এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ : বাগর্থের শ্রেনি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
১. একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কী বলে?
ক. শব্দার্থ
খ. লক্ষ্যার্থ
● বাচ্যার্থ
ঘ. বাগর্থ
২. বাচ্যার্থ” শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
ক. গৌণ
খ. পরোক্ষ
গ. প্রত্যক্ষ
● মুখ্য
৩. বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে, তা হয়—
● লক্ষ্যার্থ
খ. আক্ষরিক অর্থ
গ. গাঠনিক অর্থ
ঘ. বাগর্থ
৪. অঞ্চল শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
● অর্থপ্রসার
খ. অর্থসংকোচ
গ. অর্থের উন্নতি
ঘ. অর্থের অবনতি
৫. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
ক. অর্থপ্রসার
● অর্থসংকোচ
গ. অর্থ-বদল
ঘ. অর্থের উন্নতি
৬. শব্দের বৈচিত্র্যময় অর্থকে কী বলে?
ক. বাক্যার্থ
খ. শব্দার্থ
● বাগর্থ
ঘ. মর্মার্থ
৭. শব্দের অর্থ অন্তত কয় রকমের?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৮. কোথায় অর্থ গ্রহণের বেলায় বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়?
ক. বইয়ের পাতায়
● অভিধানে
গ. কথ্যভাষায়
ঘ. কার্যক্ষেত্রে
৯. শব্দের বাচ্যার্থকে আরও কী বলা হয়ে থাকে?
ক. মুখ্যার্থ
খ. লক্ষ্যার্থ
● আক্ষরিক অর্থ
ঘ. প্রকৃত অর্থ
১০. কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে?
ক. বাচ্যার্থ
● লক্ষ্যার্থ
গ. প্রকৃত অর্থ
ঘ. আক্ষরিক অর্থ
SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
১১. পাঠ্যবইয়ের অর্থের পরিবর্তনের কয়টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
● পাঁচটি
১২. একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায়?
ক. অর্থপ্রসার
খ. অর্থ-বদল
● অর্থসংকোচ
ঘ. অর্থের অভনতি
১৩. ‘গবাক্ষ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
● গরুর চোখ
খ. জানালা
গ. দরজা
ঘ. গরু সম্পর্কিত
১৪. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কী বলে?
ক. অর্থ-বদল
খ. অর্থের উন্নতি
● অর্থের অবনতি
ঘ. অর্থসংকোচ
১৫. শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কী বলে?
ক. অর্থপ্রসার
● অর্থের উন্নতি
গ. অর্থ-বদল
ঘ. অর্থের অবনতি
SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
১৬. শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের অর্থের মধ্যে সীমিত থাকে না?
ক. পদের
খ. বচনের
● রূপমূলের
ঘ. রূপের
১৭. ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ কী ছিলো?
● মিলন
খ. বিরোধ
গ. যুদ্ধ
ঘ. সহাবস্থান
১৮. “অহিংসা পরম ধর্ম”।— এখানে ‘ধর্ম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সুনীতি
খ. উৎকর্ষ
● সৎকাজ
ঘ. স্বভাব
১৯. নিচের কোন বাক্যে সুনীতি অর্থে ‘ধর্মের’ ব্যবহার হয়েছে?
● এটা ধর্মসংগত কাজ।
খ. অহিংসা পরম ধর্ম।
গ. প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে।
ঘ. মানুষ ও পশুর ধর্ম পৃথক।
২০. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
ক. বাচ্যার্থ
● লক্ষ্যার্থ
গ. মৌলিক অর্থ
ঘ. বাগধারা
SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
২১.শব্দের ব্যবহার দু’রকম কী কী?
ক. উদ্দেশ্য ও বিধেয়
খ. উৎকর্ষ ও অপকর্ষ
● বাচ্যার্থ ও লক্ষ্যার্থ
ঘ. অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
২২. শব্দের আভিধানিক অর্থই-
● বাচ্যার্থ
খ. যোগ্যতা
গ. লক্ষ্যার্থ
ঘ. আসত্তি
২৩. শ্রীরামকৃষ্ণ পরমহংস এখানে ‘পরমহংস’ কীভাবে ব্যবহৃত হয়েছে?
ক. রীতিসিদ্ধ প্রয়োগে
খ. অর্থ সংকোচন
● উৎকর্ষ প্রাপ্তিতে
ঘ. অপকর্ষ বোঝাতে
২৪. নিচের কোন বাক্যে পুণ্যকাজ অর্থে ‘ধর্মের’ ব্যবহার হয়েছে?
ক. এটা ধর্মসঙ্গত কাজ
● অহিংসা পরম ধর্ম
গ. প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে
ঘ. মানুষ ও পশুর ধর্ম পৃথক
SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ