নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ :  বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১.বাংলাদেশের বেশির ভাগ নদী শেষ পর্যন্ত কোথায় মিলিত হয়েছে?
ক. ভূ-মধ্যসাগরে
খ. হিমালয়ে
গ. লুসাই পাহাড়ে
● বঙ্গোপসাগরে

২.পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
ক. মানস সরোবরে
খ. লুসাই পাহাড়ে
● গাঙ্গোত্রী হিমবাহে
ঘ. সিয়াচেন হিমবাহে

৩.পদ্মা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছে?
● রাজশাহী
খ. কুড়িগ্রাম
গ. ডিমলা অঞ্চল
ঘ. সিলেট

৪.পদ্মা নদী কোথায় ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সাথে মিলিত হয়েছে?
ক. আজমিরিগঞ্জের কাছে
● গোয়ালন্দের নিকট
গ. চাঁদপুরে এসে
ঘ. ডিমলার কাছে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৫.গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করে মেঘনার সঙ্গে কোথায় মিলিত হয়েছে?
ক. রাজশাহীতে
খ. কুড়িগ্রামে
● চাঁদপুরে
ঘ. গোয়ালন্দে

৬.মেঘনার সাথে মিলিত হওয়ার পর কোন দুটি জেলা অতিক্রম করে পদ্মানদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
ক. ফরিদপুর ও পাবনা
খ. চাঁদপুর ও জামালপুর
● বরিশাল ও নোয়াখালী
ঘ. ফেনী ও মাগুরা

৭.বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত?
● ৩৪,১৮৮ বর্গ কি.মি.
খ. ৫,৮০,১৮০ বর্গ কি.মি.
গ. ৪৪,০৩০ বর্গ কি.মি.
ঘ. ৬,৮০,১৮০ বর্গ কি.মি.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৮.আড়িয়াল খাঁ কার শাখা নদী?
● গঙ্গার
খ. ব্রহ্মপুত্রের
গ. যমুনার
ঘ. মেঘনার

৯.নিচের কোনটি পদ্মা নদীর শাখা নদী?
ক. তিতাস
● মধুমতী
গ. কাপ্তাই
ঘ. আত্রাই

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১০.তিব্বতের মানস সরোবর থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
● ব্রহ্মপুত্র
খ. মেঘনা
গ. পদ্মা
ঘ. সাঙ্গু

১১.ব্রহ্মপুত্র আসাম হয়ে বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করেছে?
ক. চাঁদপুর
● কুড়িগ্রাম
গ. সিলেট
ঘ. রাজশাহী

১২.কত সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো?
ক. ১৬৮৭
● ১৭৮৭
গ. ১৮৮৭
ঘ. ১৮১৭

১৩.ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের যে নতুন স্রোতধারার সৃষ্টি হয় সেটি কী নামে পরিচিতি পায়?
ক. পদ্মা
খ. গঙ্গা
গ. ধলেশ্বরী
● যমুনা

১৪.যমুনা গঙ্গার সাথে মিলিত হয়ে কী নাম ধারণ করেছে?
ক. ব্ৰহ্মপুত্র
খ. ধলেশ্বরী
গ. মেঘনা
● পদ্মা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১৫.যমুনার উপনদী কোন দুটি?
ক. ধরলা ও তিস্তা
খ. যমুনা ও তিতাস
● করতোয়া ও আত্রাই
ঘ. কীর্তনখোলা ও মনু

১৬.ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত?
● ২,৮৯৭ কি.মি.
খ. ৪৪,০৩০ কি.মি.
গ. ৩৪,১৮৮ কি.মি.
ঘ. ৫,৮০,১৬০ কি.মি.

১৭.ব্রহ্মপুত্রের অববাহিকার আয়তন কত?
ক. ২৮,৯৮০ বর্গ কি.মি.
● ৫,৮০, ১৬০ বর্গ কি.মি.
গ. ৪৪,০৩০ বর্গ কি.মি.
ঘ. ৩৪,১৮৮ বর্গ কি.মি.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১৮.আসামের নাগা-মণিপুর অঞ্চলে কোন নদীর উৎপত্তি হয়েছে?
ক. গঙ্গা
খ. ব্ৰহ্মপুত্ৰ
গ. মাতামুহুরী
● বরাক

১৯.কুশিয়ারা ও সুরমা আজমিরিগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
ক. মেঘনা
খ. ব্রহ্মপুত্র
● কালনী
ঘ. পদ্মা

২০.মেঘনা কোথায় কালনী নাম ধারণ করেছে?
ক. বাবুবাজারের পর
খ. মনিপুরের আগে
● আজমিরিগঞ্জের কাছে
ঘ. সিলেটের কাছে

২১.মেঘনা নদী চাঁদপুরের কাছে কোন নদীর সাথে মিলিত হয়ে মোহনার সৃষ্টি করেছে?
ক. যমুনা
খ. করতোয়া
● পদ্মা
ঘ. তিস্তা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

২২.সুজিত তার বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে গেল। তারা যে নদীতে নৌকা ভ্রমণ করল ঐ নদীটির সৃষ্টি হয়েছে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারার মিলিত স্থলে। নদীটির নাম কী?
ক. কর্ণফুলী
খ. যমুনা
গ. ব্ৰহ্মপুত্র
● মেঘনা

২৩.বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?
ক. সুরমা
● কর্ণফুলী
গ. মাতামুহুরী
ঘ. আত্রাই

২৪.কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
ক. ১২০ কি.মি.
খ. ২০৮ কি.মি.
● ৩২০ কি.মি.
ঘ. ৪০৮ কি.মি.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

২৫.কর্ণফুলী নদীর উপনদী কোনটি?
● হালদা
খ. নাফ
গ. তিতাস
ঘ. গোমতী

২৬.’কাসালাং’ কোন নদীর উপনদী?
ক. মাতামুহুরী
● কর্ণফুলী
গ. মেঘনা
ঘ. নাফ

২৭.কাপ্তাই ও হালদা হচ্ছে কর্ণফুলীর—
ক. নদী
● উপনদী
গ. শাখা নদী
ঘ. খাল

২৮. তিস্তা নদীর উৎপত্তি হয়েছে কোথায়?
● সিকিমের পার্বত্য অঞ্চলে
খ. মানস সরোবরে
গ. হিমালয় পর্বতে
ঘ. আরাকান পাহাড়ে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

২৯.কোন নদীটি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
● তিস্তা
খ. মেঘনা
গ. পশুর
ঘ. সাঙ্গু

৩০. কত সালের বন্যায় তিস্তা নদীর গতিপথ পরিবর্তিত হয়?
● ১৭৮৭
খ. ১৯৮৭
গ. ১৮৮৭
ঘ. ১৯৯৭

৩১.তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত?
ক. ১২৭ কি.মি.
● ১৭৭ কি.মি.
গ. ১৫৭ কি.মি.
ঘ. ১৮৭ কি.মি.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৩২.বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় কোন নদীর ভূমিকা সর্বাধিক?
ক. মেঘনা
● তিস্তা
গ. পশুর
ঘ. কর্ণফুলী

৩৩. তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়?
● ১৯৯৭-৯৮ সালে
খ. ১৯৯৬-৯৮ সালে
গ. ১৯৯৮-৯৯ সালে
ঘ. ১৯৯৫-৯৬ সালে

৩৪.নিচের কোন নদীটি সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
● পশুর
খ. সাঙ্গু
গ. ফেনী
ঘ. মাতামহুরী

৩৫. পশুর নদীর দৈর্ঘ্য কত?
ক. ১৩৮ কি.মি.
● ১৪২ কি.মি.
গ. ১৪০ কি.মি.
ঘ. ১৪৩ কি.মি.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৩৬. সমুদ্রগামী জাহাজ কোন নদীর মোহনা দিয়ে অনায়াসে মংলা সমুদ্র। বন্দরে প্রবেশ করতে পারে?
ক. তিস্তা
● পশুর
গ. মেঘনা
ঘ. নাফ

৩৭. খুলনা-বরিশাল নৌপথে কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ?
● পশুর
খ. ব্ৰহ্মপুত্র
গ. তিস্তা
ঘ. সাঙ্গু

৩৮. সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে কোন পাহাড় থেকে?
ক. তাজিওডং থেকে
● উত্তর আরাকান পাহাড় থেকে
গ. দক্ষিণ আরাকান পাহাড় থেকে
ঘ. কিওক্রাডং পাহাড় থেকে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৩৯.সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত?
ক. ১২০ কি.মি.
● ২৯৪ কি.মি.
গ. ১৪২ কি.মি.
ঘ. ৩২০ কি.মি.

৪০.মাতামুহুরী নদীটি কোন জেলার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
ক. চট্টগ্রাম
খ. সিলেট
● কক্সবাজার
ঘ. বরিশাল

৪১.আমাদের পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম কী?
ক. রেলপথ
খ. স্থলপথ
● নদীপথ
ঘ. আকাশপথ

৪২. জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে আমাদের নদীগুলো কী বহন করে আনে?
ক. আবর্জনা
● পলি
গ. বর্জ্য
ঘ. জৈব সার

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৪৩.বাংলাদেশে জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে কোথায়?
ক. সমতলে
খ. পাহাড়ে
● নদীর তীরে
ঘ. মালভূমিতে

৪৪.সুরমা নদীর তীরে বাংলাদেশের কোন বিভাগীয় শহর গড়ে উঠেছে?
ক. সুনামগঞ্জ
খ. হবিগঞ্জ
গ. চট্টগ্রাম
● সিলেট

৪৫.কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে কত কি.মি. নৌ চলাচল করছে?
ক. ৩২০ কি.মি.
খ. ৩৪৪ কি.মি.
গ. ৫৪৪ কি.মি.
● ৬৪৪ কি.মি.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৪৬.কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে কত একর জমিতে কৃষিজ ফলন হচ্ছে?
● ১০ লক্ষ
খ. ১২ লক্ষ
গ. ১৫ লক্ষ
ঘ. ২০ লক্ষ

৪৭.কোন বাঁধ নির্মাণের ফলে ভয়াবহ বন্যা থেকে চট্টগ্রাম অঞ্চলকে মুক্ত রাখা সম্ভব হয়েছে?
● কাপ্তাই বাঁধ
খ. ডিএনডি বাঁধ
গ. তিস্তা বাঁধ
ঘ. ফারাক্কা বাঁধ

৪৮. বাংলাদেশের নদী পথে কোন দেশকে ট্রানজিট দেওয়া হয়েছে?
ক. মিয়ানমার
খ. নেপাল
গ. মালদ্বীপ
● ভারত

৪৯.বাংলাদেশের অনেক নদ-নদী মৃত নদীতে পরিণত হওয়ার কারণ কী?
ক. খরা
খ. পানির প্রবাহ হ্রাস
গ. বাঁধ নির্মাণ
● পানির প্রবাহ বৃদ্ধি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৫০. বাংলাদেশে নদীপথের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. প্রায় ৩৮৬৫
খ. প্রায় ৮৯৩৩
● প্রায় ৯৮৩৩
ঘ. প্রায় ১৮৩৩

৫১.বাংলাদেশের মোট নদীপথের কত কিলোমিটার পথে সবসময় নৌ চলাচল করে থাকে?
ক. ৩৭০০ কিলোমিটার
খ. ৩৮৬০ কিলোমিটার
গ. ৩৯০০ কিলোমিটার
● ৩৮৬৫ কিলোমিটার

৫২.অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কত সালে তৈরি করা হয়?
● ১৯৫৮ সালে
খ. ১৯৫৯ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৮ সালে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৫৩. অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে সংক্ষেপে কী বলা হতো?
● BIWTA
খ. IWTC
গ. BIWTC
ঘ. ITWO

৫৪.সবচেয়ে কম খরচে ও নিরাপদে পণ্য পরিবহনে যোগাযোগের কোন মাধ্যমটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
ক. স্থলপথ
খ. আকাশপথ
● নদীপথ
ঘ. রেলপথ

৫৫. জলবিদ্যুৎ উৎপাদন করা হয় কীভাবে?
● পানির বেগ ব্যবহার করে
খ. নদীর পানি ব্যবহার
গ. পানিকে পরিশোধন করে
ঘ. রাসায়নিক প্রক্রিয়ায়

৫৬. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. সিলেটে
খ. ঢাকায়
গ. বরিশালে
● চট্টগ্রামে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৫৭. চট্টগ্রামের কোথায় বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে?
ক. চকরিয়া
● কাপ্তাই
গ. সন্দ্বীপ
ঘ. কুতুবদিয়া

৫৮. কোন নদীর গতিপথে বাঁধ দিয়ে পাকিস্তান আমলে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়?
ক. মেঘনা
খ. যমুনা
● কর্ণফুলী
ঘ. বুড়িগঙ্গা

৫৯. বাংলাদেশ জলবিদ্যুৎ উৎপাদনে খুব বেশি সুযোগ কাজে লাগাতে না পারার কারণ কোনটি?
● পাহাড়ি নদীর অভাব
খ. প্রযুক্তির অভাব
গ. প্রয়োজনীয় অর্থের অভাব
ঘ. দক্ষ শ্রমিকের অভাব

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৬০.বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের কত শতাংশ আনা নেওয়া করা হয়?
ক. ৫৫
খ. ৬৫
গ. ৮৫
● ৭৫

৬১.বাংলাদেশে নদীপথের বাণিজ্যকে কত সালে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হয়?
ক. ১৯৫৮
খ. ১৯৬৮
গ. ১৯৭৬
● ১৯৭২

৬২.দেশে এখন পরিবেশবাদীগণ কোন জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছেন?
ক. পাখি বাঁচাও
খ. মাছ বাঁচাও
● নদী বাঁচাও
ঘ. গ্যাস বাঁচাও

৬৩. কোন অঞ্চলে সূর্য বছরের প্রায় সবসময় লম্বভাবে কিরণ দেয়?
● নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে
খ. নিরক্ষীয় উচ্চ অক্ষাংশ অঞ্চলে
গ. ক্রান্তীয় অঞ্চলে
ঘ. সুমেরু অঞ্চলে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৬৪.জলবায়ুগত অবস্থার সঙ্গে কোনটির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ?
ক. মৎস্য সম্পদ
খ. খনিজ সম্পদ
গ. সৌরশক্তি
● বনজ সম্পদের

৬৫. কোনো দেশের কোন সম্পদের সঙ্গে সরাসরি ভূ-প্রকৃতি ও জলবায়ু সম্পর্ক রয়েছে?
ক. নৌ সম্পদ
খ. সৌর সম্পদ
● মৎস্য সম্পদ
ঘ. খনিজ সম্পদ

৬৬. কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে?
ক. ইউরোপ
খ. আমেরিকা
● এশিয়া
ঘ. আফ্রিকা

৬৭. কোন সম্পদে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি?
ক. পানি সম্পদ
● সৌর সম্পদ
গ. খনিজ সম্পদ
ঘ. জ্বালানি সম্পদ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৬৮. পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
● বাংলাদেশ
খ. চীন
গ. ভারত
ঘ. মিয়ানমার

৬৯. বাংলাদেশে দিন দিন ভূমি, পানি, খাদ্য ব্যবস্থাপনাসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে কেন?
ক. শিল্পকারখানা বৃদ্ধি
খ. বনভূমির সংখ্যা বৃদ্ধি
গ. ফসলি জমি হ্রাস
● জনসংখ্যা বৃদ্ধি

৭০.স্বাধীনতার চল্লিশ বছরে বাংলাদেশে জনসংখ্যা কত গুণ বেড়েছে?
● দ্বিগুণ
খ. চার গুণ
গ. তিন গুণ
ঘ. পাঁচ গুন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৭১.বাংলাদেশে ৪০ বছরে খাদ্যোৎপাদন কত গুণ বৃদ্ধি পেয়েছে?
ক. দ্বিগুণ
খ. চার গুণ
গ. পাঁচ গুণ
● তিন গুণ

৭২.নদীর নাব্য কীভাবে বৃদ্ধি করা যায়?
● খনন করে
খ. পানি দিয়ে
গ. গতিপথ বদলে
ঘ. নতুন খাল সৃষ্টি করে

৭৩. বাংলাদেশের কোন জেলায় রিজার্ভার খনন করা হলে শুষ্ক মৌসুমের পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে?
ক. চাঁদপুর
খ. কুমিল্লা
● রংপুর
ঘ. ফেনী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৭৪.বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মিঠা পানির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য কী করতে হবে?
ক. নদী খনন করতে হবে
● বাঁধ নির্মাণ করতে হবে
গ. নাব্যতা দূর করতে হবে
ঘ. রিজার্ভার খনন করতে হবে

৭৫. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নিচের কোনটির ওপর নির্ভরশীল?
ক. বীজের প্রাপ্তি
খ. প্রযুক্তির ব্যবহার
● যথাযথ পানি প্রাপ্তি
ঘ. গুদাম ব্যবস্থাপনা

৭৬. বাংলাদেশে বিদ্যমান বনজ সম্পদের পরিমাণ বর্তমানে কত?
ক. ২০ শতাংশ
খ. ১৫ শতাংশ
গ. ২২ শতাংশ
● ১৩ শতাংশ

৭৭. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই
খ. চার
● তিন
ঘ. পাঁচ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৭৮. বাংলাদেশের কোন অঞ্চলে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে?
ক. দিনাজপুর
খ. রাজশাহী
● পার্বত্য চট্টগ্রাম
ঘ. টাঙ্গাইল

৭৯. সারা বছর কোন বনভূমির গাছগুলো সবুজ থাকে?
● ক্রান্তীয় চিরহরিৎ এবং বনভূমি
খ. ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য
গ. স্রোতজ বা ম্যানগ্রোভ বনভূমি
ঘ. গরান বনভূমি

৮০. ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমির পরিমাণ কত?
ক. ১২,৫০০ বর্গ কিলোমিটার
● ১৪,০০০ বর্গ কিলোমিটার
গ. ১৩,০০০ বর্গ কিলোমিটার
ঘ. ১৪,৫০০ বর্গ কিলোমিটার

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৮১.দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে সারিবদ্ধভাবে কতগুলি নিমগাছ রয়েছে। শীতকালে এই গাছের পাতাগুলো সম্পূর্ণ ঝরে যায়। এই নিমবাগানের সাথে মিল রয়েছে—
ক. চিরহরিৎ বনভূমি
খ. গরান বনভূমি
● পত্রপতনশীল অরণ্য
ঘ. স্রোতজ বনভূমি

৮২. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে বছরের কোন সময় গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়?
ক. গ্রীষ্মকালে
● শীতকালে
গ. বর্ষাকালে
ঘ. বসন্তকালে

৮৩. জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো উদ্ভিদের সমন্বয়ে সৃষ্ট বনভূমিকে কী বলা হয়?
ক. চিরহরিৎ বনভূমি
খ. বরেন্দ্র বনভূমি
● স্রোতজ বনভূমি
ঘ. মধুপুর ভাওয়াল বনভূমি

৮৪. বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অত্যধিক কী কারণে?
ক. মাটি উর্বর বলে
খ. অতিরিক্ত জনসংখ্যার চাহিদা পূরণ করে বলে
গ. তিনগুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছে বলে
● উপযুক্ত ব্যবহারে উন্নত জীবনমান সম্ভব বলে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৮৫. কোনটি অর্থনৈতিক উন্নয়নের পথ ত্বরান্বিত করবে?
● প্রাকৃতিক সম্পদ
খ. বনজ সম্পদ
গ. পানি সম্পদ
ঘ. খনিজ সম্পদ

৮৬. জাতীয় বিপর্যয় এড়াতে বাংলাদেশের মাটি ব্যবহার করতে হবে কীভাবে?
ক. প্রযুক্তির সাহায্যে
● পরিকল্পিতভাবে
গ. উন্নত সার প্রয়োগে
ঘ. সুষম বণ্টনের মাধ্যমে

৮৭. বাংলাদেশে মোট কতগুলো নদী আছে?
ক. ৪০০টি
খ. ৫০০টি
গ. ৬০০টি
● ৭০০টি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৮৮. পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে কোন স্থানে?
● গোয়ালন্দের কাছে
খ. চাঁদপুরের কাছে
গ. বরিশালের কাছে
ঘ. নোয়াখালীর কাছে

৮৯. মধুমতী নদীর উৎস কোনটি?
ক. ব্রহ্মপুত্র
● পদ্মা
গ. যমুনা
ঘ. মেঘনা

৯০.ধলেশ্বরীর শাখা নদী কোনটি?
ক. তিস্তা
খ. গোমতি
● বুড়িগঙ্গা
ঘ. ইছামতি

৯১. যমুনা নদী সৃষ্টির কারণ-
● ভূমিকম্প
খ. বন্যা
গ. নদী ভাঙন
ঘ. বৃষ্টি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৯২.বাংলাদেশের অংশে ব্রহ্মপুত্র নদের অববাহিকার আয়তন কত বর্গ কি.মি.?
ক. ৫৫,০৪০
খ. ৪০,০২০
● ৪৪,০৩০
ঘ. ৫০,০৬০

৯৩. ব্রহ্মপুত্রের উপনদী কোনটি?
ক. করতোয়া
● তিস্তা
গ. হালদা
ঘ. আত্রাই

৯৪.মেঘনার শাখা নদী কোনটি?
● তিতাস
খ. আত্রাই
গ. ধরলা
ঘ. কাসালং

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৯৫. মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. মেঘালয়
খ. সিকিম
● নাগা মণিপুর
ঘ. পশ্চিমবঙ্গ

৯৬. সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহের নাম কী?
ক. ধলেশ্বরী
খ. বরাক
গ. তিতাস
● কালনী

৯৭. কুশিয়ারা ও সুরমা নদী প্রবেশ করেছে কোন জেলায়?
ক. সুনামগঞ্জে
● সিলেট
গ. হবিগঞ্জে
ঘ. মৌলভীবাজার

৯৮. গোমতী কোন নদীর উপনদী?
ক. পদ্মা
● মেঘনা
গ. যমুনা
ঘ. পশুর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

৯৯. ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পের প্রভাবে—
ⅰ. ব্রহ্মপুত্রের নতুন স্রোতধারার সৃষ্টি হয়
ⅱ. ব্রহ্মপুত্র নদের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়
ⅲ. ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০০. কর্ণফুলী নদী দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অধিক গুরুত্ব বহন করে-
ⅰ. বন্যা প্রতিরোধে সাহায্য করে
ⅱ. পানি বিদ্যুৎ উৎপাদন করে
ⅲ. চট্টগ্রাম বন্দরকে সহযোগিতা করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০১. প্রাচীন যুগ থেকে মানুষ নদ-নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে। কথাটির দ্বারা প্রকাশ পায়-
ⅰ. রোজগারের প্রধান উৎস হিসাবে নদ-নদীর প্রয়োজন
ⅱ. কৃষি কাজের প্রসারে নদ-নদীর প্রয়োজন
ⅲ. খাদ্যের যোগানে নদ-নদীর প্রয়োজন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১০২. বাংলাদেশের নৌবাণিজ্যকে গতিশীল করার জন্য এগিয়ে আসতে হবে—
ⅰ. সরকারি প্রতিষ্ঠানগুলোকে
ⅱ. আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাসমূহকে
ⅲ. বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৩. পানি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো হলো-
ⅰ. নদীতে বাঁধ দেওয়া
ⅱ. লবণাক্ততা দূর করা
ⅲ. পরিবেশ সংরক্ষণ করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৪. নদী শুকিয়ে যাওয়ার জন্য দায়ী —
ⅰ. পুকুরে পানি সংরক্ষণ
ⅱ. যত্রতত্র ব্রিজ নির্মাণ
ⅲ. পাম্প দিয়ে পানি উত্তোলন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৫. পানির কারণেই মানুষ নদীর কাছাকাছি-
ⅰ. উন্নত প্রযুক্তির সন্ধান করছে
ⅱ. বসতি স্থাপন করছে
ⅲ. জীবিকা নির্বাহের উৎসের সন্ধান করছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১০৬.তুলা, চা, ডাল, মরিচ ইত্যাদির উৎপাদন বেশ ভালো হয়-
ⅰ. ভারতে
ⅱ. বাংলাদেশে
ⅲ. মিয়ানমারে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৭. বাংলাদেশে সৌরশক্তির বিরাট সম্ভাবনা তৈরি হওয়ার যথার্থ কারণ হলো—
ⅰ. নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত
ⅱ. কাঁচামালের সহজলভ্যতা
ⅲ. জ্বালানি সম্পদের অভাব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৮.ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির বৃক্ষ হলো-
ⅰ. তেলসুর
ⅱ. সেগুন
ⅲ. হরিতকি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৯. কোনো অঞ্চলে নদীতে ভাঙনের ফলে—
ⅰ. কৃষি কাজ ব্যাহত হয়
ⅱ. চর জাগে
ⅲ. নদী ভরাট হওয়ার উপক্রম হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১১০. বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব-
ⅰ. খাদ্যের নিরাপত্তা বিধান
ⅱ. উন্নত জীবনমান
ⅲ. উন্নত সংস্কৃতির বিধান
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১১. বাংলাদেশে তীব্র পানি সংকটের কারণ—
ⅰ. চাষের কাজে প্রচুর সেচ পাম্পের ব্যবহার
ⅱ. নদীর পলিমাটি নিষ্কাশন করা
ⅲ. ব্রীজ কালভার্ট নির্মাণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১২. তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে যে জেলাগুলো সুবিধা পাচ্ছে-
ⅰ. রংপুর
ⅱ. দিনাজপুর
ⅲ. ঠাকুরগাঁও
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

১১৩.বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে নদীর বেশি প্রয়োজন—
ⅰ. জীবিকার্জনে
ⅱ. যোগাযোগে
ⅲ. চিত্তবিনোদনে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ নদীটি দেশের পশ্চিম সীমানা দিয়ে এবং ‘খ’ নদীটি দেশের উত্তর সীমানা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ‘খ’ একটি উপনদী হলেও সেচ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। উভয় নদীতে ভারত একাধিক স্থানে বাঁধ নির্মাণ করেছে এবং অতিরিক্ত পানি প্রত্যাহার করে নিচ্ছে।

১১৪. উদ্দীপকের ‘খ’ নদীটি কোন নদীর উপনদী?
● পুরাতন ব্রহ্মপুত্র
খ. যমুনা
গ. মেঘনা
ঘ. পদ্মা

১১৫. ‘ক’ নদীর এ বাঁধের জন্য বাংলাদেশের কোন অঞ্চলের পানিতে সমস্যা হচ্ছে-
ⅰ. কুষ্টিয়া-যশোর
ⅱ. রাজশাহী অঞ্চল
ⅲ. ময়মনসিংহ-ঢাকা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও:
রুমী ও তার বন্ধুরা বান্দরবানে শিক্ষা সফরে গেল। ঐ বনে তারা প্রধানত গর্জন, চাপালিশ, তেলসুর, জারুল ও গামারি ইত্যাদি বৃক্ষ দেখতে পেল।

১১৬. রুমী ও তার বন্ধুরা কী ধরনের বনভূমিতে গিয়েছিল?
ক. ক্রান্তীয় পত্রপতনশীল
● ক্রান্তীয় চিরহরিৎ
গ. স্রোতজ বনভূমি
ঘ. মধুপুর ভাওয়াল গড়

১১৭. এ বনভূমির বৃক্ষ দেশের—
ⅰ. পরিবহন ব্যবস্থায় অবদান রাখে
ⅱ. কলকারখানায় কাঁচামালের যোগান দেয়
ⅲ. আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment