এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ : প্রতিশব্দ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
১. প্রতিশব্দ কী?
● অভিন্ন শব্দ
খ. ভিন্ন শব্দ
গ. ভিন্নার্থক শব্দ
ঘ. বিপরীত শব্দ
২. ‘আইন’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক.. নিয়ম
খ. কানুন
গ. বিধান
● শশী
৩. একটি শব্দের অনুরূপ, অবিকল ও নিকটবর্তী অর্থ প্রকাশকে কী বলে?
● প্রতিশব্দ
খ. ভিন্নার্থক শব্দ
গ. বিপরীত শব্দ
ঘ! সমোচ্চারিত শব্দ
৪. নিচের কোনটি ‘গৃহ’ শব্দের প্রতিশব্দ নয়?
● নয়ন
খ. আলয়
গ. ঘর
ঘ. বাড়ি
৫. ‘পৃথিবী’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
● অবনী
খ. জননী
গ. নীর
ঘ. জীবন
৬. আদিত্য, সবিতা, রবি, দিবাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?
ক. অর্ণব
● সূর্য
গ. নৃপ
ঘ. গিরি
৭. ‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. বারিধি
● বীচি
গ. ইন্দু
ঘ. দ্রুম
৮. “স্বামী” শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. দয়িত
● ক্ষিতি
গ. দয়িত
ঘ. বল্লভ
৯. কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?
ক. বাঘ
● সিংহ
গ. হাতি
ঘ. হরিণ
১০. ‘পত্বপ্রাপ্তি’ কোন শব্দের প্রতিশব্দ?
● নিপাত
খ. শবরী
গ. উদ্ধাহ
ঘ. সুত
SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
১১. ‘রাণী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. রাজ্ঞা
খ. মহিষী
● সবগুলোই
ঘ. বেগম
১২. ‘বিবাহ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. উদ্বাহ
খ. নিকা
● পাট্টা
ঘ. পরিণয়
১৩. ‘বারণ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পাণি
● দ্বিরদ
গ. ভানু
ঘ. মৃগেন্দ্ৰ
১৪. ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
● প্রভঞ্জন
খ. জীমূত
গ. অভ্র
ঘ. নীরদ
১৫. ‘পর্বত’ শব্দের প্রতিশব্দ কোনটি?
● শৈল
খ. উপল
গ. অশ্ম
ঘ. উদক
১৬. ‘কূল’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. সৈকত
খ. কিনারা
গ. পাড়
● সবগুলোই
১৭. ‘মৃগাঙ্ক’ কোন শব্দটির প্রতিশব্দ?
ক. চিকুর
● বিধু
গ. তুরপ
ঘ. সিংহ
১৮. ‘স্ত্রী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. ভার্যা
খ. জায়া
গ. দারা
● মহিষী
১৯. ‘সূর্য’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. বিধু
খ. হিমাংশু
গ. নিশাকর
● সবিতা
২০. ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?
● অর্ণব
খ. বিভব
গ. মেদিনী
ঘ. ফণী
SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
২১. কোনটি ‘পর্বত’ শব্দের প্রতিশব্দ?
ক. ধরণী
খ. তিমির
গ. চিকুর
● অদ্রি
২২. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. অশনি
● অম্বর
গ. বিভাবরী
ঘ. নীলাম্বু
২৩. কোনটি ‘অলক’ শব্দের প্রতিশব্দ?
ক. নন্দন
খ. তমসা
● চিকুর
ঘ. মেঘলা
২৪. ‘সপ’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
ক. অহি
খ. নাগ
● জলধি
ঘ. ফণী
২৫. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. অশনি
● ব্যোম
গ. বিভাবরী
ঘ. নীলাম্বু
২৬. ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. নিচয়
খ. শর্বরী
গ. অভ্র
● জলধি
২৭. ‘আগুন’ শব্দের প্রতি শব্দ কোনটি?
● হুতাশন
খ. তপন
গ. অম্বর
ঘ. পবন
২৮. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. অরণী
● অবনী
গ. অর্ণব
ঘ. অম্বু
২৯. ‘সাপ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
● অহি
খ. কর
গ. করী
ঘ. সুর
৩০. ‘অশ্ব’ অর্থ কী?
● ঘোড়া
খ. পাথর
গ. ধারাল
ঘ. আশাহীন
SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
৩১. ‘ঐরাবত’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. দিপু
● দ্বিপ
গ. দ্বীপ
ঘ. দীপ
৩২. ‘অম্বু’ শব্দের প্রতিশব্দ কোনটি?
● পানি
খ. আকাশ
গ. বাতাস
ঘ. পর্বত
৩৩. ‘শশক’-এর প্রতিশব্দ কোনটি?
● খরগোশ
খ. চাঁদ
গ. সমুদ্র
ঘ. পাগাড়
৩৪. ‘অর্ণব’— অর্থ কী?
ক. শৈল
খ. সৈকত
● সমুদ্র
ঘ. সুধাংশ
৩৫. ‘পারাবার’ নিচের কোনটির সমার্থক শব্দ?
● সমুদ্র
খ. পাহাড়
গ. নদী
ঘ. হাতি
৩৬. ‘পাবক’ শব্দের প্রতিশব্দ—
● আগুন
খ. পানি
গ. পর্বত
ঘ. বাতাস
৩৭. ‘রত্নাকর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পানি
খ. বাতাস
● সমুদ্র
ঘ. মাটি
২৮. ‘অহি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
● সাপ
খ. হাতি
গ. হরিণ
ঘ. শশধর
SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ