নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw (এডুকুউ) তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ :  টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw (এডুকুউ) থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

১. ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে কোন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ?
ক. ইউনিসেফ
● জাতিসংঘ
গ. সার্ক
ঘ. ইউরোপীয় ইউনিয়ন

২. অংশীজন বলা হয় কাদেরকে?
ক. সুবিধাভোগী
● উন্নয়নের সুফল ভোগকারী জনগোষ্ঠী
গ. তৃণমূল জনগোষ্ঠী
ঘ. উন্নয়নকর্মী

৩. উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় কীভাবে?
ক. অন্যকে সহযোগিতার মাধ্যমে
খ. উন্নয়নের সুফল ভোগের মাধ্যমে
● দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে
ঘ. ব্যক্তিগত লাভে কাজ করার মাধ্যমে

৪. অংশীদারিত্বের মূল লক্ষ্য কী?
ক. ব্যক্তিগত উপকারিতা
খ. দলীয় উপকারিতা
গ. নির্দিষ্ট গোষ্ঠীর উপকারিতা
● সামষ্টিক উপকারিতা

৫. কাদের কথা ভেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়?
ক. দরিদ্রদের
খ. ধনীদের
গ. নারীদের
● সকলের

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৬. এসডিজি বাস্তবায়নে কোন বিষয়কে বিশেষভাবে বিবেচনা করা হয়?
ক. আন্তর্জাতিক সহযোগিতা
খ. ব্যক্তিগত উন্নয়ন
● অংশীদারিত্বের গুরুত্ব
ঘ. উন্নয়নকর্মীর দক্ষতা

৭. বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতা সমন্বিত করার প্রয়োজন রয়েছে কেন?
● এসডিজি বাস্তবায়নের জন্য
খ. এমডিজি বাস্তবায়নের লক্ষ্যে
গ. অংশীদারিত্ব বাড়ানোর উদ্দেশ্যে
ঘ. সামাজিক সম্প্রতি প্রতিষ্ঠায়

৮. অংশীদারিত্বের প্রক্রিয়ায় সাধারণ মানুষকে কাদের সাথে অন্তর্ভুক্ত করতে হবে?
ক. উন্নয়নকর্মী
খ. রাজনীতিবিদ
● সমাজের উঁচুশ্রেণি
ঘ. সরকারি কর্মকর্তা

৯. নিচের কোনটি সকলের জন্য প্রযোজ্য?
ক. সিডও
খ. এমডিজি
গ. এলডিজি
● এসডিজি

১০. অলিভিয়া ইংল্যান্ডের নাগরিক। তার দেশ জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কাজ করছে। এ অভীষ্ট অর্জনের ফলাফল কী হবে?
ক. তার দেশে সীমাবদ্ধ থাকবে
● তার দেশে সীমাবদ্ধ থাকবে না
গ. জনগণ লাভবান হবে
ঘ. আর্থ-সামাজিক উন্নয়ন ব্যাহত হবে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

১১. জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে কীসের সূচনা হয়?
ক. রাজনৈতিক উন্নয়ন
● পারস্পরিক অংশীদারিত্ব
গ. সার্বিক সক্ষমতা অর্জন
ঘ. এসডিজি অর্জন

১২. সামষ্টিক উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে ভূমিকা রাখতে হবে-
ক. আর্থিক অবস্থা অনুযায়ী
খ. আয় অনুযায়ী
গ. সামাজিক মর্যাদা অনুযায়ী
● সক্ষমতা অনুযায়ী

১৩. হনুফাদের এলাকায় রাস্তার সংস্কার কাজ চলছে। এ কাজটি কাদের সুবিধার্থে পরিচালিত হচ্ছে?
ক. দরিদ্রদের
খ. ব্যবসায়ীদের
গ. রাজনীতিবিদদের
● সকল স্তরের জনগণের

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

১৪. নিচের কোনটি বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়নের একটি বিশেষ দিক?
ক. জাতীয় পর্যায়ের অংশীদারিত্ব
খ. আন্তর্জাতিক অংশীদারিত্ব
● সার্বিক সক্ষমতা অর্জন
ঘ. তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ

১৫. টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অভীষ্ট কী?
ক. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
খ. দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন
● আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি
ঘ. সাংস্কৃতিক সহযোগিতা হ্রাস

১৬. “A’ রাষ্ট্রে দ্রুত উন্নয়ন সাধিত হলেও ‘B’ রাষ্ট্রের তেমন উন্নয়ন সাধিত হয়নি। এতে কোনটি ঘটবে?
ক. উন্নয়ন টেকসই হবে
খ. উন্নয়ন বাধাগ্রস্ত হবে
● উন্নয়ন জাতীয় ও বৈশ্বিকভাবে টেকসই হবে না
ঘ. প্রতিযোগিতামূলক উন্নয়ন হবে

১৭. পৃথিবীর সচেতন মানুষেরা শঙ্কিত কেন?
ক. অপরিকল্পিত শিল্পায়নের কারণে
● জলবায়ু পরিবর্তন হওয়ায়
গ. সম্পদ বৈষম্য বৃদ্ধি পাওয়ায়
ঘ. ভোগ বৈষম্য বেড়ে যাওয়ায়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

১৮. প্রাণিকুলের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে কীসের প্রভাবে?
ক. নারী-পুরুষ বৈষম্য
● জলবায়ু পরিবর্তন
গ. আয় ও ব্যয় ভারসাম্য
ঘ. সম্পদ বৈষম্য

১৯. বাংলাদেশ কীসের নিরীখে এগিয়ে যাচ্ছে?
ক. বৈজ্ঞানিক আবিষ্কারের সূচক
খ. এসডিজি অর্জনের সূচক
● সামাজিক সূচক
ঘ. রাজনৈতিক সূচক

২০. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে কোন দেশ?
● বাংলাদেশ
খ. ভারত
গ. চীন
ঘ. মালদ্বীপ

২১. কখন থেকে এসডিজি বাস্তবায়ন শুরু হয়েছে?
● এমডিজি অর্জনের পর
খ. এলডিসি অর্জনের পর
গ. এলডিজি অর্জনের পর
ঘ. ডিজিটালাইজেশনের পর

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

২২. জাতিসংঘ পৃথিবীর সব দেশের জন্য কয়েকটি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, যা অর্জন করতে পারলে বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা হ্রাস পাবে। জাতিসংঘ ঘোষিত এই লক্ষ্যমাত্রাগুলোকে কী বলা হয়?
ক. ভিশন-২০২১
খ. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য
● টেকসই উন্নয়ন অভীষ্ট
ঘ. অর্থনৈতিক উন্নয়ন অভীষ্ট

২৩. আমরা নিজেদের বিশ্ব নাগরিক ভাবতে শিখব কীভাবে?
● যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে
খ. শিক্ষা ব্যবস্থা আধুনিক হলে
গ. সংস্কৃতির চর্চা বাড়লে
ঘ. শিল্পায়ন বৃদ্ধি পেলে

২৪. আমরা কীভাবে সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারব?
ক. এমডিজি অর্জনের মাধ্যমে
খ. ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে
গ. এলডিসি অর্জনের মাধ্যমে
● এসডিজি অর্জনের মাধ্যমে

২৫. নিচের কোনটি বাস্তবায়ন হলে দেশে দারিদ্র্যসীমা শূন্যের কোটায় নেমে আসবে?
ক. এমডিজি
খ. এলডিসি
গ. ভিশন-২০২১
● এসডিজি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

২৬. জেন্ডার সমতাবিধান ও নারীর ক্ষমতায়নের ফলাফল হলো-
ক. সামাজিক বৈষম্য হ্রাস
খ. সামাজিক স্থিতিশীলতা
● নারী নির্যাতন হ্রাস
ঘ. ভারসাম্যপূর্ণ উন্নয়ন

২৭. কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি নিচের কোনটির ফলাফল?
ক. সেবার মান বৃদ্ধি
খ. বনজ সম্পদ বৃদ্ধি
● টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি
ঘ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হ্রাস

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

২৮. গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে কী ঘটবে? ক. নৈরাজ্য হ্রাস পাবে
খ. অসমতা হ্রাস পাবে
● রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে
ঘ. সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে

২৯. এমডিজি এর বাংলা পূর্ণরূপ কী?
ক. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
খ. বহুমুখী উন্নয়ন লক্ষ্য
● সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য
ঘ. ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য

৩০. বাংলাদেশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ অর্জনের রোল মডেল বলা হয় কেন?
ক. এসডিজি অর্জনে ব্যাপক সাফল্য লাভ করায়
খ. এলডিসি অর্জনে ব্যাপক সাফল্য লাভ করায়
গ. ভিশন-২০২১ অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করায়
● এমডিজি অর্জনে ব্যাপক সাফল্য লাভ করায়

৩১. এসডিজি এর মূল উদ্দেশ্য কী?
ক. দারিদ্র্য বিমোচন
খ. জেন্ডার সমতা
গ. অসমতা হ্রাস
● বিশ্বের সার্বিক ও সর্বজনীন কল্যাণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৩২. সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা বলা হয় কোনটিকে?
ক. সহস্রাব্দ উন্নয়ন
খ. পরিকল্পিত উন্নয়ন
● টেকসই উন্নয়ন
ঘ. সুষম উন্নয়ন

৩৩. এসডিজি অর্জনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
ক. দারিদ্র্য ও নারী-পুরুষ বৈষম্য
খ. অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ
গ. অবকাঠামোগত দুর্বলতা
● দারিদ্র্য ও সম্পদ বৈষম্য

৩৪. বর্তমান পৃথিবীতে কোন ধরনের উন্নয়ন ঘটছে?
ক. বৈষম্যহীন
খ. টেকসই
● ভারসাম্যহীন
ঘ. সুষম

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৩৫. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোনটি উল্লেখযোগ্যভাবে কমছে?
ক. ভোগ বৈষম্য
খ. সম্পদ বৈষম্য
● দারিদ্র্য ও অতি দারিদ্র্য
ঘ. নারী-পুরুষ বৈষম

৩৬. সুজনের ঘরবাড়ি না থাকায় ঢাকায় বস্তিতে বাস করছে। বাংলাদেশ কোনটি অর্জনের মাধ্যমে সুজনের মতো মানুষের সমস্যা দূর করতে পারে?
ক. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ
খ. ভিশন-২০২১
● টেকসই উন্নয়ন অভীষ্ট
ঘ. লক্ষ্যমাত্রা ২০২১

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৩৭. টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র কয়টি?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

৩৮. টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় কয়টি?
ক. ২টি
খ. ৪টি
● ৩টি
ঘ. ৫টি

৩৯. পরিবেশ দূষণ কীসের পথে একটি বড় চ্যালেঞ্জ?
ক. সামাজিক মর্যাদার
খ. বৈষম্যহীনতার
● উন্নয়নের
ঘ. আর্থিক দুর্বলতার

৪০. নিচের কোনটি এসডিজি বাস্তবায়নে জরুরি?
ক. ব্যাপক অর্থায়ন
খ. অবকাঠামোগত উন্নয়ন
গ. সুষ্ঠু নির্বাচন
● বৈষম্য সহনীয় পর্যায়ে আনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৪১. অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেকসই উন্নয়ন কর্মসূচিতে দ্রুত কোনটি গড়ে তুলতে হবে?
ক. শিল্প কারখানা
খ. অর্থভাণ্ডার
গ. কর্মসংস্থান
● তথ্যভাণ্ডার

৪২. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনৈতিক উন্নয়নে কোন খাতকে প্রাধান্য দিতে হবে?
● গ্রামীণ অ-কৃষি খাতকে
খ. দলীয় কার্যক্রমকে
গ. অবকাঠামোগত উন্নয়নকে
ঘ. পরিবেশ সংরক্ষণকে

৪৩. উন্নয়ন ও অগ্রগতির ধারা টেকসই রাখতে কী নিশ্চিত করতে হবে?
ক. আন্তর্জাতিক সহযোগিতা
● টেকসই উন্নয়ন
গ. বৈষম্য হ্রাস
ঘ. মনিটরিং

৪৪. বাংলাদেশ কত সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে?
ক. ২০২০
● ২০২১
গ. ২০৩০
ঘ. ২০৪১

৪৫. আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাজেটে কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে?
ক. প্রতিরক্ষা
● জ্বালানি
গ. বিদেশ নীতি
ঘ. যোগাযোগ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৪৬. নিচের কোনটিকে তথ্যপ্রযুক্তি অপব্যবহারের কারণ হিসেবে বিবেচনা করা হয়?
● পূর্ব সতর্কতা না থাকা
খ. তথ্যপ্রযুক্তির অগ্রগতি
গ. জ্ঞান লাভের ইচ্ছা
ঘ. সাংস্কৃতিক আগ্রাসন

৪৭. সামাজিক সমস্যার কারণে কোন ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়?
ক. রাজনৈতিক উন্নয়নে
● আর্থ-সামাজিক বিবর্তন প্রক্রিয়ায়
গ. সাংস্কৃতিক আত্তীকরণ প্রক্রিয়ায়
ঘ. শিক্ষাব্যবস্থার প্রসারে

৪৮. আর্থ-সামাজিক অগ্রগতি সুসংহত করতে নিচের কোনটির ভূমিকা অপরিসীম?
ক. সার্বিক সক্ষমতা অর্জন
খ. বৈদেশিক সাহায্য
● মানবসম্পদ উন্নয়ন
ঘ. মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস

৪৯. কোন সংস্থা এসডিজি নির্ধারণ করেছে?
ক. সার্ক
খ. আই সি
● জাতিসংঘ
ঘ. কমনওয়েলথ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৫০. টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্যমাত্রা কয়টি?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
● ১৭

৫১. উন্নয়নের সুফল ভোগকারী জনগোষ্ঠীকে কী বলা হয়?
ক. সুবিধাভোগী
খ. তৃণমূল জনগোষ্ঠী
● অংশীজন
ঘ. উন্নয়নকর্মী

৫২. এসডিজি কাদের জন্য প্রযোজ্য?
ক. দরিদ্র
খ. নিম্নশ্রেণির মানুষ
গ. বিত্তবান
● সবার জন্য

৫৩. জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোনটি ঘটছে?
ক. দারিদ্র্য বাড়ছে
খ. জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে
● প্রাণিকুলের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে
ঘ. ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৫৪. বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের প্রধান সুফল কী হতে পারে?
ক. নারী নির্যাতন হ্রাস
খ. নারীর ক্ষমতায়ন
● দারিদ্র্য বিমোচন
ঘ. রাজনৈতিক স্থিতিশীলতা

৫৫. কোন ক্ষেত্রে আমরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছি?
ক. জনসংখ্যা বৃদ্ধি
খ. কর্মসংস্থান সৃষ্টি
গ. এসডিজি
● এমডিজি

৫৬. আমরা কোন ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছি?
ক. অর্থনৈতিক
খ. এসডিজি
● আর্থ-সামাজিক
ঘ. রাজনৈতিক

৫৭. টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির ফলাফল কোনটি?
ক. সেবার মান বৃদ্ধি
খ. বনজ সম্পদ বৃদ্ধি
● কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি
ঘ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হ্রাস

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৫৮. এমডিজিতে কয়টি লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে?
ক. ৫
খ. ৬
গ. ৭
● ৮

৫৯. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের রোল মডেল বলা হয় কোন দেশকে?
● বাংলাদেশ
খ. ভারত
গ. সিঙ্গাপুর
ঘ. মালয়েশিয়া

৬০. SDG এর পূর্ণরূপ কী?
ক. Suitable Development Goals
খ. Sustained Development Goals
গ. Sustainable Developing Goals
● Sustainable Development Goals

৬১. উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো-
ক. সামাজিক মর্যাদা
খ. বৈষম্যহীনতা
● পরিবেশ দূষণ
ঘ. আর্থিক দুর্বলতা

৬২. এসডিজি কয়টি মৌলিক বিষয়কে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে?
● ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৬৩. টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ কোনটি?
● জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব
খ. ভূমি ও নদী দখল
গ. কৃষি পণ্যের বাজারজাতকরণ
ঘ.তথ্য অধিকার প্রতিষ্ঠান

৬৪. টেকসই উন্নয়ন নিশ্চিতের জন্য কী করতে হবে?
ক. আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
● উন্নয়নের ধারা টেকসইকরণ
গ. করের হার বৃদ্ধি
ঘ. মনিটরিং হ্রাস

৬৫. টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ করণীয় কোনটি?
● নীতি কাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ
খ. মনিটরিং ও মেনটরিং
গ. উন্নয়ন ও অগ্রগতির ধারা টেকসই রাখা
ঘ. বিদেশে সম্পদ পাচার বন্ধ রাখা

৬৬. কত সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে?
ক. ২০২১
● ২০৩০
গ. ২০৪১
ঘ. ২০২৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৬৭. বাংলাদেশ কত সালের মধ্যে উন্নত দেশ হওয়ার ব্যাপারে আশাবাদী?
● ২০৪১
খ. ২০৪০
গ. ২০৪২
ঘ. ২০৫০

৬৮. তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার পরেও আমাদের অনেক দায় বহন করতে হচ্ছে কেন?
ক. অর্থের জন্য
খ. ব্যবহার না করায়
● পূর্ব সতর্কতা না থাকায়
ঘ. সক্ষমতার অভাবে

৬৯. জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ-
ⅰ. সকলের সম্ভাবনা নিশ্চিত করতে
ⅱ. সকলের সমতা নিশ্চিত করতে
ⅲ. বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৭০. এসডিজির অন্যতম লক্ষ্য হলো—
ⅰ. দারিদ্র নিরসন
ⅱ. জেন্ডার সমতা
ⅲ. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭১. অংশীদারিত্ব বলতে বোঝায়—
ⅰ. অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য পালন করা
ⅱ. নিজের সুবিধা লাভের জন্য কাজ করা
ⅲ. সামষ্টিক উপকারিতার জন্য কাজ করা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭২. এসডিজি বাস্তবায়নের জন্য প্রয়োজন—
ⅰ. সরকারি-বেসরকারি খাতের অংশগ্রহণ
ⅱ. বিচ্ছিন্ন কর্মতৎপরতার সমন্বয় ঘটানো
ⅲ. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অংশীদারিত্ব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৩. বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—
ⅰ. অর্থনৈতিক বিবেচনায়
ⅱ. সামাজিক সূচকে
ⅲ. অর্থনৈতিক প্রবৃদ্ধিত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৭৪. এসডিজি অর্জনের ফলে বাংলাদেশে—
ⅰ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
ⅱ. নারী-পুরুষের বৈষম্য হ্রাস পাবে
ⅲ. প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৫. বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের সম্ভাব্য ফলাফল–
ⅰ. মৌলিক চাহিদা পূরণ
ⅱ. নারীর ক্ষমতায়ন
ⅲ. রাজনৈতিক সমস্যা নিরসন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৬. বিশ্বে ধনী-গরিবের ক্রমবর্ধমান ব্যবধান-
ⅰ. দারিদ্র্যকে প্রকট করে তুলছে
ⅱ. সম্পদ বৈষম্য হ্রাস করছে
ⅲ. ধনী-দরিদ্রের বিভেদ বাড়াচ্ছে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

৭৭. বাংলাদেশের এসডিজি অর্জনের পথে অন্যতম চ্যালেঞ্জগুলো হলে-
ⅰ. সম্পদ বৈষম্য ও দারিদ্র্য
ⅱ. পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা
ⅲ. সর্বত্র জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৮. টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র—
ⅰ. সমাজ
ⅱ. রাজনৈতিক বিবেচনা
ⅲ. পরিবেশ সংরক্ষণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৯. শহরে জলাবদ্ধতা সৃষ্টি হলে —
ⅰ. যান চলাচল ব্যাহত হয়
ⅱ. স্বল্প আয়ের লোকদের কাজ বন্ধ থাকে
ⅲ. রোগ-ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮০. সাধারণ মানুষের জন্য নিশ্চিত করতে হবে—
ⅰ. ব্যাপক কর্মসংস্থান
ⅱ. সম্পদের ন্যায্য প্রাপ্তি
ⅲ. অভ্যন্তরীণ সম্পদ আহরণ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮১. এসডিজি বাস্তবায়ন করতে হলে –
ⅰ. অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করতে হবে
ⅱ. সামাজিক মর্যাদার ভিত্তিতে নীতি প্রণয়ন করতে হবে
ⅲ. আর্থ-সামাজিক পরিবেশ সমৃদ্ধ করতে হবে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮২. বর্তমানে যতটুকু অগ্রগতি হয়েছে তা সুষম ও সুসংহত এবং গতিশীল করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন-
ⅰ. মানব সম্পদের উন্নয়ন
ⅱ. দুর্নীতি দমন
ⅲ. রাষ্ট্রব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাকিবদের গ্রামের বেশির ভাগ মানুষই দিনমজুর। কিছুদিন আগে তাদের এলাকার চেয়ারম্যান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করেন। এছাড়া তিনি এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন।

৮৩. উদ্দীপকের চেয়ারম্যানের কাজ জাতিসংঘ ঘোষিত কোন বিষয়টিতে নির্দেশ করে?
ক. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য
● টেকসই উন্নয়ন অভীষ্ট
গ. সবার জন্য স্বাস্থ্য প্রকল্প
ঘ. মানবাধিকার সনদ

৮৪. এ বিষয়টি অর্জনে প্রয়োজন—
ⅰ. সমাজের উঁচুশ্রেণির মানুষের অংশীদারিত্ব
ⅱ. তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ
ⅲ. সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের
অংশীদারিত্ব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ছিল গণতন্ত্রের ধারাবাহিকতাকে বজায় রাখার বিধিবদ্ধ সফল পদক্ষেপ। গণতান্ত্রিক যাত্রার এই সফলতা আমাদেরকে ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ কিছু লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

৮৫. অনুচ্ছেদের শেষ অংশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে?
● এসডিজি
খ. পরিবেশ উন্নয়ন
গ. এমডিজি
ঘ. সামাজিক উন্নয়ন

৮৬. গণতন্ত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন –
ⅰ. রাজনৈতিক অঙ্গীকার
ⅱ. রাজনৈতিক অস্থিরতা রোধ
ⅲ. বৃহৎ শক্তির তাবেদারি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
কিছুদিন আগেও সাত্তার মিয়ার সম্পত্তি বলতে শুধুমাত্র ভিটে বাড়িটি ছিল। পরবর্তীতে ভূমি দখল, নদী দখল, বন দখল করে সে এখন অনেক টাকা ও সম্পত্তির মালিক। সে গ্রাম থেকে শহরে এসে নতুন বাড়ি করেছে। চলাচলের সুবিধার জন্য একটি প্রাইভেট গাড়ি কিনেছে।

৮৭. অনুচ্ছেদের সাত্তার মিয়ার কার্যক্রম কোন আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়ন বিরোধী?
● এসডিজি
খ. পরিবেশ উন্নয়ন
গ. এমডিজি
ঘ. সামাজিক উন্নয়ন

৮৮. তার এ ধরনের কার্যক্রমের ফলে-
ⅰ. সমাজ ভারসাম্যহীন হবে
ⅱ. সাধারণ মানুষ উপকৃত হবে
ⅲ. পরিবেশের ক্ষতি হবে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment