এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ : বিপরীত শব্দ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
১. সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়?
ক. একটি
খ. তিনটি
● দুটি
ঘ. চারটি
২. বিপরীত শব্দ একে অন্যের কী?
ক. সমার্থক
● ভিন্নার্থক
গ. পরিপূরক
ঘ. সদার্থক
৩. ‘হ্রাস’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
● বৃদ্ধি
খ. বর্ধন
গ. বেশি
ঘ. অনেক
৪. ‘অতিবৃষ্টি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ভারী বৃষ্টি
খ. খুব বৃষ্টি
গ. অল্প বৃষ্টি
● অনাবৃষ্টি
৫. নিচের কোনটি ‘ভূত’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?
ক. ভালো
খ. পেতনি
● ভবিষ্যৎ
ঘ. ভীরু
৬. ‘ভাটা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. তেজ
● জোয়ার
গ. স্থাবর
ঘ. ভারী
৭. ‘চেতন’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?
ক. সচেতন
খ. অবচেতন
● অচেতন
ঘ. অসচেতন
৮. নিচের কোন শব্দটির বিপরীত শব্দ উপসর্গ যুক্ত করে তৈরি করা যায়?
● নশ্বর
খ. হরণ
গ. বাচাল
ঘ. লঘু
৯. নিচের কোন শব্দটির বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা?
ক. চেনা
● রুগণ
গ. যাচিত
ঘ. ভিতু
১০. ‘বাউন্ডুলে’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অবাউন্ডুলে
খ. নীরব
● সংসারী
ঘ. রসিক
SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
১১. ‘আশু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অনাশ
খ. মুক্তি
গ. নিরাশা
● বিলম্ব
১২. ‘ত্বরিত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বিজলি
● শ্লথ
গ. দীর্ঘ
ঘ. ধৃষ্ট
১৩. ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
● প্রতীচী
খ. অপ্রাচী
গ. বিশ্রী
ঘ. অধুনা
১৪. ‘গূঢ়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. মিষ্টি
খ. বাসি
গ. টক
● ব্যক্ত
১৫. ‘জ্বলন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রজ্জ্বলন
খ. নিস্তেজ
● নির্বাপণ
ঘ. নিদ্রা
১৬. ‘ধৃষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
● নম্র
খ. সদয়
গ. সজীব
ঘ. মৌন
১৭. ‘পশু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অপত্ত
● সফল
গ. ব্যর্থ
ঘ. হার
১৮. ‘সঞ্চয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. লাভ
খ. লোকসান
গ. ব্যয়
● অপচয়
১৯. ‘প্রফুল্ল’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অপ্রফুল
খ. হর্ষ
● বিমর্ষ
ঘ. সুস্থ
২০. ‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. পেত্নী
● ভবিষ্যৎ
গ. ভয়
ঘ. নির্ভীক
SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
২১. ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কোনটি?
● স্থাবর
খ. অস্থাবর
গ. স্থায়ী
ঘ. যুদ্ধ
২২. ‘জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
● স্থাবর
খ. শান্ত
গ. নশ্বর
ঘ. মৃদু
২৩. ‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. পেত্নী
● ভবিষ্যৎ
গ. ভয়
ঘ. নির্ভীক
২৪. ‘মৃদু’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. হালকা
● প্রবল
গ. লঘু
ঘ. গুৰু
২৫. ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সন্ন্যাসী
খ. সাধু
● মহাজন
ঘ. চেতনা
২৬. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
● সন্ন্যাসী
খ. অগৃহী
গ. নিগৃহী
ঘ. বাহিরী
২৭. ‘আবির্ভাব’- এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. অভাব
খ. স্বভাব
● তিরোভাব
ঘ. অনুভব
২৮. ‘যশ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. খ্যাতি
খ. নির্দোষ
গ. উপযশ
● অপযশ
২৯. ‘স্বকীয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. স্বতন্ত্র
খ. পরাধীন
গ. নিজস্ব
● পরকীয়
SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ