এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায়
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ১নং প্রশ্ন: স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ছিল ১৪০০ kg এবং এটি ৪ মি./সে.২ ত্বরণে চলছিল। চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্নাসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন চলতে শুরু করল, তখন তারা পিছনের দিকে হেলে পড়ল।
ক. স্পর্শ বল কাকে বলে?
খ. বল বলতে কী বুঝায়?
গ. বাসটির ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
ঘ. যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পিছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ২নং প্রশ্ন: তূর্য দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। একদিন সে বাসায় একটি ভারী টেবিলের সামনের চেয়ারে বসে টেবিলকে টানতে শুরু করল। কিন্তু চেয়ারসহ সে নিজেই টেবিলের দিকে সরে গেল। পরদিন সে একটি মার্বেলকে রুমের মসৃণ মেঝেতে নির্দিষ্ট বলে গড়িয়ে দিল। এরপর বাসার বাইরে পিচের রাস্তায় একই মার্কেলকে একই বলে গড়িয়ে দিল। তখন এটি তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করল।
ক. নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্রটি কী?
খ. জড়তা বলতে কী বুঝায়?
গ. চেয়ারসহ তূর্য টেবিলের দিকে সরে আসলো কেন? ব্যাখ্যা কর।
ঘ. মার্বেলটির দুটি স্থানে অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ৩নং প্রশ্ন:
ক. জড়তা কাকে বলে?
খ. টেবিল টেনে নেওয়ার ক্ষেত্রে কোন বল কাজ করে ব্যাখ্যা কর।
গ. রকেটটির উড্ডয়নকালীন বলের মান নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের বস্তুটির উড্ডয়নে নিউটনের গতির কোন সূত্রের প্রয়োগ ঘটবে? বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ৪নং প্রশ্ন: তথ্য-১ : ১২০০ কেজি ভরের একটি ট্রাক ৪ মি./সে.২ ত্বরণে চলছিল।
তথ্য-২ : এক ব্যক্তি করাত দিয়ে কাঠ কাটছিল।
ক. লুব্রিকেন্ট কাকে বলে?
খ. গাড়ির চালককে সিট বেল্ট পড়তে হয় কেন?
গ. ট্রাকটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
ঘ. দৈনন্দিন জীবনে তথ্য-২ এ সৃষ্ট বলের প্রভাব বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ৫নং প্রশ্ন: জিসান ৫ কেজি ভরের একটি লোহার গোলককে ১.৫ মি. / সে. ২ ত্বরণে একটি মসৃণ মেঝের উপর দিয়ে গড়িয়ে দিল। সে একই গোলককে একই বল প্রয়োগ করে একটি অমসৃণ মেঝের উপর গড়িয়ে দিয়ে দেখল তা পূর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করছে।
ক. বল কাকে বলে?
খ. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন?
গ. গোলকটির উপর জিসানের প্রযুক্ত বলের মান নির্ণয় কর।
ঘ. দুটি মেঝেতে গোলকটির অতিক্রান্ত দূরত্বের তারতম্যের কারণ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ৬নং প্রশ্ন: ইট বিছানো রাস্তায় নয়ন খুব কষ্টে সাইকেল চালাচ্ছিল। নতুন পাকা রাস্তায় উঠার পর ১.৫ মি./সে. ২ ত্বরণে ৪৫ নিউটন বল প্রয়োগে আরাম করে সাইকেল চালাতে লাগল।
ক. দশ নিউটন বল কাকে বলে?
খ. গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরিধান প্রয়োজন কেন?
গ. সাইকেলসহ নয়নের ভর নির্ণয় কর।
ঘ. সাইকেল চালাতে নয়নের ১ম ও ২য় ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অনুভূতির কারণ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ৭নং প্রশ্ন: গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে সৌরভ ও তার বোন নৌকায় করে একটি বিলে শাপলা ফুল তুলছিল। নৌকায় উঠার সময় সৌরভ লক্ষ করল, মাঝি ৩০০ কেজি ভরের নৌকায় ৭০ নিউটন বল প্রয়োগ করে ধাক্কা দিলে নৌকাটি সামনে এগিয়ে গেল। কিন্তু সে খানিকটা পিছনে সরে গেল। এদিকে ফুল তুলতে গিয়ে তার বোনের হাতের ফোলানো বেলুনটি হঠাৎ বাতাস বের হতে হতে বিলে পড়ে গেল।
ক. বল কী?
খ. জড়তা বলতে কী বুঝায়?
গ. নৌকাটির ত্বরণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা দুটি নিউটনের একই সূত্রের প্রয়োগ- বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ৮নং প্রশ্ন: একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রীসহ বাসটির ভর ছিল ১৫০০ kg এবং বাসটির ত্বরণ ছিল ১০ মি./সে.। বাসটি বগুড়াতে হঠাৎ ব্রেক করায় যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। কিন্তু ফুড ভিলেজে হঠাৎ যাত্রা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়লো।
ক. নিউটনের গতির ১ম সূত্রটি লেখ।
খ. টানা ও ঠেলার মধ্যে দু’টি পার্থক্য দেখাও।
গ. গাড়িটির ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
ঘ. বগুড়ায় যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লেও ফুড ভিলেজে এর বিপরীত ঘটনা ঘটার কারণ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ৯নং প্রশ্ন: ৩০ কেজি ভরের একটি বস্তুর উপর ৩০০ নিউটন বল ক্রিয়া করার বস্তুটি ত্বরণ প্রাপ্ত হলো এবং একটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসল।
ক. জড়তা কী?
খ. অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন?
গ. বস্তুটির ত্বরণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের ২য় ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় ১০নং প্রশ্ন: হারুন-অর-রশিদ একটি ফুলানো বেলুনকে একটি স্থান থেকে ছেড়ে দিল। তাতে বেলুনের ভেতর হতে প্রতি সেকেন্ডে 5 gm করে বাতাস বের হয়ে যেতে থাকে এবং বেলুনটি 1ms -2 ত্বরণে উঠতে লাগল।
ক. নিউটন কী?
খ. জড়তা বলতে কী বোঝায়?
গ. বেলুনের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি নিউটনের কোন সূত্রকে অনুসরণ করে? বিশ্লেষণ কর।
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।