এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায়
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ১নং প্রশ্ন: অন্তু সবসময় মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। একদিন অন্ত বিরিয়ানী খাওয়ার পর তার বদহজম হয়। তার মা তাকে কোমল পানীয় খাওয়ালে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে তার বোন শৈলী সয়াদুধ, সয়ামাখন এবং ফলমূল বেশি পছন্দ করে।
ক. আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহার করা হয়?
খ. দুর্বল এসিড বলতে কী বুঝায়?
গ. অন্তু কীভাবে সুস্থ হলো? ব্যাখ্যা কর।
ঘ. অন্তু ও শৈলীর খাবারের মধ্যে কোনটি এসিডিটির কারণ – বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ২নং প্রশ্ন: তুহিন সাহেবের পেটে প্রায়ই বিভিন্ন সমস্যা হয়। ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার রিপোর্টে দেখা গেল, পাকস্থলীতে pH ১.৬ এবং ধমনীর রক্তে ৭.৫। রিপোর্ট নিয়ে বাসায় ফেরার সময় সে তার দুই মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইলো যার pH ৫.৫। কিন্তু দোকানি তাকে বাচ্চার জন্য অন্যটি নিতে বললেন।
ক. অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখ।
খ. ভিনেগারকে কেন দুর্বল এসিড বলা হয়?
গ. দোকানি তাকে বাচ্চার লোশনটি নিতে নিষেধ করলেন কেন? ব্যাখ্যা কর।
ঘ. তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে এসিড ও ক্ষারের পরিমাণ যথাযথ আছে কি? মতামত দাও।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ৩নং প্রশ্ন:
১. HCl + [A] → NaCl + H2O
২. CaCO3 + [B] → [C] + H2O + CO2
ক. এসিডিটি কাকে বলে?
খ. খাওয়ার পর দাঁত ব্রাশ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. A কোন ধরনের যৌগ? ব্যাখ্যা কর।
ঘ. দৈনন্দিন জীবনে B ও C যৌগ দুটির মধ্যে কোনটি ব্যবহারের সময় অধিক সাবধানতা অবলম্বন করতে হয় এবং কেন? বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ৪নং প্রশ্ন:
A | B | C |
pH =7 | pH < 7 | pH >7 |
ক. টেস্টিং সল্ট কাকে বলে?
খ. পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের মাত্রা হেরফের হলে আমাদের খাদ্য হজমে অসুবিধা হয় কেন?
গ. উদ্দীপকের কোন উপাদানটির অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ‘B’ এবং ‘C’ উপাদানের রাসায়নিক বিক্রিয়ায় ‘A’ উপাদান উৎপন্ন হয়- সমীকরণসহ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ৫নং প্রশ্ন:
ক. দুর্বল এসিড কাকে বলে?
খ. বেশি ভাজা ও তেলযুক্ত খাবার পাকস্থলীর জন্য ক্ষতিকর কেন?
গ. ‘B’ বিকারে রক্ষিত যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. ‘A’ বিকারের যৌগের সাথে NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন ধাতব যৌগের ব্যবহার মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ৬নং প্রশ্ন: কুৰ্মা, পোলাও, কোকাকোলা ইত্যাদি বিরিয়ানি, সবুজ শাকসবজি, তাজা ফলমূল, ছোট মাছ, লেবু চা
ক. দুর্বল এসিড কাকে বলে?
খ. টুথপেস্ট কিভাবে দাঁতের ক্ষয়রোধ করে? ব্যাখ্যা কর।
গ. নাবিলের পানীয়টি কিভাবে তাকে সহায়তা করে ব্যাখ্যা কর।
ঘ. কার খাদ্য তালিকাটি স্বাস্থ্যসম্মত? বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ৭নং প্রশ্ন: দৃশ্যকল্প-১: পলাশ সবধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে না। কেননা তার বদ হজম সৃষ্টি হয়। ডাক্তারের শরণাপন্ন হলে তার পাকস্থলীর pH মাত্রা পরীক্ষা করে দেখা যায় যে, তা স্বাভাবিকের চেয়ে কম।
দৃশ্যকল্প-২ : জমির আলী তার দুই খণ্ড জমিতে কাঙ্ক্ষিত ফসল ফলাতে ব্যর্থ হয়ে কৃষিবিদের শরণাপন্ন হন। কৃষিবিদ উভয় জমির মাটি পরীক্ষা করে বলেন, ১ম ও ২য় জমির pH যথাক্রমে ২ এবং ১০।
ক. বোরহানিতে কোন ধরনের এসিড থাকে?
খ. প্রসাধনী দ্রব্য প্রস্তুতে pH নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকের আলোকে পলাশের শারীরিক সুস্থতায় করণীয় ব্যাখ্যা কর।
ঘ. কী করলে জমির আলী উভয় জমিতে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে সহায়ক হবে? তুলনামূলক বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ৮নং প্রশ্ন: দীপ্তির হাতে একদিন বিচ্ছু কামড় দিল। যন্ত্রণায় সে চিৎকার করতে লাগল। এ অবস্থা দেখে তার ছোট ভাই এসে তাড়াতাড়ি টুথপেস্ট লাগিয়ে দিল। অন্যদিকে তার বাবা পেটের ব্যথায় অস্থির। তিনি সকাল বেলা ঘুম থেকে উঠে দুই গ্লাস কমলার রস পান করেন।
ক. দুর্বল এসিড কাকে বলে?
খ. লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়?
গ. দীপ্তির বাবার পেটের ব্যথার কারণ কী? ব্যাখ্যা কর।
ঘ. টুথপেস্ট দেওয়ার পর দীপ্তির শরীরে কী প্রতিক্রিয়া হতে পারে? বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ৯নং প্রশ্ন: নবম শ্রেণিতে পড়ুয়া সখিনা বিবি বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় সময়ই সিরাজ মিয়ার বখাটে ছেলেটি তাকে উত্যক্ত করে। সখিনা এর প্রতিবাদ করায় ছেলেটির দ্বারা নিজ বাড়িতে এসিড সন্ত্রাসের শিকার হয়। বর্তমানে সে হাসপাতালের বার্ন ইউনিটের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে।
ক. ক্যালামিন কী?
খ. এসিড বৃষ্টি কিভাবে তৈরি হয়?
গ. সখিনা বিবি এখন কোন সমস্যার সম্মুখীন হবে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ঘটনাটির জন্য বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইনে সিরাজ মিয়ার ছেলেটি কোন ধরনের শাস্তি পাওয়ার যোগ্য? যুক্তিসহ তোমার মতামত দাও।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় ১০নং প্রশ্ন: Ca(OH)2 + H2SO4 → CaSO4 + 2H2O.
L M N
ক. হিস্টামিন কী?
খ. শক্তিশালী ও দুর্বল এসিড বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘N’ জাতীয় যৌগের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. প্রাত্যহিক জীবনে L ও M এর ব্যবহার কতটুকু? তোমার মতামত ব্যক্ত কর।
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।