নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ :  বাংলাদেশের অর্থনীতি শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

১. স্বাধীনতার লাভের পর কত দশক উন্নয়নের ফলে কিছুটা অর্থনৈতিক অগ্রগতি হয়েছে?
ক. দুই দশক
খ. তিন দশক
● চার দশক
ঘ. পাঁচ দশক

২. বাংলাদেশ এখন কী ধরনের উন্নয়নশীল দেশ?
● নিম্নমধ্যম আয়ের
খ. মধ্যম আয়ের
গ. উচ্চমধ্যম আয়ের
ঘ. উন্নত

৩. বাংলাদেশে শিল্পায়নের গতি বাড়াতে কোনটি ঘোষণা করা প্রয়োজন?
● আধুনিক শিল্পনীতি
খ. মুক্ত কর অবকাশ
গ. বেসরকারি বিনিয়োগ
ঘ. সরকারি বিনিয়োগ

৪. বাংলাদেশ সরকার সর্বশেষ কত সালে শিল্পনীতি ঘোষণা করে?
ক. ২০০০
খ. ২০০৮
গ. ২০১০
● ২০১৬

৫. বাংলাদেশের মোট শ্রমশক্তির কতভাগ শিল্পখাতে নিয়োজিত?
ক. ১৪.৩ শতাংশ
খ. ৩৪.৩ শতাংশ
● ২০.৪০ শতাংশ
ঘ. ৪৪.৩ শতাংশ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৬. ২০১৮ সালে চলতি মূল্যে মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার?
ক. ১৫৩৮
● ১৬৭৭
গ. ১৭৫০
ঘ. ১৬০২

৭. কোনটি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত?
● কৃষি
খ. সেবা
গ. শিল্প
ঘ. পশুপালন

৮. বর্তমানে আমাদের দেশের কত ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করে?
ক. ১৮ শতাংশ
খ. ৩২.৫০ শতাংশ
● ২৪.৩ শতাংশ
ঘ. ৩৫ শতাংশ

৯. সময়ের ব্যবধানে আমাদের মাথাপিছু আয় কেমন হচ্ছে?
ক. কমছে
● বাড়ছে
গ. অপরিবর্তিত থাকছে
ঘ. দ্রুত বাড়ছে

১০. ‘ক’ দেশের আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮০০ জন। ‘ক’ দেশটির জনসংখ্যা কত?
ক. ১৪ কোটি
খ. ১৫ কোটি
● ১৬ কোটি
ঘ. ২০ কোটি

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

১১. বাংলাদেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
ক. ৫৫.২ বছর
খ. ৬৯ বছর
গ. ৭০.২ বছর
● ৭১.৬ বছর

১২. বাংলাদেশে কত ভাগ লোক সুপেয় পানি পায়?
ক. ৪৩ ভাগ
খ. ৫২ ভাগ
গ. ৮৭.৫৫ ভাগ
● ৯৮ ভাগ

১৩. বাংলাদেশে স্বাক্ষরতা হার (৭ বছর +) কত শতাংশ?
ক. ৩১.৫০
খ. ৬৩.৬
গ. ৬৯
● ৭১

১৪. ২০১৭-২০১৮ অর্থবছরে মোট বিনিয়োগ ছিল জিডিপির কত শতাংশ?
ক. ১৫.৯১
খ. ১৯.৯৫
গ. ২৮.৬৯
● ৩১.৪৭

১৫. বাংলাদেশে সরকার কোন খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে সবচেয়ে গুরুত্ব দিয়েছে?
ক. শিল্প খাত
● কৃষি খাত
গ. বাণিজ্য খাত
ঘ. প্রযুক্তি খাত

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

১৬. সর্বশেষ আদমশুমারির (২০১১ সালের) হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক. ১২.১২ কোটি
খ. ১৩.৯৭ কোটি
গ. ১২.১৪ কোটি
● প্রায় ১৪.৯৭ কোটি

১৭. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৪১%
● ১.৩৭%
গ. ১.৪০%
ঘ. ১.০৩%

১৮. ২০০১ সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
ক. ২.৪১%
খ. ১.৩৪%
গ. ২.০৩%
● ১.৪৮%

১৯. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?
ক. সপ্তম
খ. অষ্টম
গ. দশম
● নবম

২০. অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত?
ক. ১৪ কোটি
খ. ১৫ কোটি
● ১৬ কোটি ৮ লাখ
ঘ. ১৭ কোটি

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

২১. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ৮৭৬ জন
খ. ৯৫০ জন
গ. ৯৬৪ জন
● ১০৯০ জন

২২. আমাদের দেশে বর্তমানে প্রয়োজনীয় মূলধনের অভাবে কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ কম। আমাদের দেশে এ অবস্থার ফলাফল কী?
ক. মুদ্রা সংকোচন
খ. খাদ্য ঘাটতি
গ. বৈদেশিক বাণিজ্যের ঘাটতি
● ব্যাপক বেকারত্ব

২৩. বাংলাদেশে কয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
ক. ২০
খ. ২১
● ২৭
ঘ. ৩১

২৪. কয়টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে?
ক. ১৩
● ২১
গ. ২৬
ঘ. ১৯

২৫. ২১টি গ্যাসক্ষেত্রের কয়টি কূপ থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে?
ক. ৭৮
খ. ৪৭
গ. ৯৮
● ১১০

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

২৬. বাংলাদেশের ৫টি কয়লা ক্ষেত্রে কত মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে?
ক. প্রায় ২৩০০
● প্রায় ৩৩০০
গ. প্রায় ৩৪০০
ঘ. প্রায় ৩৭০০

২৭. উত্তোলিত কয়লার কত ভাগ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
ক. ৫৫ ভাগ
খ. ৪৫ ভাগ
গ. ৭৫ ভাগ
● ৬৫ ভাগ

২৮. জামালগঞ্জ কয়লা ক্ষেত্রটি কোন জেলা অবস্থিত?
ক. রংপুর
খ. জামালপুর
● বগুড়া
ঘ. নাটোর

২৯. বাংলাদেশে প্রতি বছর কী ধরনের দ্রব্য আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয় করে থাকে?
● ভোগ্যপণ্য ও মূলধনী
খ. কৃষিজাত
গ. নিত্যপ্রয়োজনীয়
ঘ. রাসায়নিক

৩০. বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্য পরিস্থিতি কেমন?
● প্রতিকূল
খ. উদ্বৃত্ত
গ. সুষম
ঘ. অনুকূল

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৩১. ঢাকা শহরের যানজট নিরসনে কত কি.মি দীর্ঘ এলিভেটর এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে?
ক. ৮
খ. ১৫
গ. ১৮
● ২৬

৩২. সরকারের কোন অর্থনৈতিক অবকাঠামোর ওপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে?
ক. বন্দর
● বিদ্যুৎ
গ. টেলিযোগাযোগ
ঘ. শিক্ষা প্রতিষ্ঠান

৩৩. অর্থনৈতিক অবকাঠামো কোনটি?
ক. হাসপাতাল
● টেলিযোগাযোগ
গ. ক্লাব
ঘ. স্কুল

৩৪. কোনটি সামাজিক বুনিয়াদ?
ক. বন্দর
খ. সেচব্যবস্থা
গ. বিদ্যুৎ শক্তি
● শিক্ষা প্রতিষ্ঠান

৩৫. কী কারণে ইস্টার্ন রিফাইনারি তৈরি করা হয়েছে?
● জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে
খ. গ্যাস উত্তোলন নিশ্চিতকরণে
গ. কয়লা উত্তোলন নিশ্চিতকরণে
ঘ. বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতকরণে

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৩৬. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে? ক. ধনতান্ত্রিক
● মিশ্ৰ
গ. মুক্তবাজার
ঘ. ইসলামি

৩৭. বাংলাদেশে কত সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠন করা হয়েছে?
ক. ১৯৮১
খ. ১৯৮৩
● ১৯৯৩
ঘ. ২০০৩

৩৮. বাংলাদেশে প্রাইভেটাইজেশন কমিশনের পূর্ব নাম কী ছিল?
ক. বিনিয়োগ বোর্ড
খ. বেসরকারি কমিশন
● বেসরকারিকরণ বোর্ড
ঘ. রাষ্ট্রায়ত্ত কমিশন

৩৯. ২০১২ সাল পর্যন্ত প্রাইভেটাইজেশন কমিশনের অধীনে মোট কতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করা হয়েছে?
● ৭৭টি
খ. ৫৫টি
গ. ৪৪টি
ঘ. ৯৮টি

৪০. প্রাইভেটাইজেশন কমিশনের অধীনে কতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সরাসরি বিক্রির মাধ্যমে বেসরকারিকরণ করা হয়েছে?
ক. ২১টি
● ৫৬টি
গ. ৭৬টি
ঘ. ১৮টি

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৪১. সরকার কত সালের রূপকল্পের আলোকে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা’ রূপরেখার দলিল প্রণয়ন করেছে?
ক. ২০১৫
খ. ২০১৮
● ২০২১
খ. ২০৪১

৪২. কোনটিকে সামনে রেখে রূপকল্প ২০২১ এর আলোকে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা’ রূপরেখার দলিল প্রণয়ন করেছে?
ক. স্বাধীনতার রজত জয়ন্তীকে
খ. স্বাধীনতার হীরক জয়ন্তীকে
● স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে
ঘ. স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তীকে

৪৩. পশু সম্পদ অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত?
● কৃষি
খ. সেবা
গ. শিল্প
ঘ. সামাজিক সেবা

৪৪. স্যার ক্লাসে বাংলাদেশের অর্থনীতির এমন একটি খাতের কথা বললেন, জিডিপিতে তার অবদান ১৪.১১ শতাংশ। এটি কোন খাত?
ক. সেবা খাত
খ. শিল্প খাত
গ. বাণিজ্য খাত
● কৃষি খাত

৪৫. মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত?
● কৃষি
খ. শিল্প
গ. প্রাণিসম্পদ
ঘ. ব্যবসা

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৪৬. কৃষির চারটি উপখাতের মধ্যে কোনটির উৎপাদন অন্যগুলোর চেয়ে বেশি?
ক. প্রাণিসম্পদ
● শসা ও শাকসবজি
গ. বনজসম্পদ
ঘ. মৎস্য সম্পদ

৪৭. মধু একটি রোগ নিরাময়ক ও উপাদেয় খাদ্য। নিচের কোনটি থেকে এটি আসে?
ক. প্রাণিসম্পদ
খ. মৎস্য সম্পদ
গ. শস্য ও শাকসবজি
● বনজ সম্পদ

৪৮. আমাদের দেশের শতকরা প্রায় ৬৩ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি খাতের ওপর নির্ভরশীল। খাতটির নাম কী?
ক. নির্মাণ খাত
● কৃষি খাত
গ. শিল্প খাত
ঘ. সেবা খাত

৪৯. আত্মকর্মসংস্থানের আশায় রানা দশ শতাংশ জমিতে নার্সারি স্থাপন করে। রানার নার্সারিটি কৃষির কোন উপখাতের অন্তর্ভুক্ত হবে?
ক. শস্য ও সবজি
খ. প্রাণিজ সম্পদ
গ. মৎস্য সম্পদ
● বনজ সম্পদ

৫০. বাংলাদেশের মৎস্য সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৫১. সম্প্রতি কোন খাতে উৎপাদন প্রচুর বৃদ্ধি পাওয়ায় সরকার সে খাতকে একটি পৃথক খাতের মর্যাদা প্রদান করেছে?
ক. প্রাণিসম্পদ
খ. শস্য ও শাকসবজি
গ. বনজসম্পদ
● মৎস্য সম্পদ

৫২. বাংলাদেশের মোট ভূখণ্ডের কত ভাগ এলাকা জুড়ে বনাঞ্চল রয়েছে?
ক. ১০
● ১১.১
গ. ২৩
ঘ. ২৫

৫৩. একটি দেশের মোট ভূখণ্ডের কত ভাগ বনভূমি থাকা উচিত?
ক. ১১ ভাগ
● ২৫ ভাগ
গ. ১৭ ভাগ
ঘ. ৩৩ ভাগ

৫৪. বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন খাতের উন্নয়নের ওপর বহুলাংশে নির্ভরশীল?
● কৃষি
খ. শিল্প
গ. সেবা
ঘ. ব্যবসা

৫৫. বাংলাদেশের শতকরা কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?
ক. ৪৫ ভাগ
● ৬৩ ভাগ
গ. ৬৬ ভাগ
ঘ. ৭০ ভাগ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৫৬. ২০১৭-২০১৮ অর্থবছরে GDPতে সার্বিক কৃষি খাতের অবদান কত ছিল?
ক. ১১.৯১%
খ. ১২.৩২%
গ. ১৩.৭০%
● ১৪.১১%

৫৭. ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে মৎস্য সম্পদ খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ২.৬৫
খ. ৩.৫৫
গ. ৩.৬৮
● ৩.৫৭

৫৮. ২০১৭-১৮ অর্থবছরে কৃষিখাতের উপখাতের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কোন খাত থেকে? শস্য ক. শাকসবজি
খ. প্রাণিসম্পদ
গ. বনজ সম্পদ
● মৎস্য সম্পদ

৫৯. আমাদের দেশের GDPতে একটি উপখাতের অবদান ১.৬৩ শতাংশ (২০১৭-১৮ অর্থবছরে)। উপখাতটির নাম কী?
ক. শাকসবজি
খ. প্রাণিসম্পদ
● বনজ সম্পদ
ঘ. খনিজ ও খনন

৬০. বাংলাদেশের জাতীয় আয় নির্ণয়ে ১৫টি খাতের মধ্যে কয়টি খাতের সমন্বয়ে শিল্পখাত গড়ে উঠেছে?
ক. ৩টি
খ. ২টি
● ৪টি
ঘ. ৫টি

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৬১. প্রাথমিক দ্রব্যকে কারখানাভিত্তিক প্রস্তুত প্রণালির মাধ্যমে মাধ্যমিক ও চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করাকে কী বলে?
ক. কুটির শিল্প
খ. কৃষি
● শিল্প
ঘ. নির্মাণ

৬২. বাংলাদেশে শিল্প (ম্যানু.) খাতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৬৩. বাংলাদেশের ক্ষুদ্রায়তন শিল্পকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
● ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি

৬৪. তোমার এলাকায় একটি পোশাক তৈরির কারখানা আছে। এটিকে তুমি কোন শিল্পের আওতাভুক্ত করবে?
ক. বৃহৎ শিল্প
● মাঝারি শিল্প
গ. ক্ষুদ্র শিল্প
ঘ. কুটির শিল্প

৬৫. শাহ সিমেন্ট কারখানা একটি শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি আবুল খায়ের গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি কোন ধরনের শিল্প?
ক. সরকারি শিল্প
খ. ক্ষুদ্রায়তন শিল্প
● বৃহৎ শিল্প
ঘ. মাঝারি শিল্প

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৬৬. বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ কোন খাতের অন্তর্গত? ক. উৎপাদন খাত
● শিল্পখাত
গ. সেবাখাত
ঘ. ব্যবসাখাত

৬৭. নিচের কোনটি খনিজ সম্পদ?
● তামা
খ. স্টিল
গ. কাঁসা
ঘ. কাচ

৬৮. ক্ষুদ্র শিল্পের উৎপাদিত দ্রব্য কোনটি?
ক. কাগজ
● দিয়াশলাই
গ. বেতের ঝুড়ি
ঘ. মাটির হাঁড়ি

৬৯. নিচের কোনটি মাঝারি শিল্প?
● প্লাস্টিক
খ. চিনি শিল্প
ক. কাগজ শিল্প
খ. সার শিল্প

৭০. মাটির পুতুল কোন শিল্পের উৎপাদিত দ্রব্য?
ক. ক্ষুদ্র শিল্পে
খ. বৃহৎ শিল্প
গ. মাঝারি শিল্পে
● কুটির শিল্প

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৭১. মাসুদ সাহেবের একটি সাবান তৈরির কারখানা আছে। তার এ কারখানা কোন শিল্পের আওতাভুক্ত?
ক. বৃহৎ শিল্প
খ. মাঝারি শিল্প
● ক্ষুদ্র শিল্প
ঘ. কুটির শিল্প

৭২. কোনটি বাংলাদেশের একক বৃহত্তম খাত?
ক. কৃষি খাত
● সেবা খাত
গ. শিল্প খাত
ঘ. নির্মাণ খাত

৭৩. নিচের কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত?
ক. মৎস্য চাষ
● ব্যাংক বিমা
গ. খনন
ঘ. নির্মাণ

৭৪. ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে সার্বিক সেবা খাতের অবদান কত?
ক. ৪৮%
খ. ৫০%
গ. ৫২%
● ৫২.১৮%

৭৫. ২০১৭-১৮ অর্থবছরে পাইকারি ও খুচরা বাণিজ্য খাতের অবদান কত?
ক. ১৩.৩০ শতাংশ
খ. ১৩.৩৩ শতাংশ
গ. ১৩.২৩ শতাংশ
● ১৪.০২ শতাংশ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৭৬. ২০১৭-১৮ অর্থবছরে GDP-তে পরিবহন ও যোগাযোগ খাতের অবদান কত শতাংশ?
ক. ২৯.৯৫
খ. ১৫.৬৫
গ. ১৪.০০
● ১১.২৩

৭৭. ২০১৭-১৮ অর্থবছরে সেবাখাতে কোন উপখাতের অবদান দ্বিতীয় সর্বোচ্চ?
● পরিবহন ও যোগাযোগ
খ. রিয়েল এস্টেট ও ভাড়া
গ. আর্থিক প্রাতিষ্ঠান
ঘ. পাইকারি ও খুচরা

৭৮. সার্বিক সেবা খাতের সর্বোচ্চ অবদান কোন খাত থেকে আসে?
ক. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
খ. আর্থিক প্রাতিষ্ঠানিক খাত
গ. রিয়েল এস্টেট ও ভাড়া
● পাইকারি ও খুচরা বিপণন

৭৯. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা। দেওয়া হয় । এটি সরকারের কোন খাতের অন্তর্গত?
ক. আর্থিক খাত
● সেবা খাত
গ. শিক্ষা খাত
ঘ. লাভজনক খাত

৮০. ২০১৬ সালের হিসাব মতে বাংলাদেশে জাতীয় মহাসড়ক কত কি.মি.?
● ৩,৮১৩
খ. ৪২৬৮
গ. ৪,৩২৩
ঘ. ১৩, ২৮০

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৮১. বাংলাদেশে কত কি.মি. ব্রডগেজ রেলপথ রয়েছে?
● ৬৫৯
খ. ৭৫৯
গ. ৮৭৯
ঘ. ১,৮৪৩

৮২. বাংলাদেশে ডুয়েলগেজ রেলপথের দৈর্ঘ্য কত কি. মি.?
● ৩৭৫ কি.মি.
খ. ৬৫৯ কি.মি.
গ. ১৮০১ কি.মি.
ঘ. ২৮৩৫ কি.মি.

৮৩. বাংলাদেশে কত কি.মি. মিটারগেজ রেলপথ রয়েছে?
ক. ৬৫৯
● ১,৮৪৩
গ. ১৯,৫০
ঘ. ২,৮৩৫

৮৪. বিআরটিসি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি পরিবহন সংস্থা। এটি কোন ধরনের সংস্থা?
● রাষ্ট্রীয় মালিকানাধীন
খ. বেসরকারি সংস্থা
গ. ব্যক্তি উদ্যোগে পরিচালিত
ঘ. অংশীদারিত্বমূলক সংস্থা

৮৫. বাংলাদেশের প্রেক্ষিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি কী?
● কৃষি
খ. শিল্প
গ. সেবা
ঘ. বাণিজ্য

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৮৬. অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে কোন খাতকে নির্দেশ করা হয়?
● কৃষি
খ. শিল্প
গ. বিপণন
ঘ. পরিবহন

৮৭. বাংলাদেশের অর্থনীতির খাতকে কতটি ভাগে বিভক্ত করা হয়?
ক. ১০টি
● ১৫টি
গ. ২৫টি
ঘ. ২০টি

৮৮. বাংলাদেশের কৃষি কীসের ওপর নির্ভরশীল?
● প্রকৃতির উপর
খ. কৃষকের ওপর
গ. উর্বরতার ওপর
ঘ. প্রযুক্তির ওপর

৮৯. শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন কেন?
ক. কর্মসংস্থান বৃদ্ধির জন্য
খ. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য
গ. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে
● দেশের সার্বিক উন্নয়নের জন্য

৯০. রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে কী ধরনের বাংলা গড়ে তোলা সম্ভব?
ক. ডিজিটাল
খ. শিল্পে উন্নত
● একটি সমৃদ্ধশালী সোনার
ঘ. তথ্যপ্রযুক্তির

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৯১. বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে সম্প্রতি নেতৃত্ব দিচ্ছে কোন খাত?
ক. কৃষি
● শিল্প
গ. সেবা
ঘ. শিক্ষা
৯২. কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে-
ⅰ. রপ্তানি আয় আসবে
ⅱ. আমদানি ব্যয় কম হবে
ⅲ. বাণিজ্যের প্রসার ঘটবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৩. বর্তমান সরকারের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত নীতিটি-
ⅰ. উদ্দীপনামূলক
ⅱ. পরিবেশ
ⅲ. সহযোগিতামূলক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৪. বাংলাদেশে অর্থনৈতিক জোন স্থাপনের কারণ হলো-
ⅰ. আর্থসামাজিক উন্নয়ন
ⅱ. দারিদ্র্য বিমোচন
ⅲ. বেসরকারি ও সরকারি বিনিয়োগ বৃদ্ধি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৯৫. বাংলাদেশের ক্ষেত্রে ধীরে হলেও বাড়ছে—
ⅰ. জীবনযাত্রার মান
ⅱ. পুষ্টিহীনতা
ⅲ. মাথাপিছু আয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৬. উন্নত দেশের তুলনায় আমাদের দেশের মাথাপিছু আয় কম হওয়ার কারণ হলো—
ⅰ. কৃষি ও শিল্প পাশাপাশি অবস্থান
ⅱ. কাজের সুযোগ কম
ⅲ. অধিক জনসংখ্যা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৭. জীবনযাত্রার মান পূর্বাপেক্ষা উন্নত হলে বুঝতে হবে—
ⅰ. গড় আয়ু বাড়ছে
ⅱ. দারিদ্র্যের হার বাড়ছে
ⅲ. সাক্ষরতার হার বাড়ছে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৮. বিনিয়োগ বৃদ্ধি হলে –
ⅰ. খাদ্য ঘাটতি কমে
ⅱ. বেকারত্ব বাড়ে
ⅲ. কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি পায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

৯৯. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত সঠিক তথ্য-
ⅰ. প্রতি বর্গকিলোমিটারে ১০৯০ জন
ⅱ. জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%
ⅲ. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে নবম বৃহত্তম
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০০. বাংলাদেশে পুঁজি গঠনের হার কম হওয়ার কারণ—
ⅰ. সঞ্চয় কম
ⅱ. মাথাপিছু আয় কম
ⅲ. বিনিয়োগ কম
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০১. শিল্পায়নের জন্যে সরকারি কর্মসূচি হলো-
ⅰ. বিদেশে বাজার সৃষ্টি
ⅱ. কর মুক্ত করা
ⅲ. শ্রমনির্ভর শিল্প স্থাপন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০২. ২০১৬ সালের ঘোষিত শিল্পনীতির উদ্দেশ্য হলো—
ⅰ. কর্মসংস্থান বাড়ানো
ⅱ. নারীদের অংশগ্রহণ
ⅲ. দারিদ্র্য কমানো
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

১০৩. প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়—
ⅰ. আর্থ-সামাজিক উন্নয়নে
ⅱ. জনগণের জীনযাত্রার মানোন্নয়নে
ⅲ. প্রাকৃতিক বিপর্যয়ে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৪. বাংলাদেশে কয়লা ক্ষেত্রগুলো রয়েছে-
ⅰ. রংপুরের খালাশপীরে
ⅱ. দিনাজপুরের ফুলবাড়িতে
ⅲ. বগুড়ার জামালগঞ্জ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৫. উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ এবং দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
ⅰ. সড়ক ও রেলপথ
ⅱ. যোগাযোগ ব্যবস্থা
ⅲ. মানবসম্পদ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৬. রূপকল্প ২০২১ এর মৌলিক উদ্দেশ্য হচ্ছে—
ⅰ. উচ্চতর প্রবৃদ্ধি অর্জন
ⅱ. দারিদ্র্য বিমোচন
ⅲ. আঞ্চলিক বৈষম্য দূরীকরণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
স্বপন একটি সরকারি পাটকলে চাকরি শুরু করেন। বিগত কয়েক বছর যাবৎ উক্ত কলটি লোকসানের সম্মুখীন হওয়ায় সরকার এটি একটি বেসরকারি কোম্পানির নিকট হস্তান্তর করে। সরকারিভাবে পরিচালিত হয় এমন কয়েকটি প্রতিষ্ঠানকে সরকার বেসরকারিকরণ করেছে।

১০৭. স্বপনের পাটকলটি বেসরকারিকরণ করা হয় কেন?
ক. সরকারি খাতের উন্নয়নের জন্য
খ. গ্রামীণ খাতের উন্নয়নের জন্য
● বেসরকারি খাতের উন্নয়নের জন্য
ঘ. অধিক মুনাফার জন্য

১০৮. স্বপনের চাকরিরত পাটকলটির মতো সরকারি প্রতিষ্ঠান হস্তান্তর হয়—
ⅰ. সরাসরি বিক্রির মাধ্যমে
ⅱ. শেয়ার বিক্রির মাধ্যমে
ⅲ. বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও :
জাফরী সাতক্ষীরায় বেড়াতে গেল। সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারল, এ এলাকায় একটি গুরুত্বপূর্ণ কৃষিজ সম্পদ চাষ হয়, যা ‘সাদা সোনা’ নামে পরিচিত।

১০৯. জাফরীর জানা বিষয়টি কৃষির কোন উপখাতের সাথে সম্পৃক্ত?
ক. শস্য ও শাকসবজি
খ. বনজ সম্পদ
গ. পশুসম্পদ
● মৎস্য সম্পদ

১১০. এ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব হলো—
ⅰ. বৈদেশিক মুদ্রা অর্জন
ⅱ. আত্মকর্মসংস্থান সৃষ্টি
ⅲ. আমিষের ঘাটতি পূরণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস জান্নাত তার বাড়ির আশপাশে প্রচুর পরিমাণ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছেন। তিনি তার এলাকায় জনগণকে সব সময় বোঝানোর চেষ্টা করেন এসব গাছ সকলেরই উপকারে আসে । এমন কি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। তার পরামর্শে অনেকেই এখন এসব বৃক্ষ রোপণে আগ্রহী হয়ে উঠেছে।

১১১. অনুচ্ছেদে জাতীয় অর্থনীতির কোন খাতটির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে?
● কৃষি
খ. সেবা
গ. শিল্প
ঘ. ব্যবসা

১১২. মিসেস জান্নাত এর কার্যক্রম বাংলাদেশের জনগণের-
ⅰ. আয় বাড়াতে সাহায্য করবে
ⅱ. গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটবে
ⅲ. শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আসবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment