SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ : ধন্নি ও বর্ণ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ

SSC ১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬
● ৭
গ. ১০
ঘ. ১১

২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
● স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিকধ্বনি
ঘ. যুগ্মধ্বনি

৩. ধ্বনির প্রতীককে বলা হয়-
ক. শব্দ
খ. বাক্য
● বর্ণ
ঘ. ভাষা

৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
● [অ]
খ. [আ]
গ. [ই]
ঘ. [উ]

৫. ‘ষ্ণ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
ক. ষ ও ঞ
● ষ ও ণ
গ. ণ ও ষ
ঘ. ণ ও ষ

৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
● কারবর্ণ
খ. অনুবর্ণ
গ. ফলা
ঘ. রেফ

৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম—
ক. কারবর্ণ
● অনুবর্ণ
গ. ফলা
ঘ. রেফ

৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
● স্বচ্ছ ও অস্বচ্ছ
খ. কার ও ফলা
গ. স্বচ্ছ ও যুক্ত
ঘ. অস্বচ্ছ ও উন্মুক্ত

৯. বাংলা কারবর্ণের সংখ্যা-
ক. ৯
● ১০
গ. ১১
ঘ. ১২

১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
ক. ৭
খ. ৮
● ১০
ঘ. ১১

SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ

১১. ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয়—
● ধ্বনি
খ. শব্দ
গ. রূপ
ঘ. বাক্য

১২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
ক. ৩০টি
● ৩৭টি
গ. ৩৯টি
ঘ. ৫০টি

১৩. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ৩৭টি
খ. ৩৯টি
● ৩০টি
ঘ. ৫০টি

১৪. মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে-
ক. অনুবর্ণ
খ. যুক্তবর্ণ
গ. সংখ্যাবর্ণ
● সবগুলোই সঠিক

১৫. কারবর্ণ যুক্ত হয় ব্যঞ্জনবর্ণের
ক. আগে
খ. পরে
গ. নিচে
● আগে, পরে, নিচে বা উভয় দিকে

১৬. অনুবর্ণ কত প্রকার?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment