এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ : রাষ্ট, নাগরিকতা ও আইন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
১. প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে কী ধরনের প্রতিষ্ঠান মনে করা হতো?
ক. ঐশ্বরিক ভুল
খ. সমাজ উদ্ভাবিত
● ঈশ্বরের সৃষ্টি
ঘ. পরিবার নিয়ন্ত্রিত
২. মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান কোনটি?
ক. জনসমষ্টি
● রাষ্ট্র
গ. সার্বভৌমত্ব
ঘ. সরকার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৩. দেশের সকল প্রতিষ্ঠানের ওপর কার সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে?
● রাষ্ট্রের
খ. প্রধানমন্ত্রীর
গ. জনগণের
ঘ. রাষ্ট্রপতির
৪. রাষ্ট্র গঠনের জন্য কয়টি উপাদানের আবশ্যকতা আছে?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি
৫. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক. ভূখণ্ড
● জনসমষ্টি
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
৬. কোন রাষ্ট্রের জনসংখ্যা প্রায় একশ কোটির ওপরে?
● চীন
খ. কানাডা
গ. রাশিয়া
ঘ. বাংলাদেশ
৭. স্যানম্যারিনোর জনসংখ্যা কত?
● ৩৮,৩০০
খ. ৩৫,০০০
গ. ৩৬,০০০
ঘ. ৩৭,০০০
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৮. রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান কোনটি?
ক. জনসমষ্টি
খ. সার্বভৌমত্ব
গ. সরকার
● ভূখণ্ড
৯. ২১ বর্গ কি.মি. এলাকা এবং ৯৩০০ জনসংখ্যা নিয়ে নাউরু রাষ্ট্রটি গঠিত। এ রাষ্ট্রটির ক্ষেত্রে কোন দার্শনিকের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
ক. অধ্যাপক বার্জেস
খ. অ্যারিস্টটল
● অধ্যাপক গার্নার
ঘ. প্লেটো
১০. পৃথিবীর মানচিত্রে সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কত সালে স্থান পায়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫২ সালে
● ১৯৭১ সালে
ঘ. ১৯৭২ সালে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
১১. রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব
● সরকার
গ. জনসমষ্টি
ঘ. ভূখণ্ড
১২. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
ক. জনসমষ্টি
খ. ভূখণ্ড
গ. সরকার
● সার্বভৌমত্ব
১৩. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাকে কী বলা হয়?
ক. আইন
● সার্বভৌমত্ব
গ. শাসন
ঘ. সরকার
১৪. সার্বভৌম ক্ষমতার দিক কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
১৫. কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্য। এখানে সরকার আছে, ভূমি আছে, জনসংখ্যা রয়েছে। কাশ্মীরের জনগণ দীর্ঘদিন যাবৎ স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, কিন্তু পারছে না। কাশ্মীরের কোনটি নেই?
ক. ভূখণ্ড আলাদা নয়
খ. সরকার দেশ চালাতে পারে না
● সার্বভৌম ক্ষমতা নেই
ঘ. জনসংখ্যা অল্প
১৬. ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেনি কেন?
ক. জনসংখ্যার অভাব ছিল
খ. নির্দিষ্ট ভূখণ্ড ছিল না
● সার্বভৌমত্ব ছিল না
ঘ. সরকার ছিল না
১৭. মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধন নিচের কোনটির কাজ?
ক. সরকারের
● রাষ্ট্রের
গ. রাজনীতিবিদদের
ঘ. জনগণের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
১৮. রাষ্ট্র প্রধানত কয় ধরনের ভূমিকা পালন করে?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৯. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
● রাজনৈতিক
খ. শক্তিশালী
গ. উন্নত
ঘ. কল্যাণমূলক
২০. জনগণের অধিকার রক্ষা করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. কল্যাণমূলক
খ. ঐচ্ছিক
● মুখ্য
ঘ. সাধারণ
২১. রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনগুলো?
ক. আইন-শৃঙ্খলা রক্ষা করা, রাস্তাঘাট, সেতু নির্মাণ
● জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা
গ. বিমান যোগাযোগ স্থাপন, রাস্তাঘাট নির্মাণ
ঘ. রেলপথ, সেতু নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
২২. ‘আইন-শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ – কথাটি কার?
ক. লাস্কির
খ. অ্যারিস্টটলের
● ম্যাকাইভারের
ঘ. গার্নারের
২৩. বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য কোনটির প্রয়োজন?
ক. স্থল বাহিনী
খ. নৌবাহিনী
গ. বিমান বাহিনী
● প্রতিরক্ষা বাহিনী
২৪. বাংলাদেশ সরকার ভারতের সাথে ছিটমহল বিষয়ক চুক্তি করে ছিটমহল বিনিময় করে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. কল্যাণমূলক
● মুখ্য
গ. ঐচ্ছিক
ঘ. গৌণ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
২৫. অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাষ্ট্রের কোন কাজের অন্তর্গত?
● পররাষ্ট্র সংক্রান্ত
খ. প্রতিরক্ষা সংক্রান্ত
গ. আইন সংক্রান্ত
ঘ. অর্থ সংক্রান্ত
২৬. বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
● অপরিহার্য
খ. ঐচ্ছিক
গ. গৌণ
ঘ. কল্যাণমূলক
২৭. বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই নিজেদের কীরূপ রাষ্ট্র হিসেবে দাবি করে?
● কল্যাণমূলক
খ. শক্তিশালী
গ. উন্নত
ঘ. শ্রেষ্ঠ
২৮. দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. মুখ্য কাজ
● ঐচ্ছিক কাজ
গ. অপরিহার্য কাজ
ঘ. প্রধান কাজ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
২৯. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটি?
ক. নদী খননের ব্যবস্থা করা
খ. অবকাঠামো নির্মাণ করা
● জনগণকে শিক্ষিত করে তোলা
ঘ. অফিসিয়াল লোক নিয়োগ
৩০. রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলি সম্পাদন, নিয়ন্ত্রণ, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রে কী গড়ে ওঠে?
ক. আইন বিভাগ
খ. কেন্দ্রীয় প্রশাসন
গ. বিচার বিভাগ
● প্রশাসনিক কাঠামো
৩১. ‘জনগণকে শিক্ষিত করে তোলা’ এটি রাষ্ট্রের কোন কার্যাবলির মধ্যে পড়ে?
● কল্যাণমূলক
খ. মুখ্য
গ. অপরিহার্য
ঘ. সাধারণ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৩২. বিগত সরকারের আমলে বাংলাদেশ নিম্নবর্ণিত কাজগুলো সম্পন্ন করে। এদের কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ?
● ত্রাণসামগ্রী বিতরণ
খ. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন
গ. আঞ্চলিক জোট জোরদার করা
ঘ. সেনাবাহিনী সংস্কার
৩৩. রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত কোনটি?
● জনসমষ্টি
খ. সরকার
গ. সার্বভৌমত্ব
ঘ. ভূখণ্ড
৩৪. Civics শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. ইংরেজি
খ. বাংলা
গ. স্প্যানিশ
● ল্যাটিন
৩৫. নাগরিকত্ব ও রাষ্ট্র কোন বিষয় পাঠের মূল বিষয়বস্তু?
ক. অর্থনীতি
● পৌরনীতি
গ. ভূগোল
ঘ. ইতিহাস
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৩৬. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
● অ্যারিস্টটল
খ. জন লক
গ. ম্যাকাইভার
ঘ. রুশো
৩৭. কে বলেছেন, ‘সে ব্যক্তিই নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে?’
ক. লাকি
● অ্যারিস্টটল
গ. গেটেল
ঘ. ম্যাকাইভার
৩৮. অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেননি কে?
● অ্যারিস্টটল
খ. ম্যাকাইভার
গ. হ্যারল্ড জে লাস্কি
ঘ. অধ্যাপক গার্নার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৩৯. “যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়”— উক্তিটি কার?
ক. অধ্যাপক গেটেল
● হ্যারল্ড জে লাস্কি
গ. ম্যাকাইভার
ঘ. অধ্যাপক গার্নার
৪০. বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে কোন ধরনের রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে?
ক. আধুনিক রাষ্ট্রের
● জাতীয় রাষ্ট্রের
গ. স্বাধীন রাষ্ট্রের
ঘ. গণতান্ত্রিক রাষ্ট্রের
৪১. নাগরিকের প্রধান কর্তব্য কী?
ক. আইন মেনে চলা
খ. সংবিধান মেনে চলা
● রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ঘ. আইনের প্রতি সম্মান দেখানো
৪২. কেউ আইন অমান্য করলে সমাজে কী দেখা দেয়?
ক. সন্ত্রাস
● বিশৃঙ্খলা
গ. দুর্যোগ
ঘ. বিপর্যয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৪৩. সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের কীরূপ দায়িত্ব ও কর্তব্য?
ক. প্রধান
খ. অন্যতম
গ. অর্পিত
● পবিত্র
৪৪. রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কোনটি?
ক. বাণিজ্য শুল্ক
খ. বৈদেশিক রেমিটেন্স
● নাগরিকের প্রদেয় কর ও খাজনা
ঘ. বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
৪৫. ভিন্ন মতকে মূল্যায়ন করা এবং সম্মান করার মধ্য দিয়ে কী অর্জন করা সম্ভব?
ক. দেশপ্রেম
খ. জাতীয় সৌন্দর্য
● জাতীয় সংহতি
ঘ. জাতীয় চেতনা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৪৬. ব্যক্তি বা প্রতিষ্ঠানের বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের কোন ধরনের দায়িত্ব?
ক. প্রধান
● নৈতিক
গ. অন্যতম
ঘ. পবিত্র
৪৭. সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাকে কী বলে?
ক. রাজনৈতিক আইন
খ. ধর্মীয় আইন
● সামাজিক আইন
ঘ. অর্থনৈতিক আইন
৪৮. সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশ কী নামে পরিচিত?
● রাষ্ট্রীয় আইন
খ. সামাজিক আইন
গ. ধর্মীয় আইন
ঘ. অর্থনৈতিক আইন
৪৯. ‘রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ আইন’— কথাটি কে বলেছেন?
ক. হল্যান্ড
খ. উড্রো উইলসন
● টি. এইচ. গ্রীন
ঘ. অস্টিন
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৫০. আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে?
ক. হল্যান্ড
খ. অস্টিন
● উড্রো উইলসন
ঘ. টি.এইচ. গ্রীন
৫১. “আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়”- উক্তিটি কার?
● উড্রো উইলসনের
খ. অস্টিনের
গ. টি. এইচ. গ্রীনের
ঘ. হল্যান্ডের
৫২. কোনটি মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে?
● আইন
খ. প্রথা
গ. ধর্ম
ঘ. আইনসভা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৫৩. কোনটি আইনের বৈশিষ্ট্য?
ক. বৈচিত্র্য
খ. অপরিবর্তনীয়
● সর্বজনীন
ঘ. সর্বব্যাপিতা
৫৪. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?
● প্রথা
খ. ধর্ম
গ. ন্যায়বোধ
ঘ. আইনসভা
৫৫. ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কোনটি?
ক. ধর্ম
খ. আইনসভা
● প্রথা
ঘ. ন্যায়বোধ
৫৬. প্রাচীনকাল থেকেই মানুষ কী অনুসরণ করে আসছে?
● ঐশ্বরিক আইন
খ. আইনসভার আইন
গ. ন্যায়নীতি
ঘ. নীতি নির্ধারকের আইন
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৫৭. বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দুরা কোন আইন মেনে চলে?
ক. সামাজিক আইন
খ. রাষ্ট্রীয় আইন
● ধর্মীয় আইন
ঘ. প্রচলিত আইন
৫৮. আইনের প্রধান উৎস কোনটি?
ক. প্রথা
খ. ন্যায়বোধ
গ. ধর্ম
● আইনসভা
৫৯. দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে কোথায়?
ক. আইন মন্ত্রণালয়ে
● আইনসভায়
গ. বিচার বিভাগে
ঘ. কেন্দ্রীয় কার্যালয়ে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৬০. কখন সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করে?
● রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত
খ. রাষ্ট্রের লোকসংখ্যা কম হলে
গ. রাষ্ট্রের নাগরিকগণ শিক্ষিত হলে
ঘ. নাগরিকগণ সচেতন হলে
৬১. রাষ্ট্রে আইনের অনুশাসন না থাকলে কী হয়?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান বিলুপ্ত হয়
খ. অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়
● ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়
ঘ. সংস্কৃতির প্রকৃত বিকাশ ব্যাহত হয়
৬২. রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার মূলসূত্র কী ?
● আইনের অনুশাসন
খ. আইনের প্রয়োগ
গ. জাতীয় সংহতি
ঘ. নিরপেক্ষতা
৬৩. আইনের অনুশাসন বলতে কী বোঝায়?
ক. আইন প্রণয়ন
● আইনের প্রাধান্য
গ. আইন বাতিল করা
ঘ. আইনের ব্যাখ্যা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৬৪. কোনটি নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ?
ক. বিচার বিভাগ
● আইনের প্রাধান্য
গ. আইনের সাম্য
ঘ. আইনসভা
৬৫. তথ্য প্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ?
● ৩৯
খ. ২৯
গ. ৩১
ঘ. ৯৩
৬৬. জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়-
ক. তথ্য অধিকার আইন-২০০৭
খ. তথ্য অধিকার আইন-২০০৮
● তথ্য অধিকার আইন-২০০৯
ঘ. তথ্য অধিকার আইন-২০১০
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৬৭. বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন জারি করে কত তারিখে?
ক. ৫ই এপ্রিল, ২০০৮
খ. ১০ই এপ্রিল, ২০০৮
● ৫ই এপ্রিল, ২০০৯
ঘ. ১০ই এপ্রিল, ২০০৯
৬৮. বর্তমান তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?
ক. তথ্য মন্ত্রণালয়
খ. তথ্য অধিদপ্তর
গ. তথ্য কার্যালয়
● তথ্য কমিশন
৬৯. তথ্য জানতে জনগণ কীভাবে আবেদন করবে?
● লিখিতভাবে
খ. মৌখিকভাবে
গ. বিজ্ঞাপনের মাধ্যমে
ঘ. চাপসৃষ্টির মাধ্যমে
৭০. তথ্য প্রদানের সময়সীমা অতিক্রান্ত হবার পরবর্তী কত দিনের মধ্যে অনুরোধকারী আপিল করতে পারবেন?
ক. ১৫ দিনের
● ৩০ দিনের
গ. ৪৫ দিনের
ঘ. ৬০ দিনের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৭১. আবেদনকারীর আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কোনটির নিকট অভিযোগ পাঠানো যাবে?
ক. তথ্য মন্ত্রণালয়ের
খ. তথ্য অধিদপ্তরের
গ. তথ্য কমিশনের
● তথ্য কমিশনের
৭২. জানার অধিকার হলো ব্যক্তির মানবাধিকার, এর যৌক্তিক কারণ কী?
● তথ্য জ্ঞান অর্জনের মৌলিক উৎস
খ. জনগণের অধিকার প্রতিষ্ঠা
গ. সরকারের কার্যাবলিসম্পন্ন
ঘ. অধিকার আইন সম্পর্কে সচেতন
৭৩. তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কী হয়ে উঠতে হবে?
ক. নীতিবান
খ. দুর্নীতিপরায়ণ
● তথ্যের সংরক্ষক বা ভাণ্ডার
ঘ. তথ্যের অফিসার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৭৪. গ্রামের একজন ছেলে শহরের কলেজে এসে ভর্তির নিয়ম-কানুন জানতে চাইলে, তাকে তা জানতে দেয়া হয়নি। ছেলেটির কোন অধিকার ক্ষুণ্ণ হলো?
ক. রাজনৈতিক
খ. জীবনধারণ
● তথ্য
ঘ. শিক্ষা
৭৫. রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাকা সংজ্ঞা দিয়েছেন কে?
ক. অ্যারিস্টটল
খ. আর. এম. ম্যাকাইভার
গ. অধ্যাপক হল্যান্ড
● অধ্যাপক গার্নার
৭৬. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
ক. জন লক
খ. ম্যাকাইভার
● অ্যারিস্টটল
ঘ. রুশো
৭৭. “রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃতমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূ-খণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয় “- উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার
খ. হল্যান্ড
গ. অ্যারিস্টটল
● ম্যাকাইভার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৭৮. “স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।”- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. আর. এম. ম্যাকাইভার
খ. প্লেটো
● অ্যারিস্টটল
ঘ. অধ্যাপক গার্নার
৭৯. ‘ক’ একটি রাজনৈতিক সংগঠন। এটা ছাড়া মানুষ তার জাতীয়তার পরিচয় দিতে পারে না। এখানে কোন সংগঠনের কথা বলা হয়েছে?
ক. সমাজ
● রাষ্ট্র
গ. পরিবার
ঘ. সংঘ
৮০. কোন মনীষীর সংজ্ঞায় রাষ্ট্রের চারটি উপাদানের নাম উল্লেখ আছে?
ক. টি এইচ গ্রীন
খ. অ্যারিস্টটল
● গার্নার
ঘ. লাস্কি
৮১.সামাজিক জীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান?
● রাষ্ট্র
খ. সংগঠন
গ. পরিষদ
ঘ. একতা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৮২. রাষ্ট্রের কোন উপাদানকে প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়?
● জনসংখ্যা
খ. সরকার
গ. নির্দিষ্ট ভূখণ্ড
ঘ. সার্বভৌমত্ব
৮৩.রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়?
ক. জনসমষ্টি
● সরকার
গ. নির্দিষ্ট ভূখণ্ড
ঘ. সার্বভৌমত্ব
৮৪. একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে ‘ক’ একটি অঙ্গরাজ্য। ‘ক’ অঙ্গরাজ্যটি কোনটির অভাবে রাষ্ট্র গঠনে ব্যর্থ?
ক. ভূ-খণ্ড
খ. জনসংখ্যা
গ. সরকার
● সার্বভৌমত্ব
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৮৫. “রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ”- উক্তিটি কার?
● অধ্যাপক গার্নার
খ. ম্যাকাইভার
গ. অ্যারিস্টটল
ঘ. আলেকজান্ডার
৮৬. রাষ্ট্র কীভাবে শাসনতন্ত্র কায়েম করে?
ক. দুর্নীতি দমনের মাধ্যমে
খ. আইন প্রয়োগের মাধ্যমে
গ. পুলিশের মাধ্যমে
● সরকার গঠনের মাধ্যমে
৮৭. সার্বভৌমত্ব কী?
ক. সরকারের চূড়ান্ত ক্ষমতা
খ. প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা
● রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা
ঘ. রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা
৮৮. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে?
ক. জনগণ
● কেন্দ্রীয় কর্তৃপক্ষ
গ. সংগঠন
ঘ. রাষ্ট্রের বিভাগসমূহ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৮৯. রাষ্ট্রের উপাদান কয়টি?
● ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
৯০. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
● রাশিয়া
খ. ভারত
গ. চীন
ঘ. কানাডা
৯১. মোনাকোর জনসংখ্যা কত?
ক. ৩৫,০০০
খ. ৩৬,০০০
গ. ৩৭,০০০
● ৩৮,৯৬৩
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৯২. রাষ্ট্রের উদ্ভব হয়েছে জনসমষ্টির-
ⅰ. ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থেকে
ⅱ. পারস্পরিক সম্পর্কের ফলে
ⅲ. বিরোধের ফলে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৩. সার্বভৌমত্বের মূল বৈশিষ্ট্য হলো—
ⅰ. রাষ্ট্রের চরম ক্ষমতা
ⅱ. রাষ্ট্রের স্বাধীনতার ধারক
ⅲ. আইনের উৎস
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৪. সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় ভ্যাটিকান সিটির আয়তন অত্যন্ত কম। তারপরও ভ্যাটিকান সিটি রাষ্ট্র কেননা তার-
ⅰ. স্থায়ী জনসমষ্টি আছে
ⅱ. নির্দিষ্ট ভূখণ্ড আছে
ⅲ. স্থায়ী সরকার আছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৯৫. সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে-
ⅰ. রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়
ⅱ. রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে
ⅲ. সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব
প্রতিষ্ঠা পায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৬. রাষ্ট্রের অপরিহার্য কাজের মাধ্যমে একটি দেশের—
ⅰ. অস্তিত্ব টিকে থাকে
ⅱ. স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে
ⅲ. নাগরিকের মৌলিক অধিকার রক্ষিত হয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৭. রাষ্ট্রের মৌলিক কাজের মধ্যে আছে—
ⅰ. আইন প্রণয়ন করা
ⅱ. আইনের শাসন প্রতিষ্ঠা
ⅲ. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
৯৮. রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ হচ্ছে—
ⅰ. দেশে সুষ্ঠু বিচারব্যবস্থা গড়ে তোলা
ⅱ. আঞ্চলিক কোর্ট গঠন
ⅲ. বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৯. প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে—
ⅰ. সচেতন নাগরিকদের সমন্বয়ে
ⅱ. স্থল বাহিনীর সমন্বয়ে
ⅲ. বিমান বাহিনীর সমন্বয়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
১০০. নাগরিকদের অন্যতম দায়িত্ব হলো—
ⅰ. সংবিধান মেনে চলা
ⅱ. আইনের প্রতি সম্মান দেখানো
ⅲ. ভোট দেওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০২. পিতামাতার দায়িত্বের মধ্যে আছে—
ⅰ. সন্তানকে বিভিন্ন প্রতিষেধক টিকাদান
ⅱ. সন্তানকে সুস্থ সবল রাখা
ⅲ. নির্দিষ্ট সময়ে তাদের স্কুলে পাঠানো
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৩. প্রথা আইনে পরিণত হয়-
ⅰ. রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির মাধ্যমে
ⅱ. আইনসভার অনুমোদনের মাধ্যমে
ⅲ. রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৪. রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে—
ⅰ. আইনবিদদের ব্যাখ্যা
ⅱ. মূল্যায়ন
ⅲ. আলোচনা থেকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
১০৫. আইনের অনুশাসন হলো—
ⅰ. আইনের প্রাধান্য
ⅱ. আইনের দৃষ্টিতে সকলের সাম্য
ⅲ. রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৬. আইন প্রণয়নের সাথে ক্রিয়াশীল উৎস হলো-
ⅰ. বিচারকের রায়
ⅱ. বিজ্ঞানীদের মতামত
ⅲ. আইনপরিষদ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৭. আইনের দৃষ্টিতে সাম্য মানে—
ⅰ. সকলের জন্য একই আইন প্রযোজ্য
ⅱ. বিনা অপরাধে কাউকে আটক না রাখা
ⅲ. আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
মনিষা, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। একদিন কথা প্রসঙ্গে মনিষা বাংলাদেশে থাকা তার বান্ধবী ইশিতাকে জানায়, তার বসবাসরত দেশ জনসাধারণের শিক্ষা, চিকিৎসা, শিশু সদন, মাতৃমঙ্গল কেন্দ্র ইত্যাদি বিষয়ে খুবই সচেতনতা অবলম্বন করে।
১০৮. মনিষার তথ্যে পাঠ্যবইয়ের কোন ধারণা ফুটে উঠেছে?
ক. সুনাগরিকের গুণাবলি
খ. রাষ্ট্রের মৌলিক উপাদান
গ. সার্বভৌমত্ব ক্ষমতা
● রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ
১০৯. মনিষার দেশের এই ধরনের কার্যাবলির ফলে-
ⅰ. জনগণের মানসিকতার বিকাশ ঘটে
ⅱ. জনস্বাস্থ্য রক্ষা করা হয়
ⅲ. উন্নত জাতি গঠনে সক্ষমতা লাভ হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দাও :
আলাউল একজন চাকরিজীবী। তিনি শিক্ষিত। তিনি রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের সকল নির্দেশ মেনে চলেন। পাশাপাশি তিনি নির্বাচনের সময় সততা ও সুবিবেচনার সাথে ভোট প্রদান করেন।
১১০. নাগরিক হিসেবে স্বাধীনের রাষ্ট্রের প্রতি অনুগত থাকা কোন ধরনের দায়িত্ব?
● প্রধান কর্তব্য
খ. অন্যতম দায়িত্ব
গ. পবিত্র দায়িত্ব ও কর্তব্য
ঘ. অর্জিত দায়িত্ব
১১১. আলাউলের ভোট দানের ফলে কোন ধরনের প্রতিনিধি নির্বাচিত হবে?
● যোগ্য ও উপযুক্ত
খ. দুর্নীতিবাজ
গ. কর্তৃত্বপরায়ণ
ঘ. ক্ষমতাবান
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।