এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw (এডুকুউ) তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ : জাতিসংঘ ও বাংলাদেশ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw (এডুকুউ) থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
১. কোন অধিকার ছাড়া মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না?
● মানবাধিকার
খ. রাজনৈতিক অধিকার
গ. সাংস্কৃতিক অধিকার
ঘ. ভৌগোলিক অধিকার
২. প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধার অধিকারকে কী বলে?
ক. সামাজিক অধিকার
খ. নৈতিক অধিকার
● মানবাধিকার
ঘ. মৌলিক অধিকার
৩. পৃথিবীতে এখন পর্যন্ত কয়টি বড় বড় যুদ্ধ হয়েছে?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৪. কোন যুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল?
ক. ১ম বিশ্বযুদ্ধ
খ. ২য় বিশ্বযুদ্ধ
● ১ম ও ২য় বিশ্বযুদ্ধ
ঘ. স্নায়ুযুদ্ধ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৫. কোন যুদ্ধের ভয়াবহতা মানুষকে শান্তির জন্য আগ্রহী করে তোলে?
● প্রথম বিশ্বযুদ্ধ
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. ভিয়েতনাম যুদ্ধ
ঘ. ইরাক-ইরান যুদ্ধ
৬. কোন যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত ও বিভীষিকাময় হিসেবে চিহ্নিত হয়ে আছে?
ক. প্রথম বিশ্বযুদ্ধ
খ. পানিপথের যুদ্ধ
● দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ঘ. ক্রিমিয়ার যুদ্ধ
৭. প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কত বছর ছিল?
ক. ৪ বছর
● ৫ বছর
গ. ৭ বছর
ঘ. ৬ বছর
৮. প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ বিশ্বনেতাদের ভাবিয়ে তুলেছিল। তারা শাস্তি প্রতিষ্ঠায় একটি সংস্থা গড়ে তুলতে একমত হন। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯১৪ সালে
● ১৯২০ সালে
ঘ. ১৯৩৯ সালে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৯. জাতিসংঘ কোন যুদ্ধের ফল?
ক. প্রথম বিশ্বযুদ্ধের
খ. ইরাক-ইরান যুদ্ধের
● দ্বিতীয় বিশ্বযুদ্ধের
ঘ. ভিয়েতনাম যুদ্ধের
১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোন সংস্থা গঠনের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়?
● জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. লীগ অব নেশনস
ঘ. ওআইসি
১১. ১৯৪৩ সালে কয়টি প্রধান শক্তির দেশের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. তিনটি
খ. পাঁচটি
● চারটি
ঘ. ছয়টি
১২. ১৯৪৩ সালে কয়টি প্রধান শক্তির দেশের মধ্যে?
ক. তিনটি
খ. পাঁচটি
● চারটি
ঘ. ছয়টি
১৩. জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
ক. ৩টি
খ. ৪টি
● ৫টি
ঘ. ৭টি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
১৪. সকল সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের কোন অঙ্গ গঠিত?
● সাধারণ পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ
ঘ. আন্তর্জাতিক আদালত
১৫. জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?
● নিরাপত্তা পরিষদ
খ. অছি পরিষদ
গ. সচিবালয়
ঘ. সাধারণ পরিষদ
১৬. কতটি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত?
ক. ৫টি
খ. ১২টি
গ. ১০টি
● ১৫টি
১৭. নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশের সংখ্যা কয়টি?
● ৫টি
খ. ১০টি
গ. ১৫টি
ঘ. ২০টি
১৮. জাতিসংঘের প্রধান নির্বাহী কে?
ক. মার্কিন প্রেসিডেন্ট
খ. সভাপতি
গ. জাপানি প্রধানমুন্ত্রী
● মহাসচিব
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
১৯. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়াশিংটনে
খ. লন্ডনে
গ. কোপেন হেগেনে
● নিউইয়র্কে
২০. বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
● ১৯৩
খ. ১৯৫
গ. ১৯৪
ঘ. ১৯৬
২১. ‘A’ এলাকা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে দীর্ঘ দিন ধরে। ‘A’ এলাকার তত্ত্বাবধানের জন্য জাতিসংঘের কোন পরিষদ কাজ করছে?
ক. সাধারণ পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
● অছি পরিষদ
ঘ. আন্তর্জাতিক পরিষদ
২২. ব্রাজিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। ব্রাজিল নিরাপত্তা পরিষদের কোন ধরনের সদস্য?
ক. স্থায়ী সদস্য
● অস্থায়ী সদস্য
গ. অন্তবর্তীকালীন সদস্য
ঘ. সাময়িক সদস্য
২৩. উত্তর সুদান ও দক্ষিণ সুদানের সীমানা সংক্রান্ত সমস্যা নিরসন করবে জাতিসংঘের কোন সংস্থা?
ক. সাধারণ পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
গ. সেক্রেটারিয়েট বা প্রশাসনিক বিভাগ
● আন্তর্জাতিক বিচারালয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
২৪. বাংলাদেশ কততম সদস্য হিসেবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়?
ক. ১৩০তম
● ১৩৬তম
গ. ১৩৪তম
ঘ. ১৩৮তম
২৫. বঙ্গবন্ধু কীভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন?
ক. পররাষ্ট্র নীতির মাধ্যমে
● জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে
গ. বাকশাল গঠনের মাধ্যমে
ঘ. সাধারণ পরিষদে সভাপতিত্ব করার মাধ্যমে
২৬. জাতিসংঘের কয় জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন?
● ৪ জন
খ. ৬ জন
গ. ৫ জন
ঘ. ৭ জন
২৭. কোন সময়ের জন্য বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়?
ক. ১৯৭৭-৭৮
● ১৯৭৯-৮০
গ. ১৯৭৮-৭৯
ঘ. ১৯৮০-৮১
২৮. কত সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়?
ক. ১৯৭৯ সাল
খ. ১৯৮০ সাল
● ১৯৮৪ সাল
ঘ. ১৯৮৬ সাল
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
২৯. কত সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন?
ক. ১৯৮৪ সালে
● ১৯৮৬ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৮৮ সালে
৩০. কত সালে সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের বিরোধ নিষ্পত্তি হয়
ক. ২০১০
খ. ২০১১
● ২০১২
ঘ. ২০১৩
৩১. সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের বিরোধ কত বছর স্থায়ী ছিল?
● ৩৮ বছর
খ. ৩৯ বছর
গ. ৪০ বছর
ঘ. ৪১ বছর
৩২. মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ নতুন কত বর্গকিলোমিটার সমুদ্র এলাকা পেয়েছে?
ক. ১৯ হাজার বর্গকিলোমিটার
● সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার
গ. ২০ হাজার বর্গকিলোমিটার
ঘ. ২১ হাজার বর্গকিলোমিটার
৩৩. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে সংক্ষেপে কী বলা হয়?
● ইউএনডিপি
খ. ইউনিসেফ
গ. এফএও
ঘ. ইউনিফেম
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৩৪. কত সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু মৃত্যুহার হ্রাসে অবদান রাখার জন্য জাতিসংঘ পুরস্কার পান?
ক. ২০০৮
খ. ২০০৯
● ২০১০
ঘ. ২০১১
৩৫. বর্তমানে বাংলাদেশ টেকসই উন্নয়নের (SDG) কতটি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করছে?
ক. ১৫
খ. ১৬
● ১৭
ঘ. ১৮
৩৬. ইউনিসেফ দ্বারা কোনটিকে বোঝানো হয়?
ক. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
● জাতিসংঘ শিশু তহবিল
ঘ. জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল
৩৭. জাতিসংঘের কোন সংস্থা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ে কাজ করে?
ক. UNIFEM
খ. WHO
● UNICEF
ঘ. FAO
৩৮. মাইকেল একটি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা। সম্প্রতি তিনি সংস্থার অর্থায়নে পরিচালিত পথহারা, বন্ধনহীন সুবিধাবঞ্চিত কন্যা শিশু ও কিশোরীদের আশ্রয় কেন্দ্রটি পরিদর্শন করেন। তিনি কোন সংস্থায় কর্মরত?
ক. UNDP
খ. UNHCR
● UNICEF
ঘ. UNESCO
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৩৯. ‘UNESCO’ কী উদ্দেশ্যে বাংলাদেশে কাজ করছে?
ক. সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে
● শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে
গ. বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে
ঘ. বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে
৪০. বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের কোন সংস্থা কাজ করছে?
ক. ইউনিসেফ
খ. ইউএনডিপি
গ. ইউনিফেম
● এফএও
৪১. FAO-এর কাজ কোনটি?
● খাদ্য নিশ্চিত করা
খ. স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা
গ. শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা
ঘ. আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা
৪২. কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিওমুক্ত হিসেবে ঘোষণা করে?
ক. ২০১১ সালে
খ. ২০১২ সালে
গ. ২০১৩ সালে
● ২০১৪ সালে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৪৩. কত সালে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র দেয়?
● ১৯৪৮
খ. ১৯৫১
গ. ১৯৪৯
ঘ. ১৯৫২
৪৪. কত সালে মানব পাচার দমন ও পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন পায়?
● ১৯৪৯
খ. ১৯৫০
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
৪৫. কত সালে আইএলও কর্তৃক এক ধরনের কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের একই বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়?
● ১৯৫১ সালে
খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৫৪ সালে
৪৬. কত সালে নারীর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৫১
● ১৯৫২
গ. ১৯৫৩
ঘ. ১৯৫৪
৪৭. জাতিসংঘে বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন ফরম সনদ কত সালে অনুমোদিত হয়?
ক. ১৯৫২
খ. ১৯৫৭
গ. ১৯৬০
● ১৯৬২
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৪৮. কত সালে জাতিসংঘে বালিকা ও নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়?
ক. ১৯৬১
● ১৯৬২
গ. ১৯৬৩
ঘ. ১৯৬৪
৪৯.কোন সালকে নারী বছর ঘোষণা করা হয়?
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
● ১৯৭৫
ঘ. ১৯৭৬
৫০. নিচের কোনটি নারী দশক?
● ১৯৭৬-১৯৮৫
খ. ১৯৭৮-১৯৮৭
গ. ১৯৭৭-১৯৮৬
ঘ. ১৯৭৯-১৯৮৮
৫১.পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নারীর ভূমিকার স্বীকৃতি পায় যে সম্মেলনে সেটি কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বেইজিংয়ে
খ. অস্ট্রিয়ার ভিয়েনায়
● রিওডি জেনিরোতে
ঘ. কোপেন হেগেনে
৫২. কোন সম্মেলনে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান করা হয়?
ক. দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলনে
● অস্ট্রিয়ার ভিয়েনা সম্মেলন
গ. বেইজিং প্লাস ফাইভ সম্মেলন
ঘ. চতুর্থ বিশ্ব নারী সম্মেল
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৫৩. তৃতীয় বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কত বছর পরে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ৫ বছর
খ. ৮ বছর
গ. ১৫ বছর
● ১০ বছর
৫৪.কোন সম্মেলনে বেইজিং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়?
ক. ১ম বিশ্ব নারী সম্মেলনে
খ. ৩য় বিশ্ব নারী সম্মেলনে
গ. ২য় বিশ্ব নারী সম্মেলনে
● ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে
৫৫. চতুর্থ নারী সম্মেলনের ঘোষণা কী ছিল?
● নারীর চোখে বিশ্ব দেখুন
খ. নারীর জন্য বিশ্ব গড়ি
গ. নারী ও পুরুষ সমান
ঘ. নারীমুক্ত বিশ্ব গড়ি
৫৬. সিডও সনদ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৮৭৭ সালে
● ১৯৭৯ সালে
৫৭. সিডও সনদ ১৯৭৯ সালের কোন মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. জানুয়ারি
খ. নভেম্বর
গ. ফেব্রুয়ারি
● ডিসেম্বর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৫৮.নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ কত সালে কার্যকর হয়?
ক. ১৯৭৫
খ. ১৯৭৯
● ১৯৮১
ঘ. ১৯৮৯
৫৯. বর্তমানে কয়টি দেশ সিডও সনদটি সমর্থন করেছে?
ক. ১৩০টি
● ১৩২টি
গ. ১৩১টি
ঘ. ১৩৬টি
৬০. সিডও সনদের মূলধারা কয়টি?
ক. ২৩টি
খ. ১৪টি
● ৩০টি
ঘ. ১৬টি
৬১. সিডও সনদের কোন ধারাগুলো নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে?
ক. প্রথম ১৪টি ধারা
● প্রথম ১৬টি ধারা
গ. শেষের ১৪টি ধারা
ঘ. শেষের ১৬টি ধারা
৬২. সিডও সনদের শেষ পর্যায়ের ধারাগুলোতে কী ব্যাখ্যা করা হয়েছে?
● বৈষম্য বিলোপের উপায়
খ. নারীর সামাজিক অধিকার
গ. নারীর অর্থনৈতিক অধিকার
ঘ. নারীর বৈষম্য দূরীকরণের উপায়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৬৩. কত সালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়?
ক. ১৯৭৯
● ১৯৯৯
গ. ১৯৮৯
ঘ. ২০০১
৬৪. কোন পরিষদ ২৫শে ননভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষনা করেছে?
● সাধারণ পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
গ. ইউনিফেম
ঘ. সচিবালয়
৬৫. বিশ্বব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয় কখন?
ক. ১৭শে নভেম্বর থেকে ২৫শে নভেম্বর
● ২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর
গ. ২৫শে নভেম্বর থেকে ১৭ই ডিসেম্বর
ঘ. ১০ই ডিসেম্বর থেকে ১৭ই ডিসেম্বর
৬৬. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে কোন দেশের অবদান ঈর্ষণীয়?
ক. ভারত
খ. নেপাল
গ. পাকিস্তান
● বাংলাদেশ
৬৭. কত সাল থেকে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে?
ক. ১৯৮৭ সালে
খ. ১৯৮৯ সালে
● ১৯৮৮ সালে
ঘ. ১৯৯০ সালে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৬৮. বাংলাদেশি সৈন্যরা কতগুলো দেশে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১১টি
● ১০টি
৬৯. বিশ্বে বাংলাদেশ শান্তিপ্রিয় জাতি হিসেবে পরিচিতি পেয়েছে নিচের কোন কারণে?
ক. জাতিসংঘের সদস্যপদ লাভ করে
খ. জাতিসংঘের কথামত কাজ করে
গ. সৈন্যরা জাতিসংঘের কাজে শহিদ হয়েছে বলে
● বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গ্রহণযোগ্যতা লাভ করে
৭০. বাংলাদেশের সৈন্যরা কোন মহাদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে?
ক. অস্ট্রেলিয়া
● আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. উত্তর আমেরিকা
৭১. শান্তিরক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি বাংলাদেশি সৈন্যরা স্থানীয় মানুষদের কাছ থেকে কী পেয়েছে?
ক. অনুদান
খ. উপহার
● ভালোবাসা
ঘ. সম্পদ
৭২. কোন দেশে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে?
ক. আইভরিকোস্টে
খ. মস্কোতে
গ. কঙ্গোতে
● সিয়েরা লিওনে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৭৩. আইভরিকোস্টের অন্যতম ব্যস্ত সড়কের নাম কী রাখা হয়েছে?
ক. কালো সড়ক
খ. ঢাকা সড়ক
● বাংলাদেশ সড়ক
ঘ. বাংলাদেশ রাজপথ
৭৪. কোন মহাদেশে বাংলাদেশি সৈন্যরা দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করছে?
● এশিয়া ও আফ্রিকায়
খ. এশিয়া ও আমেরিকায়
গ. আমেরিকা ও ইউরোপে
ঘ. ইউরোপ ও এন্টার্কটিকায়
৭৫. এখন পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহিদ হয়েছেন?
ক. ১৮৭ জন
● ১৩৪ জন
গ. ১৯৮ জন
ঘ. ১৮৮ জন
৭৬. বাংলাদেশি সৈন্যরা কীভাবে প্রমাণ করেছে যে শান্তিরক্ষায় তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত?
ক. শান্তিরক্ষা কাজে অংশগ্রহণের মাধ্যমে
● শান্তিরক্ষায় নিজের জীবন দিয়ে
গ. শান্তিরক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করার মাধ্যমে
ঘ. শান্তিরক্ষায় সদা প্রস্তুত থেকে
৭৭. উন্নত দেশগুলো কীভাবে জাতিসংঘে অবদান রাখছে?
ক. শুধু পরিকল্পনা করে
খ. শান্তি মিশনে অংশ নিয়ে
গ. ভেটো ক্ষমতা প্রয়োগ করে
● অর্থ দিয়ে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৭৮. বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখছে কীভাবে?
● শান্তিরক্ষা বাহিনী দিয়ে
খ. প্রাকৃতিক সম্পদ দিয়ে
গ. প্রযুক্তি দিয়ে
ঘ. বিশাল মানব সম্পদ দিয়ে
৭৯. যুদ্ধ ডেকে আনে —
ⅰ. ভয়ঙ্কর ধ্বংসলীলা
ⅱ. অবর্ণনীয় দুর্ভোগ
ⅲ. অশান্তি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৮০. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট হলো—
ⅰ. ‘লীগ অব নেশনস’-এর ব্যর্থতা
ⅱ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা
ⅲ. মানবাধিকার রক্ষা করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮১. ১৯৪৩ সালের সম্মেলনে জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিনিধিবৃন্দের অন্তর্ভুক্ত—
ⅰ. ব্রিটেনের প্রতিনিধিবৃন্দ
ⅱ. ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ
ⅲ. রাশিয়ার প্রতিনিধিবৃন্দ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৮২. জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হলো—
ⅰ. বিশ্বের উন্নয়ন পর্যবেক্ষণ
ⅱ. স্বাধীনতা প্রদান
ⅲ. বিশ্বের অগ্রগতি সাধন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৮৩. ১৯৭৯-৮০ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে যা অন্তর্ভুক্ত ছিল—
ⅰ. বাংলাদেশের ভূমিকার স্বীকৃতি
ⅱ. বৈষম্য বিলোপ
ⅲ. বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৪. ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ যে সব ক্ষেত্রে সফলতা পেয়েছে তা হলো—
ⅰ. মাতৃস্বাস্থ্য উন্নয়ন
ⅱ. দারিদ্র্য হার হ্রাসকরণ
ⅲ. নারীর ক্ষমতায়ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৮৫. UNICEF কাজ করে চলেছে মূলত –
ⅰ. সুবিধাবঞ্চিত শিশুদের জন্য
ⅱ. মেয়ে শিশুদের জন্য
ⅲ. নারী উন্নয়নের জন্য
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৬. সিডর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিশ্ব খাদ্য সংস্থা যে সকল ক্ষেত্রে সহায়তা দিতে পারে-
ⅰ. খাদ্যদ্রব্য সরবরাহ
ⅱ. ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি সহায়তা
ⅲ. ক্ষতিগ্রস্ত এলাকায় টিকাদান
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৭. ইউএনএইচসিআর বাংলাদেশে অবদান রেখেছে—
ⅰ. শরণার্থীদের কর্মসংস্থানে
ⅱ. বিশাল শরণার্থী পালনের খরচে
ⅲ. বিহারী জনগোষ্ঠীর আবাসনে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৮৮. ১৯৪৯ সালে জাতিসংঘ সনদে অনুমোদিত হয়-
ⅰ. মানুষ পাচার দমন
ⅱ. পতিতাবৃত্তির অবসান
ⅲ. নারী কর্মসংস্থানে বৈষম্য বিলোপ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৯. ১৯৬০ সালে জাতিসংঘ যে ক্ষেত্রে নারীদের বৈষম্য বিলোপ সনদ অনুমোদন করে-
ⅰ. শিক্ষাক্ষেত্রে
ⅱ. কর্মসংস্থানের ক্ষেত্রে
ⅲ. পেশাক্ষেত্রে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯০. জাতিসংঘ কর্তৃক ১৯৬২ সালে শিক্ষাক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়েছে—
ⅰ. পুরুষদের
ⅱ. নারীদের
ⅲ. বালিকাদের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯১. বিশ্বব্যাপী বাংলাদেশ পরিচিতি পেয়েছে-
ⅰ. উন্নত দেশ হিসেবে
ⅱ. শান্তিপ্রিয় জাতি হিসেবে
ⅲ. শান্তি প্রতিষ্ঠার রোল মডেল হিসেবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯২. আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে অবস্থান করে বাংলাদেশি সৈন্যরা-
ⅰ. অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে
ⅱ. শান্তিচুক্তি সম্পাদন করেছেন
ⅲ. শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
৯৩. শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি আরো নিয়োজিত আছে-
ⅰ. পুলিশ বাহিনী
ⅱ. মহিলা পুলিশ বাহিনী
ⅲ. আনসার ও ভিডিপি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
শাহানা রহমান একটি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা। এ সংস্থার কিছু অঙ্গসংস্থা আছে। এরকম একটি অঙ্গসংস্থার কার্যালয় নেদারল্যান্ডসের ‘হেগ শহরে অবস্থিত।
৯৪. হেগ শহরে অবস্থিত অঙ্গসংস্থার প্রকৃত নাম কী?
ক. নিরাপত্তা পরিষদ
● আন্তর্জাতিক বিচারালয়
গ. সাধারণ পরিষদ
ঘ. অছি পরিষদ
৯৫. এটি এমন একটি অঙ্গসংস্থা-
ⅰ. যার কাজ হচ্ছে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা
ⅱ. যাকে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ বলা হয়
ⅲ. যা জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
জাতিসংঘের একটি সনদে ৩০টি ধারা আছে। যার প্রথম ১৬টি নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে এবং পরের ১৪টি এসব বৈষম্য বিলোপের উপায় তুলে ধরে।
৯৬. উদ্দীপকে উল্লিখিত সনদের নাম কী?
ক. শিশু সনদ
● সিডও সনদ
গ. আন্তর্জাতিক নারী সনদ
ঘ. শ্রম অভিবাসন সনদ
৯৭. উল্লেখিত সনদটির বৈশিষ্ট্য হলো-
ⅰ. নারীর প্রতি বৈষম্য নিরসন
ⅱ. নারীর অধিকারের পূর্ণাঙ্গ দলিল
ⅲ. নারীর প্রতি সহিংসতা জ্ঞাপন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ (বহুনির্বাচনী) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।