নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw (এডুকুউ) তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ  : বাংলাদেশের গণতন্ত্র ও নিবাচণ পরিবর্তন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw (এডুকুউ) থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১. বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোন ধরনের শাসনব্যবস্থা ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে?
● গণতন্ত্র
খ. সমাজতন্ত্র
গ. রাজতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র

২.জনগণই তাদের সরকার গঠন করে – বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. জনগণ শাসনকাজ পরিচালনা করে
খ. জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে
● জনগণ সকল ক্ষমতার উৎস
ঘ. জনমতকে প্রাধান্য দেওয়া হয়

৩.যে শাসনব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে না থেকে রাষ্ট্রের সব জনসাধারণের ওপর ন্যস্ত থাকে তাকে কী বলে?
● গণতন্ত্র
খ. রাজতন্ত্র
গ. সমাজতন্ত্র
ঘ. স্বৈরশাসন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৪.আব্রাহাম লিংকনের মতে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার কাদের জন্য?
ক. রাষ্ট্রপতির জন্য
খ. আমলাদের জন্য
গ. প্রধানমন্ত্রীর জন্য
● জনগণের জন্য

৫. অধ্যাপক গেটেলের গণতন্ত্রের সংজ্ঞায় জনগণ কোন ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী?
ক. নাগরিক
খ. আইনগত
● সার্বভৌম
ঘ. রাষ্ট্রীয়

৬.গণতন্ত্র কোন শতকের একটি জনপ্রিয় ধারণা?
ক. সপ্তদশ শতকের
খ. অষ্টাদশ শতকের
গ. উনিশ শতকের
● বিশ শতকের

৭.কোন ধারণাটি বর্তমান সময়ে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে?
● গণতান্ত্রিক
খ. রাজতান্ত্রিক
গ. সামন্ততান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৮.সরকারব্যবস্থা হিসেবে গণতন্ত্রের প্রতিষ্ঠা কোন প্রক্রিয়ার ফল?
ক. দৈবিক
● ঐতিহাসিক
গ. সামাজিক চুক্তি
ঘ. স্বাভাবিক

৯.কোন দেশের নাগরিক সমাজ গণতন্ত্র বলতে বোঝাতো এমন একটি রাজনৈতিক শাসনব্যবস্থা, যাতে গোটা নাগরিক সমাজ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে?
ক. অস্ট্রেলিয়া
খ. দ. আফ্রিকা
গ. আমেরিকা
● গ্রিস

১০.মধ্যযুগের পর পুনরায় গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে কোথায়?
ক. আমেরিকায়
খ. আফ্রিকায়
● ইউরোপে
ঘ. এশিয়ায়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১১.গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে চিহ্নিত করা হয় কোন দেশকে?
ক. গ্রিসকে
খ. অস্ট্রেলিয়াকে
● ইংল্যান্ডকে
ঘ. ফ্রান্সকে

১২.’ক’ নামক দেশটি অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে চিহ্নিত। কোন দেশটি ‘ক’ এর সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. গ্রিস
● ইংল্যান্ড
গ. যুক্তরাষ্ট্র
ঘ. অস্ট্রেলিয়া

১৩.আধুনিক সভ্যতাকে কী হিসেবে চিহ্নিত করা হয়?
● গণতান্ত্রিক সভ্যতা
খ. এককেন্দ্রিক সভ্যতা
গ. প্রাচীন সভ্যতা
ঘ. গণমুখী সভ্যতা

১৪.গণতান্ত্রিক পদ্ধতিকে প্রধানত কয়টি পদ্ধতিতে কার্যকর করা হয়?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১৫.প্রত্যক্ষ গণতন্ত্রের অপর নাম কী?
ক. পরোক্ষ গণতন্ত্র
খ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
● বিশুদ্ধ গণতন্ত্র
ঘ. স্বৈরতন্ত্র

১৬.পরোক্ষ গণতন্ত্রের আরেক নাম কী?
ক. বিশুদ্ধ গণতন্ত্র
খ. প্রত্যক্ষ গণতন্ত্র
● প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ. মৌলিক গণতন্ত্র

১৭.যে শাসনব্যবস্থায় নাগরিকরা সরাসরিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহ করার সুযোগ পায় তাকে কী বলে?
● প্রত্যক্ষ গণতন্ত্র
খ. পরোক্ষ গণতন্ত্র
গ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ. সামন্ততন্ত্র

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১৮.আয়তনে বিশাল ও বিপুল জনসংখ্যা সমৃদ্ধ রাষ্ট্র কোন শাসনব্যবস্থার প্রতিবন্ধক?
● প্রত্যক্ষ গণতন্ত্র
খ. পরোক্ষ গণতন্ত্র
গ. প্রতিনিধিত্বমলক গণতন্ত্র
ঘ. স্বৈরতন্ত্র

১৯.আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ গণতন্ত্র প্রচলনের কারণ কী?
ক. জনগণের শিক্ষা ও মানোন্নয়ন
খ. প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব বলে
● রাষ্ট্রের বিশালতা ও অধিক জনসংখ্যা
ঘ. পরোক্ষ গণতন্ত্র জনপ্রিয় বলে

২০.রাষ্ট্র ব্যবস্থার বিস্তৃতির কারণে কোন ধরনের গণতন্ত্র প্রচলন প্রায় অসম্ভব?
● বিশুদ্ধ গণতন্ত্র
খ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
গ. পরোক্ষ গণতন্ত্র
ঘ. জনমতের গণতন্ত্র

২১.প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করার পদ্ধতিকে কী বলে?
ক. প্রত্যক্ষ গণতন্ত্র
খ. বিশুদ্ধ গণতন্ত্র
● পরোক্ষ গণতন্ত্র
ঘ. রাজতন্ত্র

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

২২.আধুনিক রাষ্ট্রসমূহে কোন ধরনের গণতান্ত্রিক পদ্ধতি প্রচলিত আছে?
● প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
খ. প্রত্যক্ষ গণতন্ত্র
গ. রাজতন্ত্র
ঘ. স্বৈরতন্ত্র

২৩.গণতান্ত্রিক শাসনব্যবস্থা কীভাবে পরিচালিত হয়?
● জনমত দ্বারা
খ. জনসংখ্যা দ্বারা
গ. বিচার বিভাগ দ্বারা
ঘ. মৌন সম্মতি দ্বারা

২৪.কোনটি নির্ধারণের ক্ষেত্রে গণতন্ত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়?
ক. রাষ্ট্রীয় তহবিল সংগ্রহ
খ. রাষ্ট্রীয় প্রচার কার্যক্রম
● রাষ্ট্রীয় নীতি নির্ধারণ
ঘ. রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

২৫.জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয় কোন শাসনব্যবস্থায়?
● গণতন্ত্র
খ. স্বৈরতন্ত্র
গ. রাজতন্ত্র
ঘ. সামন্ততন্ত্র

২৬.গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ব্যক্তি কোনটির ক্ষেত্রে সর্বাধিক সুবিধা ভোগ করে?
● আত্মবিকাশের ক্ষেত্রে
খ. আচরণের ক্ষেত্রে
গ. অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে
ঘ. সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে

২৭.গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে অজ্ঞ, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কারণ কী?
ক. সংখ্যালঘিষ্ঠের শাসন
খ. অজ্ঞ জনগণ
● সংখ্যাগরিষ্ঠের শাসন
ঘ. অশিক্ষিত নাগরিক

২৮. কফিলউদ্দিন একজন অজ্ঞ, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হওয়া সত্ত্বেও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। তিনি কোন শাসনব্যবস্থায় নির্বাচিত হয়েছেন?
● গণতন্ত্র
খ. একনায়কতন্ত্র
গ. সমাজতন্ত্র
ঘ. রাজতন্ত্র

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

২৯.গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে না পারার কারণ কী?
ক. সংখ্যালঘিষ্ঠের শাসন
● সংখ্যাগরিষ্ঠের শাসন
গ. দুর্বল শাসনব্যবস্থা
ঘ. অযোগ্যের শাসনব্যবস্থা

৩০. গণতন্ত্রে কাদের অভাব-অভিযোগ সম্পর্কে সরকার উদাসীন থাকে?
● সংখ্যালঘুদের
খ. শ্রমিকদের
গ. কৃষকদের
ঘ. সংখ্যাগরিষ্ঠদের

৩১.কত সালে পাকিস্তানে পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়?
ক. ১৯৪৪ সালে
● ১৯৪৭ সালে
গ. ১৯৪৫ সালে
ঘ. ১৯৪৮ সালে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৩২.পাকিস্তানের গণপরিষদে সংবিধান প্রণয়ন করতে কত বছর সময় লেগেছিলো?
ক. ৭ বছর
খ. ৮ বছর
● ৯ বছর
ঘ. ১০ বছর

৩৩. আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন?
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৫৯ সালে
● ১৯৫৮ সালে
ঘ. ১৯৬০ সালে

৩৪.১৯৫৮ সালের সামরিক শাসন জারির পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে কোন গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়?
ক. প্রত্যক্ষ গণতন্ত্র
খ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
● পার্লামেন্টারি গণতন্ত্র
ঘ. বিশুদ্ধ গণতন্ত্র

৩৫. পাকিস্তান স্বাধীন হওয়ার পর কত সালে জাতীয় পরিষদের একমাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৬৮ সালে
● ১৯৭০ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৭১ সালে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৩৬. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে?
ক. মুসলিম লীগ
● আওয়ামী লীগ
গ. পিপলস পার্টি
ঘ. যুক্তফ্রন্ট

৩৭. স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কয়টি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে?
ক. দুইটি
খ. চারটি
● তিনটি
ঘ. পাঁচটি

৩৮. কোন রাজনৈতিক দল স্বাধীনতার পর প্রথম সরকার গঠন করে?
ক. তমদ্দুন মজলিশ
খ. মুসলিম লীগ
● বাংলাদেশ আওয়ামী লীগ
ঘ. বাংলাদেশ জাতীয়তাবাদী দল

৩৯. পাকিস্তানি অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি সংগ্রামের মূর্ত প্রতীক ছিলেন কে?
ক. ভাসানী
খ. সোহরাওয়ার্দী
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. ফজলুল হক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৪০.স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২ সালে
● ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে

৪১.বাংলাদেশের গণতন্ত্রের উল্টোপথে যাত্রা অব্যাহত ছিল কোন সময় পর্যন্ত?
● নব্বই এর গণঅভ্যুত্থান পর্যন্ত
খ. পঁচাত্তরের সামরিক অভ্যুত্থান পর্যন্ত
গ. চার নেতার হত্যাকাণ্ড পর্যন্ত
ঘ. জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড
পর্যন্ত

৪২.নিচের কোন সালটি বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারে খুবই উল্লেখযোগ্য?
ক. ১৯৭১
খ. ১৯৮০
গ. ১৯৭৫
● ১৯৯১

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৪৩. ১৯৯১ সালের নির্বাচনের পর জাতীয় সংসদে সকল দলের ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের কততম সংশোধনী প্রণীত হয়?
ক. নবম
খ. দশম
গ. একাদশ
● দ্বাদশ

৪৪.অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার দিক থেকে কোন সালের নির্বাচনটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে?
● ১৯৯১ সালের
খ. ২০০১ সালের
গ. ১৯৯৬ সালের
ঘ. ২০০৬ সালের

৪৫.কত সালের কত তারিখে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন আইন পাস হয়?
ক. ১৯৯২ সালের ৬ই সেপ্টেম্বর
খ. ১৯৯১ সালের ৬ই সেপ্টেম্বর
গ. ১৯৯২ সালের ৬ই আগস্ট
● ১৯৯১ সালের ৬ই আগস্ট

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৪৬.কত সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন বৈধতা হারায়?
ক. ১৯৯১ সালের
খ. ১৯৯৩ সালের
গ. ২০০১ সালের
● ১৯৯৬ সালের

৪৭.তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত হয় কততম সংসদে?
ক. ৫ম
● ৭ম
গ. ৬ষ্ঠ
ঘ. ৮ম

৪৮. সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
● ১৯৯৬ সালের ১২ই জুন
খ. ১৯৯৪ সালের ১২ই জুন
গ. ১৯৯৬ সালের ১২ই জুলাই
ঘ. ১৯৯৪ সালের ১২ই জুলাই

৪৯.ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনে নারীদের প্রত্যক্ষ নির্বাচনে প্রার্থী হওয়ার পথ উন্মোচিত হয় কততম সংসদে?
ক. ৬ষ্ঠ
● ৭ম
গ. ৮ম
ঘ. ৯ম

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৫০. কততম সংসদে বিচারপতিদের অবসরের বয়সসীমা ২ বছর বৃদ্ধি করা হয়?
ক. ৫ম
খ. ৬ষ্ঠ
গ. ৭ম
● ৮ম

৫১.কত তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ২৮শে ডিসেম্বর, ২০১৮
● ৩০শে ডিসেম্বর, ২০১৮
গ. ২৯শে ডিসেম্বর, ২০১৮
ঘ. ৩১শে ডিসেম্বর, ২০১৮

৫২.সাধারণ ভাষায় রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
ক. একটি নির্দিষ্ট জনপদ
● সংগঠিত নাগরিক সমষ্টি
গ. নির্দিষ্ট এলাকার জনগণ
ঘ. দেশের সমস্ত নাগরিক সমাজকে

৫৩. রাজনৈতিক দল কীভাবে গড়ে ওঠে?
ক. বদলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে
খ. জনমত গঠনের মাধ্যমে
● সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে
ঘ. দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৫৪.“রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। ” – কার উক্তি?
● গেটেলের
খ. পেজের
গ. ম্যাকাইভারের
ঘ. জিসবার্টের

৫৫. ‘সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য’— এটি কার কথা?
ক. ম্যাকাইভারের
খ. গার্নারের
● গেটেলের
ঘ. এরিস্টটলের

৫৬. রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী ?
● রাষ্ট্রের সমস্যা চিহ্নিত করে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন
খ. পরিকল্পনা জনগণকে জানিয়ে জনসমর্থন সৃষ্টি করা
গ. দলীয় নীতি ও আদর্শ বাস্তবায়ন করা
ঘ. রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেশ পরিচালনা

৫৭. যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল বিশেষজ্ঞদের নিয়ে টকশোর আয়োজন করে। এতে রাজনৈতিক দলের কোন কাজটির প্রাধান্য দেখা যায়?
ক. নির্বাচনি প্রচারণা
● জনসমর্থন সৃষ্টি
গ. নীতিমালা তৈরি
ঘ. প্রার্থী মনোনয়ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৫৮. রাজনৈতিক দলের নীতিমালা ও কর্মসূচি কোথায় উল্লেখ থাকে?
ক. নির্বাচনি আচরণবিধিতে
● ম্যানিফেস্টোতে
গ. নির্বাচনি প্রচারণায়
ঘ. সংবিধানে

৫৯. নিচের কোনটি রাজনৈতিক দলের অন্যতম কাজ?
● সরকার গঠন করা
খ. দাঙ্গা-হাঙ্গামা করা
গ. ঘন ঘন হরতাল দেওয়া
ঘ. বিদেশ ভ্রমণ করা

৬০.রাজনৈতিক দল কীভাবে শাসনকার্য পরিচালনা করে থাকে?
ক. পার্লামেন্টে বিতর্কের মাধ্যমে
খ. ব্যাপক প্রচারণার মাধ্যমে
গ. সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে
● দলীয় নীতিমালা ও কর্মসূচির ভিত্তিতে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৬১.সংসদের বাইরে বক্তব্য, বিবৃতি ও সমালোচনার মাধ্যমে সরকারকে আইনের মধ্যে রাখতে বাধ্য করে কোন দল?
ক. সরকারি দল
খ. আঞ্চলিক দল
● বিরোধী দল
ঘ. ধর্মীয় দল

৬২.বিরোধী দল কাদের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরে?
ক. সমাজের
খ. রাষ্ট্রের
● জনগণের
ঘ. পরিবারের

৬৩. বিরোধী দলের অন্যতম দায়িত্ব কোনটি?
ক. সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরা
খ. জনগণের অভিযোগ সরকারের নিকট উত্থাপন
● গঠনমূলক সমালোচনা করা
ঘ. মুলতবী প্রস্তাব উত্থাপন

৬৪.সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ স্থাপন করে কোনটি?
ক. ধর্মীয় দল
● রাজনৈতিক দল
গ. শ্রমিক দল
ঘ. বণিক দল

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৬৫. গণতন্ত্রে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা সৃষ্টির মূল উপাদান কোনটি?
● রাজনৈতিক দল
খ. রাজনৈতিক প্রতিষ্ঠান
গ. সার্বজনীন ভোটাধিকার
ঘ. ব্যক্তি স্বাধীনতা

৬৬. গণতন্ত্রের মৌলিক বিষয় কোনটি?
ক. রাজনৈতিক দল
● নির্বাচন
গ. সংসদ
ঘ. প্রশাসন

৬৭. নিচের কোনটি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা চিন্তা করা যায় না?
● নির্বাচন
খ. জনগণ
গ. প্রতিরক্ষা বাহিনী
ঘ. রাজনৈতিক দল

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৬৮. আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতার উৎস কারা?
● জনগণ
খ. মন্ত্রী
গ. প্রধানমন্ত্রী
ঘ. বিরোধী

৬৯. কোন শাসনব্যবস্থায় জনগণের সার্বভৌম স্বীকৃতি দেওয়া হয়?
● গণতন্ত্র
খ. স্বৈরতন্ত্র
গ. ধনতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র

৭০.নির্বাচন কী?
ক. ক্ষমতা দখল
● প্রতিনিধি বাছাই প্রক্রিয়া কার্যক্রম
গ. রাজনৈতিক দল গঠন পদ্ধতি
ঘ. শাসনব্যবস্থার অঙ্গ

৭১.সব রাষ্ট্রেই নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়?
● গোপন ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে
খ. হ্যাঁ/না ভোটের মাধ্যমে
গ. ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে
ঘ. উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৭২.কাদের নির্বাচক বলা হয়?
ক. যারা ভোট গণনা করেন
খ. যারা ভোট গ্রহণ করেন
● যারা ভোটদানের অধিকার ভোগ করেন
ঘ. যারা প্রতিনিধি নির্বাচিত হন

৭৩. নির্বাচনি এলাকার ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Constitution
● Constituency
গ. Constitention
ঘ. Constient

৭৪.বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. উপজেলা পরিষদ নির্বাচন
খ. ইউনিয়ন পরিষদ নির্বাচন
গ. সিটি কর্পোরেশন নির্বাচন
● জাতীয় সংসদ নির্বাচন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৭৫. পৃথিবীর বিভিন্ন দেশে কত ধরনের নির্বাচন পদ্ধতি চালু আছে?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪

৭৬. বাংলাদেশে কোন ধরনের নির্বাচন পদ্ধতি চালু আছে?
● প্রত্যক্ষ
খ. মধ্যবর্তী
গ. পরোক্ষ
ঘ. গণভোট

৭৭. পরোক্ষ নির্বাচনে নির্বাচন প্রক্রিয়ায় যে মধ্যবর্তী নির্বাচনি সংস্থা তৈরি করা হয় তা কী নামে পরিচিত?
ক. ইলেক্টোরাল গেট
● ইলেক্টোরাল কলেজ
গ. ইলেক্টরাল স্কুল
ঘ. ইলেক্টোরাল রুম

৭৮. ভোটারগণ ভোট দিয়ে সরাসরি প্রতিনিধি নির্বাচনকৃত মধ্যবর্তী সংস্থাকে কী বলে?
● ইলেক্টোরাল কলেজ
খ. ইলেক্টোরাল গেট
গ. ইলেক্টোরাল স্কুল
ঘ. ইলেক্টোরাল হুশ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৭৯. পরোক্ষ নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনি সংস্থা চূড়ান্তভাবে কোনটিকে নির্বাচন করে?
ক. আঞ্চলিক প্রতিনিধি
খ. মন্ত্রী
● রাষ্ট্রপ্রধান
ঘ. বিচারপতি

৮০. কোন দেশের রাষ্ট্রপ্রধান পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন?
ক. ফিলিপাইন
খ. ব্রাজিল
গ. কাতার
● যুক্তরাষ্ট্র

৮১.কার দ্বারা নির্বাচনি তফসিল ঘোষিত হয়?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
● নির্বাচন কমিশন
ঘ. জাতীয় সংসদ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৮২. সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেয় কে?
ক. নির্বাহী কর্তৃপক্ষ
● রাজনৈতিক দল
গ. নির্বাচন কমিশন
ঘ. রিটার্নিং অফিসার

৮৩. বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব নিচের সংস্থার ওপর ন্যস্ত?
ক. জাতীয় সংসদের ওপর
● নির্বাচন কমিশনের ওপর
গ. সচিবালয়ের ওপর
ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর

৮৪. নিচের কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
ক. দুর্নীতি দমন কমিশন
● নির্বাচন কমিশন
গ. মানবাধিকার কমিশন
ঘ. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

৮৫. আফজাল সাহেব একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। তার প্রতিষ্ঠান থেকে রিটার্নিং অফিসারের নিয়োগ দেয়া হয়। তিনি কোন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন?
ক. পরিকল্পনা কমিশন
● নির্বাচন কমিশন
গ. মানবাধিকার কমিশন
ঘ. সচিবালয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৮৬. নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
● ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর

৮৭. নির্বাচন কমিশনাররা কার কাছে পদত্যাগপত্র পেশ করেন?
● রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. চিফ হুইপ

৮৮. নির্বাচন কমিশনারদের কোন অপরাধে দায়িত্ব থেকে অপসারণ করা যাবে?
ক. দুর্নীতি ও অসামর্থ্যের দায়ে
● অসদাচরণ ও অসামর্থ্যের কারণে
গ. ঘুষ ও অসদাচারণের দায়ে
ঘ. শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়লে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৮৯. নির্বাহী কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের জন্য কীরূপ কাজ করে?
ক. বিরোধিতামূলক
● সহায়তামূলক
গ. প্রতিযোগিতামূলক
ঘ. উদ্দেশ্যমূলক

৯০.নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের?
ক. প্রতিরক্ষা বিভাগ
● নির্বাচন কমিশন
গ. ভূমি মন্ত্রণালয়
ঘ. ভূমি জরিপ বিভাগ

৯১.নির্বাচনি সীমানা বিতর্কের অবসান ঘটাতে কোনটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়?
ক. ভূমি বিভাগ
● নির্বাচন কমিশন
গ. রাজস্ব বিভাগ
ঘ. ভূমি জরিপ বিভাগ

৯২.নির্বাচন কমিশন কেন রিটার্নিং ও পোলিং অফিসার নিয়োগ করে?
ক. নির্বাচনি সীমানা নির্ধারণের জন্য
খ. মনোনয়নপত্র বাছাই করার জন্য
● নির্বাচন পরিচালনার জন্য
ঘ. ভোটার তালিকা প্রণয়নের জন্য

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৯৩. জাতীয় ও স্থানীয় পর্যায়ের উপনির্বাচন পরিচালনা করে কোনটি?
● নির্বাচন কমিশন
খ. সচিবালয়
গ. প্রতিরক্ষা বিভাগ
ঘ. জাতীয় সংসদ

৯৪.সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করে কোন প্রতিষ্ঠান?
ক. দুর্নীতি দমন কমিশণ
খ. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
● নির্বাচন কমিশন
ঘ. মানবাধিকার কমিশন

৯৫. কত সালের আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ ও তার দণ্ড নির্ধারণ করা হয়েছে?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭১ সালে
● ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

৯৬. নির্বাচন প্রচারণায় নিষিদ্ধ করা হয়েছে কোনটি?
● দেয়াল লিখন
খ. পোস্টার লাগানো
গ. মিছিল করা
ঘ. ক্লাব গঠন

৯৭. নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধের জন্য জরিমানাসহ ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ কর বছরের কারাদণ্ড হতে পারে?
ক. ৫ বছর
● ১০ বছর
গ. ৮ বছর
ঘ. ১২ বছর

৯৮. নির্বাচনি আচরণবিধির ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি?
● নির্বাচনি প্রচারণা
খ. নির্বাচনকে অপশক্তি থেকে প্রভাবমুক্ত রাখা
গ. ভোটকেন্দ্রে প্রবেশাধিকার
ঘ. নির্বাচনি অনিয়ম

৯৯. হাফিল ধর্মীয় কারণে একটি প্রার্থীর পক্ষে এবং অন্য একটি প্রার্থীর বিপক্ষে প্রচারণা চালাল। সে কোন ধরনের আচরণ লঙ্ঘন করলো?
ক. ধর্মীয় আচরণ
খ. সামাজিক আচরণ
● নির্বাচনি আচরণ
ঘ. নৈতিক আচরণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১০০. কেন নির্বাচনি এলাকাধীন ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি বরাবর আবেদন করতে হবে?
ক. নির্বাচনি তফসিল ঘোষণার জন্য
খ. নির্বাচনি সীমানা নির্ধারণের জন্য
গ. ভোটার তালিকা প্রণয়নের জন্য
● নির্বাচনপূর্ব অনিয়মের প্রতিকারের জন্য

১০১. কোন আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ ও তার দণ্ড নির্ধারণ করা হয়েছে?
ক. প্রতিনিধিত্ব
খ. প্রজাতন্ত্রিত্ব
● গণপ্রতিনিধিত্ব
ঘ. গণপ্রজাতন্ত্রিত্ব

১০২. উপজেলা নির্বাচনে আবুল কালাম জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ল। তার শান্তি কী হতে পারে?
ক. সর্বোচ্চ ৮ বছর কমপক্ষে ২ বছর কারাদণ্ড
● কমপক্ষে ২ বছর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড
গ. সর্বোচ্চ ৫ বছর, কমপক্ষে ২ বছর কারাদণ্ড
ঘ. সর্বোচ্চ ১০ বছর, রূপক্ষে ৩ বছর কারাদণ্ড

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১০৩. গণতন্ত্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে-
ⅰ. মেয়াদ শেষে সরকার পরিবর্তনের রীতি রয়েছে
ⅱ. সুষ্ঠু নির্বাচনব্যবস্থা রয়েছে
ⅲ. প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার রয়েছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৪. গণতন্ত্র বলতে বোঝায়—
ⅰ. জনগণের শাসক
ⅱ. প্রতিনিধিত্বমূলক সরকার
ⅲ. কল্যাণমূলক শাসনব্যবস্থা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৫. মধ্যযুগে ইউরোপে অনেকটা সময় কেটে গেছে—
ⅰ. ধর্ম ও রাজার দ্বৈত শাসনে
ⅱ. স্বৈরতান্ত্রিক শাসনে
ⅲ. সামন্ততান্ত্রিক শাসনে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৬.দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে-
ⅰ. সপ্তদশ শতাব্দীতে
ⅱ. অষ্টাদশ শতাব্দীতে
ⅲ. ঊনবিংশ শতাব্দীতে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১০৭. রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে-
ⅰ. জাতি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে
ⅱ. গণতন্ত্র অকার্যকর রূপ নেয়
ⅲ. দলগুলো বিলুপ্ত হতে থাকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৮. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীদের বিপুল অর্থ ব্যয় হয়-
ⅰ. ঘন ঘন নির্বাচনে
ⅱ. জনমত গঠনে
ⅲ. ব্যাপক প্রচারকার্যে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৯. পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই-
ⅰ. শাসনকার্য পরিচালনা করে
ⅱ. বিচারকার্য পরিচালনা করে
ⅲ. আইন প্রণয়ন করে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১১০. গণতন্ত্রের গুণগুলো হলো-
ⅰ. আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়
ⅱ. জনগণের বাকস্বাধীনতা স্বীকৃত
ⅲ. সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১১. বাঙালির উল্টোপথে যাত্রার শুরু হয় –
ⅰ. পঁচাত্তরের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে
ⅱ. জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে
ⅲ. জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১২. বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা হয়—
ⅰ. সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে
ⅱ. নব্বইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে
ⅲ. তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৩. ড. ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উল্লেখযোগ্য ঘটনা হলো—
ⅰ. অনেকগুলো অধ্যাদেশ জারি
ⅱ. দুর্নীতির বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন
ⅲ.
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১১৪. সপ্তম জাতীয় সংসদের সুফল হলো—
ⅰ. বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে সংসদকে শক্তিশালী করা
ⅱ. প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব প্রবর্তন
ⅲ. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি প্রবর্তন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৫.গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের কাজ হলো—
ⅰ. সরকারের বিরোধীতা করা
ⅱ. দলের নীতি নির্ধারণ
ⅲ. প্রার্থী মনোনয়ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৬. রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে-
ⅰ. জাতীয় সমস্যা চিহ্নিত করা
ⅱ. জনসমর্থন তৈরি করা
ⅲ. যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৭. রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়—
ⅰ. একক নেতৃত্বের সমন্বয়ে
ⅱ. একদল বিশিষ্ট বা সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে
ⅲ. জনপ্রচেষ্টায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

১১৭. যে রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত—
ⅰ. দুর্নীতিমুক্ত
ⅱ. শক্তিশালী
ⅲ. সুসংগঠিত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমান বিশ্বে সবচেয়ে প্রচলিত রাষ্ট্রব্যবস্থা প্রধানত দুটি পদ্ধতিতে কার্যকর হয়। যথা- ১. প্রত্যক্ষ ও ২. পরোক্ষ।

১১৮. উদ্দীপকের রাষ্ট্রব্যবস্থার প্রথম পদ্ধতিটি কোথায় প্রচলিত ছিল?
● প্রাচীন গ্রিসে
খ. রোমে
গ. যুক্তরাষ্ট্রে
ঘ. চীনে

১১৯. বর্তমানে পৃথিবীতে এ ধরনের গণতন্ত্র দেখা যায় না কেন?
ⅰ. রাষ্ট্রের বিশালায়তনের জন্য
ⅱ. জনসংখ্যার আধিক্যের কারণে
ⅲ. সরকারের স্থিতিশীলতার অভাবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও :
অতনু ৯ম শ্রেণির ছাত্র। নতুন বছরে তাদের ক্লাসে একজন শ্রেণি ক্যাপ্টেন নির্বাচন করা জরুরি হয়ে পড়ে। এ জন্য অতনুর ক্লাসের শ্রেণিশিক্ষক ৫ জনকে ভোট দিয়ে বাছাই করলেন। সেই ৫ জন একত্রে বসে একমত হয়ে একজনকে শ্রেণি ক্যাপ্টেন নির্বাচন করল।

১২০. শিক্ষার্থীরা কোন প্রকারের নির্বাচনে অংশ নিয়েছিল?
● প্রত্যক্ষ
খ. গণতান্ত্রিক
গ. পরোক্ষ
ঘ. স্বৈরতান্ত্রিক

১২১. বাংলাদেশে এ ধরনের নির্বাচনের প্রতিফলন ঘটে—
ⅰ. রাষ্ট্রপতি নির্বাচনে
ⅱ. সাধারণ নির্বাচন
ⅲ. সংরক্ষিত মহিলা এমপি নির্বাচন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment