SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ : বিশেষ্য অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ

১. যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কী বলে?
● বিশেষ্য
খ. যোজক
গ. অনুস
ঘ. সর্বনাম

২. বাক্যে ব্যবহারের সময়ে বিশেষ্যের সঙ্গে কী কী যুক্ত হয়?
● বিভক্তি, নির্দেশক ও বচন
খ. বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম
গ. বিশেষণ, অব্যয় ও ক্রিয়া
ঘ. অনুসর্গ, নির্দেশক ও বিশেষ্য

৩. ‘পদ্মা’ কোন জাতীয় নাম- বিশেষ্য?
ক. সৃষ্টি নাম
খ. কালনাম
● স্থাননাম
ঘ. ব্যক্তিনাম

৪. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. আকাশ
খ. হিমালয়
গ. পদ্মা
● নদী

৫. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?
● পরিবার ও মিছিল
খ. নদী ও সাগর
গ. সঞ্চিতা ও ইত্তেফাক
ঘ. আকাশ ও বই

৬. গুণ-বিশেষ্য কোনটি?
ক. সাগর
● সততা
গ. ভোজন
ঘ. বাহিনী

৭. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম বিশেষ্য?
● বৈশাখ
খ. হিমালয়
গ. আকাশ
ঘ. পবন

৮. যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে কী বলে?
● বিশেষ্য
খ. সর্বনাম,
গ. বিশেষণ
ঘ. ক্রিয়া

৯. বিশেষ্য সাধারণত কত প্রকার?
ক. দুই
খ. চার
● ছয়
ঘ. আট

১০. ‘ইত্তেফাক’ কোন ধরনের বিশেষ্য?
ক. জাতি-বিশেষ্য
● নাম-বিশেষ্য
গ. সমষ্টি-বিশেষ্য
ঘ. ক্রিয়া-বিশেষ্য

SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ

১১. ‘সোমবার’ কোন ধরনের নাম?
ক. ব্যক্তিনাম
খ. স্থাননাম
গ. সৃষ্টিনাম
● কালনাম

১২. নিচের কোনটি সৃষ্টিনামের উদাহরণ?
● গীতাঞ্জলি
খ. হিমালয়
গ. রমজান
ঘ. লতা

১৩. নিচের কোনটি জাতি-বিশেষ্য?
ক. বাহিনী
খ. পরিবার
গ. আকাশ
● ফুল

১৪. যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, তাকে কী বলে?
ক. নাম-বিশেষ্য
● ক্রিয়া-বিশেষ্য
গ. সমষ্টি-বিশেষ্য
ঘ. গুণ-বিশেষ্য

১৫. ‘আমি হিমালয় দেখিনি।’- এ বাক্যে কোন ধরনের বিশেষ্য ব্যবহৃত হয়েছে?
ক. জাতি-বিশেষ্য
খ. গুণ বিশেষ্য
গ. ক্রিয়া-বিশেষ্য
● নাম-বিশেষ্য

SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ

১৬. নিচের কোনটি গুণ বিশেষ্য নয়?
ক. সরলতা
খ. দয়া
● জনতা
ঘ. গুরুত্ব

১৭. কোন ধরনের বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত?
ক. নাম-বিশেষ্য
● জাতি-বিশেষ্য
গ. বস্তু-বিশেষ্য
ঘ. সমষ্টি-বিশেষ্য

১৮. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
ক. ভাববাচক বিশেষ্য
খ. গুণবাচক বিশেষণ
● গুণবাচক বিশেষ্য
ঘ. ভাব বিশেষণ

১৯. ‘সত্য পথে থেকে সত্য কথা বল’- এ বাক্যে ‘সত্য’ কোন পদ?
ক. বিশেষ্য
● বিশেষণ
গ. বিশেষণের বিশেষণ
ঘ. ভাববাচক বিশেষণ

২০. কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম?
ক. স্বয়ং, খোদ, আপনি
গ. যে, যিনি, যারা
● সব, সকল, তাবৎ
ঘ. এরা, ইহারা, ইনি

SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ

২১. ‘গীতাঞ্জলি’, ‘বিশ্বনবী’ কোন প্রকারের বিশেষ্য পদ?
● সংজ্ঞাবাচক
খ. গুণবাচক
গ. সমষ্টিবাচক
ঘ. বস্তুবাচক

২২. বিশেষ্য পদ কত প্রকার?
ক. পাঁচ
খ. চার
গ. সাত
● ছয়

২৩. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. গরু
খ. সমিতি
গ. বীরত্ব
● গীতাঞ্জলি

২৪. ‘তিতাস একটি নদীর নাম।’ বাক্যে নদী কোন প্রকার বিশেষ্য?
ক. নামবাচক
● জাতিবাচক
গ. বস্তুবাচক
ঘ. সমষ্টিবাচক

২৫. চাউল, চিনি, কাঠ, পানি— এগুলো কোন ধরনের বিশেষ্য?
ক. ব্যক্তিবাচক
খ. জাতিবাচক
● বস্তুবাচক
ঘ. ঘসমষ্টিবাচক

২৬. ‘ভোজন’ কোন প্রকারের বিশেষ্য?
ক. গুণবাচক
● ভাববাচক
গ. সমষ্টিবাচক
ঘ. বস্তুবাচক

২৭. ‘নদী ও পর্বত’ কোন ধরনের বিশেষ্য পদ?
ক. সংজ্ঞাবাচক
● জাতিবাচক
গ. বস্তুবাচক
ঘ. সমষ্টিবাচক

২৮. ‘এ এক বিরাট সত্য’– এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
● বিশেষ্যরূপে
খ. বিশেষণরূপে
গ. অব্যয়রূপে
ঘ. বিশেষণের বিশেষণরূপে

SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment