নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw (এডুকুউ) তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ :  জাতীয় সম্পদ ও অথনৈতিক ব্যবস্থা শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw (এডুকুউ) থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১. কোনো দেশের উন্নতির সম্ভাবনা কখন বেড়ে যায়?
● জাতীয় সম্পদে সমৃদ্ধ হলে
খ. রাজনৈতিকভাবে অস্থিতিশীল হলে
গ. মুদ্রাস্ফীতি থাকলে
ঘ. খনিজ সম্পদ বেশি থাকলে

২. যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়ম-নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে কী বলে?
ক. অর্থনৈতিক বৈশিষ্ট্য
খ. অর্থনৈতিক আওতা
গ. অর্থনীতি বিষয়
● অর্থনৈতিক ব্যবস্থা

৩. কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ হতে হলে কয় ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে থাকা জরুরি?
ক. ২
খ. ৩
● ৪
ঘ. ৫

৪. উপযোগ বলতে কী বোঝায়?
ক. দ্রব্যের যোগানের সীমাবদ্ধতা
খ. নতুন দ্রব্য সৃষ্টি করা
● দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
ঘ. দ্রব্যটি পাওয়ার আকাঙ্ক্ষা

৫. চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতাকে কী বলে? ● অপ্রাচুর্য
খ. উপযোগ
গ. সম্পদ
ঘ. অভাব

৬. নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি কী ধরনের সম্পদ?
● ব্যক্তিগত
খ. সমষ্টিগত
গ. জাতীয়
ঘ. আন্তর্জাতিক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৭. হস্তাস্তরযোগ্যতা না থাকলেও ব্যক্তির দক্ষতাকে কেন সম্পদ বলা হয়?
ক. এগুলোর উপযোগিতা আছে
খ. সামাজিক স্বীকৃতি আছে
গ. অর্থনৈতিক মূল্য আছে
● এর ব্যবহারে সম্পদ সৃষ্টি হয়

৮. রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে কোন সম্পদের অধিকারী?
ক. ব্যক্তিগত
খ. জাতীয়
● সমষ্টিগত
ঘ. আন্তর্জাতিক

৯. যে সম্পদের ওপর সকল নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে তাকে কোন ধরনের সম্পদ বলে?
ক. ব্যক্তিগত
● জাতীয়
গ. সমষ্টিগত
ঘ. আন্তর্জাতিক

১০. দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাসফরে ভাওয়ালের জাতীয় উদ্যানে গিয়েছে। সেখানে তারা অনেক গাছ দেখতে পায়। এ গাছগুলো কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত
খ. আন্তর্জাতিক
গ. জাতীয়
● সমষ্টিগত

১১. ঢাকার রেলপথ কোন ধরনের সম্পদ?
ক. সামাজিক সম্পদ
● সমষ্টিগত সম্পদ
গ. আন্তর্জাতিক সম্পদ
ঘ. ব্যক্তিগত সম্পদ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১২. নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত ও সমাজের সমষ্টিগত সম্পদকে কোন ধরনের সম্পদ বলা হয়?
ক. ব্যক্তিগত সম্পদ
খ. সমষ্টিগত সম্পদ
গ. আন্তর্জাতিক সম্পদ
● জাতীয় সম্পদ

১৩. অস্কার বিজয়ী নাফিস বিন জাফর তার প্রযুক্তিগত জ্ঞান দিয়ে বিশ্বে চমক সৃষ্টি করেছেন। তার প্রতিভা কোন সম্পদের অন্তর্ভুক্ত হবে?
ক. সমষ্টিগত সম্পদ
খ. ব্যক্তিগত সম্পদ
গ. আন্তর্জাতিক সম্পদ
● জাতীয় সম্পদ

১৪. একজন বৈজ্ঞানিকের উদ্ভাবনী শক্তি কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত
● জাতীয়
গ. সমষ্টিগত
ঘ. আন্তর্জাতিক

১৫. প্রাকৃতিক সম্পদ দ্বারা কীভাবে নতুন সম্পদ সৃষ্টি হয়? ক. ক. স্বয়ংক্রিয়ভাবে
খ. প্রাকৃতিক নিয়মে
গ. স্থানান্তর করে
● স্থানান্তর ও রূপান্তর করে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১৬. ‘সম্পদ সংরক্ষণ’ বলতে কী বোঝায়?
ক. সম্পদের মালিকানা অর্জন
● সম্পদের তত্ত্বাবধান করা
গ. সম্পদের ক্রয়-বিক্রয়
ঘ. সম্পদের বিলি বণ্টন করা

১৭. এলাকার সচেতন যুবসমাজ গ্রামের জলাশয়গুলো সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করলো। তাদের উক্ত পদক্ষেপ গ্রহণের কারণ কী?
ক. ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ
খ. জাতীয় সম্পদ সংরক্ষণ
● সমষ্টিগত সম্পদ সংরক্ষণ
ঘ. আন্তর্জাতিক সম্পদ সংরক্ষণ

১৮. প্রত্যেকেই নিজস্ব সম্পদের তত্ত্বাবধান করে কেন?
● অপচয় রোধ করতে
খ. ব্যবহার উপযোগী করতে
গ. সম্পদ বাড়াতে
ঘ. ভোগ বাড়াতে

১৯. সমষ্টিগত সম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে কে জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে?
ক. সমাজ
খ. সংঘ
● রাষ্ট্র
ঘ. এলাকার সবাই

২০. দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে কী বলে?
● উৎপাদন
খ. উপযোগ
গ. ভোগ
ঘ. মূলধন

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

২১. অর্থনীতিতে ভূমি বলতে কোনটিকে বোঝায়?
ক. মাটি বা সমতল ভূমিকে
খ. জমি বা ব্যবহৃত হয় ফসল ফলানোর জন্য
গ. একমাত্র উর্বর জমিকে
● সকল প্রাকৃতিক সম্পদকে

২২. উৎপাদনের উৎপাদিত উপাদানকে কী বলে?
● মূলধন
খ. উপযোগ
গ. খাজনা
ঘ. শ্রম

২৩. উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কী হিসেবে চিহ্নিত করা যায়?
● মূলধন
খ. বিনিয়োগ
গ. সঞ্চয়
ঘ. মুনাফা

২৪. উৎপাদনক্ষেত্রের ঝুঁকি বা অনিশ্চয়তা বহন করেন কে?
ক. ভূমির মালিক
খ. শ্রমিক
● সংগঠক
ঘ. ভোক্তা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

২৫. অর্থনীতিতে অভাব বলতে কী বোঝায়?
● বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছা
খ. দ্রব্যসামগ্রী ব্যবহারের ইচ্ছা
গ. দ্রব্যসামগ্রী উৎপাদনের ইচ্ছা
ঘ. কাজের অপ্রাপ্তি

২৬. মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কয়টি উপাদানের মধ্যে ভাগ হয়ে যায়?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি

২৭. উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে?
● বণ্টন
খ. সংরক্ষণ
গ. রূপান্তর
ঘ. প্রচেষ্টা

২৮. কোনটি অভাব পূরণের সুশৃঙ্খল পর্যায়?
ক. বণ্টন → উৎপাদন → ভোগ → প্রচেষ্টা
খ. উৎপাদন → প্রচেষ্টা → বণ্টন → ভোগ
গ. ভোগ → বণ্টন → প্রচেষ্টা → উৎপাদন
● প্রচেষ্টা → উৎপাদন → বণ্টন → ভোগ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

২৯. উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দেওয়া হয়?
ক. সুদ
খ. মজুরি
গ. মুনাফা
● খাজনা

৩০. উৎপাদনের ক্ষেত্রে কাকে মজুরি প্রদান করা হয়?
ক. ভূমির মালিককে
খ. সংগঠককে
● শ্রমিককে
ঘ. মূলধনের মালিককে

৩১. উৎপাদনের ক্ষেত্রে মূলধনের মালিক কী পান?
ক. মজুরি
খ. মুনাফা
● সুদ
ঘ. খাজনা

৩২. বর্তমান বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?
ক. সাত প্রকার
খ. ছয় প্রকার
গ. পাঁচ প্রকার
● চার প্রকার

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৩৩. কোন অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন অবস্থায় থাকে?
● ধনতান্ত্রিক
খ. মিশ্র
গ. সমাজতান্ত্রিক
ঘ. ইসলামিক

৩৪. কোন অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে?
● ধনতান্ত্রিক
খ. মিশ্র
গ. সমাজতান্ত্রিক
ঘ. ইসলামি

৩৫. রাজু যে দেশের নাগরিক সেখানে শিল্প উদ্যোক্তারা নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারেন। রাজুর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে?
● ধনতান্ত্রিক
খ. সামন্ততান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. মিশ্র

৩৬. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের উৎপাদন, বণ্টন, ভোগ সবই কোন দুটি সম্পর্কের পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া দ্বারা পরিচালিত হয়?
ক. দ্রব্য ও যোগান
খ. যোগান ও ভোগ
● চাহিদা ও যোগান
ঘ. মূলধন ও যোগান

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৩৭. কোন অর্থব্যবস্থায় উৎপাদন ও ভোগের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ থাকে না?
ক. মিশ্র
● ধনতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. ইসলামি

৩৭. কোন অর্থব্যবস্থায় সাধারণত উৎপাদকদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে?
ক. সমাজতান্ত্রিক
● ধনতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. ইসলামি

৩৯. ভোগকারী কোনো দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ করবে তা কয়টি উপাদানের দ্বারা নির্ধারিত হয়?
ক. ২টি
খ. ৪টি
● ৩টি
ঘ. ৫টি

৪০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীর লক্ষ্য কী থাকে?
ক. মুনাফা
খ. চাহিদা
● সর্বোচ্চ মুনাফা
ঘ. অধিক উৎপাদন

৪১. উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কী বলা হয়?
ক. মূলধন
খ. খাজনা
● বিনিয়োগ
ঘ. মজুরি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৪২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফার গ্রহীতা কে?
ক. সরকার
খ. শ্রমিক
গ. ভোক্তা
● উদ্যোক্তা

৪৩. পুঁজিপতি ও উদ্যোক্তার কাছে মুনাফা হিসেবে কী সঞ্চিত হয়?
ক. উৎপাদন খরচের চেয়ে দ্রব্যের মূল্য বেশি হওয়া যা আয় হয়
খ. নতুন মূলধন বিনিয়োগের ফলে যা অতিরিক্ত আয় হয়
● শ্রমিকের মজুরি দেওয়ার পর উদ্বৃত্ত অংশ
ঘ. বিদেশে দ্রব্য রপ্তানির মাধ্যমে যা অতিরিক্ত আয় হয়

৪৪. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ বণ্টনে কখন অসমতা ও বৈষম্য সৃষ্টি হয়?
ক. শ্রমিককে বেশি মজুরি দিলে
● শ্রমিককে কম মজুরি দিলে
গ. শ্রমিককে প্রাপ্য মজুরি দিলে
ঘ. পুঁজিপতি কম মুনাফা করলে

৪৫. কীভাবে শ্রমিক শোষণের ক্ষেত্র তৈরি হয়?
ক. পুঁজিপতির সংখ্যা বেড়ে গেলে
● শ্রমিকের সংখ্যা বেড়ে গেলে
গ. শ্রমিককে কম মজুরি দিলে
ঘ. পুঁজিপতি বেশি মুনাফা করলে

৪৬. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ কাদের হাতে কেন্দ্রীভূত থাকে?
ক. শ্রমিক
খ. ভূমির মালিক
গ. বিশাল জনগোষ্ঠী
● পুঁজিপতি

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৪৭. বৈশিষ্ট্যগত দিক থেকে কোন অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অবস্থা থেকে আলাদা?
ক. মিশ্র
● সমাজতান্ত্রিক
গ. ইসলামিক
ঘ. সামন্ততান্ত্রিক

৪৮. কোন অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সব সম্পদ রাষ্ট্রের মালিকানায় থাকবে?
ক. মিশ্র
● সমাজতান্ত্রিক
গ. সামন্ততান্ত্রিক
ঘ. জমিদারি

৪৯. সম্পদের ওপর কোনো ধরনের ব্যক্তিমালিকানা থাকে না কোন অর্থব্যবস্থায়?
● সমাজতান্ত্রিক
খ. সামন্ততান্ত্রিক
গ. মিশ্ৰ
ঘ. ধনতান্ত্রিক

৫০. কোন অর্থনৈতিক ব্যবস্থাকে সমাজের অর্থনৈতিক সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়?
ক. ইসলামি অর্থব্যবস্থা
● সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
গ. শরীয়াভিত্তিক অর্থব্যবস্থা
ঘ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৫১ .সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে কে?
ক. পুঁজিপতি
● সরকার
গ. উদ্যোক্তা
ঘ. শ্রমিক

৫২. কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের সুযোগ নেই?
ক. ধনতান্ত্রিক
খ. মিশ্র
● সমাজতান্ত্রিক
ঘ. ইসলামি

৫৩. ভোক্তার নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের সুযোগ নেই কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক
খ. ইসলামি
● সমাজতান্ত্রিক
ঘ. মিশ্র

৫৪. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদক কার নির্ধারিত দ্রব্যসামগ্রী উৎপাদন করে?
ক. পুঁজিপতি
খ. সংগঠন
● সরকার
ঘ. ভূমির মালিক

৫৫. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার কোন ক্ষেত্রে স্বাধীনতা আছে?
● সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি নির্বাচন ও ক্রয়ের ক্ষেত্রে
খ. দ্রব্যসামগ্রী উৎপাদনের ক্ষেত্রে
গ. প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় ও ভোগের ক্ষেত্রে
ঘ. উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৫৬. কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই?
ক. ধনতান্ত্রিক
● সমাজতান্ত্রিক
গ. ইসলামি
ঘ. মিশ্র

৫৭. কোন অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র?
ক. ধনতান্ত্রিক
খ. মিশ্র
গ. ইসলামি
● সমাজতান্ত্রিক

৫৮. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভূমির খাজনা ও মূলধনের সুদ কোথায় জমা হয়?
ক. পুঁজিপতির তহবিলে
খ. উদ্যোক্তার কোষাগারে
● সরকারের কোষাগারে
ঘ. জমির মালিকের তহবিলে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৫৯. শ্রমিক তার কর্ম অনুযায়ী পারিশ্রমিক পায় কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক
খ. ইসলামি
● সমাজতান্ত্রিক
ঘ. মিশ্র

৬০. কোন অর্থব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়?
ক. ধনতান্ত্রিক
● সমাজতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. পুঁজিবাদী

৬১. কীভাবে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বণ্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়?
ক. সরকারের ইচ্ছানুযায়ী
● জনগণের প্রয়োজন অনুযায়ী
গ. শ্রমিকের ইচ্ছানুযায়ী
ঘ. সরকারের চাহিদা অনুযায়ী

৬২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কার আওতায় সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়?
● একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায়
খ. পুঁজিপতির আওতায়
গ. উৎপাদকের আওতায়
ঘ. শ্রমিক সংঘের আওতায়

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৬৩. মারুফের প্রাইভেট কারের প্রতি আলাদা আকর্ষণ আছে। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সে একটির বেশি গাড়ি কিনতে পারবে না। এটি কোন অর্থব্যবস্থার উদাহরণ?
ক. মিশ্র
খ. ইসলামি
গ. পুঁজিবাদী
● সমাজতান্ত্রিক

৬৪. কোন অর্থব্যবস্থায় সম্পদের অপচয় অপেক্ষাকৃত কম হয়?
ক. পুঁজিবাদী
খ. সামন্ততান্ত্রিক
● সমাজতান্ত্রিক
ঘ. মিশ্র

৬৫. রিচার্ড ‘X’ দেশের নাগরিক। তার দেশে যেকোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হল জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। এটি কোন অর্থব্যবস্থা নির্দেশ করে?
ক. ধনতান্ত্রিক
খ. মিশ্র
● সমাজতান্ত্রিক
ঘ. সামন্ততান্ত্রিক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৬৬. ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় অর্থব্যবস্থায় লক্ষণীয় বিষয় কোনটি?
ক. শ্রমিক শোষণ বিদ্যমান
● আয় বৈষম্য বিদ্যমান
গ. বেকারত্ব প্রকট
ঘ. আয় বৈষম্য সমান

৬৭. কাকলি তার বইতে পড়েছে, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে উঠেছে একটি স্বতন্ত্র অর্থব্যবস্থা। নিচের কোনটি তার পরিচয় বহন করে?
ক. ইসলামি
● মিশ্র
গ. শরিয়াভিত্তিক
ঘ. সামন্ততান্ত্রিক

৬৮. বাংলাদেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে?
ক. সমাজতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
● মিশ্র
ঘ. ইসলামি

৬৯. মিশ্র অর্থব্যবস্থায় বৃহদায়তন শিল্প কাদের নিয়ন্ত্রণাধীনে থাকে?
● সরকারি মালিকানা
খ. বেসরকারি উদ্যোগ
গ. বিনিয়োগ বোর্ডের
ঘ. ব্যক্তিগত মালিকানা

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৭০. ক্রেতার পছন্দ ও উদ্যোক্তার বিনিয়োগ স্থির হয় কীসের ওপর ভিত্তি করে?
ক. দ্রব্যের দাম ও চাহিদা
খ. দ্রব্যের দাম ও ইচ্ছা
গ. ক্রেতার পছন্দ ও সামর্থ্য
● দ্রব্যের দাম ও সামর্থ্য

৭১. মিশ্র অর্থব্যবস্থায় মূল উদ্দেশ্য কী?
ক. আয়ের সুষম বণ্টন
খ. শ্রমিক শোষণ
গ. সম্পদের অপচয় রোধ
● সর্বাধিক মুনাফা অর্জন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৭২. কোন অর্থব্যবস্থায় সরকার একচেটিয়া ব্যবসার ওপর বিধি নিষেধ আরোপ করতে পারে?
ক. ধনতান্ত্রিক
খ. ইসলামি
গ. সমাজতান্ত্রিক
● মিশ্র

৭৩. কোন অর্থব্যবস্থায় দুর্যোগকালীন সময়ে উৎপাদনে বিপর্যয় ঘটলে সরকার দ্রব্যের ক্রয় বিক্রয়ে পরোক্ষ নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন?
ক. পুঁজিবাদী
● মিশ্র
গ. সমাজতান্ত্রিক
ঘ. ধনতান্ত্রিক

৭৪. অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন ও বিপণন এবং আমদানি-রপ্তানি সরকারের নিয়ন্ত্রণে থাকে কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক
খ. ইসলামি
গ. পুঁজিবাদী
● মিশ্র

৭৫. ধনতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
ক. আমদানি-রপ্তানি সরকার দ্বারা নিয়ন্ত্রিত
খ. সকল জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায়
● শ্রমিকের উদ্বৃত্ত মজুরি মুনাফার অন্তর্ভুক্ত করা হয়
ঘ. আয় বণ্টনে সুষম ব্যবস্থা প্রতিফলিত হয়

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৭৬. সম্পদ বা আয়ের আংশিক সুষ্ঠু বণ্টন ঘটে কোথায়?
● মিশ্র অর্থব্যবস্থায়
খ. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
গ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
ঘ. সরকারি অর্থব্যবস্থায়

৭৭. সাদমানের বাবা তাকে বলেন, বিশ্বে এমন অর্থনৈতিক ব্যবস্থাও আছে যার মূল ভিত্তি পবিত্র কুরআন ও হাদিস। তার বাবা কোন অর্থব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন?
ক. ধনতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
● ইসলামি
ঘ. মিশ্র

৭৮. কোন অর্থব্যবস্থায় মানুষের জীবনের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়?
ক. ধনতান্ত্রিক
খ. মিশ্র
গ. সমাজতান্ত্রিক
● ইসলামি

৭৯. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ছাড়াও অন্য কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা স্বীকৃত?
● ইসলামি
খ. মিশ্র
গ. সমাজতান্ত্রিক
ঘ. সামন্ততান্ত্রিক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৮০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যপ্তি তার সম্পদ উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর করতে পারে?
ক. সমাজতান্ত্রিক
● ইসলামি
গ.ধনতান্ত্রিক
ঘ. মিশ্র

৮১. ইসলাম ধর্মের মৌল স্তম্ভ কয়টি?
ক. ২টি
খ. ৪টি
● ৫টি
ঘ. ৬টি

৮২. সামাজিক কল্যাণমুখী শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসৃত হয় কোন অর্থব্যবস্থায়?
ক. মিশ্র
● ইসলামি
গ. ধনতান্ত্রিক
ঘ. পুঁজিবাদী

৮৩. ইসলামি অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী অর্থ থাকলে তার একটি নির্ধারিত অংশ কাদের মধ্যে বণ্টনের ব্যবস্থা রয়েছে?
● দরিদ্র জনগোষ্ঠী
খ. ধনী জনগোষ্ঠী
গ. ছেলেমেয়ে
ঘ. পিতা-মাতা

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৮৪. কোন অর্থব্যবস্থায় যাকাত ব্যবস্থা চালু রয়েছে?
ক. সমাজতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র
● ইসলামি

৮৫. কাদের জন্য যাকাত প্রদান বাধ্যতামূলক?
ক. দরিদ্রদের
● সম্পদশালীদের
গ. মুসাফিরদের
ঘ. পেশাজীবীদের

৮৬. নিসাব পরিমাণ সম্পদ থাকলে কী দিতে হয়?
ক. কুরবানি
খ. সদকা
● যাকাত
ঘ. ফিতরা

৮৭. ইসলামি অর্থব্যবস্থায় সমাজের দুঃস্থ লোকদের সাহায্যের কথা বলা হয়েছে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটি কী?
ক. মানবিক মূল্যবোধ জাগ্রত করা
খ. পরকালের প্রাপ্তির আশা
● আয় বৈষম্য হ্রাস করা
ঘ. সামাজিক মর্যাদা বৃদ্ধি করা

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৮৮. কোন অর্থব্যবস্থায় সুদ লেন-দেন হারাম বা নিষিদ্ধ?
ক. সমাজতান্ত্রিক
● ইসলামি
গ. ধনতান্ত্রিক
ঘ. মিশ্র

৮৯. আলিম আহমেদের দেশের অর্থব্যবস্থায় মূলধন বিনিয়োগকারী সুদের পরিবর্তে মূলধন বিনিয়োগের আনুপাতিক হারে লাভ বা লোকসানে অংশগ্রহণ করে থাকে। ওই দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত?
● ইসলামি
খ. সমাজতান্ত্রিক
গ. ধনতান্ত্রিক
ঘ. মিশ্র

৯০. কোন অর্থব্যবস্থায় শ্রমিক তার ন্যায্য পাওনা যথাসময়ে লাভ করে?
● ইসলামি
খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. পুঁজিবাদী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৯১. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদিত সম্পদের সুষ্ঠু বণ্টন সম্ভব হয়?
● ইসলামি
খ. পুঁজিবাদী
গ. মিশ্র
ঘ. ধনতান্ত্রিক

৯২. পারিতোষিক প্রদানে ন্যায় ও সাম্যের নীতি অনুসরণ করা হয় যে অর্থব্যবস্থায়-
ক. মিশ্র
খ. সমাজতান্ত্রিক
● ইসলামি
ঘ. ধনতান্ত্রিক

৯৩. প্রাচীন বাংলায় মুসলিম এবং ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত ছিলো?
● সামন্ততান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
গ. ঔপনিবেশিক
ঘ. ধনতান্ত্রিক

৯৪. সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ধরন কেমন ছিল?
ক. পরিকল্পনাভিত্তিক
খ. মহাজনকেন্দ্রিক
● ভূস্বামীকেন্দ্রিক
ঘ. নায়েবকেন্দ্রিক

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৯৫. উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে কী বলা হতো?
ক. অধিপতি
খ. রাজা
গ. সামন্ত
● ভূস্বামী

৯৬. সামন্ততান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিলেন কে?
ক. সরকার
খ. জনগণ
● ভূস্বামী
ঘ. কৃষক

৯৭. পাকিস্তান আমলের শেষদিকে কোন অর্থব্যবস্থা প্রাধান্য লাভ করে?
ক. সমাজতান্ত্রিক
খ. মিশ্র
● ধনতান্ত্রিক
ঘ. ইসলামি

৯৮. পাকিস্তানি শাসনামলে দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ কাদের হাতে কেন্দ্রীভূত হয়?
ক. জনগণের
খ. সরকারের
● একটি ক্ষুদ্র অংশের
ঘ. একটি বৃহদাংশের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

৯৯. ১৯৭২ সালের সংবিধানের ভিত্তিতে কোন অর্থব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়?
ক. ইসলামি
খ. ধনতান্ত্রিক
● সমাজতান্ত্রিক
ঘ. মিশ্র

১০০. পাকিস্তান আমলে এ দেশের কলকারখানা, ব্যবসায় ও আর্থিক প্রতিষ্ঠানের অধিকাংশের মালিকানা কাদের হাতে ছিল?
ক. বাঙালিদের
● অবাঙালিদের
গ. ব্যবসায়ীদের
ঘ. সরকারের

১০১. স্বাধীনতার পর বড় বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টির কারণ কী ছিল?
● মালিকের দেশ ত্যাগ
খ. শ্রমিক আন্দোলন
গ. সরকারের ব্যর্থতা
ঘ. শ্রমিক অসন্তোষ

১০২. স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের লোকসানের মুখোমুখি হওয়ার কারণ কী ছিল?
ক. সরকারের উদাসীনতা
খ. সরকারের স্বেচ্ছাচারিতা
● উপযুক্ত ব্যবস্থাপনার অভাব
ঘ. শ্রমিক অসন্তোষ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১০৩. বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দেশে নিচের কোনটি চালু হয়েছে?
ক. অধিক উৎপাদনে ভর্তুকি
খ. সমাজতন্ত্র
● মুক্তবাজার অর্থনীতি
ঘ. শিল্প কারখানা

১০৪. বর্তমানে অর্থনীতির কিছু খাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
● সরকারি-বেসরকারি অংশীদারিত্ব
খ. সরকার ও বিদেশি অংশীদারিত্ব
গ. সরকার ও সমবায় অংশীদারিত্ব
ঘ. সরকার ও বহুজাতিক অংশীদারিত্ব

১০৫. দেশীয় মূলধন বা পুঁজি কোথা থেকে সংগৃহীত হয়?
● অভ্যন্তরীণ উৎস থেকে
খ. বৈদেশিক সাহায্য থেকে
গ. রেমিটেন্স থেকে
ঘ. বিভিন্ন এনজিওর কাছ থেকে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১০৬. উদ্যোক্তার আয়কে কী বলা হয়?
ক. সুদ
খ. খাজনা
গ. মজুরি
● মুনাফা

১০৭. বাংলাদেশের জনগণের বৃহত্তর অংশই কোন শ্রেণির?
ক. উদ্যোক্তা
● শ্রমিক
গ. পুঁজিপতি
ঘ. সংগঠক

১০৮. বাংলাদেশে শ্রমিকদের মজুরির হার কেমন?
● নিম্ন
খ. উচ্চ
গ. মধ্যম
ঘ. সন্তোষজনক

১০৯. জাতীয় সম্পদ বলতে বোঝায়-
ⅰ. সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ
ⅱ. সরকারের অধীনে থাকা সমস্ত সম্পদ
ⅲ. সমাজের সমষ্টিগত সম্পদ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১১০. ‘প্রযুক্তি’ আন্তর্জাতিক সম্পদ, কারণ এটি –
ⅰ. সকল জাতি ভোগ করতে পারে
ⅱ. সবাই মিলে সৃষ্টি করে
ⅲ. কোনো বিশেষ রাষ্ট্রের মালিকানা থাকে না
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১১.নতুন সম্পদ সৃষ্টির উদাহরণসমূহ হলো—
ⅰ. ভূমি আবাদ করে শস্য উৎপাদন করা
ⅱ. সম্পদ উত্তোলন করে ব্যবহার উপযোগী করা
ⅲ. জলাশয়ে মাছ চাষ করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১২. বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয় বিষয়গুলো হলো—
ⅰ. নিরাপত্তারক্ষী মোতায়েন না করা
ⅱ. অপ্রয়োজনীয় খরচ কমানো
ⅲ. দায়িত্বশীলদের যথাযথ দায়িত্ব পালন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৩.উৎপাদনের উপাদানসমূহের আয় বলতে বোঝায়—
ⅰ. খাজনা
ⅱ. মজুরি
ⅲ. মুনাফা ও সুদ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১১৪. বণ্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ও অসম হলে —
ⅰ. সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়
ⅱ. জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত হয়
ⅲ. অর্থনৈতিক সমস্যা দেখা দেয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৫. অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে—
ⅰ. অর্থনৈতিক কার্যাবলির সমন্বয়ে
ⅱ. অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়ে
ⅲ. রাজনৈতিক কার্যাবলির সমন্বয়ে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৬. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রধান উদ্দেশ্য—
ⅰ. পুঁজিপতি হওয়া
ⅱ. সর্বাধিক মুনাফা অর্জন
ⅲ. একচেটিয়া ব্যবসা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১১৭. ধনতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায়—
ⅰ. সম্পদের যৌথ মালিকানা বর্তমান
ⅱ. সম্পদের ব্যক্তি মালিকানা রয়েছে
ⅲ. উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রয়েছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৮. সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্যোক্তারা সচেতন থাকে—
ⅰ. উৎপাদন খরচ কম রাখার ক্ষেত্রে
ⅱ. উৎপাদিত দ্রব্যের বেশি মূল্য পেতে
ⅲ. মজুরি বেশি দেওয়ার ক্ষেত্রে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৯. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়-
ⅰ. ব্যক্তিমালিকানা স্বীকৃত
ⅱ. উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা নেই
ⅲ. উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তির প্রণোদনা ও উদ্যম হ্রাস পেতে পারে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২০. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়—
ⅰ. রাষ্ট্রের কেন্দ্রীয় পরিকল্পনার আওতায়
ⅱ. সরকারের নির্দেশনায়
ⅲ. উদ্যোক্তার ইচ্ছা অনুযায়ী
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১২১. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়—
ⅰ. নাগরিকের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে
ⅱ. সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে
ⅲ. সর্বাধিক জনকল্যাণ সাধনের লক্ষ্যে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সুফল হলো—
ⅰ. শ্রমিক শোষণ হয় না
ⅱ. সম্পদের সুষম বণ্টন হয়
ⅲ. সম্পদের অপচয় কম হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকার বেশ কিছু এলাকায় ওয়াসা (WASA) থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ওয়াটার এটিএম বুথ স্থাপন করা হয়েছে। এ সমস্ত এলাকায় বসবাসরত পরিবারগুলোর বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন সেই পানি থেকেই মেটানো হয়ে থাকে।
১২৩. ওয়াসার ওয়াটার এটিএম বুথ থেকে প্রাপ্ত খাবার পানি কোন ধরনের সম্পদ?
● জাতীয় সম্পদ
খ. ব্যক্তিগত সম্পদ
গ. সামাজিক সম্পদ
ঘ. রাজনৈতিক সম্পদ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় MCQ

১২৪. উক্ত সম্পদ সংরক্ষণে সাধারণ মানুষের করণীয় হলো—
ⅰ. প্রয়োজনমাফিক খরচ করা
ⅱ. ব্যবহারে মিতব্যয়ী হওয়া
ⅲ. অপ্রয়োজনীয় খরচ না করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১২৫ ও ১২৬ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নিলুফার জামান। তিনি বর্তমান বিশ্বে প্রচলিত বিভিন্ন অর্থব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছিলেন তিনি একটি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, “ব্যক্তি উদ্যোগের পাশাপাশি এ ব্যবস্থায় অনেক শিল্প-কারখানা রাষ্ট্রীয় মালিকানায়ও স্থাপিত হয়। বিশেষ করে রাষ্ট্র দেশের আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ করে।”

১২৫. উদ্দীপকে নিলুফার জামান কোন ধরনের অর্থব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন?
● মিশ্র
খ. ইসলামি
গ. সমাজতান্ত্রিক
ঘ. ধনতান্ত্রিক

১২৬. কোনটি মুনাফা অজন অর্থব্যবস্থা-
ক. উৎপাদনকারী ও রাষ্ট্র মুনাফা প্রত্যাখ্যান করে
● রাষ্ট্র ও উৎপাদনকারী মুনাফা লাভ করে
গ. উৎপাদনকারী মুনাফা ভোগ করে, রাষ্ট্র ভোগ করে না
ঘ. রাষ্ট্র সকল মুনাফা ভোগ করে থাকে

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১১ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment