SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ :  অনুসর্গ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ

১. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

২. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
● মাথার উপরে নীল আকাশ।
খ. ভালো করে খেয়ে নাও।
গ. মন দিয়ে লেখাপড়া করো।
ঘ. বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

৩. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
ক. এমন কাজ তোমার দ্বারা হবে না।
খ. কার কাছে গেলে জানা যাবে?
গ. সবার সামনে থাকবে।
● তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।

৪. কোনটি অনুসর্গের উদাহরণ?
ক. আপন, তুমি
খ. বলে, কয়ে
● অভিমুখে, কাছে
ঘ. জোরে, আস্তে

৫. ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?
● ক্রিয়াজাত অনুসর্গ
খ. ক্রিয়ামুখী অনুসর্গ
গ. ক্রিয়াধর্মী অনুসর্গ
ঘ. ক্রিয়ালগ্ন অনুসর্গ

৬. অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে?
ক. অ, য়
খ. কে, রে
● কে, র
ঘ. এ, তে

৭. নিচের কোনটি অনুসর্গ নয়?
ক. উপরে
খ. পিছনে
গ. মতো
● কয়ে

৮. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
● বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
খ. মাথার উপরে নীল আকাশ
গ. কার কাছে গেলে জানা যাবে
ঘ. এমন কাজ তোমার দ্বারা হবে না

৯. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্য?
ক. ভালো করে খেয়ে নাও।
● আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা
গ. সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।
ঘ. মন দিয়ে লেখাপড়া করা দরকার।

১০. সাধারণ অনুসর্গ কী ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
● ক্রিয়া

SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ

১১. অনুসর্গ শব্দের কোথায় বসে?
ক. আগে
খ. মাঝে
● পরে
ঘ. কোথাও না

১২. নিচের কোনগুলো অনুসর্গ?
● নিচে, ব্যতীত
খ. এবং, আর
গ. অথচ, নতুবা
ঘ. ধীরে, আস্তে

১৩. ‘আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।’— এখানে অনুসর্গ কোনটি?
ক. আজ
খ. বাংলাদেশ
গ. খেলা
● বনাম

১৪. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
ক. শব্দের পূর্বে
● শব্দের পরে
গ. শব্দের মধ্যে
ঘ. বাক্যের শেষে

১৫. আছ তুমি প্রভু জগৎ মাঝারে’— এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাইরে
খ. মধ্যে
● ব্যাপ্তি
ঘ. সঙ্গে

SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ

১৬. এ দেশের মাঝে একদিন সব ছিল। এখানে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সর্বত্র
খ. মধ্যে
● একদেশিক
ঘ. ব্যাপ্তি

১৭. ‘নিমেষ মাজেই সব শেষ’ বাক্যে মাঝে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
● ক্ষণকাল
খ. মধ্যে
গ. নিমিত্ত
ঘ. পর্যন্ত

১৮. “শরতের পর আসে বসন্ত”- এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক. বিরতি
খ. অবধি
গ. স্বপ্ন বিরতি
● দীর্ঘ বিরতি

১৯. “কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’– ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
ক. ব্যাপার
খ. প্রার্থনা
● নিমিত্ত
ঘ. প্রসঙ্গ

২০. ‘সীমার মাঝে অসীম তুমি’- বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যাপ্তি অর্থে
খ. ঐকদেশিক অর্থে
● মধ্যে অর্থে
ঘ. নিকট অর্থে

SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ

২১. অনুসর্গ কী?
ক. শব্দ বিভক্তি
খ. উপসর্গ
গ. ক্রিয়া বিভক্তি
● অব্যয়

২২. অনুসর্গ কী কাজ করে?
ক. বিভক্তির কাজ করে
খ. শব্দের অর্থ স্পষ্টতর করে
গ. শব্দের অর্থের পরিবর্তন করে
● বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

২৩. অনুসর্গের অপর নাম কী?
● কর্মপ্রবচনীয়
খ. অনুগামী সমুচ্চয়ী অব্যয়
গ. বিভক্তি
ঘ. অনম্বয়ী অব্য্য

২৪. বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা’-এ বাক্যে ‘বিনে’ অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক. সঙ্গে
খ. প্রয়োজনে
গ. নিমিত্তে
● ব্যতিরেকে

২৫. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’- এখানে ‘বিনা’-
ক. উপসর্গ
● অনুসর্গ
গ. বিভক্তি
ঘ. কারক

২৬. আসামীর পক্ষে উকিল কে?- এখানে ‘পক্ষে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সক্ষমতা
খ. হেতু
গ. নিমিত্ত
● সহায়

২৭. ‘শরতের পরে আসে বসন্ত’— বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে-
ক. বিরতি
খ. অবধি
গ. স্বপ্ন বিরতি
● দীর্ঘ বিরতি

২৮. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’— ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
ক. ব্যাপার
খ. প্রার্থনা
● নিমিত্ত
ঘ. প্রসঙ্গ

২৯. ‘সীমার মাঝে অসীম তুমি’- বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কোন অর্ধে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যাপ্তি অর্থে
● মধ্যে অর্থে
গ. ঐকদেশিক অর্থে
ঘ. নিকট অর্থে

SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment