নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw (এডুকুউ) তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ বাংলাদেশ সরকার অর্থ ও ব্যাংক ব্যবস্থা শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw (এডুকুউ) থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

১. বাংলাদেশ সরকারের বৃহত্তম ব্যবস্থাপনা কোনটি?
● অর্থ ব্যবস্থা
খ. উৎপাদন ব্যবস্থা
গ. নিরাপত্তা ব্যবস্থা
ঘ. শিক্ষা ব্যবস্থা

২. জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদ সঞ্চয়ের জন্য কোথায় জমা রাখে?
ক. মহাজনের কাছে
● ব্যাংকে
গ. মাটির নিচে
ঘ. বাড়ির ভেতরে

৩. অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
ক. মুদ্রাব্যবস্থা
● সরকারি অর্থ ব্যবস্থা
গ. বাজেট ব্যবস্থা
ঘ. কর ব্যবস্থা

৪. বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৫. রাজস্ব সংগ্রহ ছাড়াও আবগারি শুল্ক ধার্য করার অন্য কী কারণ আছে?
ক. বিলাসজাত দ্রব্য আমদানিকে উৎসাহ দেওয়া
● ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস
গ. বিলাসজাত দ্রব্যের ভোগ হ্রাস
ঘ. সেবাখাতের সহজলভ্যতা বৃদ্ধি

৬. ব্যক্তিগত আয়ের ওপর কোন কর ধার্য করা যায়?
ক. বাণিজ্য কর
খ. আবগারি কর
● আয়কর
ঘ. মূল্য সংযোজন কর

৭. হানিফ সাহেব একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি প্রতিবছর সরকারকে নির্দিষ্ট হারে কর প্রদান করেন। তার দেওয়া এ কর কোন করের অন্তর্ভুক্ত?
ক. মূল্য সংযোজন কর
● আয়কর
গ. সম্পূরক শুল্ক
ঘ. আবগারি শুল্ক

৮. বাংলাদেশে কর ব্যবস্থায় কোনটি ভ্যাট নামে পরিচিত?
ক. আয়কর
খ. সম্পূরক
● মূল্য সংযোজন কর
ঘ. আবগারি কর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৯. আমদানি শুল্ক বা আবগারি শুল্ক আরোপের পরও অতিরিক্ত আরোপিত শুল্ককে কী বলে?
● সম্পূরক শুল্ক
খ. ভ্যাট
গ. আয়কর
ঘ. অস্বাভাবিক শুল্ক

১০. কোনটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস?
ক. আবগারি শুল্ক
খ. ভূমি রাজস্ব
গ. আয়কর
● সম্পূরক শুল্ক

১১. সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছে?
ক. ২২
খ. ২৩
গ. ২৪
● ২৫

১২. বাংলাদেশ সরকার পাসপোর্ট ও বিনিময় বিল খাতে প্রচুর অর্থ উপার্জন করে। রাজস্ব আয়ের কোন উৎস হতে এ আয় হয়?
ক. আয়কর
খ. রেজিস্ট্রেশন
● নন জুডিসিয়াল স্ট্যাম্প
ঘ. ভূমি রাজস্ব

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

১৩. বিভিন্ন দলিলপত্র ও মামলা-মোকদ্দমার আবেদনপত্র ব্যবহারের জন্যে কী প্রয়োজন হয়?
● নন-জুডিসিয়াল স্ট্যাম্প
খ. জুডিসিয়াল স্ট্যাম্প
গ. বেসরকারি স্ট্যাম্প
ঘ. সরকারি স্ট্যাম্প

১৪. দলিলপত্র নিবন্ধন করার জন্যে কী দিতে হয়?
ক. উকিল ফি
খ. কোর্ট ফি
● রেজিস্ট্রেশন ফি
ঘ. জুডিসিয়াল ফি

১৫. মাদক দ্রব্যের ওপর ধার্যকৃত শুল্ক কোন করের অন্তর্ভুক্ত?
ক. বিদ্যুৎ শুল্ক
খ. আবগারি শুল্ক
গ. বাণিজ্য শুল্ক
● মাদক শুল্ক

১৬. সরকার কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ ও মুনাফা পায়?
● বিমা কোম্পানি
খ. সাধারণ প্রশাসন
গ. রেলওয়ে
ঘ. ডাক বিভাগ

১৭. সুদ কোন ধরনের রাজস্ব?
● কর বহির্ভূত রাজস্ব
খ. কর রাজস্ব
গ. ভূমির রাজস্ব
ঘ. আমদানি রাজস্ব

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

১৮. সরকার দেশের বার্ষিক বাজেটে কর ধরনের বায়ের জন্য অর্থ বরাদ করে থাকে?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১৯. মন্ত্রণালয় কোন ধরনের প্রশাসনিক ইউনিট?
ক. সামরিক
● বেসামরিক
গ. প্রতিরক্ষা
ঘ. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ

২০. জগলুল সাহেব ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। প্রতি মাসে তিনি যে বেতন পান সেটি সরকারের কোন ধরনের ব্যয়ের অর্ন্তগত?
ক. সমাজকল্যাণমূলক কার্যক্রম
● বেসামরিক প্রশাসন
গ. অন্যান্য খাত
ঘ. অপ্রত্যাশিত ব্যয়

২১. সালেহা খাতুন তার এলাকার মানুষ গড়ার কারিগর হিসেবে খ্যাত। তিনি যে খাতে তার শ্রম দিয়েছেন তা সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত। খাতটির নাম কী?
ক. কৃষি
● শিক্ষা
গ. স্বাস্থ্য
ঘ. প্রতিরক্ষা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

২২. দেশকে অশিক্ষার অভিশাপ থেকে কীভাবে মুক্ত করা যায়?
ক. শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরকারিকরণের মাধ্যমে
খ. শিক্ষিত যুবকদের বেকারত্ব দূর করে
গ. শিক্ষা বোর্ডকে দুর্নীতিমুক্ত করে
● শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে

২৩. সাম্প্রতিককালে কোন খাতে সরকারি ব্যয় বেড়েছে?
ক. প্রতিরক্ষা
● শিক্ষা
গ. কৃষি
ঘ. স্বাস্থ্য

২৪. বাংলাদেশ সরকার কোন খাতে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে?
ক. প্রতিরক্ষা
খ. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
গ. পুলিশ, আনসার ও বাংলাদেশ বর্ডার গার্ড
● কৃষি, মৎস্য ও পশু পালন

২৫. বর্তমানে সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের জন্য কারা নিয়োজিত?
ক. বাংলাদেশ রাইফেলস
● বাংলাদেশ বর্ডার গার্ড
গ. বাংলাদেশ সেনাবাহিনী
ঘ. বাংলাদেশ পুলিশ বাহিনী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

২৬. বহির্বিশ্বে দেশ ও জনগণের স্বার্থ রক্ষার জন্য কোনটি প্রতিষ্ঠা করতে হয়?
ক. সংসদ
● দূতাবাস
গ. বিমানবন্দর
ঘ. সমুদ্রবন্দর

২৭. দূতাবাস প্রতিষ্ঠা রাষ্ট্রের কোন ধরনের ব্যয়?
ক. অন্যান্য খাত
খ. সমাজকল্যাণমূলক খাত
● বৈদেশিক বিষয়াবলি
ঘ. প্রতিরক্ষা খাত

২৮. অপ্রত্যাশিত ব্যয় কোনটি?
ক. অবসর ভাতা প্রদান
খ. বেসামরিক পূর্ত নির্মাণ
● প্রাকৃতিক দুর্যোগকালীন ব্যয়
ঘ. কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা

২৯. কীসের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত?
ক. সরকারের উন্নয়নের
খ. সামাজিক উন্নয়নের
● দেশের সামষ্টিক উন্নয়নের
ঘ. অর্থনৈতিক উন্নয়নের

৩০. জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার ও ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠানকে কী বলে?
● ব্যাংক
খ. বিমা
গ. আর্থিক প্রতিষ্ঠান
ঘ. ডাকঘর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৩১. ব্যাংকে জমাকৃত টাকা থেকে আয় হিসেবে জমাকারী কী পায়?
● সুদ
খ. মুনাফা
গ. দাক্ষিণ্য
ঘ. সঞ্চয়

৩২. ব্যাংকের মুনাফা কোনটি?
ক. স্থায়ী আমানত
খ. বিনিয়োগ
গ. সঞ্চয়
● সুদের হারের পার্থক্য

৩৩. কোনটির ওপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে?
ক. মূলধন
● মুনাফা
গ. সঞ্চয়
ঘ. সুদের হারের পার্থক্য

৩৪. নিচের কোনটিকে ঋণের কারবারি বলা হয়?
● ব্যাংককে
খ. বিমাকে
গ. এনজিওকে
ঘ. কেন্দ্রীয় ব্যাংককে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৩৫. একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
ক. বাণিজ্যিক ব্যাংক
● কেন্দ্রীয় ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক
ঘ. কৃষি ব্যাংক

৩৬. দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী কোন ব্যাংক?
ক. সরকারি
● কেন্দ্রীয় ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক

৩৭. কোনটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক?
ক. সোনালী ব্যাংক
খ. ইসলামী ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
● বাংলাদেশ ব্যাংক

৩৮. কেন্দ্রীয় ব্যাংক কীসের প্রতিনিধি হিসেবে কাজ করে? ক. রাষ্ট্রের
● সরকারের
গ. অন্যান্য ব্যাংকের
ঘ. জামানতকারীর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৩৯. বাণিজ্যিক ব্যাংকসমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে কী প্রদান করে?
ক. দীর্ঘমেয়াদি ঋণ
খ. মধ্যমেয়াদি ঋণ
গ. বার্ষিক সঞ্চয়পত্র
● স্বল্পমেয়াদি ঋণ

৪০. বিশেষ লক্ষ্য অর্জনে বাংলাদেশে যে ব্যাংকসমূহ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে কী বলা হয়?
ক. বিশেষ ব্যাংক
খ. বিশেষ প্রতিষ্ঠান
গ. বাণিজ্যিক ব্যাংক
● বিশেষ আর্থিক প্রতিষ্ঠান

৪১. নিচের কোনটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান?
ক. সোনালী ব্যাংক
খ. অগ্রণী ব্যাংক
● কৃষি ব্যাংক
ঘ. ইসলামী ব্যাংক

৪২. কোন ব্যাংক বাংলাদেশে শিল্প উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে?
ক. বাণিজ্যিক ব্যাংক
● শিল্প ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক

৪৩. দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে কোন প্রতিষ্ঠানটি সৃষ্ট হয়েছে?
ক. কৃষি ব্যাংক
● গ্রামীণ ব্যাংক
গ. গৃহনির্মাণ ঋণদান সংস্থা
ঘ. কৃষি ব্যাংক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৪৪. নিচের কোনটিকে ব্যবসা বাণিজ্যের প্রাণ বলা হয়?
ক. কৃষি ব্যাংক
খ. চেম্বার অব কমার্স
● বাণিজ্যিক ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক

৪৫. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ কোনটি?
● আমানত সংগ্রহ
খ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
গ. মুনাফা অর্জন
ঘ. মুদ্রা প্রচলন

৪৬. কোন ধরনের আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না?
ক. স্থায়ী
● চলতি
গ. বিশেষ
ঘ. সায়ী

৪৭. কোন আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে?
ক. চলতি আমানত
খ. স্থায়ী আমানত
● সঞ্চয়ী আমানত
ঘ. বিশেষ আমানত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৪৮. আফিয়া বেগম তার সঞ্চিত সমস্ত অর্থ আমানত হিসেবে একটি আর্থিক প্রতিষ্ঠানে রাখেন। যেখান থেকে তিনি সপ্তাহে এক বা দুইবার টাকা ওঠাতে পারেন। এটি কোন ধরনের আমানত?
ক. চলতি আমানত
● সঞ্চয়ী আমানত
গ. স্থায়ী আমানত
ঘ. লাভজনক আমানত

৪৯. সিদ্দিক সাহেব একটি ব্যাংকে আমানত রেখেছেন। ব্যাংক এই আমানতকৃত অর্থ উচ্চ সুদে ঋণ হিসেবে জনগণের মাঝে দিয়ে মুনাফা অর্জন করছে। সিদ্দিক সাহেব কোন ব্যাংকে আমানত রেখেছেন?
● বাণিজ্যিক ব্যাংকে
খ. সরকারি ব্যাংকে
গ. কেন্দ্রীয় ব্যাংকে
ঘ. বেসরকারি ব্যাংকে

৫০. বাণিজ্যিক ব্যাংক কোন ক্ষেত্রে বাট্টা ধার্য করে?
ক. চেক ভাঙানোর ক্ষেত্রে
● বিনিময় বিল ভাঙানোর ক্ষেত্রে
গ. বড় ব্যাংকের টাকা উত্তোলনের ক্ষেত্রে
ঘ. যে কোনো টাকা উত্তোলনের ক্ষেত্রে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৫১. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ?
● আমানত গ্রহণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা
খ. নিকাশ ঘর হিসেবে কাজ করা
গ. আন্তঃব্যাংক লেনদেনে দেনাপাওনা মেটানো
ঘ. অবাধ প্রতিযোগিতা বিদ্যমান

৫২. বাণিজ্যিক ব্যাংক কোন ক্ষেত্রে মূল্যবান সম্পত্তি বন্ধক রাখে?
ক. জামানতের ক্ষেত্রে
● ঋণ প্রদানের ক্ষেত্রে
গ. কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে
ঘ. অর্থপ্রাপ্তির ক্ষেত্রে

৫৩. বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার যথার্থ কারণ কী?
● বাণিজ্যে বিনিময় মাধ্যম সৃষ্টি
খ. নোট প্রচলন
গ. ঋণদান
ঘ. মুনাফা বৃদ্ধি

৫৪. বাণিজ্যিক ব্যাংক নিচের কোনটি করে না?
ক. বিনিময়ের মাধ্যমে সৃষ্টি
খ. ঋণ প্রদান
গ. আমানত গ্রহণ
● কাগজি নোট প্রচলন

৫৫. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন বাণিজ্যের অধিকাংশ কাজ পরিচালিত হয়?
ক. স্থানীয়
খ. জাতীয়
গ. অভ্যন্তরীণ
● বৈদেশিক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৫৬. মূল্যবান অলংকার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে কোন ব্যাংক?
● বাণিজ্যিক ব্যাংক
খ. বিশেষায়িত ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক

৫৭. দেশের মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ?
● কেন্দ্রীয় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. সমবায় ব্যাংক
ঘ. সাধারণ ব্যাংক

৫৮. বিহিত মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখার দায়িত্ব কার ওপর নাস্ত?
ক. সরকারের
● কেন্দ্রীয় ব্যাংকের
গ. বাণিজ্যিক ব্যাংকের
ঘ. ব্যবসায়ীদের

৫৯. কেন্দ্রীয় ব্যাংক মূলত কী ধরনের ব্যাংক?
ক. জনগণের ব্যাংক
খ. রাষ্ট্রের ব্যাংক
গ. শিল্পপতিদের ব্যাংক
● সরকারের ব্যাংক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৬০. সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে কোন ব্যাংক?
ক. সকল সরকারি ব্যাংক
● বাংলাদেশ ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক

৬১. বিনা খরচে বিভিন্ন খাত থেকে সরকারের পাওনা আদায় করে কোন ব্যাংক?
ক. সরকারি ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
● কেন্দ্রীয় ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক

৬২. সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করে কোন ব্যাং ক?
● কেন্দ্রীয় ব্যাংক
খ. প্রাইম ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক

৬৩. সকল ব্যাংকের ব্যাংক বলা হয় কোনটিকে?
ক. সরকারি ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
● কেন্দ্রীয় ব্যাংক
ঘ. বিশ্বব্যাংক

৬৪. কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত?
ক. বাংলাদেশ ব্যাংক
● বাণিজ্যিক ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক
ঘ. ঋণদানকারী সংস্থা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৬৫. মোট অর্থের পরিমাণ কখন বেড়ে যেতে পারে?
ক. অতিরিক্ত মুদ্রা ছাপানো হলে
খ. বিদেশ থেকে পর্যাপ্ত সাহায্য পেলে
● অতিরিক্ত ঋণ সৃষ্টি করা হলে
ঘ. অতিরিক্ত ঋণের টাকা আদায় করা হলে

৬৬. মোট অর্থের পরিমাণ বেড়ে গেলে দেশে কী সমস্যা দেখা দিতে পারে?
ক. দুর্নীতি বাড়তে পারে
● মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে
গ. পণ্যের দাম কমতে পারে
ঘ. পণ্যের দাম বাড়তে পারে

৬৭. বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে কোন পদক্ষেপ গ্রহণ করে?
ক. মুদ্রা কম ছাপায়
খ. বাণিজ্যিক ব্যাংককে চাপে রাখে
● ঋণ নিয়ন্ত্রণ করে
ঘ. বার্ষিক বাজেটের সমালোচনা করে

৬৮. জনাব দাউদ হায়দার একটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। তার ব্যাংক আর্থিক সংকটে আছে। তিনি কার কাছ থেকে ঋণ নেবেন?
ক. বাংলাদেশ সরকারের
● বাংলাদেশ ব্যাংকের
গ. সোনালী ব্যাংকের
ঘ. আইএমএফের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৬৯. বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সংকটের হাত থেকে কে রক্ষা করে?
ক. সরকার
● কেন্দ্রীয় ব্যাংক
গ. রাষ্ট্র
ঘ. জনসাধারণ

৭০. কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে কেন?
ক. মজুদ করার জন্য
খ. মুদ্রাস্ফীতি রক্ষার জন্য
● দেশি মুদ্রার বিনিময় হার রক্ষার জন্য
ঘ. সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য

৭১. বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা-পাওনার সৃষ্টি হয় কী আদান- প্রদানের ফলে?
ক. ড্রাফট
খ. হুন্ডি
গ. বন্ড
● চেক

৭২. অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে কে?
ক. সরকার
খ. অর্থ মন্ত্রণালয়
● কেন্দ্রীয় ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক

৭৩. দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংককে কে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে?
ক. গভর্নর
খ. অর্থমন্ত্রী
গ. বিশেষ ব্যাংক
● কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৭৪. দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে কে নিয়ন্ত্রণ করে? ক. অর্থমন্ত্রী
● কেন্দ্রীয় ব্যাংক
গ. গভর্নর
ঘ. সরকার

৭৫. স্বকর্মসংস্থান বলতে কী বোঝায়?
● নিজেই নিজের কর্মসংস্থান করা
খ. অন্যের ওপর নির্ভরশীল হওয়া
গ. অনিচ্ছায় কাজ করা
ঘ. কোন কাজ না করা

৭৬. কোথায় প্রতিবছর ২০-২৫ লক্ষ নতুন কর্মক্ষম লোক প্রবেশ করছে?
● শ্রমবাজারে
খ. শেয়ারবাজারে
গ. অর্থ বাজারে
ঘ. লেনদেন বাজারে

৭৭. কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কে গুরুত্বপূর্ণ। ভূমিকা পালন করে?
● ব্যাংক
খ. বিমা
গ. সরকার
ঘ. যুব মন্ত্রণালয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৭৮. বাংলাদেশ কৃষি ব্যাংক কখন গঠিত হয়?
ক. স্বাধীনতার পূর্বে
● স্বাধীনতার পর পরই
গ. স্বাধীনতার অনেক পরে
ঘ. পাকিস্তান আমলে

৭৯. কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে কোন ব্যাংক?
ক. শিল্প ব্যাংক
● কৃষি ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক

৮০. আফিয়ার স্বামী একজন রিকশাচালক। স্বামীর স্বপ্ন আয়ে অতিকষ্টে আফিয়াদের সংসার চলে। তিনি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে একটি মুরগীর খামার করতে চান। এ অবস্থায় তিনি কোথা থেকে ঋণ গ্রহণ করতে পারেন?
● কৃষি ব্যাংক
খ. সমবায় ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. শিল্প ব্যাংক

৮১. কৃষি ব্যাংক ছাড়াও অন্য কোন ব্যাংক কৃষি ও পল্লি ঋণ কর্মসূচির আওতায় দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখে?
● সোনালী ব্যাংক
খ. ইসলামী ব্যাংক
গ. বেসিক ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৮২. বিশেষায়িত ব্যাংকসমূহের বার্ষিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার শতকরা কত ভাগ দারিদ্র্য বিমোচনের জন্যে নির্ধারিত রাখতে হয়?
● ২৫%
খ. ২৮%
গ. ৩০%
ঘ. ৩৪%

৮৩. নিচের কোন ব্যাংকটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে?
ক. শিল্প ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. জনতা ব্যাংক
● গ্রামীণ ব্যাংক

৮৪. সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কোন ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অবদান রাখে?
● স্বকর্মসংস্থান
খ. বিত্তশালী হওয়ার ক্ষেত্রে
গ. ব্যবসা বাণিজ্যের উন্নতিতে
ঘ. যোগাযোগ ব্যবস্থার

৮৫. নিচের কোন কাজটি গ্রামীণ ব্যাংকের?
ক. কৃষকদের ঋণ প্রদান
খ. হাঁস মুরগি ও পশুপালন ঋণ
● বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান
ঘ. ফুলের চাষের জন্য ঋণ প্রদান

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৮৬. রুনা হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠার জন্য একটি ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ গ্রহণ করেছে। তাকে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করেছে?
● গ্রামীণ ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. শিল্প ব্যাংক

৮৭. বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে-
ⅰ. জনকল্যাণ সাধনে
ⅱ. প্রশাসন পরিচালনায়
ⅲ. আর্থ-সামাজিক উন্নয়নে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৮. সাধারণভাবে সরকারি অর্থব্যবস্থা বলতে বোঝায়—
ⅰ. রাষ্ট্রের আয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি
ⅱ. রাষ্ট্রের ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি
ⅲ. অর্থ প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৯. ক্ষতিকর দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করার যথার্থ কারণ হলো—
ⅰ. ভোগ হ্রাস
ⅱ. জনস্বাস্থ্য রক্ষা
ⅲ. সরকারি আয় বৃদ্ধি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯০. অন্যান্য কর ও শুল্কের অন্তর্ভুক্ত-
ⅰ. বিদেশ ভ্রমণের ওপর শুল্ক
ⅱ. সেচ কাজ ও যন্ত্রপাতির ওপর কর
ⅲ. পেট্রোল ও গ্যাসের ওপর শুল্ক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৯১. সরকার যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেয় তা হলো—
ⅰ. বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে
ⅱ. বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে
ⅲ. সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. বাংলাদেশ সরকার জনগণের নিকট থেকে কর নেয় কারণ সরকারকে-
ⅰ. দেশের জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হয়
ⅱ. জরুরি ভিত্তিতে অনেক অপ্রত্যাশিত ব্যয় করতে হয়
ⅲ. গবেষণামূলক অনেক কাজে ব্যয় করতে হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৩. সরকার দেশের বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দ করে থাকেন-
ⅰ. রাজস্ব বায়ের জন্য
ⅱ. রাজস্ব-বহির্ভূত ব্যয়ের জন্য
ⅲ. উন্নয়নমূলক ব্যয়ের জন্য
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৪. সরকারি ব্যয় ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো-
ⅰ. উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
ⅱ. অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
ⅲ. অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৫. দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে ঋণগ্রহণ করতে হয়—
ⅰ. দেশের অভ্যন্তর হতে
ⅱ. বিদেশ থেকে
ⅲ. অস্থায়ী উৎস থেকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৯৬. কেন্দ্রীয় ব্যাংক কাজ করে—
ⅰ. সরকারের প্রতিনিধি হিসেবে
ⅱ. আর্থিক পরামর্শদাতা হিসেবে
ⅲ. ব্যবসায়ী হিসেবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৭. বাণিজ্যিক ব্যাংক হলো –
ⅰ. জনতা ব্যাংক
ⅱ. উত্তরা ব্যাংক
ⅲ. শিল্প ব্যাংক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

৯৮. ব্যাংক জনসাধারণের গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে-
ⅰ. ব্যবসায়ীদের
ⅱ. উৎপাদনকারীদের
ⅲ. ঋণগ্রহীতাদের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৯. সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে—
ⅰ. সমবায় কার্যক্রমে ঋণদানের লক্ষ্যে
ⅱ. জনসাধারণের ঋণ গ্রহণের লক্ষ্যে
ⅲ. জনগণকে সমবায়ী মনোভাব সম্পন্ন করার লক্ষ্যে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০০. বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্দেশ্য হলো-
ⅰ. ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ
ⅱ. স্বল্প মেয়াদি ঋণ প্রদান
ⅲ. বাণিজ্যিক লাভ অর্জন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০১. বাণিজ্যিক ব্যাংকসমূহ যা দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে—
ⅰ. ভ্রমণকারীর ঋণপত্র
ⅱ. হুণ্ডি
ⅲ. চেক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও :
মি. ‘ক’ তার ব্যবসায়ের উদ্বৃত্ত এক কোটি টাকা সঞ্চয়ের জন্য স্থানীয় সোনালী ব্যাংকে রাখে। সোনালী ব্যাংক উক্ত টাকা মি. ‘খ’ কে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ দেয়।

১০২. উপরোক্ত কারণে সোনালী ব্যাংককে কী বলা হয়?
● ঋণের কারবারী
খ. নিকাশ ঘর
গ. ঋণ নিয়ন্ত্রণকারী
ঘ. ঋণ প্রদানকারী

১০৩. মি. ‘খ’ ব্যাংকে যে সুদ দেয় তা মি ‘ক’ ব্যাংক থেকে প্রাপ্ত সুদ অপেক্ষা—
ⅰ. কম
ⅱ. বেশি
ⅲ. উভয়ের সুদ সমান নয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও :
মোজাম্মেল সাহেব আমেরিকা থেকে টাকা পাঠালে তার স্ত্রী ঐ টাকার উদ্বৃত্ত অংশ নিরাপদ একটি আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন। উক্ত প্রতিষ্ঠান মোজাম্মেল সাহেবের স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণ সুদও প্রদান করে থাকে।

১০৪. মোজাম্মেল সাহেবের স্ত্রী কোন প্রতিষ্ঠানে অর্থ বা টাকা জমা রেখেছে?
ক. ইন্স্যুরেন্সে
খ. সমবায় অফিসে
গ. বিমা কোম্পানিতে
● বাণিজ্যিক ব্যাংকে

১০৫. উক্ত প্রতিষ্ঠানে টাকা জমা রাখলে—
ⅰ. নিরাপদে থাকে
ⅱ. দেশের উন্নয়নে কাজে লাগে
ⅲ. দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৬. নিচের কোন ব্যাংকটি আলাদা?
● সমবায় ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. পূবালী ব্যাংক
ঘ. সোনালী ব্যাংক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় MCQ (বহুনির্বাচনী) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment