এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ : ক্রিয়া অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
১. বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
● ক্রিয়া
ঘ. যোজক
২. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
ক. প্রত্যয়
খ. অনুসর্গ
● বিভক্তি
ঘ. উপসর্গ
৩. ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়—
ক. পুরুষ ভেদে
খ. কাল ভেদে
গ. বচন ভেদে
● ক ও খ উভয়ই
৪. নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই?
ক. সে গান করে আনন্দ পায়
● রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
গ. ভালো করে পড়াশোনা করবে
ঘ. পড়াশোনা করলে ভালো ফল হবে
৫. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
ক. শর্ত
খ. ভূত
গ. ভাবী
● সবগুলোই
৬. নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. সে বই পড়ছে
খ. তিনি আমাকে বই দিলেন
● লতা ঘুমায়
ঘ. সে গল্প লিখছে
৭. অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?
ক. সরল ক্রিয়া
● প্রযোজক ক্রিয়া
গ. নাম ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
৮. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কী বলে?
ক. সংযোগ ক্রিয়া
খ. নাম ক্রিয়া
গ. সরল ক্রিয়া
● যৌগিক ক্রিয়া
৯. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
● এগিয়ে চলা
খ. উদয় হওয়া
গ. ডিগবাজি খাওয়া
ঘ. বৃদ্ধি পাওয়া
১০. ধ্বন্যাত্মক নামক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে?
ক. চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে।
● পাখিটা ছটফটাচ্ছে।
গ. ঘণ্টা বেজে উঠল।
ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
১১. যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে কী বলে?
● সমাপিকা ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া
ঘ. সকর্মক ক্রিয়া
১২. অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হয়?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
১৩. ভূত অসমাপিকা ক্রিয়া রয়েছে কোন বাক্যে?
ক. সে গান শিখতে রাজশাহী যায়
খ. গান করলে তার মন ভালো হয়
● সে গান করে আনন্দ পায়
ঘ. তুমি গান করলে আমিও করব
১৪. বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার?
ক. দুই
খ. চার
● তিন
ঘ. পাঁচ
১৫. ‘সে বই পড়ছে।’— এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক. প্রযোজক ক্রিয়া
খ. নাম ক্রিয়া
গ. অকর্মক ক্রিয়া
● সকর্মক
১৬. শিক্ষক ছাত্রকে বই দিলেন। এখানে ‘ছাত্রকে’ পদটি কী?
● গৌণ কর্ম
খ. মুখ্য কর্ম
গ. সরল ক্রিয়া
ঘ. সংযোগ ক্রিয়া
১৭. গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
● পাঁচ
১৮. বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে -আ বা আনো প্রত্যয়যোগে কোন ক্রিয়া গঠিত হয়?
ক. সরল ক্রিয়া
● নাম ক্রিয়া
গ. সংযোগ ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
১৯. সংযোগ ক্রিয়ার উদাহরণ কোনটি?
ক. লিখছে
খ. চমকায়
গ. মরে যাওয়া
● পকেট মারা
২০. ‘আকাশে বিদ্যুৎ চমকায়’।- এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক. প্রযোজক ক্রিয়া
খ. সরল ক্রিয়া
● নাম ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
২১. কিসের পরে করা, কাটা, হওয়া, দেওয়া প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়?
ক. বিশেষণ
খ. বিশেষ্য
গ. ধ্বন্যাত্মক অব্যয়
● সবগুলোই
২২. একটিমাত্র পদ দিয়ে গঠিত এবং কর্তা এককভাবে সম্পাদিত ক্রিয়াকে কী বলে?
● সরল ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. নাম ক্রিয়া
ঘ. সংযোগ ক্রিয়া
২৩. কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?
● তুমি এখন যেতে পারো।
খ. আমি এইমাত্র এলাম।
গ. শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন।
ঘ. হামিদকে দেখে খুশি হলাম।
২৪. বাক্যের অপরিহার্য পদ কোনটি?
ক. নামপদ
● ক্রিয়াপদ
গ. কর্মপদ
ঘ. কর্তৃপদ
২৫. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?
● দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২৬. বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
ক. শুন, ধর্
খ. থ হ্, দেখ
● হ্, আছ
ঘ. আছ, শুন্
২৭. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয়ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
২৮. ‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’- বাক্যে ‘উঠলে’ ক্রিয়া পদটি কোন ক্রিয়াপদ?
● অসমাপিকা
খ. সমাপিকা
গ. প্রযোজক
ঘ. প্রযোজ্য
২৯. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. আমি চোখে দেখি না
খ. আমি রাতে খাব না
● আকাশে চাঁদ দেখি না
ঘ. ছেলেটি কানে শোনে না
৩০. ‘প্রয়োগ-বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে’- এর উদাহরণ কোনটি?
● আমি রাতে খাব না
খ. আকাশে চাঁদ দেখি না
গ. ছেলেটা কথা শোনে না
ঘ. বাবাকে আমার খুব ভয় হয়
SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ