এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১. পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ হিসেবে নিচের কোন
দেশকে চিহ্নিত করা হয়?
● বাংলাদেশ
খ. মালদ্বীপ
গ. ভারত
ঘ. ভূটান
২. বাংলাদেশের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য কেমন?
ক. অসমতল
খ. উঁচু ও সমতল
● নিচু ও সমতল
ঘ. নিচু ও অসমতল
৩. বাংলাদেশের জলবায়ুর ধরন কেমন?
ক. চরমভাবাপন্ন
● সমভাবাপন্ন
গ. চরম শীতল
ঘ. চরম উষ্ণ
৪. বাংলাদেশের জলবায়ুর ওপর কীসের প্রভাব খুব বেশি?
● মৌসুমি বায়ু
খ. সমুদ্রবায়ু
গ. নিরক্ষীয় বায়ু
ঘ. কর্কটক্রান্তি রেখা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৫. নিচের কোন দেশকে পলল গঠিত আর্দ্র অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়?
ক. ভারত
খ. জাপান
● বাংলাদেশ
ঘ. মালদ্বীপ
৬. বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত?
ক. ২০° ৩৪’ উত্তর থেকে ২৬°৩৮′ উত্তর
খ. ৮৮°০১′ উত্তর থেকে ৯২°৪১′ উত্তর
● ৮৮°০১’ পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব
ঘ. ২০°৩৪′ পূর্ব থেকে ২৬°৩৮′ পূর্ব
৭. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক. নিরক্ষরেখা
● কর্কটক্রান্তি রেখা
গ. বিষুবরেখা
ঘ. মকররেখা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৮. পূর্ব-পশ্চিমে বাংলাদেশের সর্বোচ্চ বিস্তৃতি কত?
ক. ৪১০ কি.মি.
খ. ৪৬০ কি.মি.
● ৪৪০ কি.মি.
ঘ. ৭৬০ কি.মি.
৯. উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বিস্তৃতি কত?
● ৭৬০ কি.মি.
খ. ৭৮০ কি.মি.
গ. ৭৭০ কি.মি.
ঘ. ৮১০ কি.মি.
১০. ভারত ছাড়া রাষ্ট্র হিসেবে কোনটির সাথে বাংলাদেশের সীমান্ত সীমা রয়েছে?
ক. নেপাল
খ. ভুটান
গ. আসাম
● মিয়ানমার
১১. সুতপা কেনাকাটার জন্য ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যেতে আগ্রহী । এজন্য তাকে বাংলাদেশের কোন সীমান্ত এলাকা দিয়ে যেতে হবে?
● পশ্চিম দিক দিয়ে
খ. পূর্ব দিক দিয়ে
গ. দক্ষিণ দিক দিয়ে
ঘ. দক্ষিণ-পূর্ব দিক দিয়ে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১২. বাংলাদেশের মোট আয়তন কত বর্গ মাইল?
ক. ৪৭,৫৭০ বর্গমাইল
● ৫৬,৯৭৭ বর্গমাইল
গ. ১,৪৭,৫৭০ বর্গমাইল
ঘ. ১,৪৫,৫৭৭ বর্গমাইল
১৩. বাংলাদেশের ভূখণ্ড কোন দিক থেকে কোন দিকে ক্রমশ ঢালু?
ক. পশ্চিম থেকে পূর্বে
খ. পূর্ব থেকে পশ্চিমে
● উত্তর থেকে দক্ষিণে
ঘ. দক্ষিণ থেকে উত্তরে
১৪. বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর দিয়ে যদি একটি পানির ঢল প্রবাহিত হয় তবে সেটি সর্বশেষ কোথায় গিয়ে পতিত হবে?
ক. মেঘনা নদীতে
খ. যমুনা নদীতে
গ. পদ্মা নদীতে
● বঙ্গোপসাগরে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১৫. বাংলাদেশের নদ-নদীসমূহ উত্তর থেকে দক্ষিণাভিমুখে প্রবাহিত। এর যথার্থ কারণ কী?
ক. বাংলাদেশের উত্তরে পাহাড় আর দক্ষিণে নিচু ভূমি
খ. বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত
● বাংলাদেশের ভূখণ্ড উত্তর হতে দক্ষিণে ক্রমশ ঢালু
ঘ. মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণাভিমুখে প্রবাহিত
১৬. ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুইটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৭. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত?
ক. ৪১০ মিটার
খ. ৪৬০ মিটার
● ৬১০ মিটার
ঘ. ১২৩১ মিটার
১৮. ‘বিজয়’-এর উচ্চতা কত?
● ১,২৩১ মিটার
খ. ১,৩৩১ মিটার
গ. ১,২৩০ মিটার
ঘ. ১,৩৩০ মিটার
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১৯. মোদকমুয়াল পাহাড় চূড়ার উচ্চতা কত?
ক. ৯১৫ মিটার
● ১০০০ মিটার
গ. ১২৩০ মিটার
ঘ. ১২৩১ মিটার
২০. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা কত মিটারের বেশি নয়?
ক. ২৩৩ মিটার
● ২৪৪ মিটার
গ. ২৫৫ মিটার
ঘ. ২২৫ মিটার
২১. উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
ক. পাহাড়
খ. মালভূমি
● টিলা
ঘ. পর্বত
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
২২. টিলার উচ্চতা সাধারণত কত হয়?
ক. ৩০-৬০ মিটার
খ. ৪০-৮০ মিটার
● ৩০-৯০ মিটার
ঘ. ৬০-৯০ মিটার
২৩. অতনু পরীক্ষার ছুটিতে সিলেট বেড়াতে যায়। সেখানে সে একটি টিলার সর্বোচ্চ ধাপে আরোহণ করল। সে কত মিটার উচ্চতায় উঠেছিল?
ক. ৩০
খ. ৬০
● ৯০
ঘ. ১২০
২৪. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বাংলাদেশের মোট ভূমির প্রায় কত শতাংশ এলাকা নিয়ে গঠিত?
● ৮%
খ. ১০%
গ. ১২%
ঘ. ১৫%
২৫. আন্তঃবরফ গলা পানিতে প্লাবনের কারণে যে ভূমি সৃষ্টি হয়েছিল একে কী বলে?
ক. টারশিয়ারি যুগের পাহাড়
● প্লাইস্টোসিনকালের সোপান
গ. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
ঘ. পলিনেশীয় চতুর ভূমি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
২৬. বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত?
ক. ক্রান্তীয় জলবায়ু
● ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
গ. মকরীয় জলবায়ু
ঘ. মৌসুমি জলবায়ু
২৭. বাংলাদেশে বছরে ভিন্ন বৈশিষ্ট্যের কয়টি ঋতু দেখা যায়?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
● ছয়টি
২৮. আবিদ ক্লাসে তার ছাত্রদের গত ৩০ বছরে বাংলাদেশের বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুচাপ ইত্যাদির গড় করে দেখালেন। এর ফলে ছাত্ররা কী জানতে পারবে?
ক. দক্ষিণ এশিয়ার জলবায়ুর অবস্থা
● বাংলাদেশের জলবায়ুর অবস্থা
গ. বাংলাদেশের মাটির উর্বরতা
ঘ. বাংলাদেশের আবহাওয়ার অবস্থা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
২৯. প্রতি বছর বাংলাদেশে শীতকালের স্থায়িত্ব কোনটি?
ক. অক্টোবর হতে জানুয়ারি
● নভেম্বর হতে ফেব্রুয়ারি
গ. নভেম্বর হতে মার্চ
ঘ. অক্টোবর হতে ফেব্রুয়ারি
৩০. শীতকালে সূর্য কোন গোলার্ধে থাকে?
ক. উত্তর
● দক্ষিণ
গ. পূর্ব
ঘ. পশ্চিম
৩১. শীতকালে বাংলাদেশের ওপর সূর্যরশ্মি কীভাবে পড়ে?
ক. লম্বভাবে
● তির্যকভাবে
গ. খাড়াভাবে
ঘ. সমকোণে
৩২. বাংলাদেশে শীতকালীন সর্বোচ্চ তাপমাত্রা কত?
ক. ১৯.৪ ডিগ্রি সে.
খ. ২০ ডিগ্রি সে.
গ. ২৭ ডিগ্রি সে.
● ২৯ ডিগ্রি সে.
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৩৩. শীতকালে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকে?
● ১১° সে.
খ. ১২° সে.
গ. ১৩° সে.
ঘ. ১৪° সে.
৩৪. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. নভেম্বর
খ. ডিসেম্বর
● জানুয়ারি
ঘ. ফেব্রুয়ারি
৩৫. জানুয়ারি মাসে বাংলাদেশে সমতাপ রেখাগুলো অনেকটা সোজা হয়ে কোনদিকে অবস্থান করে?
ক. উত্তর-দক্ষিণে
● পূর্ব-পশ্চিমে
গ. উত্তর-পূর্বে
ঘ. দক্ষিণ-পশ্চিমে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৩৬. বাংলাদেশের কোন অঞ্চলে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সে. হয়?
ক. ঢাকা
● চট্টগ্রাম
গ. নোয়াখালী
ঘ. দিনাজপুর
৩৭. বাংলাদেশে গ্রীষ্মকালের সময়সীমা কোন মাস পর্যন্ত?
ক. মার্চ থেকে এপ্রিল
● মার্চ থেকে মে
গ. এপ্রিল থেকে মে
ঘ. এপ্রিল থেকে জুন
৩৮. বাংলাদেশের উষ্ণতম ঋতু কোনটি?
● গ্রীষ্মকাল
খ. বর্ষাকাল
গ. শীতকাল
ঘ. শরৎকাল
৩৯. গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত?
ক. ২৭ ডিগ্রি সে.
খ. ২৯ ডিগ্রি সে.
গ. ৩০ ডিগ্রি সে.
● ৩৮ ডিগ্রি সে.
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৪০. গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়ে থাকে?
ক. ১৭.৭ ডিগ্রি সে.
খ. ১৮.৩ ডিগ্রি সে.
গ. ২০ ডিগ্রি সে.
● ২১ ডিগ্রি সে.
৪১. গড় হিসেবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
● এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. জুলাই
৪২. এপ্রিল মাসে কোন বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ হতে উত্তরদিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি থাকে?
ক. মৌসুমি বায়ু
খ. স্থানীয় বায়ু
গ. সাময়িক বায়ু
● সামুদ্রিক বায়ু
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৪৩. বাংলাদেশে গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কোন রেখার নিকটবর্তী। হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয়?
ক. মকরক্রান্তি
খ. নিরক্ষরেখার
● কর্কটক্রান্তি
ঘ. মধ্যরেখার
৪৪. গ্রীষ্মকালে বাংলাদেশের ওপর দিয়ে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
ক. ক্রান্তীয়
● দক্ষিণ-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. উত্তর-পশ্চিম
৪৫. কত তারিখে সংঘটিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের উপকূলে ব্যাপক সম্পদ ও জীবনহানি ঘটায়?
● ২৯ এপ্রিল, ১৯৯১
খ. ৩০ এপ্রিল, ১৯৯১
গ. ৩০ এপ্রিল, ১৯৯২
ঘ. ২৯ এপ্রিল, ১৯৯২
৪৬. বাংলাদেশে বর্ষাকাল শুরু হয় কখন?
ক. এপ্রিল মাসের শেষে
খ. জুন মাসের মধ্যভাগে
● জুন মাসের শেষ দিকে
ঘ. মে মাসের শেষে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৪৭. কোন ঋতুতে সূর্য বাংলাদেশের ওপর লম্বভাবে কিরণ দেয়?
ক. শীতকালে
খ. গ্রীষ্মকালে
গ. বসন্তকালে
● বর্ষাকালে
৪৮. বর্ষাকালে বাংলাদেশের গড় উষ্ণতা কত হয়?
● ২৭ ডিগ্রি সে.
খ. ২৭.৬৪ ডিগ্রি সে.
গ. ২৮.৬৬ ডিগ্রি সে.
ঘ. ৩০ ডিগ্রি সে.
৪৯. বর্ষাকালে বাংলাদেশের কোন দিকে বৃষ্টিপাত ক্রমেই বেশি হয়ে থাকে?
● পশ্চিম হতে পূর্বে
খ. পূর্ব হতে পশ্চিমে
গ. উত্তর হতে দক্ষিণে
ঘ. দক্ষিণ হতে উত্তরে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৫০. বাংলাদেশে বর্ষাকালে গড় বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ কত?
ক. ২৫০ সে.মি.
খ. ৩২০ সে.মি.
গ. ২৮০ সে.মি.
● ৩৪০ সে.মি.
৫১. বর্ষাকালে বাংলাদেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?
ক. ঢাকায়
খ. কুমিল্লায়
গ. চট্টগ্রামে
● সিলেটে
৫২. বর্ষাকালে বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়?
● পাবনায়
খ. কুমিল্লায়
গ. ঢাকায়
ঘ. শ্রীমঙ্গলে
৫৩. বর্ষাকালে ঢাকায় গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক. ১১৪ সে.মি.
খ. ১১৯সে.মি.
● ১২০ সে.মি.
ঘ. ১৪০ সে.মি.
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৫৪. বর্ষাকালে রাঙামাটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কত?
● ১৯০ সে.মি.
খ. ২০০ সে.মি.
গ. ২৫০ সে.মি.
ঘ. ২৮০ সে.মি.
৫৫. ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত?
ক. পূর্ব মৌসুমি
খ. দক্ষিণ মৌসুমি
গ. উত্তর মৌসুমি
● মৌসুমি
৫৬. ভারতের ঋতুবৈচিত্র্য নির্ভর করে কীসের পার্থক্যের
ওপর?
ক. দূরত্ব ও বায়ুপ্রবাহ
খ. বৃষ্টিপাত ও আর্দ্রতা
● উষ্ণতা ও বৃষ্টিপাত
ঘ. উষ্ণতা ও মৌসুমি বায়ুপ্রবাহ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৫৭. ভারতে শীতকালের ব্যাপ্তি কোনটি?
● ডিসেম্বর হতে ফেব্রুয়ারি
খ. নভেম্বর হতে ফেব্রুয়ারি
গ. জানুয়ারি হতে মার্চ
ঘ. ডিসেম্বর হতে মার্চ
৫৮. শীতকালে ভারতের ওপর দিয়ে কোন মৌসুমি বায়ু
প্রবাহিত হয়?
● পূর্ব মৌসুমি
খ. পশ্চিম মৌসুমি
গ. উত্তর মৌসুমি
ঘ. দক্ষিণ মৌসুমি
৫৯. স্থলভাগ দিয়ে প্রবাহিত হওয়ায় শীতকালে ভারতের বায়ু
কেমন হয়?
ক. উষ্ণ ও শীতল
● শুষ্ক ও শীতল
গ. শীতল ও কনকনে
ঘ. তীব্র ও শুষ্ক
৬০. ভারত তীব্র শীতের কবল থেকে রক্ষা পায় কোন কারণে?
ক. বঙ্গোপসাগরের
● হিমালয় পর্বত
গ. অধিক বনভূমির
ঘ. আয়তন বেশি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৬১. ভারতে মার্চ থেকে মে মাস পর্যন্ত কোন ঋতু?
ক. শরৎকাল
খ. হেমন্তকাল
গ. শীতকাল
● গ্রীষ্মকাল
৬২. ২১ মার্চ সূর্য দক্ষিণ গোলার্ধ হতে নিরক্ষরেখায় আসার পর ক্রমশ কোন রেখার দিকে অগ্রসর হয়?
● কর্কটক্রান্তি
খ. মকরক্রান্তি
গ. মূল মধ্যরেখার
ঘ. বিষুবরেখার
৬৩. গ্রীষ্মকালে ভারতের মরু অঞ্চলের নিকট উত্তাপ কত
ডিগ্রি সে. পর্যন্ত ওঠে?
ক. ২৩
খ. ২৭
গ. ৪৩
● ৪৮
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৬৪. কলকাতা শহরের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কত?
● ২০ ডিগ্রি সে.
খ. ৪৩ ডিগ্রি সে.
গ. ২৭ ডিগ্রি সে.
ঘ. ৪৮ ডিগ্রি সে.
৬৫. কত তারিখে ভারতীয় এলাকায় সূর্য কর্কটক্রান্তি রেখার
ওপর অবস্থান করে?
● ২১শে জুন
খ. ২৩শে জুন
গ. ২২শে জুন
ঘ. ২৪শে জুন
৬৬. কোন মাস থেকে কোন মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল?
ক. মে- অক্টোবর
খ. জুন-অক্টোবর
● জুন-সেপ্টেম্বর
ঘ. মে-সেপ্টেম্বর
৬৭. বর্ষাকালে দক্ষিণ ভারতের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়?
● ২৭ ডিগ্রি সে.
খ. ৩১ ডিগ্রি সে.
গ. ৩০ ডিগ্রি সে.
ঘ. ৩৩ ডিগ্রি সে.
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৬৮. জুন মাসের শেষে অতিরিক্ত তাপ ভারতের কোন অঞ্চলে
একটি প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে?
ক. পশ্চিমবঙ্গে
খ. মেদিনীপুরে
গ. উড়িষ্যায়
● পাঞ্জাবে
৬৯. কোন সময় ভারতের সর্বত্র তাপমাত্রা কমতে থাকে?
ক. গ্রীষ্মকালের শেষ দিকে
খ. শীতকালের প্রথম দিকে
গ. বর্ষাকালের শুরুতে
● হেমন্তকালের শেষ দিকে
৭০. বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কয়টি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে?
● দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৭১. ভারতে অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দিক পরিবর্তন করে কোন মৌসুমি বায়ুতে পরিণত হতে থাকে?
ক. দক্ষিণ-পূর্ব
● উত্তর-পূর্ব
গ. উত্তর-পশ্চিম
ঘ. পূর্ব-পশ্চিম
৭২. কোন ঋতুতে ভারতের কোনো কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়?
ক. শীতকালে
খ. বর্ষাকালে
গ. গ্রীষ্মকালে
● শরৎ ও হেমন্তকালে
৭৩. অক্টোবর-নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তাকে কী বলে?
ক. বৈশাখী ঝড়
● আশ্বিনা ঝড়
গ. পশ্চিমা ঝড়
ঘ. আষাঢ়ে ঝড়
৭৪. কোন ঋতুর শেষদিকে ভারতের সর্বত্র তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে?
ক. শরত্রে শেষদিকে
খ. শীতকালের শেষদিকে
● হেমন্তকালের শেষদিকে
ঘ. গ্রীষ্মকালের শেষদিকে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৭৫. কোন দেশের জলবায়ুকে ভারতীয় উপমহাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু বলা হয়?
ক. ভারত
● মিয়ানমার
গ. বাংলাদেশ
ঘ. সোমালিয়া
৭৬. মিয়ানমারে জলবায়ু কী ধরনের?
ক. ভূমধ্যসাগরীয়
খ. উপসাগরীয়
● ক্রান্তীয় মৌসুমি
ঘ. নিরক্ষীয়
৭৭. মিয়ানমারে গ্রীষ্মকালের ব্যাপ্তি কতদিন?
● মার্চ থেকে মে
খ. মার্চ থেকে এপ্রিল
গ. মে থেকে জুন
ঘ. মে থেকে জুলাই
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৭৮. গ্রীষ্মকালে মিয়ানমারের গড় তাপমাত্রা কত?
ক. ২৮° সে.
● ২৯° সে.
গ. ১৫° সে.
ঘ. ২০° সে.
৭৯. গ্রীষ্মকালে মিয়ানমারে কোন বায়ুর প্রবাহ লক্ষণীয় ?
ক. অয়ন বায়ু
খ. নিয়ত বায়ু
গ. দক্ষিণা বায়ু
● মৌসুমি বায়ু
৮০. গ্রীষ্মকালে মিয়ানমারের কোন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা
পরিলক্ষিত হয়?
ক. রেঙ্গুন
● মান্দালয়ে
গ. ভামোতে
ঘ. টেনাসেরিমে
৮১. মে থেকে অক্টোবর মাস পর্যন্ত কোথায় বর্ষাকাল?
ক. বাংলাদেশে
খ. ভারতে
গ. নেপালে
● মিয়ানমারে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৮২. মে মাসের মাঝামাঝি সময়ে মিয়ানমারের কোথায়
বৃষ্টিপাত শুরু হয়?
ক. ভামোতে
খ. মান্দালয়ে
গ. আরাকানে
● ইয়াঙ্গুনে
৮৩. বর্ষাকালে মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে কী পরিমাণ বৃষ্টিপাত হয়?
● ৮০ সে.মি.
খ. ১২০ সে.মি.
গ. ১৮০ সে.মি.
ঘ. ২০০ সে.মি.
৮৪. শীতকালে মিয়ানমারে উত্তর-পূর্ব আয়ন বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
ক. দক্ষিণ-পূর্ব
খ. উত্তর-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম
ঘ. উত্তর-পশ্চিম
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৮৫. শীতকালে মিয়ানমারের উত্তরের পার্বত্য অঞ্চলের তাপমাত্রা কত?
ক. ২৭° সে. কাছাকাছি
খ. ১১° সে. কাছাকাছি
গ. ১৯° সে. কাছাকাছি
● ০° সে. কাছাকাছি
৮৬. কোন মাসে উত্তর মিয়ানমারের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হয়?
ক. জানুয়ারি
● মার্চ
গ. ফেব্রুয়ারি
ঘ. এপ্রিল
৮৭. তাপমাত্রা ও বৃষ্টিপাতের তারতম্য বিবেচনায় কোন দেশের জলবায়ুতে দুটি ঋতু পরিলক্ষিত হয়?
ক. মালদ্বীপে
খ. ভারতে
● নেপালে
ঘ. ভূটানে
৮৮. জুলাই মাসে কাঠমন্ডুর তাপমাত্রা কত থাকে?
ক. ১০ ডিগ্রি সে.
খ. ২৭.৪ ডিগ্রি সে.
● ২৪.৪ ডিগ্রি সে.
ঘ. ২৮.৪ ডিগ্রি সে.
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৮৯. কোন দেশে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শীতকাল?
● নেপাল
খ. ভারত
গ. মিয়ানমার
ঘ. বাংলাদেশ
৯০.কোন মাসে কাঠমন্ডুর তাপমাত্রা থাকে প্রায় ১০ ডিগ্রি সে.?
● জানুয়ারি
খ. জুলাই
গ. জুন
ঘ. নভেম্বর
৯১. নিতা ও তার বন্ধুরা জানুয়ারিতে কলেজ বন্ধের সুযোগে নেপাল বেড়াতে যাচ্ছে। কিন্তু এ সময় দেশটির তাপমাত্রা কম থাকে। জানুয়ারি মাসে নেপালের রাজধানীর তাপমাত্রা কত থাকে?
ক. ৭° সে.
খ. ৮ সে.
● ১০° সে.
ঘ. ১৫° সে.
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৯২. নেপালে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
● ১৪৫ সে.মি.
খ. ১৪৬ সে.মি.
গ. ১৪৭ সে.মি.
ঘ. ১৪৮ সে.মি.
৯৩. বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক জীবন কীসের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল?
ক. নীতিমালার ওপর
● প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের ওপর
গ. বনজ সম্পদের ওপর
ঘ. যোগাযোগ ব্যবস্থার ওপর
৯৪.জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের কোনটির পরিবর্তন ঘটছে?
ক. আচার-আচরণের
● পেশার
গ. খাদ্য অভ্যাসের
ঘ. যোগাযোগের
৯৫. গাছের ঝরা পাতা এবং কচুরিপানা পরিবেশ নোংরা করলেও মাটির উর্বরতা বাড়ায়। কচুরিপানার এ বৈশিষ্ট্যের সাথে কোন প্রাকৃতিক দুর্যোগের মিল পাওয়া যায়?
ক. জলোচ্ছ্বাস আবর্জনা পরিষ্কার করে দেয়
● বন্যার পানি পলিমাটি বয়ে আনে
গ. ভূমিকম্প উঁচু নিচু জায়গা সমান করে দেয়
ঘ. দাবানল ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৯৬. বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়-
ক. উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে
● দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে
গ. উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে
ঘ. উত্তর-পশ্চিম নিয়ত বায়ুর প্রভাবে
৯৭. শীতকালে বাংলাদেশে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয় কেন?
ক. উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে
খ. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে
● উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে
ঘ. উত্তর-পশ্চিম নিয়ত বায়ুর প্রভাবে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
৯৮. শীতকালে বাংলাদেশে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয় কেন?
ক. উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে
খ. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে
● উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে
ঘ. উত্তর-পশ্চিম নিয়ত বায়ুর প্রভাবে
৯৯. উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে কোন ফসল
উৎপাদিত হয়?
ক. ধান, পাট
খ. তুলা, গম
গ. নানা জাতের ডাল ও চা
● পিঁয়াজ, রসুন
১০০. কোন কারণে বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বর্ষাকাল দেরিতে আসছে?
ক. আবহাওয়া পরিবর্তনের
খ. পরিবেশের পরিবর্তনের
গ. বনভূমি ধ্বংসের
● জলবায়ু পরিবর্তনের
১০১. কোনটির পরিবর্তনের কারণে দেশের গড় তাপমাত্রা সর্বত্র বৃদ্ধি পেয়েছে?
● জলবায়ুর
খ. পরিবেশের
গ. উৎপাদন ব্যবস্থার
ঘ. সমাজের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১০২. হিরণ পয়েন্ট, চর চংগা ও কক্সবাজার সমুদ্রের উচ্চতা প্রতিবছর গড়ে কত মি.মি. পর্যন্ত বেড়েছে?
ক. ২-৪
খ. ৩-৪
● ৪-৬
ঘ. ৬-৮
১০৩. কীভাবে বাংলাদেশের বহু নদী হারিয়ে যাচ্ছে?
ক. কল-কারখানার বর্জ্যে
● পলি জমে
গ. নদীর পানি কৃষিতে ব্যবহারে
ঘ. পরিকল্পনার অভাবে
১০৪. বাংলাদেশে নদী ভাঙনে প্রায় কী পরিমাণ মানুষ বাস্তুহারা হয়ে শহরে আশ্রয় গ্রহণ করেছে?
ক. ২ লাখ
● ৪ লাখ
গ. ৩ লাখ
ঘ. ৫ লাখ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১০৫. জলবায়ু পরিবর্তনের ফলে জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে এবং খাদ্য উৎপাদন কমছে। এর প্রভাব কোনটি?
ক. মানুষের জীবনধারণের ভিত্তি পরিবর্তিত হচ্ছে
● ক্ষুধা, দারিদ্র্য বাড়ছে
গ. শিল্প কলকারখানা বাড়ছে
ঘ. মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে
১০৬. আমাদের জীববৈচিত্র্য বদলে যাওয়ার মূল কারণ কোনটি?
● জলবায়ুর পরিবর্তন
খ. বায়ুপ্রবাহের পরিবর্তন
গ. আবহাওয়ার পরিবর্তন
ঘ. ঝড়-জলোচ্ছ্বাস
১০৭. কোন কারণে বহু জেলে জীবিকার টানে শহরে ছুটছে?
ক. যোগাযোগ ব্যবস্থার উন্নতির
খ. প্রযুক্তির উন্নয়নের
● জলবায়ুর পরিবর্তনের
ঘ. সমুদ্রে মাছ কমে যাওয়ায়
১০৮. গত চার হাজার বছরে ভূমিকম্পে কত লোক মারা গেছে?
● ১.৫ কোটি
খ. ১.২ কোটি
গ. ১.৮ কোটি
ঘ. ২.৫ কোটি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১০৯. ভূ-ত্বকের নিচের অংশের তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে কী বিচ্ছুরিত হয়?
ক. আলো
খ. রশ্মি
গ. কণা
● তাপ
১১০. তেজস্ক্রিয় পদার্থ থেকে বিচ্ছুরিত তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে কী সৃষ্টি হয়?
ক. বিক্রিরণের
খ. পরিবহন স্রোতের
● পরিচলন স্রোতের
ঘ. কম্পনের
১১১. ভূমিকম্পের স্থায়িত্বকাল কীরূপ?
ক. কয়েক মিনিট
● কয়েক সেকেন্ড
গ. কয়েক ঘণ্টা
ঘ. ২-৩ মিনিট
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১১২. ভূঅভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কী বলে?
● কেন্দ্র
খ. উপত্যকা
গ. উপকেন্দ্র
ঘ. চ্যুতি
১১৩. ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূ-পৃষ্ঠের নাম কী?
ক. চ্যুতি
খ. কেন্দ্র
গ. উপত্যকা
● উপকেন্দ্র
১১৪. বিজ্ঞানীদের মতে কোন এলাকায় ভূমিকম্প বেশি হয়?
ক. পর্বতের পাদদেশে
খ. সমুদ্র তলদেশে
● নবীন পর্বতমালায়
ঘ. ঘনবসতিপূর্ণ এলাকায়
১১৫. পৃথিবীর ব্যবচ্ছেদ অনুযায়ী ভূ-ত্বক কয়টি বড় বড় টুকরায় বিভক্ত?
ক. ৬টি
● ৮টি
গ. ৭টি
ঘ. ৯টি
১১৬. ভূমিরূপ ও ভূ-অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ- আলোড়নজনিত শক্তি কার্যকর। এ শক্তির ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটে?
ক. ভূমিধস
খ. নদীভাঙন
● ভূমিকম্প
ঘ. বন্যা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১১৭. ভূমিকম্পের ফলে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কী বলে?
ক. বন্য
খ. প্লাবন
গ. সামুদ্রিক ঢেউ
● সুনামি
১১৮. ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশে কীসের সৃষ্টি হয়?
ক. খাদ
খ. সুরঙ্গ
● দ্বীপ
ঘ. ভাঁজ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১১৯. কত সালে ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে বেশ কয়েকটি দেশে ব্যাপক জান-মালের ক্ষতি হয়?
● ২৬শে ডিসেম্বর, ২০০৪
খ. ২৮শে ডিসেম্বর, ২০০৪
গ. ২৭শে ডিসেম্বর, ২০০৪
ঘ. ২৯শে ডিসেম্বর, ২০০৪
১২০. ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
ক. দুইটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১২১. কোন মহাসাগরের বহিঃসীমানা বরাবর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়?
● প্রশান্ত
খ. ভূমধ্য
গ. ভারত
ঘ. আটলান্টিক
১২২. কোনটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল নয়?
ক. ইরান ও ইন্দোচীন
খ. চিলি ও আলাস্কা
গ. ভারতীয় দ্বীপপুঞ্জ
● সিসিলি দ্বীপপুঞ্জ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১২৩. কোন মানবসৃষ্ট কারণে বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে?
ক. আগ্নেয়গিরির লাভা
খ. প্লেটের সংঘর্ষ
গ. ভূ-স্থিতি
● পাহাড় কাটা
১২৪. কী কারণে ভূপৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে?
ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে
খ. ভূমিধসে
গ. ভূ-ত্বকের আকস্মিক কম্পনে
● ভূমিকম্পের ঝাঁকুনিতে
১২৫. ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি বাধাপ্রাপ্ত হয়ে কীসের সৃষ্টি করে?
ক. দ্বীপের
খ. উপনদীর
গ. শাখা নদীর
● হ্রদের
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১২৬. যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির হার কমাতে সাহায্য করে কোনটি?
ক. সঠিক পূর্ব প্রস্তুতি
খ. দ্রুত সাড়াদান
গ. দ্রুত পুনরুদ্ধার
● সঠিক পূর্বাভাস
১২৭. বিশেষজ্ঞদের মতে, কোনটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত?
ক. ইন্দোনেশিয়া
খ. চীন
● বাংলাদেশ
ঘ. জাপান
১২৮. কোন প্লেটের সংঘর্ষের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে?
ক. লিনিয়ামোট
● টেকটনিক
গ. ইন্ডিয়ান
ঘ. কনসোর্টিয়াম
১২৯. বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ ইন্ডিয়ান প্লেট ও কীসের মাঝখানে অবস্থিত?
ক. মিয়ানমার প্লেট
খ. ইন্ডিয়ান সাব-প্লেট
গ. বঙ্গোপসাগর প্লেট
● মিয়ানমার সাব-প্লেট
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১৩০. প্রলয়ংকরী বলয়ে অবস্থিত স্থান কোনটি?
ক. টাঙ্গাইল
● ময়মনসিংহ
গ. বগুড়া
ঘ. রাঙামাটি
১৩১. আয়তনে বাংলাদেশের বিস্তৃতি –
ⅰ. পূর্ব পশ্চিমে সর্বোচ্চ ৪৪০ কিলোমিটার
ⅱ. উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব প্রান্ত
পর্যন্ত সর্বোচ্চ ৭৬০ কিলোমিটার
ⅲ. উত্তর-দক্ষিণে সর্বোচ্চ ৪০০ কিলোমিটর
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১৩২. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত-
ⅰ. খাগড়াছড়ি জেলার পূর্বাংশ
ⅱ. সিলেট জেলার উত্তরাংশ
ⅲ. বান্দরবান জেলার পূর্বাংশ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৩. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়গুলো গঠিত হয়েছে—
ⅰ. শেল পাথর দ্বারা
ⅱ. চুনাপাথর দ্বারা
ⅲ. কর্দম দ্বারা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৪. স্রোতজ সমভূমি গঠিত হয়েছে—
ⅰ. খুলনা জেলার কিছু অংশ নিয়ে
ⅱ. ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে
ⅲ. পটুয়াখালী জেলার কিছু অংশ নিয়ে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৫. মানুষের জীবনে জলবায়ুর প্রভাব–
ⅰ. ত্রিমুখী
ⅱ. বহুমুখী
ⅲ. গুরুত্বপূর্ণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৬. বাংলাদেশের জলবায়ু —
ⅰ. উষ্ণ
ⅱ. আর্দ্র
ⅲ. সমভাবাপন্ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৩৭. বঙ্গোপসাগরে নিম্নচাপসমূহ সৃষ্টি হয়-
ⅰ. এপ্রিল মাসে
ⅱ. জানুয়ারি মাসে
ⅲ. মে মাসে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১৩৮. ভারতের জলবায়ু ভিন্ন হওয়ার কারণ হলো-
ⅰ. অক্ষাংশ
ⅱ. সমুদ্র হতে দূরত্ব
ⅲ. বায়ুপ্রবাহ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৩৯. মৌসুমি বায়ুপ্রবাহের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ভারতের—
ⅰ. আর্দ্রতা
ⅱ. বৃষ্টিপাত
ⅲ. উষ্ণতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১৪০. অক্টোবর-নভেম্বর মাসে বৃষ্টিপাত হয় ভারতের-
ⅰ. পশ্চিমবঙ্গে
ⅱ. মেদিনীপুরে
ⅲ. পাঞ্জাবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৪১. জুন-সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বিবেচনা করা হয়-
ⅰ. মিয়ানমারে
ⅱ. ভারতে
ⅲ. নেপালে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১৪২. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ২০০ সে.মি. পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে-
ⅰ. মেদিনীপুর উপকূলে
ⅱ. আরাকান উপকূলে
ⅲ. টেনাসেরিম উপকূলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৪৩. মিয়ানমারের ঋতুতে লক্ষ করা যায়-
ⅰ. শীত
ⅱ. শরৎ
ⅲ. বর্ষা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
১৪৪. উচু পার্বত্য এলাকা হওয়ায় নেপালে-
ⅰ. কোনো অংশে তাপমাত্রা অতিরিক্ত বাড়ে না
ⅱ. শীত-গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য বেশি অনুভূত হয় না
ⅲ. অতিরিক্ত বৃষ্টি হয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
মিনা ও মানিক দুই ভাইবোন। তারা শীতের ছুটিতে বেড়াতে যায়। মানিক তার মার সাথে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বেড়াতে যায়। আর মিনা বাবার সাথে যায় পাহাড়ি বনাঞ্চল ঘেরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে।
১৪৫. মানিকের দেখা জায়গাটির সাথে কোনটির মিল রয়েছে?
● টারশিয়ারি যুগের পাহাড়
খ. প্লাইস্টোসিন কালের চত্বরভূমি
গ. প্লাবন সমভূমি অঞ্চল
ঘ. মধুপুর ও ভাওয়ালের গড়
১৪৬. মিনার বেড়ানোর জায়গাটির মূল বৈশিষ্ট্য হলো—
ⅰ. লালচে মাটি
ⅱ. মাটি নুড়ি, বালি মিশ্রিত
ⅲ. সবুজ প্রকৃতি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
জামান সাহেব সপরিবারে খুলনা থাকেন। এ বছর গ্রীষ্মকালে তিনি ব্যবসার কাজে রাজশাহীতে যান। সেখানে গিয়ে তিনি লক্ষ করেন যে, তার এলাকার চেয়ে এখানে তাপমাত্রার পরিমাণ অনেক বেশি।
১৪৭. এ সময় রাজশাহীর গড় তাপমাত্রা কত?
ক. ২৮ ডিগ্রি সে.
খ. ২৯ ডিগ্রি সে.
● ৩০ ডিগ্রি সে.
ঘ. ৩১ ডিগ্রি সে.
১৪৮. কোন বায়ুর প্রভাবে রাজশাহীর থেকে খুলনার তাপমাত্রার পরিমাণ কম?
ক. মৌসুমি বায়ু
● সামুদ্রিক বায়ু
গ. স্থল বায়ু
ঘ. নিয়ত বায়ু
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।