এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw (এডুকুউ) তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রসাশণ ব্যবস্থা শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw (এডুকুউ) থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১. প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় কয়টি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে?
ক. দুইটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২. প্রশাসন পরিচালনা কয় ধরনের?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩. সরকারের নির্বাহী বিভাগের অপর নাম কী?
● শাসন বিভাগ
খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ
ঘ. অর্থ বিভাগ
৪. রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে কোন বিভাগ?
● শাসন বিভাগ
খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ
ঘ. সুপ্রিম কোর্ট
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৫. রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে যে বিভাগ তাকে কী বলে?
ক. আইন বিভাগ
খ. বিচার বিভাগ
● নির্বাহী বিভাগ
ঘ. আইন পরিষদ
৬. নিচের কোনটি আইনবিভাগের কাজ?
ক. ন্যায়বিচার প্রতিষ্ঠা
● আইন প্রণয়ন
গ. আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান
ঘ. প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা
৭. আইন বিভাগের একটি অংশকে কী নামে চিহ্নিত করা হয়?
● আইনসভা
খ. উচ্চকক্ষ
গ. নিম্নকক্ষ
ঘ. মজলিশ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৮. বাংলাদেশের আইনসভার নাম কী?
ক. মজলিশ
খ. কংগ্রেস
গ. পার্লামেন্ট
● জাতীয় সংসদ
৯. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
● কংগ্রেস
খ. ডায়েট
গ. সিনেট
ঘ. পার্লামেন্ট
১০. ইরানের আইনসভার নাম কী?
ক. জাতীয় সংসদ
খ. পার্লামেন্ট
গ. কংগ্রেস
● মজলিশ
১১. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
● ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১২. ভারতের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ক. এককক্ষ
● দ্বি-কক্ষ
গ. তিন কক্ষ
ঘ. চার কক্ষ
১৩. সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা নিচের কোনটির অন্যতম দায়িত্ব?
● রাষ্ট্রের
খ. সরকারের
গ. জনগণের
ঘ. রাজনৈতিক দলের
১৪. সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে তাকে কী বলে?
ক. আইন বিভাগ
খ. নির্বাহী বিভাগ
● বিচার বিভাগ
ঘ. শাসন বিভাগ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১৫. রাষ্ট্রের সকল আদালত নিয়ে কোনটি গঠিত?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. সুপ্রিম কোর্ট
● বিচার বিভাগ
১৬. জনাব ‘ক’ পদমর্যাদার দিক থেকে সবার ওপরে অবস্থান করেন। প্রজাতন্ত্রের সব কাজ তার নামে পরিচালিত হলেও নির্বাহী ক্ষমতা তার হাতে নেই। জনাব ‘ক’ এর পরিচয় কী?
ক. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
গ. প্রধান মুফতি
ঘ. প্রধান বিচারক
১৭. সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান কে?
ক. সচিব
খ. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
ঘ. স্পিকার
১৮. সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের কাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন?
● আস্থাভাজন ব্যক্তিকে
খ. তরুণ নেতাকে
গ. উপনেতাকে
ঘ. নেতার সহকারীকে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১৯. প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার পরামর্শ গ্রহণ করেন?
ক. স্পিকারের
খ. প্রধান বিচারপতির
● কারও না
ঘ. অ্যাটর্নি জেনারেলের
২০. রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন?
● প্রধানমন্ত্রী
খ. অ্যাটর্নি জেনারেল
গ. প্রধান বিচারপতি
ঘ. স্পিকার
২১. রফিক জামান তার সংবাদপত্রের পক্ষ থেকে গতকাল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎকার নিতে যান। এই পদমর্যাদার অধিকারীকে নিয়োগ দেন কে?
● রাষ্ট্রপতি
খ. সচিব
গ. প্রধানমন্ত্রী
ঘ. স্পিকার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
২২. রাষ্ট্রের মহা হিসাব-নিরীক্ষককে কে নিয়োগ দেন?
● রাষ্ট্রপতি
খ. প্রধান অডিটর
গ. প্রধানমন্ত্রী
ঘ. মন্ত্রীপরিষদ সচিব
২৩. যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রয়েছে কার?
ক. স্বরাষ্ট্রমন্ত্রীর
খ. স্পিকারের
গ. প্রধানমন্ত্রীর
● রাষ্ট্রপতির
২৪. বাংলাদেশের কোন বিভাগসমূহের সর্বাধিনায়কত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত?
ক. আর্থিক বিভাগ
● প্রতিরক্ষা বিভাগ
গ. শাসন বিভাগ
ঘ. কূটনৈতিক বিভাগ
২৫. কোনো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন কে?
ক. জেনারেল
খ. স্বরাষ্ট্রমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
২৬. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন?
ক. ১৪১
● ১৪১ এর ক (১)
গ. ১৪১ এর ক
ঘ. ১৪০ এর ক
২৭. রাষ্ট্রপতি সর্বোচ্চ কত দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
● ১২০ দিন
খ. ১২১ দিন
গ. ১১৫ দিন
ঘ. ১৩০ দিন
২৮. বাংলাদেশ সরকারের প্রধান কে?
ক. রাষ্ট্রপতি
খ. স্পিকার
● প্রধানমন্ত্রী
ঘ. ডেপুটি স্পিকার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
২৯. সংসদীয় ব্যবস্থায় কাকে কেন্দ্র করে শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. মন্ত্রিপরিষদ
খ. রাষ্ট্রপতি
● প্রধানমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
৩০. মন্ত্রিসভার মূল স্তম্ভ কে?
ক. রাষ্ট্রপতি
খ. স্পিকার
● প্রধানমন্ত্রী
ঘ. বিচারপতি
৩১. প্রধানমন্ত্রীকে নির্বাহী প্রধান বলার কারণ কী?
ক. বাজেট প্রণয়ন ও উপস্থাপন করেন
খ. আইন প্রণয়ন ও পরিবর্তন করেন
গ. প্রতিরক্ষা সংক্রান্ত নেতৃত্ব প্রদান করেন
● পুরো শাসনব্যবস্থার নেতৃত্ব প্রদান করেন
৩২. রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা কার মাধ্যমে পরিচালিত হয়?
ক. রাষ্ট্রপতি
খ. বিচারপতি
● প্রধানমন্ত্রী
ঘ. স্পিকার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৩৩. বিচার, অর্থ, পররাষ্ট্র বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী পরিচালিত হয়। এটি প্রধানমন্ত্রীর কোন ক্ষমতা ও কার্যাবলিকে নির্দেশ করে?
● নির্বাহী ক্ষমতা
খ. আইন সংক্রান্ত ক্ষমতা
গ. অর্থবিষয়ক ক্ষমতা
ঘ. রাষ্ট্রীয় কাজের সমন্বয়
৩৪. কার পরামর্শক্রমে রাষ্ট্রপতি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেন?
ক. ব্যক্তিগত সচিব
খ. প্রধান সচিব
● প্রধানমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
৩৫. জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন কে?
● প্রধানমন্ত্রী
খ. গভর্নর
গ. প্রধান অডিটর
ঘ. অর্থমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৩৬. প্রধানমন্ত্রীর পরামর্শে কে সংসদ ভেঙে দিতে পারেন?
ক. সংসদের হুইপ
খ. স্পিকার
● রাষ্ট্রপতি
ঘ. প্রধান বিচারপ্রতি
৩৭. কার পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন?
ক. রাষ্ট্রপতি
● প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. রাজনৈতিক দল
৩৮. বাজেটে প্রধানমন্ত্রীর কোন নীতির প্রতিফলন ঘটে?
ক. মুদ্রা নীতি
খ. ব্যাংক নীতি
● অর্থনৈতিক নীতি
ঘ. জাতীয় নীতি
৩৯. ‘খ’ একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের নেতা। তিনি সরকারি দলের নেতা এবং আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। তিনি উত্ত দেশে কোন দায়িত্বে আছেন?
ক. রাষ্ট্রপতি
খ. সংসদ সদস্য
● প্রধানমন্ত্রী
ঘ. স্পিকার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৪০. সংসদীয় ব্যবস্থায় কে জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন?
ক. রাষ্ট্রপতি
● প্রধানমন্ত্রী
গ. পররাষ্ট্রমন্ত্রী
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
৪১. পুলিশের এক জন সদস্য অসদুপায় অবলম্বন করল। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মূল কর্তৃত্ব কোন বিভাগের?
ক. আইন বিভাগের
খ. বিচার বিভাগের
● শাসন বিভাগের
ঘ. র্যা বের
৪২. কোনো দেশে নির্বাচিত এবং মনোনীত সদস্যদের নিয়ে সরকারের কোন বিভাগ গঠিত হয়?
ক. বিচার বিভাগ
● আইনসভা
গ. নির্বাহী বিভাগ
ঘ. সচিবালয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৪৩. সংবিধানের কততম সংশোধনী অনুসারে জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০ জন নির্ধারণ করা হয়েছে?
ক. দ্বাদশ
● পঞ্চদশ
গ. ত্রয়োদশ
ঘ. ষোড়শ
৪৪. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
● ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
৪৫. আয়নাল আহমেদ একজন সংসদ সদস্য। তিনি নিচের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন?
ক. মন্ত্রীকে
খ. সেনাপ্রধানকে
● ডেপুটি স্পিকারকে
ঘ. বিচারপতিকে
৪৬. কত সালে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯৭১
● ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৪৭. সংবিধানের দ্বাদশ সংশোধনী হয় কত সালে?
ক. ১৯৮১
● ১৯৯১
গ. ২০০১
ঘ. ২০১১
৪৮. সংবিধানের দ্বাদশ সংশোধনী আনার আগে দেশে কোন ধরনের শাসনব্যবস্থা চালু ছিলো?
● অগণতান্ত্রিক সেনা শাসন
খ. গণতান্ত্রিক শাসন
গ. রাজতান্ত্রিক শাসন
ঘ. জমিদারি শাসন
৪৯. সংসদ সদস্যদের প্রণীত আইন কার সম্মতি লাভের পর কার্যকর হয়?
ক. প্রধানমন্ত্রী
খ. সংসদ নেতা
● রাষ্ট্রপতি
ঘ. আইনমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৫০. সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দান করেন?
ক. ১০
● ১৫
গ. ২০
ঘ. ২৫
৫১. রাষ্ট্রের অর্থ ব্যয় করার জন্য কার অনুমোদন প্রয়োজন?
ক. প্রধানমন্ত্রীর
খ. অর্থমন্ত্রীর
গ. রাষ্ট্রপতির
● জাতীয় সংসদের
৫২. কোনো কর আরোপ বা কর সংগ্রহ করতে কার অনুমতি নিতে হয়?
● সংসদের
খ. অর্থমন্ত্রীর
গ. রাষ্ট্রপতির
ঘ. স্পিকারের
৫৩. ‘সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে – বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদের কোন ক্ষমতা ও কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক. আইন প্রণয়ন বিষয়ক
খ. সরকার গঠন বিষয়ক
● বিচার বিষয়ক
ঘ. সংবিধান সংরক্ষণ বিষয়ক
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৫৪. স্পিকার ও ডেপুটি স্পিকারকে অপসারণ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত?
● জাতীয় সংসদ
খ. জনগণ
গ. সাংবাদিক
ঘ. মন্ত্রীগণ
৫৫. নিচের কোনটিকে সংবিধানের আমানতদার বলা হয়?
ক. হাইকোর্ট
খ. সুপ্রিম কোর্ট
গ. প্রধান বিচারপতি
● জাতীয় সংসদ
৫৬. যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষমতা কার আছে?
● জাতীয় সংসদের
খ. রাষ্ট্রপতির
গ. প্রধানমন্ত্রীর
ঘ. মন্ত্রিপরিষদের
৫৭. প্রধানমন্ত্রীর পদত্যাগ বলতে কী বোঝ?
ক. রাষ্ট্রপতির পদত্যাগ
খ. শুধু প্রধানমন্ত্রীর পদত্যাগ
● সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ
ঘ. প্রধান বিচারপতির পদত্যাগ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৫৮. ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের কোন বিভাগকে সুসংগঠিত ও সুপরিচালিত করা হয়েছে?
ক. আইন বিভাগ
● বিচার বিভাগ
গ. সুপ্রিমকোর্ট
ঘ. আপিল বিভাগ
৫৯. সরকারের কোন বিভাগ সংবিধান বহির্ভূত বিধানকে অবৈধ ঘোষণা করে শাসনতন্ত্রকে সুনির্দিষ্ট গতিপথে পরিচালিত করতে সাহায্য করে?
ক. জাতীয় সংসদ
খ. আইন বিভাগ
গ. মন্ত্রিসভা
● সুপ্রিমকোর্ট
৬০. নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা কোন বিভাগের কাজ?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
● বিচার বিভাগ
ঘ. প্রতিরক্ষা বিভাগ
৬১. নিচের কোনটি একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড?
ক. শাসনব্যবস্থা
● বিচারব্যবস্থা
গ. সংসদ
ঘ. আদালত
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৬২. কারা নতুন আইন সংযোজন করেন?
ক. সংসদ সদস্যরা
● বিচারকরা
গ. স্থানীয় প্রতিনিধিরা
ঘ. প্রশাসকরা
৬৩. জনগণের মৌলিক অধিকার কোথায় লিপিবদ্ধ থাকে?
ক. কাগজে
খ. হস্তলিপিতে
গ. অনুলিপিতে
● সংবিধানে
৬৪. নিচের কোনটি বিচার বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ?
ক. আইন প্রণয়ন
খ. আইনের সংশোধন
গ. আইন-শৃঙ্খলা রক্ষা
● আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ
৬৫. সরকারের কোন বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
● বিচার বিভাগ
ঘ. হিসাব বিভাগ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৬৬. কোন দেশের শাসন ব্যবস্থায় বিচার বিভাগীয় পর্যালোচনার গুরুত্ব অপরিসীম?
ক. ভারত
খ. শ্রীলংকা
● মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. চীন
৬৭. রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মধ্যে বিভিন্ন বিরোধের মীমাংসা করে থাকে কে?
ক. আইন বিভাগ
● বিচার বিভাগ
গ. নির্বাহী বিভাগ
ঘ. রাষ্ট্রপতি
৬৮. কোন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে?
● শাসন বিভাগের
খ. আইন বিভাগের
গ. জাতীয় সংসদের
ঘ. মন্ত্রিসভার
৬৯. জাপানের অধিবাসী ‘অংসিং’ বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেন। উপরোক্ত বিষয়টি সমাধান করে সরকারের কোন বিভাগ?
ক. আইন
খ. শাসন
● বিচার
ঘ. নির্বাহী
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৭০. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে কোন বিভাগ?
ক. নির্বাহী বিভাগ
● বিচার বিভাগ
গ. আইন বিভাগ
ঘ. শাসন বিভাগ
৭১. সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোন বিভাগ মানবাধিকার সংরক্ষণে স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রিট জারি করেছে?
ক. নির্বাহী বিভাগ
● বিচার বিভাগ
গ. আইন বিভাগ
ঘ. শাসন বিভাগ
৭২. বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ কোনটি?
ক. অভিশংসন
খ. ন্যায়বিচার
● বিচারপতি নিয়োগ পদ্ধতি
ঘ. স্বতন্ত্র বেতন কাঠামো
৭৩. বাংলাদেশ কত তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করে?
ক. ১৪ই ডিসেম্বর, ১৯৭১
খ. ১৭ই ডিসেম্বর, ১৯৭১
● ১৬ই ডিসেম্বর, ১৯৭১
ঘ. ২৬শে মার্চ, ১৯৭১
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৭৪. স্বাধীনতার আগে এদেশের প্রশাসনিক ব্যবস্থা কীরূপ ছিলো?
● প্রাদেশিক
খ. যুক্তরাষ্ট্রীয়
গ. এককেন্দ্রিক
ঘ. রাজতান্ত্রিক
৭৫. সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম কোথায় গৃহীত হয়?
ক. মন্ত্রিসভায়
● সচিবালয়ে
গ. সংসদে
ঘ. প্রেসক্লাবে
৭৬. জনাব শামসুল হক মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কোন পদে কর্মরত আছেন?
● সচিব
খ. অতিরিক্ত সচিব
গ. মহাপরিচালক
ঘ. মন্ত্রী
৭৭. মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারে মন্ত্রী কার নিকট হতে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ গ্রহণ করেন?
● সচিব
খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. এটনি জেনারেলের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৭৮. কালাম সাহেব সাহেব একজন সরকারি কর্মকর্তা। সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি মন্ত্রীর সহচর হিসেবে কাজ করেন। তিনি কোন পদে কর্মরত আছেন?
● সচিব
খ. যুগ্ম সচিব
গ. মহাপরিচালক
ঘ. উপসচিব
৭৯. জহিরের চাচা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এতদিন তিনি কোন পদে বহাল ছিলেন?
ক. সহকারী সচিব
● যুগ্ম সচিব
গ. সিনিয়র সহকারী সচিব
ঘ. উপসচিব
৮০. দেশের সকল বিভাগ, দপ্তর ও সংস্থাসমূহ কোনটির নিকট দায়ী?
ক. সুপ্রিম কোর্টের
খ. নির্বাচন কমিশনের
গ. জাতীয় সংসদের
● সচিবালয়ের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৮১. বাংলাদেশের প্রশাসনের স্তর কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৮২. প্রশাসনিক কাঠামোর পদসোপান অনুযায়ী সবার ওপরে অবস্থান করেন কে?
ক. অতিরিক্ত সচিব
খ. যুগ্ম সচিব
গ. সচিব
● মন্ত্রী
৮৩. কেন্দ্রিয় প্রশাসনিক কাঠামোর পদসোপান অনুযায়ী মন্ত্রীর পরে কার অবস্থান?
ক. সচিব
● সিনিয়র সচিব
গ. অতিরিক্ত সচিব
ঘ. ব্যক্তিগত সচিব
৮৪. কোনো বিভাগীয় প্রধান কার পরামর্শ ছাড়া সরাসরি মন্ত্রীর কাছে কোনো প্রস্তাব বা সুপারিশ পাঠাতে পারেন না?
ক. সহকারী সচিবের
খ. অতিরিক্ত সচিবের
● সচিবের
ঘ. যুগ্ম সচিবের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৮৫. বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি?
ক. রংপুর
খ. সিলেট
গ. কুমিল্লা
● ময়মনসিংহ
৮৬. কে মূলত বাংলাদেশ সরকারের রাজস্ব বিষয়ক কর্মকর্তা?
ক. জেলা প্রশাসক
● বিভাগীয় কমিশনার
গ. মেয়র
ঘ. রাজস্ব কর্মকর্তা
৮৭. কে জেলা প্রশাসকদের কার্যাবলি তদারকি করেন?
ক. মন্ত্রী
খ. অতিরিক্ত সচিব
গ. সহকারী সচিব
● বিভাগীয় কমিশনার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৮৮. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর কোনটি?
ক. ইউনিয়ন পরিষ
খ. সচিবালয়
গ. বিভাগীয় প্রশাসন
● জেলা প্রশাসন
৮৯. জেলার মধ্যমণি কে?
● জেলা প্রশাসক
খ. উপজেলা নির্বাহী অফিসার
গ. বিভাগীয় কমিশনার
ঘ. অতিরিক্ত সচিব
৯০. একজন জেলা প্রশাসকের পদমর্যাদা প্রশাসনের কোন কর্মকর্তার সমমানের?
ক. যুগ্মসচিব
● উপসচিব
গ. অতিরিক্ত সচিব
ঘ. সিনিয়র সচিব
৯১. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী থাকেন?
ক. কেন্দ্রের
খ. সংসদের
● বিভাগীয় কমিশনারের
ঘ. সরকারের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৯২. জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন কে?
ক. বিভাগীয় কমিশনার
খ. অতিরিক্ত জেলা প্রশাসক
গ. সহকারী সচিব
● জেলা প্রশাসক
৯৩. ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য এবং আদায়ের কাজে জেলা প্রশাসককে সাহায্য করেন কে?
● অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
খ. বিভাগীয় কমিশনার
গ. ব্যক্তিগত সচিব
ঘ. অতিরিক্ত বিভাগীয় কমিশনার
৯৪. আলীম সাহেব একজন জেলা প্রশাসক। জেলার উন্নয়নের জন্য তিনি চেয়ারম্যানসহ বিভিন্ন সুধীজনের সাথে পরামর্শ করলেন। এটি কোন ধরনের কাজের পর্যায়ে পড়ে?
ক. উন্নয়নমূলক
খ. শান্তিরক্ষামূলক
● সমন্বয় সংক্রান্ত
ঘ. মানবতামূলক
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৯৫. সালাউদ্দিন আহমেদ একজন প্রশাসনিক কর্মকর্তা। তিনি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হন। তার পদবি কী?
ক. বিভাগীয় কমিশনার
খ. উপজেলা নির্বাহী অফিসার
● জেলা প্রশাসক
ঘ. অতিরিক্ত সচিব
৯৬. জেলা প্রশাসক কার সহায়তায় নিজ জেলার আইনশৃঙ্খলা রক্ষা করেন?
● পুলিশ সুপার
খ. সহকারী পুলিশ সুপার
গ. সহকারী জেলার
ঘ. ওসি
৯৭. জেলার প্রকাশনা ও সংবাদপত্র বিভাগের প্রধান নিয়ন্ত্রক কে?
ক. জেলার বার্তা সম্পাদক
খ. বিভাগীয় কমিশনার
গ. উপজেলা নির্বাহী অফিসার
● জেলা প্রশাসক
৯৮. আগ্নেয়াস্ত্র, স্পিরিট, বিষ ইত্যাদির লাইসেন্স প্রদান জেলা প্রশাসকের কোন ধরনের কাজ?
ক. প্রশাসন
খ. শান্তিরক্ষামূলক
গ. স্থানীয় শাসন
● বিবিধ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
৯৯. বর্তমানে বাংলাদেশের মোট উপজেলা কয়টি?
● ৪৯২
খ. ৪৯৩
গ. ৪৯৪
ঘ. ৪৯৫
১০০. উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কে?
● উপজেলা নির্বাহী অফিসার
খ. জেলা প্রশাসক
গ. বিভাগীয় কমিশনার
ঘ. পৌর কমিশনার
১০১. উপজেলার শাসনব্যবস্থা ও শান্তি-শৃঙ্খলার কাজ দেখাশোনা করেন কে?
ক. জেলা প্রশাসক
● উপজেলা নির্বাহী অফিসার
গ. বিভাগীয় কমিশনার
ঘ. অতিরিক্ত জেলা প্রশাসক
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১০২. নিচের কোনটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিচালনা পদ্ধতির পরিশীলিত রূপ?
ক. স্থানীয় শাসন
খ. স্থানীয় বিচারব্যবস্থা
● স্থানীয় স্বায়ত্তশাসন
ঘ. কেন্দ্রীয় শাসন
১০৩. বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান কোনটি?
● ইউনিয়ন পরিষদ
খ. গ্রাম পঞ্চায়েত
গ. উপজেলা পরিষদ
ঘ. গ্রাম্য সালিশ
১০৪. বঙ্গীয় স্থানীয় আইন কত সালে পাস হয়?
ক. ১৮৭০
● ১৮৮৫
গ. ১৯১৯
ঘ. ১৯৭৬
১০৫. কত সালে ইউনিয়ন বোর্ড গঠিত হয়?
ক. ১৯১৭
খ. ১৯১৮
● ১৯১৯
ঘ. ১৯২০
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১০৬. কত সালে স্থানীয় সরকার অধ্যাদেশ অনুসারে স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়?
ক. ১৮৮৫
● ১৯৭৬
গ. ১৯১৯
ঘ. ১৯৯৭
১০৭. স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়?
ক. দুই
খ. চার
● তিন
ঘ. পাঁচ
১০৮. কত সালে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়?
ক. ১৯৭৬
● ১৯৯৭
গ. ১৯৮৫
ঘ. ১৯৯৮
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১০৯. কত তারিখে জেলা পরিষদ আইন-২০০০ প্রবর্তন করা হয়?
ক. ৬ই এপ্রিল
খ. ৬ই মে
● ৬ই জুলাই
ঘ. ৬ই আগস্ট
১১০. দেশের কয়টি জেলায় জেলা পরিষদ আছে?
ক. ৬০টি
খ. ৬৪টি
● ৬১টি
ঘ. ৬২টি
১১১. নিচের কোন জেলায় জেলা পরিষদ নেই?
● রাঙামাটি
খ. সিলেট
গ. বরিশাল
ঘ. নোয়াখালী
১১২. কোন স্থানীয় সরকারের সদস্য সংখ্যা নির্দিষ্ট?
ক. উপজেলা পরিষদ
খ. সিটি কর্পোরেশন
গ. পৌরসভা
● জেলা পরিষদ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১১৩. জেলা পরিষদের কার্যকাল কত বছর?
ক. ৪ বছর
● ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৮ বছর
১১৪. জেলা পরিষদ কয় ধরনের কার্যাবলি সম্পাদন করে?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
১১৫. নিচের কোনটি জেলা পরিষদের আবশ্যিক কাজ?
● জনপথ উন্নয়ন
খ. বাঁধ নির্মাণ
গ. কৃষি খামার স্থাপন
ঘ. আশ্রয়কেন্দ্র নির্মাণ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১১৬. কোনটি জেলা পরিষদের ঐচ্ছিক কাজ?
ক. উপজেলা ও পৌরসভাকে সহায়তা
খ. সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা
● বাঁধ নির্মাণ ও মেরামত
ঘ. আত্মকর্মসংস্থান সৃষ্টি
১১৭. সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও এর রক্ষণাবেক্ষণ কোন পরিষদের আবশ্যিক কাজ?
ক. উপজেলা পরিষদের
খ. ইউনিয়ন পরিষদের
● জেলা পরিষদের
ঘ. সিটি কর্পোরেশনের
১১৮. বাংলাদেশের শহর এলাকার স্থানীয় সংস্থার নাম কী?
● পৌরসভা
খ. মহল্লা সমিতি
গ. সিটি কর্পোরেশন
ঘ. গ্রাম পঞ্চায়েত
১১৯. বর্তমানে বাংলাদেশে পৌরসভার সংখ্যা কত?
ক. ৩২৫
খ. ৩২৭
গ. ৩২৮
● ৩৩০
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১২০. কাদের প্রত্যক্ষ ভোটে পৌরসভার মেয়র ও সদস্য নির্বাচিত হন?
● প্রাপ্তবয়স্কদের
খ. সংসদ সদস্যদের
গ. মহিলাদের
ঘ. গ্রাম প্রধানদের
১২১. পৌরসভার সদস্যগণ কী নামে পরিচিত?
ক. মেয়র
খ. মেম্বর
● কাউন্সিলর
ঘ. চেয়ারম্যান
১২২. পৌরসভার কার্যকাল কত বছর?
ক. ৪ বছর
● ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১২৩. নরসিংদী একটি জেলা। এই জেলা সদরে নিচের কোনটি উপস্থিত থাকতে পারে?
ক. হাইকোর্ট
● পৌরসভা
গ. সিটি কর্পোরেশন
ঘ. বিভাগীয় প্রশাসন
১২৪. কোন সংস্থাটি অগ্নিনিরোধ ও নির্বাপণের ব্যবস্থা করে থাকে?
● পৌরসভা
খ. উপজেলা পরিষদ
গ. জেলা পরিষদ
ঘ. ইউনিয়ন পরিষদ
১২৫. পৌর এলাকার গৃহ নির্মাণ সংস্কারে কার অনুমোদন প্রয়োজন হয়?
ক. জেলা প্রশাসন
খ. পঞ্চায়েত প্রধান
● পৌরসভা
ঘ. সরকারি প্রকৌশলী
১২৬. আইন বিভাগের একটি অংশ হলো-
ⅰ. আইনসভা
ⅱ. নির্বাহী বিভাগ
ⅲ. পার্লামেন্ট
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২৭. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার অন্তর্ভুক্ত হলো—
ⅰ. উচ্চ পরিষদ
ⅱ. নিম্ন পরিষদ
ⅲ. বিচারিক পরিষ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২৮. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে—
ⅰ. বাংলাদেশে
ⅱ. ভারতে
ⅲ. ব্রিটেনে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১২৯. বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থার ওপর নির্ভরশীল—
ⅰ. ন্যায়বিচার প্রতিষ্ঠা
ⅱ. নাগরিকের ব্যক্তি স্বাধীনতা রক্ষা
ⅲ. আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৩০. রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন-
ⅰ. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে
ⅱ. সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদেরকে
ⅲ. উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৩১. জরুরি অবস্থা জারি করা হয়—
ⅰ. যুদ্ধ বাধলে বা বহিরাক্রমণ হলে
ⅱ. অভ্যন্তরীণ গোলযোগ দেখা দিলে
ⅲ. যেকোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৩২. সুপ্রিম কোর্টের আপীল বিভাগ পর্যন্ত বাদশা মিয়ার ফাঁসির আদেশ বলবৎ থাকল। কিন্তু সে বাঁচতে চায়। সেজন্য তার উপায় হলো—
ⅰ. রাষ্ট্রপতির নিকট ক্ষমা প্রার্থনা
ⅱ. প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া
ⅲ. আদালতে আত্মসমর্পণ করা
● ⅰ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১৩৩. বিচারকগণ বিচারকার্য সম্পন্ন করেন—
ⅰ. স্বাধীন ও নিরপেক্ষভাবে
ⅱ. ন্যায়নীতির ভিত্তিতে
ⅲ. পরাধীনভাবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৪. বিচার বিভাগের বিবিধ কার্যাবলির অন্তর্ভুক্ত —
ⅰ. লাইসেন্স প্রদান
ⅱ. অভিভাবকত্ব নিরূপণ
ⅲ. বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১৩৫. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে বিচার বিভা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়—
ⅰ. ম্যানডেমাস রিট
ⅱ. কোওয়ারেন্টা রিট
ⅲ. সার্টিওয়ারি কর্পাস রিট
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৬. স্থানীয় স্বায়ত্তশাসনের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আছে-
ⅰ. নির্বাচিত সংস্থা
ⅱ. আইনগত ভিত্তি
ⅲ. করারোপের মাধ্যমে তহবিল সংগ্রহের ক্ষমতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৩৭. ইউনিয়ন পরিষদের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত কাজ হলো-
ⅰ. কৃষি উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ
ⅱ. গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন
ⅲ. কর্মসংস্থান সৃষ্টি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৩৮. ইউনিয়ন পরিষদের জনশৃঙ্খলা রক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত —
ⅰ. গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন
ⅱ. খাজনা-ট্যাক্স আদায় করা
ⅲ. পারিবারিক বিরোধের আপোষ-মীমাংসার উদ্যোগ গ্রহণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
১৩৯. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে—
ⅰ. উপজেলা প্রশাসন
ⅱ. পৌরসভা
ⅲ. সিটি কর্পোরেশন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১৪০ ও ১৪১ নং প্রশ্নের উত্তর দাও :
আজিদা বেগম স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে মাম করে। মামলার রায়ে স্বামীর ২ বছর কারাদণ্ড দেয়া হয়।
১৪০. আজিদা বেগমের মামলার রায় দেয় সরকারের কোন বিভাগ?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
● বিচার বিভাগ
ঘ. পুলিশ বিভাগ
১৪১. উক্ত বিভাগের কাজ হলো—
ⅰ. সংবিধানের পবিত্রতা রক্ষা করা
ⅱ. আইন অনুসারে বিচার করা
ⅲ. অপরাধীকে গ্রেফতার করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১৪২ ও ১৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র চিঠিপত্র বিভাগে দর্শকরা চিঠি ও ই- মেইলের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেন তুলে ধরা সমস্যা সমাধানের জন্য পরিচালক হানিফ সংকেত যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
১৪২. উদ্দীপকে যথাযথ কর্তৃপক্ষ বলতে বাংলাদেশ সরকারের কোন বিভাগকে বুঝিয়েছেন?
ক. বিচার
খ. সংসদ
● আইন
ঘ. শাসন
১৪৩. উক্ত বিভাগের ক্ষমতা পরিলক্ষিত হয়-
ⅰ. সরকার গঠন বিষয়ে
ⅱ. সংবিধান সংরক্ষণে
ⅲ. বিচারপতি নিয়োগে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
আনিস সাহেব ইউনিয়নে অবস্থিত কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন ও শিক্ষাবিষয়ক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করেন।
১৪৪. তিনি সরকারের ইউনিয়ন পরিষদের কোন দায়িত্বে আছেন?
● চেয়ারম্যান
খ. সদস্য
গ. চৌকিদার
ঘ. দফাদার
১৪৫. উদ্দীপকে উল্লেখিত কাজগুলো ইউনিয়ন পরিষদের যে ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত-
ⅰ. জনকল্যাণমূলক
ⅱ. সেবামূলক
ⅲ. জনশৃঙ্খলামূলক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।