এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় MCQ : উপসর্গ দিয়ে শব্দ গঠন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় MCQ
১. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ?
● প্রবীণ
খ. ভিখারি
গ. বাবুয়ানা
ঘ. সেলাই
২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নাহক
খ. নাজুক
● নালায়েক
ঘ. নাদাবি
৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
ক. আখাম্বা
খ. উপকূল
গ. অনভিজ্ঞ
● আরক্ত
৪. নিচের কোনটি উপসর্গ?
ক. গুলো
● উপ
গ. ও
ঘ. টা
৫. ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
● ছোটো
খ. নিম্ন
গ. বিপরীত
ঘ. শূন্য
৬. বাংলা ভাষায় কতগুলো উসপর্গ রয়েছে?
ক. কয়েকটি
খ. অর্ধশত
● অর্ধশতাধিক
ঘ. শতাধিক
৭. একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?
● সম্প্রদান
খ. অভিযোগ
গ. সম্পত্তি
ঘ. অত্যাচার
৮. উপসর্গের কী নেই?
ক. অস্তিত্ব
● অর্থ
গ. বাস্তবতা
ঘ. অর্থদ্যোতনা
৯. উপসর্গের কী আছে?
ক. অর্থ
খ. স্বাধীন ব্যবহার
গ. মান
● অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা
১০. ‘অনুগমন’ শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিকৃত
খ. চমৎকার
গ. অর্ধেক
● পিছনে
SSC বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় MCQ
১১. অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. অধিকার
খ. সুকৌশল
● অত্যাচার
ঘ. গরহাজির
১২. ‘আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত-জোভাত। ‘ — বাক্যে কোন পদে উপসর্গ আছে?
ক. আজকাল
● হাভাত
গ. জোভাত
ঘ. ভদ্দরলোকদের
১৩. ‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
● অপূর্ণ
খ. বিপরীত
গ. মন্দ
ঘ. সদৃশ
১৪. চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● ভরজোয়ার
খ. নিমখুন
গ. প্রতিধ্বনি
ঘ. সংযোজন
১৫. ‘রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে।’- এ বাক্যে উপসর্গযোগে গঠিত পদ কোনটি?
ক. রোহিঙ্গারা
● উদ্বাস্তু
গ. হয়ে
ঘ. গেছে
১৬. মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. কদবেল
খ. দুর্মূল্য
● দরদালান
ঘ. প্রগতি
১৭. ‘বিভূঁই’ শব্দে কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?
ক. বিপরীত
● ভিন্ন
গ. সামান্য
ঘ. তুলা
১৮. ‘কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন।’- এ বাক্যে ‘পরিত্যাগ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিরুদ্ধ
● সম্পূর্ণ
গ. প্রচণ্ড
ঘ. অভাব
১৯. অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● অবগুণ্ঠন
খ. হাভাত
গ. পাতিহাঁস
ঘ. বেদখল
২০. ‘কদবেল’ শব্দে ‘কদ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নেতি
খ. অতিশয়
● গৌণ
ঘ. তুল্য
SSC বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় MCQ
২১. উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে?
ক. গরহাজির
খ. সম্পূর্ণ
গ. অত্যাচার
● সুনজর
২২. উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
● অভিজাত
খ. অভিজ্ঞ
গ. ভরপেট
ঘ. নিমরাজি
SSC বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।