নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ :  বাংলাদেশের গুরুত্বপূণ অর্থনৈতিক প্রসঙ্গ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১. নিচের কোন দুইটি ধারণা এক মনে হলেও আসলে এক নয়?
ক. ধনতান্ত্রিক ও পুঁজিবাদী
খ. পুঁজিবাজার ও শেয়ারবাজার
● অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
ঘ. মূলধন বাজেট ও উন্নয়ন বাজেট

২. সাধারণত জিডিপি বৃদ্ধির কোন হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে?
ক. বার্ষিক হার
খ. শতাংশিক হার
● গাণিতিক হার
ঘ. জ্যামিতিক হার

৩. কোনটি দ্বারা জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে অর্থনীতির গুণগত পরিবর্তন বোঝায়?
ক. অর্থনৈতিক গতিধারা
খ. অর্থনৈতিক কাঠামো
গ. অর্থনৈতিক প্রবৃদ্ধি
● অর্থনৈতিক উন্নয়ন

৪. কোনটি দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা যায়?
● জিডিপি বৃদ্ধি
খ. উৎপাদন
গ. সঞ্চয়
ঘ. ভোগ

৫. অর্থনৈতিক উন্নয়নের ফলে কোনটি ক্রমাগত বৃদ্ধি পায়?
ক. জাতীয় আয়
● মাথাপিছু আয়
গ. সঞ্চয়
ঘ. রেমিটেন্স

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৬. কোনটি বৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধিই যথেষ্ট?
ক. অর্থনৈতিক প্রবৃদ্ধি
খ. মোট বিনিয়োগ
● অর্থনৈতিক উন্নয়ন
ঘ. মাথাপিছু আয়

৭. অর্থনৈতিক উন্নয়ন সম্বন্ধে সঠিক ধারণা পেতে হলে কোন বিষয়টি বুঝতে হবে?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি
খ. অর্থনৈতিক কাঠামো
● অর্থনৈতিক প্রবৃদ্ধি
ঘ. অর্থনীতির দিক নির্দেশনা

৮. একটি দেশের সামগ্রিক পরিবর্তনের মাধ্যমে জনগণের মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধি দ্বারা কোনটি প্রকাশ পায়?
ক. অর্থনৈতিক প্রবৃদ্ধি
● অর্থনৈতিক উন্নয়ন
গ. অর্থনৈতিক পরিবর্তন
ঘ. অর্থনীতির কাঠামো

৯. অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কোনটি বৃদ্ধিই যথেষ্ট?
● নিট জাতীয় আয়
খ. মোট জাতীয় আয়
গ. মোট সঞ্চয়
ঘ. মোট বিনিযোগ

১০. মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারা নিচের কোনটি পরিমাপ করা হয়?
ক. অর্থনৈতিক উন্নয়ন
● অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ. জনসংখ্যা বৃদ্ধির হার
ঘ. জাতীয় আয়

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১১. দেশের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সার্বিক আর্থ-সামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে কী বলে? ক. অর্থনৈতিক সমৃদ্ধি
খ. অর্থনীতির বিকাশ
● অর্থনৈতিক উন্নয়ন
ঘ. অর্থনীতির দিক-নির্দেশনা

১২. স্তরের ভিত্তিতে বিশ্বের দেশসমূহ কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

১৩. উন্নত দেশে কোনটি গঠনে বিশেষ নজর রাখে?
ক. উন্নত প্রযুক্তি
● দক্ষ জনশক্তি
গ. উন্নত পরিবহন
ঘ. উন্নত অবকাঠামো

১৪. উন্নত দেশ কী ধরনের পণ্য বেশি উৎপন্ন করে?
ক. কৃষিজাত পণ্য
● শিল্পজাত পণ্য
গ. প্রাথমিক পণ্য
ঘ. নিত্যপ্রয়োজনীয় পণ্য

১৫. অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কী?
ক. কারিগরি জ্ঞান
● রাজনৈতিক স্থিতিশীলতা
গ. দক্ষ প্রশাসন
ঘ. দক্ষ জনশক্তি

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১৬. কোনটি অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক শর্ত?
● মূলধন গঠন
খ. দক্ষ জনশক্তি
গ. শিক্ষা বিস্তার
ঘ. দক্ষ প্রশাসন

১৭. কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য?
ক. জনসংখ্যাধিক্য
খ. অধিক জনশক্তি
● দক্ষ প্রশাসন
ঘ. কৃষি ও শিল্পের ক্রম উন্নয়ন

১৮. কী কারণে উন্নত দেশে উদ্যোক্তাগণ বিনিয়োগ ও উৎপাদনে এগিয়ে আসে?
ক. উর্বর ভূমি
খ. স্বল্প জনসংখ্যা
● রাজনৈতিক স্থিতিশীলতা
ঘ. কৃষিভিত্তিক অর্থনীতি

১৯. কোন ধরনের দেশে গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হয়?
ক. অনুন্নত
খ. স্বল্পোন্নত
গ. উন্নয়নশীল
● উন্নত

২০. কীভাবে দক্ষ জনশক্তি তৈরি হয়?
ক. জনসংখ্যা বিদেশে পাঠিয়ে
● প্রশিক্ষণের মাধ্যমে
গ. সংস্কৃতির মাধ্যমে
ঘ. বেকারত্ব হ্রাস করে

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

২১. উন্নত দেশের শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণ কী?
ক. শিক্ষার প্রসার
● কারিগরি জ্ঞানের উন্নতি
গ. প্রযুক্তির প্রসার
ঘ. কারখানার পরিবেশ

২২. উন্নত দেশ প্রকৃতিকে বশে এনেছে কোন জ্ঞানের দ্বারা?
ক. সাধারণ জ্ঞান
খ. রাজনৈতিক জ্ঞান
● কারিগরি জ্ঞান
ঘ. বাস্তব জ্ঞান

২৩. কীভাবে একটি রাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়?
ক. শ্রমিকের অভাবে
খ. স্বল্প প্রাকৃতিক সম্পদে
গ. প্রাথমিক পণ্যের স্বল্পতায়
● রাজনৈতিক অস্থিতিশীলতায়

২৪. কোন ধরনের দেশ ভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুষ্ঠু সংরক্ষণ করে?
● উন্নত
খ. স্বল্পোন্নত
গ. উন্নয়নশীল
ঘ. অনুন্নত

২৫. কোনটি উন্নত দেশের অন্তর্ভুক্ত?
ক. ভারত
খ. মালেশিয়া
● জাপান
ঘ. শ্রীলংকা

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

২৬. কোন ধরনের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে?
● উন্নত
খ. স্বল্পোন্নত
গ. উন্নয়নশীল
ঘ. অনুন্নত

২৭. এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশ কোন স্তরের?
● অনুন্নত
খ. সমাজতান্ত্রিক
গ. উন্নত
ঘ. অতি উন্নত

২৮. অনুন্নত দেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে?
ক. নদীর তীরে
খ. বস্তি এলাকায়
● গ্রামে
ঘ. শহরে

২৯. কোন দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা ও প্রযুক্তি সনাতনী?
ক. উন্নত
● অনুন্নত
গ. অতি উন্নত
ঘ. পুঁজিবাদী

৩০. অনুন্নত দেশে জাতীয় আয়ের একটি বৃহৎ অংশ কোন খাত থেকে আসে?
ক. শিল্প
খ. সেবা
● কৃষি
ঘ. বাণিজ্য

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৩১. অর্থনৈতিক উন্নয়নের মাত্রা ও স্তরের ভিত্তিতে আফ্রিকার দেশসমূহ কোন পর্যায়ে পড়ে?
ক. উন্নত
খ. উন্নয়নশীল
● অনুন্নত
ঘ. স্বল্পন্নোত

৩২. নিচের কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য?
● কৃষিভিত্তিক অর্থনীতি
খ. দক্ষ জনশক্তি
গ. শিল্পের ওপর নির্ভরশীলতা
ঘ. মূলধনের গঠন

৩৩. অনুন্নত দেশের অধিকাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কীসের ওপর নির্ভরশীল?
● কৃষি
খ. প্রযুক্তি
গ. শিল্প
ঘ. সেবা

৩৪. অনুন্নত দেশে দারিদ্র্যের দুষ্টচক্র বিরাজমান থাকায় এখানে উন্নয়নের গতি কেমন?
ক. স্থবির
খ. বর্ধনশীল
গ. অতি দ্রুত
● মন্থর

৩৫. কোনটির আধিক্যের ফলে শিক্ষা ও যানবাহনের ব্যবস্থা সন্তোষজনকভাবে করা যায় না?
ক. মূলধনের
● জনসংখ্যার
গ. শিল্পের
ঘ. বেকারত্বের

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৩৬. অনুন্নত দেশে বাণিজ্যের ভারসাম্য কীরূপ থাকে?
ক. সুষম
● ঘাটতি
গ. অনুকূল
ঘ. উদ্বৃত্ত

৩৭. প্ৰতিকূল বাণিজ্য শর্ত কোন দেশের বৈশিষ্ট্য?
● অনুন্নত
খ. স্বল্পোন্নত
গ. উন্নয়নশীল
ঘ. উন্নত

৩৮. অনুন্নত দেশ কোন ধরনের পণ্য আমদানি করে?
ক. নিত্যপ্রয়োজনীয়
খ. মৎস্যজাত পণ্য
● শিল্পজাত পণ্য
ঘ. প্রাথমিক পণ্য

৩৯. অনুন্নত দেশে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
● আমদানি > রপ্তানি
খ. আমদানি < রপ্তানি
গ. আমদানি = রপ্তানি
ঘ. আমদানি রপ্তানি

৪০. উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ কীসের ওপর নির্ভরশীল?
ক. শিল্প
খ. বিদেশ থেকে
গ. ব্যবসায় থেকে
● কৃষি

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৪১. উন্নয়নশীল দেশে কোনটি থেকে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে?
ক. শিল্প থেকে
● কৃষি থেকে
গ. বিদেশ থেকে
ঘ. ব্যবসায় থেকে

৪২. উন্নয়নশীল দেশে শিল্পের প্রসার কম কেন?
● কৃষিপ্রধান বলে
খ. শিল্পপ্রধান বলে
গ. প্রকৃতির পূজারি বলে
ঘ. সামাজিক বাধা আছে বলে

৪৩. উন্নয়নশীল দেশের বৈদেশিক বাণিজ্যে কী ঘটে?
ক. সুষম হয়
খ. উদ্বৃত্ত থাকে
● ঘাটতি থাকে
ঘ. সমান থাকে

৪৪. কোন ধরনের দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে?
ক. স্বাধীন
খ. উন্নত
● উন্নয়নশীল
ঘ. স্বল্পোন্নত

৪৫. কোন ধরনের দেশের মাথাপিছু আয় ক্রমবর্ধনশীল?
ক. অনুন্নত
খ. স্বল্পোন্নত
● উন্নয়নশীল
ঘ. উন্নত

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৪৬. কোনটি উন্নয়নশীল দেশে উৎপাদন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে?
● কৃষিপণ্যের মূল্যের অস্থিতিশীলতা
খ. মাথাপিছু আয়
গ. অধিক জনসংখ্যা
ঘ. উদ্যোক্তা শ্রেণি

৪৭. উন্নয়নশীল দেশে কোনটি মূলধন গঠনের পথে অন্তরায়?
ক. কম বিনিয়োগ
● কম সঞ্চয়
গ. কম মূলধন
ঘ. কম মাথাপিছু আয়

৪৮. কোন ধরনের দেশে প্রতি বছর বৈদেশিক বাণিজ্যে ঘাটতির সম্মুখীন হতে হয়?
ক. উন্নত
খ. পুঁজিবাদী
গ. স্বল্পোন্নত
● উন্নয়নশীল

৪৯. উন্নয়নশীল দেশে কোন ধরনের পণ্যের মূল্যে উত্থান-পতন বেশি হয়?
● কৃষিপণ্য
খ. ভোগ্যপণ্য
গ. শিল্পপণ্য
ঘ. জাকজমকপূর্ণ পণ্য

৫০. নিচের কোন দেশটি শিল্প ও বাণিজ্যে দ্রুত উন্নতি লাভ করেছে?
ক. বাংলাদেশ
খ. মায়ানমার
● মালয়েশিয়া
ঘ. শ্রীলংকা

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৫১. কোন মহাদেশের অধিকাংশ দেশে উন্নয়নের গতি অতি মন্থর?
ক. এশিয়া
● আফ্রিকা
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. উত্তর আমেরিকা

৫২. কোনটি জরুরি হওয়া সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতি মন্থর?
ক. শিল্প উন্নয়ন
● কৃষি উন্নয়ন
গ. অবকাঠামো
ঘ. জীবনযাত্রার মান

৫৩. কোনটি অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু?
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
● উদ্যোক্তা

৫৪. বাংলাদেশে উদ্যোক্তারা ঝুঁকি নিতে চায় না কেন?
● রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য
খ. মুনাফা কম হয় বলে
গ. বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই বলে
ঘ. শ্রমিকের স্বল্পতার জন্য

৫৫. দারিদ্র্যের দুষ্টচক্র একটি দেশে কিসে বাধা সৃষ্টি করে?
● উন্নয়নে
খ. জনসংখ্যায়
গ. মূলধন গঠনে
ঘ. সঞ্চয়ে

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৫৬. বাংলাদেশে কোনটি সক্রিয়?
ক. প্রযুক্তির ব্যবহার
● দারিদ্র্যের দুষ্টচক্র
গ. শিক্ষার অবমূল্যায়ন
ঘ. দুর্যোগ

৫৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় কী?
ক. কৃষিনির্ভর অর্থনীতি
খ. বৈদেশিক নির্ভরশীলতা
● দারিদ্র্যের দুষ্টচক্র
ঘ. শিল্পে অনগ্রসরতা

৫৮. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক কে?
● র্যা গনার নার্কস
খ. অ্যাডাম স্মিথ
গ. জে এম কেইন্স
ঘ. ডেভিড রিকার্ডো

৫৯. একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র’—উক্তিটি কার?
ক. লর্ড কেইনস্
খ. আলফ্রেড মার্শাল
● র্রাগনার নার্কস
ঘ. লায়নের রানিস

৬০. বাংলাদেশের অর্থনীতিতে কীসের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হয়?
ক. উদ্যোক্তার অভাব
খ. বৈদেশিক সাহায্য কম
● রাজনৈতিক অস্থিতিশীলতা
ঘ. দারিদ্র্যের দুষ্টচক

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৬১. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সর্বত্র কোনটি বিরাজমান?
ক. উন্নত তথ্য প্রযুক্তি
খ. রনির্ভরশীলতা
গ. দক্ষ জনশক্তি
● দুর্বল বাজার কাঠামো

৬২. রাজনৈতিক অস্থিতিশীলতা অধিকতর দেশি-বিদেশি বিনিয়োগের জন্য কী?
● প্রতিকূল
খ. মঙ্গলজনক
গ. অনুকূল
ঘ. সুবিধাজনক

৬৩. কোন কারণে উৎপাদকের কাছে বাজার দাম লাভজনক হয় না?
● সচেতনতার অভাবে
খ. বৈদেশিক সাহায্যের অভাবে
গ. বিক্রেতার অসহযোগিতার অভাবে
ঘ. তথ্য প্রযুক্তির অভাবে

৬৪. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোন ধরনের জনশক্তির অভাব রয়েছে?
● কর্মমুখী শিক্ষিত ও দক্ষ
খ. কর্মক্ষম
গ. পরামর্শ দেওয়ার মতো
ঘ. পুঁজি যোগান দেয়ার মতো

৬৫. কোনটি NGO-এর পূর্ণরূপ?
● Non Government Organization
খ. National Government Organization
গ. New Government Organization
ঘ. Not Government Organization

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৬৬. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৫
খ. ১৯৮০
গ. ১৯৯২
● ১৯৭২

৬৭. বেসরকারি সংস্থাসমূহ তাদের কার্যক্রম ও ব্যাপ্তি লাভ করে কোন সময়?
ক. ধান কাটার পর
খ. কৃষিকাজ না থাকলে
গ. অর্থনৈতিক উন্নতির সময়
● প্রাকৃতিক দুর্যোগের সময়

৬৮. কোন সংস্থার মাধ্যমে সরকার দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে?
ক. স্বনির্ভর বাংলাদেশ
● পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন
গ. শক্তি ফাউন্ডেশন
ঘ. ব্যুরো বাংলাদেশ

৬৯. বাংলাদেশের NGO সাধারণত কোন ধরনের ঋণদান করে?
● ক্ষুদ্র
খ. বড়
গ. মাঝারি
ঘ. বৃহৎ

৭০. বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কোনটি প্রথম গঠিত হয়?
ক. স্বনির্ভর বাংলাদেশ
খ. প্রশিকা
গ. আশা
● ব্র্যাক

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৭১. বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী সংস্থা কোনটি?
ক. টিএমএসএস
● ব্র্যাক
গ. আশা
ঘ. প্রশিকা

৭২. বেসরকারি সংস্থা ব্র্যাক বাংলাদেশের কতটি গ্রামে কাজ করে?
ক. ৩৫ হাজার
খ. ৫৫ হাজার
গ. ৬৫ হাজার
● ৭০ হাজার

৭৩. বেসরকারি সংস্থা ব্র্যাক বাংলাদেশের কতটি বস্তিতে কাজ করে?
ক. ১৫০০
খ. ১৯৫০
● ২০০০
ঘ. ২২০০

৭৪. কোন সালে স্বনির্ভর বাংলাদেশ আত্মপ্রকাশ করে?
● ১৯৭৫
খ. ১৯৭৮
গ. ১৯৮৫
ঘ. ১৯৯২

৭৫. আহসানউল্লাহ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এমন একটি সংস্থা ঋণ নিল যে সংস্থাটি ১৯৭৫ সালে আত্মপ্রকাশ করে। সংস্থা নাম কী?
ক. ব্র্যাক
খ. আশা
● স্বনির্ভর বাংলাদেশ
ঘ. ব্র্যাক

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৭৬. কোন সালে বেসরকারি সংস্থা আশা প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭২
খ. ১৯৮৬
গ. ১৯৭৫
● ১৯৯২

৭৭. বর্তমানে আত্মনির্ভর দ্রুত বর্ধমান সর্ববৃহৎ ক্ষুদ্রঋণদানকারী সংস্থা কোনটি?
● আশা
খ. ব্র্যাক
গ. প্রশিকা
ঘ. ব্যুরো বাংলাদেশ

৭৮. শক্তি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮২ সালে
● ১৯৯২ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৭ সালে

৭৯. কোন সংস্থা নারীদের স্বাস্থ্য, ব্যবসা ও সামাজিক উন্নয়নে কাজ করে?
● শক্তি ফাউন্ডেশন
খ. কেয়ার
গ. প্রশিকা
ঘ. আশা

৮০. বড় বড় শহরের বস্তির দুস্থ মহিলাদেরকে কোন সংস্থা ঋণ দিয়ে থাকে?
ক. ব্র্যাক
খ. আশা
গ. প্রশিকা
● শক্তি ফাউন্ডেশন

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৮১. কোন সালে বেসরকারি সংস্থা প্রশিকা প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭২
● ১৯৭৫
গ. ১৯৮৬
ঘ. ১৯৯২

৮২. প্রশিকা কোন কোন জেলায় প্রথম কাজ শুরু করে? বগুড়া
ক. রাজশাহী
খ. খুলনা ও সাতক্ষীরা
● ঢাকা ও কুমিল্লা
ঘ. ঢাকা ও রংপুর

৮৩. প্রশিকা কোন খাতে ক্ষুদ্রঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে?
ক. নারী উন্নয়ন
খ. প্রাথমিক শিক্ষা
● ক্ষুদ্র ব্যবসা
ঘ. স্বাস্থ্য পরিচর্যা

৮৪. টিএমএসএস কোন সালে তার কার্যক্রম শুরু করে?
ক. ১৯৭৮
● ১৯৮০
গ. ১৯৮৬
ঘ. ১৯৯২

৮৫. বাংলাদেশের নারী উন্নয়নে সবচেয়ে বড় সংগঠন কোনটি?
● টিএমএসএস
খ. প্রশিকা
গ. আশা
ঘ. ব্র্যাক

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৮৬. ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কোন জেলায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. নওগাঁ
● বগুড়া
ঘ. সিরাজগঞ্জ

৮৭. কোন সংস্থাটি শুরুতে কৃষি ও বন মন্ত্রণালয়ের সাথে একটি সেল হিসেবে কাজ করত?
ক. ব্র্যাক
খ. প্রশিকা
গ. আশা
● স্বনির্ভর বাংলাদেশ

৮৮. টেকসই সামাজিক উন্নয়ন ঘটাতে কোন সংস্থা কাজ করছে?
ক. টিএমএসএস
খ. ব্র্যাক
● এসএসএস
ঘ. আশা

৮৯. কোন সংস্থাটি টেকসই গ্রামীণ সঞ্চয় ও ঋণ কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে?
ক. ব্র্যাক
খ. আশা
গ. স্বনির্ভর বাংলাদেশ
● ব্যুরো বাংলাদেশ

৯০. কোনটি উন্নয়নের ভিত্তিকে দুর্বল করে দেয়?
ক. বৈদেশিক সাহায্য
খ. রাজনীতি
● দারিদ্র্য
ঘ. দুর্বল প্রশাসন

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৯১. ১৯৯৫-৯৬ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্যে হার কত ছিল?
ক. ৪০ শতাংশ
● ৪৭.৫ শতাংশ
গ. ৪৮.২ শতাংশ
ঘ. ৫০.২ শতাংশ

৯২. নিচের কোনটি বহুমুখী আপেক্ষিক বিষয়?
ক. উন্নয়ন
খ. চাহিদা
● দারিদ্র্য
ঘ. প্রবৃদ্ধি

৯৩. বাংলাদেশে কোন পদ্ধতিতে দারিদ্র্য পরিমাপ করা হয়?
ক. আয় পদ্ধতি
● ব্যয় পদ্ধতি
গ. শুমারি পদ্ধতি
ঘ. উৎপাদন পদ্ধতি

৯৪. আয়-ব্যয় জরিপ পদ্ধতি অনুসরণ করে দারিদ্র্য পরিমাপ করে কোন সংস্থাটি?
● বিবিএস
খ. আশা
গ. ব্র্যাক
ঘ. এসএসএস

৯৫. পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে বাংলাদেশে দারিদ্র্যের ধরন কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

৯৬. মৌলিক চাহিদা পূরণের ব্যয় পদ্ধতি দ্বারা কী পরিমাপ করা হয়?
ক. অর্থনৈতিক প্রবৃদ্ধি
● দারিদ্র্য
গ. মূলধনের পরিমাণ
ঘ. সঞ্চয়ের পরিমাণ

৯৭. ২০১০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল?
● ৩১.৫ শতাংশ
খ. ৪৭.৫ শতাংশ
গ. ৪৮.২ শতাংশ
ঘ. ৫০.২ শতাংশ

৯৮. ২০১৬ সালে জাতীয় পর্যায়ে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার কত ছিল?
● ১২.৯ শতাংশ
খ. ১৮.৯ শতাংশ
গ. ১৪.৯ শতাংশ
ঘ. ২৪.৩ শতাংশ

৯৯. ২০১০ সালের থেকে ২০১৬ সালের মধ্যে দারিদ্র্য গড় বার্ষিক হারে কত পয়েন্ট শতাংশ হারে হ্রাস পায়?
● ৪.২৩ শতাংশ
খ. ৭.২৩ শতাংশ
গ. ১১.২ শতাংশ
ঘ. ১৭.২ শতাংশ

১০০. ২০১০ সালের থেকে ২০১৬ সালের মধ্যে চরম দারিদ্র্যের হার কত শতাংশ হারে হ্রাস পেয়েছে?
● ৪.৭ শতাংশ
খ. ৭.৬ শতাংশ
গ. ১২.৯ শতাংশ
ঘ. ১৪.৯ শতাংশ

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১০১. ২০১০ সালের আয়-ব্যয় জরিপ মতে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার কত শতাংশ?
● ১৭.৬%
খ. ৩১.৫%
গ. ৪৫.৫%
ঘ. ৪৭.৫%

১০২. সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিকে করা ভাগে ভাগ করা হয়েছে?
● ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৮

১০৩. কোনটি খাদ্য সাহায্য কর্মসূচির আওতায় কর্মসূচি?
ক. ভিজিডি
খ. টেস্ট রিলিফ
● ভিজিডি
ঘ. ক্ষুদ্রঝণ

১০৪. বয়স্ক ভাতা প্রদান বাবদ ব্যয় সরকারের বায়ের কোন খাত?
ক. অবসর ভাতা
খ. অপ্রত্যাশিত ব্যয়
গ. পারিবারিক ভাতা
● নগদ অর্থ সহায়তা

১০৫. নগদ অর্থ সহায়তা কার্যক্রমের আওতায় রয়েছে কারা?
ক. চাকরিজীবী ও ব্যবসায়ী
খ. কৃষক ও শ্রমিক
● এসিডদগ্ধ ও প্রতিবন্ধী
ঘ. কর্মজীবী নারী ও শিশু

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১০৬. বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের জন্য কয়টি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে?
ক. ৫২টি
● ৬৪টি
গ. ৫৮টি
ঘ. ১৫টি

১০৭. কোনটি দারিদ্র্য বিমোচন কর্মসূচি?
ক. TR
খ. GR
● VGD
ঘ. VAT

১০৮. কোন মন্ত্রণালয়ের অধীনে ভিজিএফের আওতায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়?
ক. মহিলা ও শিশু বিষয়ক
খ. সমাজকল্যাণ
● খাদ্য ও দুর্যোগ
ঘ. স্থানীয় সরকার

১০৯. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচির নাম কী?
● ভিজিডি
খ. ভিজিএফ
গ. কৃত্রিম প্রজনন কর্মসূচি
ঘ. টেস্ট রিলিফ

১১০. সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য কোন অবকাঠামো উন্নয়নের একটি মৌলিক চ্যালেঞ্জ?
● সামাজিক অবকাঠামো
খ. অর্থনৈতিক অবকাঠামো
গ. জাতীয় অবকাঠামো
ঘ. পন্নি অবকাঠামো

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১১১. কোন মন্ত্রণালয়ের অধীনে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ করা হয়?
ক. স্থানীয় সরকার
● খাদ্য ও দুর্যোগ
গ. সমাজকল্যাণ
ঘ. মহিলা ও শিশু বিষয়ক

১১২. কোন মন্ত্রণালয়ের অধীনে ভিজিডির খাদ্য সহায়তা প্রদান করা হয়?
● মহিলা ও শিশু বিষয়ক
খ. সমাজকল্যাণ
গ. প্রতিরক্ষা
ঘ. খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা

১১৩. উন্নয়ন বলতে বোঝায়-
ⅰ. অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন
ⅱ. প্রবৃদ্ধি বৃদ্ধি
ⅲ. সার্বিক মানোন্নয়ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৪. অর্থনৈতিক উন্নয়নের ফলে ঘটে থাকে—
ⅰ. মাথাপিছু আয় বৃদ্ধি
ⅱ. বিনিয়োগ বৃদ্ধি
ⅲ. দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৫. কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বলা যাবে যদি —
ⅰ. শিক্ষার হার বেড়ে যায়
ⅱ. প্রবৃদ্ধির হার বেড়ে যায়
ⅲ. দ্রব্য মূল্যের স্তর বেড়ে যায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১১৬. উন্নত দেশের বৈশিষ্ট্য হলো—
ⅰ. পর্যাপ্ত মূলধন
ⅱ. কৃষিভিত্তিক অর্থনীতি
ⅲ. রাজনৈতিক স্থিতিশীলতা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৭. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়—
ⅰ. মূলধন গঠন করে
ⅱ. ভৌত অবকাঠামো তৈরি করে
ⅲ. কম বিনিয়োগ করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৮. উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য হলো—
ⅰ. রাজনৈতিক স্থিতিশীলতা
ⅱ. জনসংখ্যাধিক্য
ⅲ. মূলধনের পর্যাপ্ততা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৯. উন্নত দেশে সরকার পরিবর্তন হলেও অব্যাহত থাকে-
ⅰ. প্রতিকূল বাণিজ্য শর্ত
ⅱ. অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা
ⅲ. সুশাসন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২০. উন্নত দেশে উদ্যোক্তাগণ বিনিয়োগ ও উৎপাদনে এগিয়ে আসার কারণ হলো—
ⅰ. সস্তা শ্রমিক
ⅱ. রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ
ⅲ. অর্থনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১২১. উন্নত দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের-
ⅰ. সুষ্ঠু বণ্টন হয়
ⅱ. সুষ্ঠু ব্যবহার হয়
ⅲ. সুষ্ঠু সংরক্ষণ হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২২. ‘x’ একটি উন্নত দেশ। ‘X’ দেশের ক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে-
ⅰ. দক্ষ জনশক্তি বিদ্যমান
ⅱ. কারিগরি জ্ঞানসম্পন্ন শ্রমিক
ⅲ. কৃষিভিত্তিক অর্থনীতি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৩. অধিকাংশ অনুন্নত দেশ রয়েছে-
ⅰ. ইউরোপ মহাদেশে
ⅱ. আফ্রিকা মহাদেশে
ⅲ. এশিয়া মহাদেশে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৪. অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য হলো-
ⅰ. কম উৎপাদনশীল কৃষিখাত
ⅱ. কৃষিভিত্তিক অর্থনীতি
ⅲ. শিল্পের অনগ্রসরতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৫. অনুন্নত দেশের অর্থনীতি কৃষিভিত্তিক হওয়ায় এখানে প্রকটভাবে পরিলক্ষিত হয়—
ⅰ. ছদ্মবেশী বেকারত্ব
ⅱ. মৌসুমি বেকারত্ব
ⅲ. স্থায়ী বেকারত্ব
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

১২৬. অনুন্নত দেশের বৈশিষ্ট্য হলো—
ⅰ. অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা
ⅱ. কম মাথাপিছু আয়
ⅲ. শিল্পজাত পণ্য উৎপাদনকারী দেশ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৭. সম্পদ থাকা সত্ত্বেও অনুন্নত দেশগুলো দরিদ্র থেকে যায়। কারণ-
ⅰ. প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার
ⅱ. দক্ষ জনশক্তির ব্যবহার
ⅲ. পুঁজির অভাব
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৮. অনুন্নত দেশে বাণিজ্যের ভারসাম্য প্রতিকূল হওয়ার কারণ হলো—
ⅰ. প্রাথমিক পণ্য কম মূল্যে রপ্তানি
ⅱ. শিল্পপণ্য অধিক মূল্যে আমদানি
ⅲ. কৃষিজাত পণ্য কমমূল্যে আমদানি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশের ‘খ’ সরকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের দ্বারা ধনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনীতির অনুকূল গুণগত পরিবর্তন করেছে।
১২৯. ‘খ’ সরকার ‘ক’ দেশের জন্য কী ঘটিয়েছে?
● অর্থনৈতিক উন্নয়ন
খ. দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
গ. সুষম উন্নয়ন
ঘ. অসম উন্নয়ন

১৩০. উক্ত পরিবর্তনের ফলে –
ⅰ. শিক্ষার হার বাড়বে
ⅱ. প্রবৃদ্ধির হার বাড়বে
ⅲ. দ্রব্য মূল্যের স্তর নাগালের বাইরে চলে যাবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্ববিদ্যালয় থেকে পাস করে জনাব নজরুল এমন একটি দেশে চাকরি করছেন, যে দেশের জনগণের মাথাপিছু আয় খুব বেশি। দেশটির শিল্প খাত সম্প্রসারিত, যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং বাণিজ্য অর্থনীতির অনুকূলে।
১৩১. জনাব নজরুল কোন ধরনের দেশে চাকরি করেন?
ক. অতি উন্নত
খ. উন্নয়নশীল
● উন্নত
ঘ. স্বল্পোন্নত

১৩২. উক্ত দেশে লক্ষ করা যায়—
ⅰ. উচ্চ গড় আয়ুষ্কাল
ⅱ. ঔপনিবেশিক বাণিজ্য
ⅲ. সঞ্চয় ও মূলধন গঠনের হার অধিক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment