ন, ম, ড

১৫. জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সাথে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. ওষ্ঠা ব্যঞ্জন
● দন্তমূলীয় ব্যঞ্জন
গ. দন্ত্য ব্যঞ্জন
ঘ. তালব্য ব্যঞ্জন

SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ

১৬. নিচের কোনগুলো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
ক. ক, খ, গ, ঘ
খ. প, ফ, ব, ভ
গ. ত, থ, দ, ধ
● ন, র, ল, স

১৭. উচ্চারণ স্থান অনুযায়ী ড, ঢ, ড়, ঢ় কী ধ্বনি?
● মূর্ধন্য ধ্বনি
খ. তালব্য ধ্বনি
গ. কণ্ঠ্য ধ্বনি
ঘ. কণ্ঠনালীয় ধ্বনি

১৮. জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. কণ্ঠ্য ব্যস্তান
খ. দন্ত্য ব্যঞ্জন
গ. দত্তমূলীয় ব্যঞ্জন
● তালব্য ব্যঞ্জন

১৯. নিচের কোন শব্দগুচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ রয়েছে?
ক. রাত, দিন, লাল, সালাম
● চাল, জাল, ঝাল, শসা
গ. কাকা, বাঘ, কচি, ব্যাঙ
ঘ. তাল, থালা, বালা, কলা

২০. জিভের পেছনের অংশ নরম তালুর সাথে বায়ুপথের বাধা সৃষ্টি করে কী ধ্বনি উৎপন্ন হয়?
ক. ওষ্ঠ্য ধ্বনি
● কণ্ঠ্য ধ্বনি
গ. দন্ত্য ধ্বনি
ঘ. কণ্ঠনালীয় ধ্বনি

SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ

২১. ক, খ, গ, ঘ, ঙ কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
ক. কণ্ঠনালীয়
● কণ্ঠ
গ. দন্ত্য
ঘ. দন্তমূলীয়

২২. কন্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাপ্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট
খ. জিভের ডগা
গ. দন্তমূল
● ধ্বনিদ্বারের দুটি পান্না

২৩. নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ?
ক. স
খ. প
● হ
ঘ. ড়

২৪. দুটি বাপ্রতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি-
● সৃষ্ট ব্যঞ্জন
খ. উম্ম ব্যঞ্জন
গ. নাসিক্য ব্যঞ্জন
ঘ. কম্পিত ব্যঞ্জন

২৫. স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
● ৫ ভাগে

SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment