SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ : যতিচিহ্ন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ

১. যতিচিহ্নের অপর নাম কী?
● বিরামচিহ্ন
খ. বিস্ময়চিহ্ন
গ. বিরতিচিহ্ন
ঘ. ক ও খ উভয়ই

২. বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরামচি ব্যবহৃত হয়?
ক. সেমিকোলন
খ. বিকল্পচিহ্ন
গ. কমা
● দাঁড়ি

৩. শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়-
ক. দাঁড়ি
● কমা
গ. সেমিকোলন
ঘ. কোলন

৪. দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিরি ব্যবহৃত হয়?
ক. কমা
খ. কোলন
● সেমিকোলন
ঘ. বিকল্পচিহ্ন

৫. প্রশ্ন বোঝাতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?
● প্রশ্নচিহ্ন
খ. দাঁড়ি
গ. বিস্ময়চিহ্ন
ঘ. উদ্ধারচিহ্ন

৬. শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
● বিন্দু
খ. ত্ৰিবিন্দু
গ. বিকল্পচিহ্ন
ঘ. কোলন

৭. লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?
ক. বিন্দু
● ত্রিবিন্দু
গ. কমা
ঘ. কোলন

৮. মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কী বলে?
ক. যতিচিহ্ন
খ. বিরামচিহ্ন
গ. বিরতিচিহ্ন
● সবগুলোই

৯. সামান্য বিরতি নির্দেশ করে কোন যতিচিহ্নটি?
● কমা
খ. দাঁড়ি
গ. সেমিকোলন
ঘ. প্রশ্নচিহ্ন

১০. সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন যতিচিহ্নটি বসে?
ক. সেমিকোলন
● প্রশ্নচিহ্ন
গ. ড্যাশ
ঘ. কোলন

SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ

১১. পাঠ্যবইয়ে কতগুলো যতিচিহ্নের আলোচনা করা হয়েছে?
ক. ১০টি
খ. ১১টি
● ১৩টি
ঘ. ১৫টি

১২. বাক্যের শেষে যে যতিচিহ্ন বসে—
ক. দাঁড়ি
খ. প্রশ্নচিহ্ন
গ. বিস্ময়চিহ্ন
● সবগুলোই

১৩. উদ্ধার চিহ্ন কত রকম?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১৪. অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন
● বন্ধনী
গ. হাইফেন
ঘ. বিন্দু

১৫. একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. ত্রিবিন্দু
● বিকল্পচিহ্ন
গ. বন্ধনী
ঘ. ড্যাশ

SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ

১৬. ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে কোন যতিচিহ্ন বসে?
● ড্যাশ
খ. কোলন
গ. হাইফেন
ঘ. বন্ধনী

১৭. বন্ধনী কত প্রকার?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ

১৮. কোনো কিছু উদ্ধৃত করার কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক. বিস্ময় চিহ্ন
খ. কোলন
● উদ্ধারচিহ্ন
ঘ. বন্ধনী

১৯. শুদ্ধ/অশুদ্ধ চিহ্নিত করো। – এ বাক্যের শুদ্ধ ও অশুদ্ধ পদ দুটোর মাঝে ব্যবহৃত চিহ্নটির নাম কী?
ক. বিস্ময়চিহ্ন
খ. বন্ধনী
গ. কোলন
● বিকল্পচিহ্ন

২০. কমার আরেক নাম কী?
● পাদচ্ছেদ
খ. পাদটীকা
গ. পূর্ণচ্ছেদ
ঘ. পাদবন্ধন

SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ

২১. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন
● কমা
গ. দাঁড়ি
ঘ. লোপ চিহ্ন

২২. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
ক. দাঁড়ি
খ. কোলন
গ. সেমিকোলন
● কমা

২৩. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কমা
● হাইফেন
গ. সেমিকোলন
ঘ. উদ্ধরণ

২৪. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় ৰা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন
খ. সেমিকোলন
● ড্যাস
ঘ. হাইফেন

২৫. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
ক. বাক্য সংকোচনের জন্যে
● বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে
গ. বাক্যের সৌন্দর্যের জন্যে
ঘ. বাক্যকে অলংকৃত করার জন্যে

SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment