এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ : উৎপাদন ও সংগঠন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
১. উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৬ ভাগে
● ৫ ভাগে
২. যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন তাকে কী বলে?
● উদ্যোক্তা
খ. ম্যানেজার
গ. পরিচালক
ঘ. মালিক
৩. অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. চাহিদা
খ. ভোগ
● উৎপাদন
ঘ. উপযোগ
৪. ‘উৎপাদন’ কথাটির সাথে নিচের কোনটি অধিক উপযোগী?
● উপযোগ সৃষ্টি
খ. নতুন দ্রব্য
গ. প্রাথমিক দ্রব্য
ঘ. বিনিময় মূল্য
৫. কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?
ক. দ্রব্য স্থানান্তর করে
খ. নতুনভাবে দ্রব্য সৃষ্টি করে
● বস্তুর আকৃতি পরিবর্তন করে
ঘ. মালিকানা পরিবর্তন করে
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৬. নিচের কোনটির মাধ্যমে উপযোগ সৃষ্টি হচ্ছে?
● রুটি তৈরি করা
খ.রুটি তৈরিতে তদারকি করা
গ. রুটি বাজারজাত করা
ঘ. রুটি তৈরির কাঁচামাল ক্রয় করা
৭. যদি আলু থেকে Potato Chips বানানো হয় তা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
● রূপগত উপযোগ
খ. কালগত উপযোগ
গ. স্থানগত উপযোগ
ঘ. সেবাগত উপযোগ
৮. আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. স্থানগত
● রূপগত
গ. সেবাগত
ঘ. সময়গত
৯. প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে কোন ধরনের উপযোগ বলা হয়?
ক. সময়গত উপযোগ
খ. সেবাগত উপযোগ
● স্থানগত উপযোগ
ঘ. মালিকানাগত উপযোগ
১০. নিচের কোনটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন নয়?
ক. কাঠ থেকে চেয়ার তৈরি
● বাড়িতে শখে বাগান করা
গ. সিলেটের আনারস ঢাকায় আনয়ন
ঘ. একটি টেলিভিশন সেট মেরামত করা
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
১১. আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে এ আসবাবপত্র তৈরির কাজটিকে কী বলে?
ক. বিনিয়োগ
● উৎপাদন
গ. মূলধন
ঘ. যোগান
১২. অর্থনীতিতে উৎপাদন করতে গিয়ে সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?
ক. ব্যবহারিক মূল্য
● বিনিময় মূল্য
গ. অন্তর্নিহিত মূল্য
ঘ. প্রকৃত মূল্য
১৩. শহীদ দুধ ও চিনি দিয়ে ছানা তৈরি করে। অর্থনীতিতে এ স্থানা তৈরি কোনটিকে সমর্থন করে?
ক. যোগান
● উৎপাদন
গ. মূলধন
ঘ. উপযোগ
১৪. গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. মালিকানাগত
● স্থানগত
গ. সময়গত
ঘ. রূপগত
১৫. গোয়ালন্দের ইলিশ রংপুরে নিয়ে গেলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. রূপগত
খ. সময়গত
● স্থানগত
ঘ. স্বত্বগত
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
১৬. সময়ের ব্যবধানের ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. রূপগত উপযোগ
খ. স্থানগত উপযোগ
● কালগত উপযোগ
ঘ. স্বত্বগত উপযোগ
১৭. জানুয়ারি মাসে উৎপাদিত আলু জুন মাসে বিক্রি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. রূপগত
খ. স্থানগত
● সময়গত
ঘ. সেবাগত
১৮. পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক. রূপগত
● সেবাগত
গ. স্থানগত
ঘ. সময়গত
১৯. হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, ফটোকপি কী ধরনের ব্যবসায়ের উদাহরণ?
ক. লাভজনক
● সেবামূলক
গ. আমদানি-রপ্তানিমূলক
ঘ. উৎপাদনমূলক
২০. হোটেলের বয় টেবিলে চা পরিবেশন করলে কোন উপযোগের সৃষ্টি হয়?
ক. রূপগত
খ. কালগত
● সেবাগত
ঘ. স্থানগত
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
২১. শিক্ষকের শিক্ষাদান কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. রূপগত উপযোগ
খ. কালগত উপযোগ
গ. স্থানগত উপযোগ
● সেবাগত উপযোগ
২২. একটি দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হবে? ক. সময়গত
খ. সেবাগত
গ. স্থানগত
● মালিকানাগত
২৩. কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?
ক. রূপগত
খ. কালগত
গ. সেবাগত
● মালিকানাগত
২৪. উৎপাদনের কোন উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ?
● ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
২৫. উৎপাদনে সহায়তা করে এমন সব প্রাকৃতিক সম্পদকে কী বলা হয়?
ক. সংগঠন
খ. মূলধন
● ভূমি
ঘ. শ্রম
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
২৬. অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কী বলে?
● ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
২৭. নিচের কোনটি ভূমি?
ক. কাঁচামাল
● উর্বরা শক্তি
গ. মানসিক শ্রম
ঘ. কারখানা
২৮. ভূমি ও মূলধন নিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করতে না পারা কী হিসেবে গণ্য হয়?
ক. জড় উপকরণ
খ. স্থির উপকরণ
গ. সক্রিয় উপকরণ
● নিষ্ক্রিয় উপকরণ
২৯. উৎপাদনে মানবিক উপাদান কোনটি?
ক. মূলধন
● শ্রম
গ. ভূমি
ঘ. সংগঠন
৩০. কোনটি শ্রমের বৈশিষ্ট্য?
ক. শ্রমের যোগান তৎক্ষনাৎ বাড়ানো যায়
খ. শ্রম একটি অনড় উপকরণ
গ. শ্রমের যোগান সীমাবদ্ধ
● শ্রম অত্যন্ত ক্ষণস্থায়ী উপকরণ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৩১. উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি?
ক. ভূমি
খ. মূলধন
গ. কাঁচামাল
● শ্রম
৩২. মানবসৃষ্ট উৎপাদনের উপকরণ কোনটি?
ক. ভূমি
● মূলধন
গ. শ্রম
ঘ. সংগঠন
৩৩. নিচের কোনটি প্রকৃতির দান নয়, মনুষ্যসৃষ্ট?
● মূলধন
খ. ভূমি
গ. নদ-নদী
ঘ. আবহাওয়া
৩৪. ভূমি, শ্রম, মূলধনের সমন্বয় ঘটিয়ে উৎপাদন কার্য পরিচালনা করে কে?
ক. শ্রমিক
● সংগঠক
গ. বিক্রেতা
ঘ. কৃষক
৩৫. উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে কী বলে?
ক. সংগঠন
● শ্রম
গ. কর্মদক্ষতা
ঘ. মূলধন
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৩৬. উকিলের পরামর্শ উৎপাদনের কী রকম উপকরণ?
ক. ভূমি
● শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
৩৭. নিচের কোনটি শ্রম?
ক. শখে বাগানে কাজ করা
খ. মায়ের সেবা
● উকিলের পরামর্শ
ঘ. নিজের আনন্দের জন্য গান করা
৩৮. অর্থনীতিতে পুঁজি বা মূলধন কাকে বলে?
ক. নগদ টাকা পয়সা
● উৎপাদনযোগ্য দ্রব্য
গ. উৎপাদিত দ্রব্য যা অধিক আয়ে সক্ষম
ঘ. ব্যয়ের টাকা পয়সা
৩৯. যন্ত্রপাতি, কাঁচামাল উৎপাদনের কোন উপকরণ?
ক. শ্রম
● মূলধন
গ. ভূমি
ঘ. সংগঠন
৪০. রাজমিস্ত্রী বিভিন্ন হাতিয়ার দিয়ে বিল্ডিং তৈরির কাজ করেন। হাতিয়ারগুলো অর্থনীতিতে কী?
ক. শ্রম
খ. ভূমি
গ.সংগঠন
● মূলধন
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৪১. প্রকৃতি প্রদত্ত কয়লা, লোহা ও মানুষের শ্রমে যে লাঙল তৈরি হয় তা কৃষিকাজে ব্যবহৃত হয়। এখানে লাঙল বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. শ্রম
খ. কৃষিসামগ্ৰী
● মূলধন
ঘ. কাঁচামাল
৪২. উৎপাদক উৎপাদনের জন্য যা ব্যবহার করেন তাকে কী বলা হয়?
● উপকরণ
খ. মূলধন
গ. শ্রম
ঘ. ভূমি
৪৩. কে উৎপাদনের জন্য পরিকল্পনা করেন?
ক. প্রধান ব্যবস্থাপক
খ. প্রধান প্রকৌশলী
● সংগঠক
ঘ. শ্রমিক নেতা
৪৪. কে উৎপাদনে নিযুক্ত বিভিন্ন উপকরণের পারিশ্রমিক প্রদান করেন?
ক. শ্রমিক সংঘ
খ. সরকার
● সংগঠক
ঘ. বেসরকারি প্রতিষ্ঠান
৪৫. কে উৎপাদনের উপকরণ সংগ্রহ ও সব কাজ তদারকি করেন?
● সংগঠক
খ. ম্যানেজার
গ. পরিচালক
ঘ. শ্রমিক
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৪৬. কোন কাজটি সংগঠকের?
● ঝুঁকি গ্রহণ
খ. বিক্রয়করণ
গ. বাজার নিয়ন্ত্রণ
ঘ. বাজারজাতকরণ
৪৭. উৎপাদন ব্যবস্থায় কয়টি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য?
ক. ১টি
খ. ৩টি
গ. ২টি
● ৪টি
৪৮. উৎপাদনের কয়টি উপকরণের অনুপস্থিত থাকলে উৎপাদন অসম্ভব?
● ১টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৩টি
৪৯. উৎপাদনের ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব কেমন?
ক. এক রকম
খ. একে অপরের পরিবর্তক
● এক রকম নয়
ঘ. একে অপরের পরিপূরক
৫০. বাংলাদেশ জনসংখ্যা বহুল দেশ। তাই উৎপাদন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় কোনটি?
ক. মূলধন
খ. ভূমি
গ. সংগঠন
● শ্রম
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৫১. বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে কোন কোন উপকরণের গুরুত্ব সবচেয়ে বেশি?
ক. মূলধন ও শ্রম
খ. সংগঠন ও ভূমি
● ভূমি ও শ্রম
ঘ. শ্রম ও সংগঠন
৫২. শিল্পপ্রধান দেশে উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ উপকরণ কোনটি?
ক. ভূমি ও মূলধন
খ. ভূমি ও শ্রম
● মূলধন ও সংগঠন
ঘ. শ্রম ও সংগঠন
৫৩. জাপানে উৎপাদনের কোন উপাদানের গুরুত্ব বেশি?
● মূলধন ও সংগঠন
খ. ভূমি ও মূলধন
গ. ভূমি ও শ্রম
ঘ. শ্রম ও সংগঠন
৫৪. বাংলাদেশ যদি ভবিষ্যতে শিল্পপ্রধান দেশে পরিণত হতে চায় তাহলে উৎপাদন উপকরণের কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে?
ক. ভূমি ও শ্রম
খ. মূলধন ও শ্রম
● মূলধন ও সংগঠন
ঘ. ভূমি ও সংগঠন
৫৫. অর্থনীতিবিদ সালমান উৎপাদন প্রক্রিয়ায় ভূমির নানা দিক নিয়ে আলোচ করছিলেন। তিনি কোনটিকে ভূমির অন্তর্ভুক্ত করবেন?
ক. কারখানা
● পরিমিত বৃষ্টিপাত
গ. অতিরিক্ত বৃষ্টিপাত
ঘ. কাঁচামাল
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৫৬. কোনটি অনুসারে ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি করতে হয়?
ক. কার্যাবলি
● উদ্দেশ্য ও প্রকৃতি
গ. কার্যাবলির বিভাগ
ঘ. কর্তব্য বণ্টনে
৫৭. সংগঠন কীসের ভিত্তি?
ক. উৎপাদন ভিত্তি
খ. উপযোগের ভিত্তি
● ব্যবসায়ের ভিত্তি
ঘ. মূলধনের ভিত্তি
৫৮. সংগঠনকে অন্য পরিভাষায় কী বলে?
● সমন্বয়কারী
খ. উৎপাদক
গ. বিনিয়োগকারী
ঘ. ভোস্তা
৫৯. কার্যাবলি বিশ্লেষণের পর নিচের কোন কাজটি করতে হয়?
ক. প্রকৃতি নির্ধারণ
খ. কর্তৃত্ব বণ্টন
● বিভাগ নির্ধারণ
ঘ. কর্তব্য বণ্টন
৬০. ব্যবসায়ের প্রতিটি কর্মীর ওপর যে নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয় তাকে কী বলে?
ক. উদ্দেশ্য প্রণয়ন
● কর্তব্য বণ্টন
গ. কর্তৃত্ব ও ভার বণ্টন
ঘ. কার্যাবলির বিভাগ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৬১. কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে কী বলে?
ক. উদ্দেশ্য প্রণয়ন
● ভার অর্পণ
গ. কর্তব্য বণ্টন
ঘ. কার্যাবলির বিভাগ
৬২. কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ অসম্ভব?
ক. শ্রমিক সংঘ
● সংগঠন
গ. শিল্প এলাকা
ঘ. উন্নত কাঁচামাল
৬৩. দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের দায়িত্ব ভাগ করে দেন কে?
● সংগঠক
খ. বিনিয়োগকারী
গ. শ্রমিক নেতা
ঘ. শ্রমিক সংঘ
৬৪. সংগঠনের বিভিন্ন অংশ এক সঙ্গে ধরে রাখা, লক্ষ্য অর্জন করা ও প্রয়োজনীয় রূপরেখা তৈরি করা কোন ধরনের কাজ?
ক. শ্রমিক নেতার
খ. উদ্যোক্তার
● সাংগঠনিক কাঠামোর
ঘ. শ্রমিকদের
৬৫. ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি নির্ধারণের পরবর্তী স্তর কোনটি?
ক. কার্যাবলির বিভাগ
খ. কর্তব্য বণ্টন
গ. কর্তৃত্ব ও ভার বণ্টন
● কার্যাবলি নির্ধারণ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৬৬. উপকরণ সংগ্রহ থেকে শুরু করে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজের তদারকি করে কে?
● সংগঠন
খ. সংস্থা
গ. পরিষদ
ঘ. সরকার
৬৭. একটি আদর্শ সংগঠনের প্রথম ধাপ কী
● ব্যবসায়ের উদ্দেশ্য নির্ধারণ
খ. ব্যবসার কার্যাবলি নির্ধারণ
গ. পরিকল্পনা বাস্তবায়ন
ঘ. কর্তব্য বণ্টন
৬৮. ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে কী বলে?
ক. শ্রম
খ. বিনিয়োগ
গ. উৎপাদন
● সংগঠন
৬৯. অর্থনীতিতে সংগঠনের অর্থ কী?
ক. বাজার নিয়ন্ত্রণ
খ. উৎপাদন বাজারজাতকরণ
● উপকরণগুলোর একত্রীকরণ ও সেগুলোর মধ্যে সমন্বয় সাধন
ঘ. সুদক্ষ শ্রমিক নিয়োগ
৭০. নিচের কোনটি একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য?
ক. প্রচার বিমুখ হওয়া
● কর্তব্য বণ্টন করা
গ. পণ্যের মূল্য বেশি রাখা
ঘ. মতানৈক্য হওয়া
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৭১. দুটি ভিন্নমুখী প্রবাহ থাকলে সংগঠন কী হয়?
● সফল হয়
খ. দ্বন্দ্ব-সংঘাত হয়
গ. আন্তর্জাতিক মানের হয়
ঘ. ক্ষতির সম্মুখীন হয়
৭২. কয়টি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলে সংগঠন সফল হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭৩. কারখানার কর্মীকে কোনটির অধিকার দিতে হয়?
ক. যখন তখন কাজ করার
● নির্বিঘ্নে কাজ করার
গ. ক্ষমতা প্রদানের
ঘ. যখন তখন ছুটি নেওয়ার
৭৪. জনাব আবুল কালাম ACI কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি তার কর্তৃত্ব বা ক্ষমতার একাংশ অর্পণ করবেন কার ওপর?
ক. তার উর্ধ্বতন কর্মকর্তার ওপর
● তার অধস্তন কর্মীর ওপর
গ. সরকারের ওপর
ঘ. শ্রমিক নেতার ওপর
৭৫. বিভিন্ন উপকরণ নিয়োগের প্রভাবে যে উৎপাদন পাওয়া যায় তাকে কী বলে?
● মোট উৎপাদন
খ. দেশীয় উৎপাদন
গ. প্রান্তিক উৎপাদন
ঘ. গড় উৎপাদন
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৭৬. মোট শ্রম উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে কী পাওয়া যায়?
ক. প্রান্তিক উৎপাদন
খ. মোট উৎপাদন
● গড় উৎপাদন
ঘ. প্রকৃত উৎপাদন
৭৭. গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে কয়টি সম্পর্ক দেখা যায়?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭৮. প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকলে গড় উৎপাদন কেমন হয়?
ক. কমে
● বাড়ে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. সমান হয়
৭৯. প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে, তখন গড় উৎপাদন কোন হারে বাড়ে?
ক. অধিক হারে
খ. সমানুপাতিক হারে
● কম হারে
ঘ. ক্রমবর্ধমান হারে
৮০. অতিরিক্ত এক একক নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে কী বলে?
ক. মোট উৎপাদন
খ. প্রান্তিক উপযোগ
● প্রান্তিক উৎপাদন
ঘ. নিট উৎপাদন
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৮১. উপকরণ নিয়োগের প্রাথমিক স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কীরূপ?
ক. কম
খ. সমান
● বেশি
ঘ. অতিরিক্ত
৮২. প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে?
ক. সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে
● সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে
গ. লম্ব অক্ষে ছেদ করে
ঘ. ভূমি অক্ষে ছেদ করে
৮৩. গড় উৎপাদন পেতে হলে মোট উৎপাদনের পরিমাণকে কী দ্বারা ভাগ দিতে হয়?
ক. গড় উৎপাদন
খ. গড় উপকরণ
● মোট শ্রম উপকরণ
ঘ. প্রান্তিক উৎপাদন
৮৪. কখন গড় উৎপাদন বাড়তে থাকে?
● প্রান্তিক উৎপাদন যখন বাড়ে
খ. প্রান্তিক উৎপাদন যখন কমে
গ. মোট উৎপাদন যখন বাড়ে
ঘ. মোট উৎপাদন যখন কমে
৮৫. নোমান মোল্লা তার কুটির শিল্পে ১০ জন শ্রমিক দিয়ে মাসে ৪০টি নকশিকাঁথা তৈরি করেন। তার প্রতিষ্ঠানে নকশিকাঁথার গড় উৎপাদন কত?
ক. ৩টি
● ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৮৬. উৎপাদন ক্ষেত্রে কোন বিধিটি প্রযোজন?
● ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
খ. ক্রমহ্রাসমান উপযোগ বিধি
গ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
ঘ. সমানুপাতিক উৎপাদন বিধি
৮৭. উৎপাদন প্রক্রিয়ায় ক্রমাগত অধিক পরিমাণ উপকরণ নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন কী হয়?
ক. ক্রমশ বাড়ে
● ক্রমশ কমে
গ. স্থির থাকে
ঘ. অন্ধ হয়ে যায়
৮৮. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী প্রান্তিক উৎপাদন রেখা সর্বোচ্চ উৎপাদনের পর কেমন হয়?
ক. ঊর্ধ্বগামী
● নিম্নগামী
গ. ভূমি অক্ষের সমান্তরাল
ঘ. লম্ব অক্ষের সমান্তরাল
৮৯. উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ উপকরণ বিনিয়োগ করতে থাকলে কোনটি ক্রমশ কমবে?
ক. উৎপাদন
খ. প্রান্তিক আয়
গ. মোট ব্যয়
● প্রান্তিক উৎপাদন
৯০. কোনো একটি প্রতিষ্ঠানে আগে ৬০০ একক পণ্য উৎপাদিত হতো। নতুন করে একজন শ্রমিক নিয়োগের ফলে ৭০০ একক উৎপাদিত হয়। তাহলে প্রান্তিক উৎপাদন কত?
● ১০০ একক
খ. ৭০০ একক
গ. ৬০০ একক
ঘ. ১৩০০ একক
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৯১. ধান উৎপাদন প্রক্রিয়ায় কোনটি বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে?
ক. শ্রম নিয়োগ
খ. বিদ্যুৎ
● জমি ও সার
ঘ. পানি সেচ
৯২. নিচের কোন উপকরণটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে পরিবর্তনশীল ধরা হয়?
● শ্রমিক
খ. সংগঠন
গ. ভূমি
ঘ. উৎপাদন কৌশল
৯৩. অতিরিক্ত শ্রম নিয়োগে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কীভাবে বৃদ্ধি পায়?
ক. ক্রমবর্ধমান
● ক্রমহ্রাসমান
গ. অপরিবর্তিত থেকে
ঘ. ঋণাত্মকভাবে
৯৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির রেখাটি আকৃতি কীরূপ?
ক. ডান দিকে ঊর্ধ্বগামী
● ডানে নিম্নগামী
গ. বাম দিকে ঊর্ধ্বগামী
ঘ. বামে বিপরীতমুখী
৯৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা কী?
● প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান
খ. গড় উৎপাদন ক্রমহ্রাসমান
গ. মোট উৎপাদন ক্রমহ্রাসমান
ঘ. নিট উৎপাদন ক্রমবর্ধমান
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৯৬. সাধারণত কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি অধিক কার্যকর?
● কৃষিক্ষেত্রে
খ. মৎস্যক্ষেত্রে
গ. খনিজক্ষেত্রে
ঘ. শিল্পক্ষেত্রে
৯৭. অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়-
ⅰ. বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে
ⅱ. গতি পরিবর্তন করে
ⅲ. সময়, সেবা এবং মালিকানার পরিবর্তন করে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৮. কোনো দ্রব্যের উপযোগ বাড়ার কারণ হলো—
ⅰ. দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর
ⅱ. দ্রব্যের অনিশ্চিত মালিকানা থেকে নিশ্চিত মালিকানা লাভ
ⅲ. দ্রব্যের অধিক যোগান
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
৯৯. অর্থনীতিতে উৎপাদন হয়—
ⅰ. আটা থেকে রুটি তৈরি করলে
ⅱ. বাড়িতে শখে বাগান করলে
ⅲ. একটি মোবাইল সেট মেরামত করলে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০০. রায়হান একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি—
ⅰ. উপকরণ সংগ্রহ করেন
ⅱ. সব কাজ তদারকি করেন
ⅲ. দক্ষতার সাথে পরিচালনা করেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০১. সবুজ সাহেব একটি বিস্কুট তৈরির কারখানা দিয়েছেন। তিনি নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করে তত্ত্বাবধান করছেন। তিনি হচ্ছেন একই সাথে-
ⅰ. মালিক
ⅱ. উৎপাদক
ⅲ. সংগঠক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
১০২. রহিমউদ্দিন মুন্সী তার বাগানের ফুল শহরে নিয়ে এসে বিক্রি করে বেশি দাম পায়। কারণ-
ⅰ. শহরে আনলে ফুলের উপযোগ বাড়ে
ⅱ. শহরের লোকেরাই ফুল বেশি পছন্দ করে
ⅲ. শহরে আনলে ফুলের বিনিময় মূল্য বাড়ে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৩. ভূমির বৈশিষ্ট্য হলো—
ⅰ. স্থানান্তরযোগ্যতা
ⅱ. নিষ্ক্রিয় উপকরণ
ⅲ. চিরস্থায়ী উপকরণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৪. উৎপাদনের উপকরণ হলো-
ⅰ. ভূমি
ⅱ. প্রযুক্তি
ⅲ. সংগঠন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
১০৫. উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। তাহলে ভূমি হলো-
ⅰ. মাটির উর্বরা শক্তি
ⅱ. কলকারখানা
ⅲ. খনিজ দ্রব্য
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৬. উৎপাদনের একটি মৌলিক উপাদান হিসেবে শ্রমের বৈশিষ্ট্য হলো-
ⅰ. শ্রম মানসিক হতে পারে
ⅱ. শ্রম শারীরিক হতে পারে
ⅲ. শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৭. উৎপাদনের উপাদানসমূহের আয় বলতে বোঝায়-
ⅰ. খাজনা
ⅱ. মজুরি
ⅲ. মুনাফা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
১০৮. অবস্থাভেদে উৎপাদনের কোনো উপকরণের—
ⅰ. কম প্রয়োজন হয়
ⅱ. বেশি প্রয়োজন হয়
ⅲ. প্রয়োজন হয় না
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও :
পৃথিবীর সব বস্তু মৌলিকভাবে প্রকৃতি প্রদত্ত। তাই মানুষ নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সে কেবল প্রকৃতির দেয়া কোনো বস্তুর রূপ বা আকৃতি কিংবা স্থান পরিবর্তন করে তার নতুন উপযোগ সৃষ্টি করতে পারে।
১০৯. কাঠের তক্তার রূপ পরিবর্তন করে দরজা, জানালা, চেয়ার, টেবিল তৈরি করা হলো। এক্ষেত্রে কোন উপযোগটি বৃদ্ধি পেয়েছে?
ক. স্থানগত উপযোগ
খ. কালগত উপযোগ
গ. স্বত্বগত উপযোগ
● রূপগত উপযোগ
১১০. বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি করে—
ⅰ. দ্রব্যের রূপ পরিবর্তন
ⅱ. বস্তুর মালিকানা পরিবর্তন
ⅲ. বস্তুর আকৃতি পরিবর্তন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব তাহের আলী পৌষ-মাঘ মাসে ধান চাষ করে তা মজুদ করেন। কারণ তিনি ভাদ্র-আশ্বিন মাসে ধান বিক্রি করে বেশি দাম পান। বাকি সময় তিনি সবজি চাষ করেন এবং তা শহরে এনে বিক্রি করেন।
১১১. ধান মজুদ করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করায় কোন উপযোগ সৃষ্টি হয়?
ক. মালিকানাগত
খ. রূপগত
গ. সেবাগত
● সময়গত
১১২. তাহের আলী তার সবজি শহরে নিয়ে বিক্রি করলে সৃষ্টি হয়—
ⅰ. রূপগত উপযোগ
ⅱ. সেবাগত উপযোগ
ⅲ. স্থানগত উপযোগ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।