SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ : আবেগ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ

১. আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয়?
ক. অনুমোদিতভাবে
খ. শর্তসাপেক্ষে
● স্বাধীনভাবে
ঘ. নিয়ন্ত্রিতভাবে

২. অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?
● সিদ্ধান্ত আবেগ
খ. অলঙ্কার আবেগ
গ. বিস্ময় আবেগ
ঘ. সম্বোধন আবেগ

৩. নিচের কোনটি সঠিক?
ক. শাবাশ আতঙ্ক আবেগ
● হ্যাঁ-সিদ্ধান্ত আবেগ
গ. আহা-বিস্ময় আবেগ
ঘ. আরে করুণা আবেগ

৪. সম্বোধন আবেগ আছে কোন বাক্যে?
● ওহে, কী বলেছি, শুনেছ?
খ. নাহ্, ওকে নিয়ে আর পারি না।
গ. আরে! তুমি আবার কখন এলে?
ঘ. দূর! ওসব কথা আমি বলিনি।

৫. নিচের কোনটি অলংকার আবেগ?
ক. তেহে বন্ধু, তোমাকে অভিনন্দন।
খ. আহা! বেচারার এত কষ্ট!
গ. উহ্! কী বিপদে পড়া গেল।
● দূর পাগল। এ কথা কি বলতে আছে?

৬. মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে কী শব্দ বলা হয়?
ক. যোজক শব্দ
খ. আবেগিক শব্দ
● আবেগ শব্দ
ঘ. নির্দেশক শব্দ

৭. পাঠ্যবইয়ে কত প্রকার আবেগ দেখানো হয়েছে?
ক. দুই
খ. চার
গ. ছয়
● আট

৮. কোন ধরনের আবেগ তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়?
ক. সিদ্ধান্ত
খ. আতঙ্ক
● প্রশংসা
ঘ. করুণা

৯. ‘বেশ, তবে যাওয়াই যাক।’- এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে?
● সিদ্ধান্ত
খ. প্রশংসা
গ. করুণা
ঘ. অলংকার

১০. নিচের কোনটি অলংকার আবেগ?
● যাকগে, ওসব কথা থাক।
খ. আহা! বেচারার এত কষ্ট
গ. আহ্, কী চমৎকার দৃশ্য!
ঘ. বাহ্, চমৎকার লিখেছ।

SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ

১১. অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে?
ক. আতঙ্ক আবেগ
● বিরক্তি আবেগ
গ. বিস্ময় আবেগ
ঘ. সম্বোধন আবেগ

১২. নিচের কোনটি আতঙ্ক আবেগ?
ক. হায় হায়। ওর এখন কী হবে!
খ. জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না!
● উহ্, কী বিপদে পড়া গেল!
ঘ. আহ্, কী চমৎকার দৃশ্য।

১৩. ‘আহা! বেচারার কত কষ্ট। এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?
ক. বিস্ময়
খ. বিরক্তি
গ. আতঙ্ক
● করুণা

১৪. কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য কোন ধরনের আবেগের সাথে সম্পর্কিত?
ক. সম্বোধন আবেগ
● অলংকার আবেগ
গ. সিদ্ধান্ত আবেগ
ঘ. করুণা আবেগ

১৫. আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন ধরনের আবেগ?
ক. প্রশংসা
খ. বিস্ময়
● সম্বোধন
ঘ. অলংকার

SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment