SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ : বাংলা ব্যাকরণ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ

১. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-
ক. বাক্যতত্ত্ব
● ব্যাকরণ
গ. অর্থতত্ত্ব
ঘ. রূপতত্ত্ব

২. বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ১৫৫৩
● ১৭৪৩
গ. ১৭৭৮
ঘ. ১৯৪৮

৩. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
ক. উইলিয়াম কেরি
খ. রামমোহন রায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
● নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

৪. গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. উইলিয়াম কেরি
● রামমোহন রায়

৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান-
● ধ্বনি
খ. অক্ষর
গ. শব্দ
ঘ. বাক্য

৬. ‘বাগযন্ত্র’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
● ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

৭. শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে—
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
● অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

৮. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়?
● উপসর্গ
খ. প্রতিশব্দ
গ. অক্ষর
ঘ. কারক

৯. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?
ক. অর্থতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব
● বাক্যতত্ত্ব

১০. যোজক আলোচনা করা হয়—
ক. ধ্বনিতত্ত্বে
● রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্বে
ঘ. বাক্যতত্ত্বে

SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ

১১. ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে—
● ব্যাকরণ
খ. ভাষাবিজ্ঞান
গ. ধ্বনিবিজ্ঞান
ঘ. বাগার্থবিজ্ঞান

১২. এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. মানোএল দা আসসুম্পসাঁউ
● নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ. উইলিয়াম কেরি
ঘ. রাজা রামমোহন রায়

১৩. এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৭৪৩
● ১৭৭৮
গ. ১৮৩৩
ঘ. ১৭৪৩

১৪. উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন?
● ১৮০১
খ. ১৮৩৩
গ. ১৮১০
ঘ. ১৮২২

১৫. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?
ক. এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
● গৌড়ীয় ব্যাকরণ
গ. বাংলা ভাষার ব্যাকরণ
ঘ. বাঙ্গালা ব্যাকরণ

১৬. ব্যাকরণের আলোচ্য বিষয়-
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
● সবগুলোই সঠিক

১৭. স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
● ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব

১৮. নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়?
ক. শব্দনির্মাণ
খ. বাচ্য
গ. কারক
● ধ্বনিদল

১৯. ‘আবেগ শব্দ’ আলোচিত হয়—
ক. ধ্বনিতত্ত্বে
● রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে

২০. শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় –
ক. ধ্বনিতত্ত্বে
খ. বাক্যতত্ত্বে
● রূপতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে

SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment