SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ : শব্দের শ্রেণিভাগ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

১. উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডার কত প্রকার?
ক. তিন
● চার
গ. ছয়
ঘ. দুই

২. নিচের কোনটি তৎসম শব্দ?
● গ্রহ
খ. কুড়ি
গ. কলম
ঘ. পাখি

৩. কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ?
● তৎসম
খ. তদ্ভব
গ. দেশি
ঘ. বিদেশি

৪. গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত, যথা-
ক. প্রত্যয় ও বিভক্তি
খ. ধ্বনি ও বর্ণ
● মৌলিক ও সাধিত
ঘ. তৎসম ও তদ্ভব

৫. পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
ক. পাঁচ
খ. সাত
● আট
ঘ. দশ

৬. কোনটি পদের নাম নয়?
ক. আবেগ
খ. অনুসর্গ
গ. যোজক
● পদাণু

৭. বাংলা শব্দভান্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায়?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

৮. তৎসম ও তদ্ভব শ্রেণিকে কোন উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়?
● নিজস্ব
খ. পরের
গ. আগন্তুক
ঘ. পরিচিত

৯. সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কী বলা হয়?
ক. দেশি শব্দ
খ. বিদেশি শব্দ
● তৎসম শব্দ
ঘ. তদ্ভব শব্দ

১০. কোন শ্রেণির শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র?
ক. তৎসম
খ. দেশি
গ. বিদেশি
● তদ্ভব

SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

১১. তৎসম ও তদ্ভব শব্দগুলো কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে?
● প্রাচীন ভারতীয় আর্য
খ. উর্দু
গ. ফারসি
ঘ. হিন্দি

১২. নিচের কোনটি পারিভাষিক হলেও তৎসম শব্দ হিসেবে গণ্য?
ক. পৃথিবী
খ. আকাশ
● গণপ্রজাতন্ত্রী
ঘ. বৃক্ষ

১৩. নিচের কোনটি তদ্ভব শব্দ?
ক. আকাশ
খ. পেট
● কুমির
ঘ. চুলা

১৪. বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পাওয়া শব্দগুলোকে কী বলে?
ক. তৎসম শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. বিদেশি শব্দ
● দেশি শব্দ

১৫. নিচের কোন শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ?
ক. খোদা, দোজখ
● ঈদ, উকিল
গ. গুদাম, চাবি
ঘ. নামাজ, রোজা

১৬. পাদ্রি’ কোন ভাষার শব্দ?
● পর্তুগিজ
খ. ফরাসি
গ. ইংরেজি
ঘ. ওলন্দাজ

১৭. ‘তুরুপ’ কোন ভাষার শব্দ?
ক. হিন্দি
খ. আরবি
● ওলন্দাজ
ঘ. তুর্কি

১৮. নিচের কোনটি দেশি শব্দ?
ক. আকাশ
খ. সাপ
গ. পাখি
● কুলা

১৯. ‘বোতল’ কোন ভাষার শব্দ?
ক. ফাসি
● ইংরেজি
গ. তুর্কি
ঘ. হিন্দি

২০. নিচের কোনটি হিন্দি শব্দ নয়?
● বাকি
খ. হালুয়া
গ. ধোলাই
ঘ. পানি

SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

২১. নিচের কোনটি সাধিত শব্দ?
ক. পাখি
খ. গাছ
● পরিচালক
ঘ. গোলাপ

২২. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম কী হয়?
ক. বচন
খ. উপসর্গ
● পদ
ঘ. বিভক্তি
২৩. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
ক. তিনটি
খ. চারটি
● পাঁচটি
ঘ. ছয়টি

২৪. তৎসম শব্দের ‘তৎ’ কোনটি বোঝায়?
● সংস্কৃত
খ. বাংলা
গ. প্রাকৃত
ঘ. অসমীয়া

২৫. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
● তৎসম শব্দ
খ. দেশি শব্দ
গ. তদ্ভব শব্দ
ঘ. বিদেশি শব্দ

SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

২৬. নিচের কোনটি তৎসম শব্দ?
● চন্দ্র/ ধর্ম
খ. গিন্নী
গ. ডিঙ্গা
ঘ. ঈমান

২৭. নিচের কোনটি তৎসম শব্দ?
ক. চাঁদ
খ. কুলা
● ভবন
ঘ. চামার

২৮. “চন্দ্র” কোন শব্দের উদাহরণ
● তৎসম
খ. দেশি
গ. ডামার
ঘ. বিদেশি

২৯. সংস্কৃত ‘চর্মকার’ শব্দটির তদ্ভব ‘চামার’-এর প্রাকৃত রূপ কোনটি?
ক. চাকার
খ. চদ্মকর
● চম্মআর
ঘ. চম্মার

৩০. কোন শব্দগুলোকে ‘খাঁটি বাংলা’ শব্দও বলা হয়?
ক. তৎসম শব্দ
● তদ্ভব শব্দ
গ. দেশি শব্দ
ঘ. অর্ধতৎসম শব্দ

SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

৩১. কোনটি তদ্ভব শব্দ
ক. চাবি
● চামার
গ. চাকর
ঘ. কুলা

৩২. নিচের কোনটি তদ্ভব শব্দ?
ক. ভবন
● চামার
গ. কুচ্ছিত
ঘ. টোপর

৩৩. তদ্ভব কোন ধরনের শব্দ?
ক. আঞ্চলিক
খ. হিন্দি
● পারিভাষিক
ঘ. সংস্কৃত

৩৪. নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ?
ক. চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র
খ. আইন, আদালত, দারোগা, পুলিশ
● চোখ, নাক, কান, মাথা
ঘ. লাল, নীল, সবুজ, খয়েরী

৩৫. ‘হাত’ শব্দটি কোন শ্রেণির?
● তদ্ভব
খ. দেশি
গ. তৎসম
ঘ. বিদেশি

৩৬. খাঁটি বাংলা শব্দ কোনগুলো?
ক. চন্দ্র, ভবন
খ. আলমারি, গির্জা
গ. হস্ত, চর্মকার
● খেমটা, ঢেপসা

৩৭. অনেক সময় কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না?
● দেশি
খ. বিদেশি
গ. অর্ধ-তৎসম
ঘ. তদ্ভব

৩৮. কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক. লুঙ্গি
● খোকা
গ. সাবেক
ঘ. সম্রাট

৩৯. কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক. খোকা
খ. সম্রাট
● গঞ্জ
ঘ. লুঙ্গি

৪০. ‘কুড়ি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. মুণ্ডারী ভাষা
খ. তামিল ভাষা
● কোল ভাষা
ঘ. পর্তুগিজ ভাষা

SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

৪১. কোনটি দেশি শব্দ?
● ডিঙ্গা
খ. চিনি
গ. চামার
ঘ. শ্রাদ্ধ

৪২. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা
খ. তুর্কি
● মায়ানমার
ঘ. জাপানি

৪৩. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
ক. চাকু
● চুলা
গ. চিনি
ঘ. চাকর

SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment