এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
অর্থনীতি ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
অর্থনীতি ৮ম অধ্যায় ১নং প্রশ্ন: রাজন ও সজিব দুই বন্ধু। তারা শিক্ষিত হয়েও বেকার জীবন কাটাচ্ছে। তারা সিদ্ধান্ত নিল গ্রামে গিয়ে তারা তাদের জমিগুলো কাজে লাগাবে এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। তারা গ্রামে গিয়ে স্বল্পপুঁজি দিয়ে হাঁস-মুরগি পালন শুরু করল। ছোট একটা পুকুরে মাছের চাষ শুরু করল এবং জমিতে সবজি চাষ করল। ধীরে ধীরে সঞ্চয় বাড়লে তারা একটি গরুর খামার করল। এভাবে তারা স্বাবলম্বী হলো।
ক. শিল্প কী?
খ. গ্রামীণ অর্থনীতি কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত কীভাবে?
গ. রাজন ও সজিবের কাজগুলো অর্থনীতির কোন খাতের মধ্যে পড়ে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত খাতটির গুরুত্ব বিশ্লেষণ করো।
অর্থনীতি ৮ম অধ্যায় ২নং প্রশ্ন: সুমন সাহেব একটি গার্মেন্টস শিল্পের মালিক। তার তিন ছেলেও দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা করছে। এসব কারখানায় বহু লোকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু দেশে অবকাঠামোগত সুবিধা কম থাকায় অনেকে ইচ্ছা থাকলেও এ খাতে বিনিয়োগ করতে পারছে না।
ক. মৎস্য খাত কয়টি ভাগে বিভক্ত?
খ. বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল নয় কেন?
গ. সুমন সাহেব দেশের অর্থনীতির যে খাতে অবদান রাখেন সেটির ব্যাখ্যা দাও।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুমন সাহেবের খাত কতখানি গুরুত্ব পালন করেছে? সেটির প্রকৃতি বিশ্লেষণ করো।
অর্থনীতি ৮ম অধ্যায় ৩নং প্রশ্ন: নিলু ও তপন দুই বন্ধু। তারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলছে-
নিলু: আমাদের দেশের অর্থনীতিতে কৃষি খাতের প্রাধান্য, জীবনযাত্রার মানের ক্রমোন্নতি, ব্যাপক বেকারত্ব লক্ষ করা যাচ্ছে।
তপন: দেশের দ্রুত উন্নয়নের পথে কিছু বাধা থাকলেও এখন কৃষিক্ষেত্রে উন্নত কৃষি উপকরণ ব্যবহার, শিল্পে বিনিয়োগযোগ্য পুঁজির প্রবাহ বৃদ্ধি ইত্যাদি এদেশের দ্রুত উন্নয়নের ইঙ্গিত দেয়।
ক. গত তিন দশকে কোন খাতের অবদান ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে?
খ. বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারিকরণ কর্মসূচির গুরুত্ব লেখো।
গ. নিলু বাংলাদেশের অর্থনীতির যেসব বৈশিষ্ট্যের কথা বলেছে তা কীভাবে কার্যকর- ব্যাখ্যা করো।
ঘ. তপনের ধারণার আলোকে এদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বিশ্লেষণ করো।
অর্থনীতি ৮ম অধ্যায় ৪নং প্রশ্ন: চট্টগ্রামের হাশেম বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, মোড়া, মাদুরসহ হস্তশিল্পজাত দ্রব্য তৈরি করে। এ কাজে তাকে তার দুই ভাই ও তিন বোন সহযোগিতা করে। তার তৈরি দ্রব্যের চাহিদা দেশে-বিদেশে ব্যাপক বৃদ্ধি পায়।
ক. বাংলাদেশে কত প্রকারের শিল্প রয়েছে?
খ. বাংলাদেশের বেশির ভাগ শিল্প কৃষির ওপর নির্ভরশীল কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত হাশেমের শিল্পটি কী ধরনের শিল্প ব্যাখ্যা করো।
ঘ. “আত্মকর্মসংস্থানের পাশাপাশি হাশেম সাহেবরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন- তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
অর্থনীতি ৮ম অধ্যায় ৫নং প্রশ্ন: জায়েদ হোসেন তার গ্রামের বাড়িতে বেঙ্গল নামে একটি টেক্সটাইল মিল স্থাপন করেন। একই সাথে তিনি কয়েকটি ক্ষুদ্র ও কুটিরশিল্প ও স্থাপন করেন। তিনি লক্ষ করলেন, বেঙ্গল টেক্সটাইল মিলটিতে উৎপাদন করতে গিয়ে মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের অভাব ইত্যাদি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো ক্ষুদ্র কুটির শিল্পতে অনুপস্থিত।
ক. চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কোন শিল্প গড়ে উঠেছে?
খ. বাংলাদেশের অর্থনীতির ৩টি বৈশিষ্ট্য লেখো।
গ. উদ্দীপকে আলোচিত মিল কোন ধরনের শিল্প এবং কেন?
ঘ. বাংলাদেশের শিল্পের উন্নয়নে কোন ধরনের শিল্পের ওপর গুরুত্ব বেশি দেওয়া উচিত জায়েদ হোসেনের অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো।
অর্থনীতি ৮ম অধ্যায় ৬নং প্রশ্ন: মোহন সাহেব একটি বেসরকারি ব্যাংক থেকে মাত্র ষাট হাজার টাকা ঋণ নিয়ে হস্তচালিত তাঁতে লুঙ্গি, গামছা তৈরি করেন। এ কাজে তার স্ত্রী, সন্তানরা তাকে সাহায্য করে। তৈরিকৃত দ্রব্যগুলোর মান ভালো হওয়ায় বাজারে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এ থেকে তার প্রচুর লাভ হয়। উৎসাহিত হয়ে নি ব্যাংক থেকে আরও ঋণ নেন। এরপর মোহন সাহেব কয়েকটি মেশিন ক্রয় করে প্রতিবেশীদের সহায়তায় শাড়ি, চাদর ও হোসিয়ারি দ্রব্য তৈরি করেন।
ক. মৎস্য খাত কয় ভাগে বিভক্ত?
খ. শিল্পোন্নয়ন কীভাবে বেকার সমস্যা সমাধান করে? ব্যাখ্যা করো।
গ. মোহন সাহেবের স্থাপিত প্রথম শিল্পটির প্রকৃতি বর্ণনা করো।
ঘ. মোহন সাহেবের স্থাপিত দ্বিতীয় শিল্পটি কি দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
অর্থনীতি ৮ম অধ্যায় ৭নং প্রশ্ন: শিহাব শিক্ষিত বেকার যুবক। দারিদ্র্যের কারণে কোনো ব্যবসায়ও করতে পারছে না। জনাব আসলাম তাকে ফুল চাষ ও পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তাছাড়া আত্মনির্ভরশীল কাজের মাধ্যমে বেকারত্ব ঘুচানো সম্ভব।
ক. দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?
খ. শিল্পনীতি ২০১৬ এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।
গ. শিহাব কীভাবে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে? ব্যাখা করো।
ঘ. শিহাব মাছ চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা মিটিয়ে কীভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে- বিশ্লেষণ করো।
অর্থনীতি ৮ম অধ্যায় ৮নং প্রশ্ন:
খাতসমূহ | ২০১৬-১৭ | ২০১৭-১৮ | ১০১৮-১৯ |
কৃষি | ১৪.৭৪ | ১৪.২৩ | ১৩.৬০ |
শিল্প | ৩৪.৪২ | ৩৩.৬৬ | ৩৫.১৪ |
সেবা | ৫২.৮৪ | ৫২.১১ | ৫১.২৬ |
মোট | ১০০ | ১০০ | ১০০ |
ক. EPZ কী?
খ. শিল্পনীতি-২০১৬ এর উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ছকের ভিত্তিতে (২০১৮-১৯) অর্থবছরের একটি লেখচিত্র অঙ্কন করো।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ খাতটির অবদান মূল্যায়ন করো।
অর্থনীতি ৮ম অধ্যায় ৯নং প্রশ্ন: বিল্লাল হোসেন একজন কৃষক। কৃষিকাজের সাথে জড়িত থাকলেও সে তার কাজের গুরুত্ব অনুধাবন করত না। একদিন সে স্কুল মাস্টার রহমত আলী সাহেবের কাছ থেকে জানতে পারল, কৃষি কেবল খাদ্যই যোগান দেয় না; বরং কলকারখানা গড়তে ও কর্মসংস্থান বাড়াতেও সাহায্য করে। তাছাড়া প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি ইত্যাদিতেও কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ।
ক. বাংলাদেশে মোট কয়টি ইপিজেড আছে?
খ. কৃষিকাজে সনাতন পদ্ধতিতে চাষাবাদ বলতে কী বোঝায়?
গ. আমাদের খাদ্যের মান বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি কীভাবে সহায়ক তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. স্কুল মাস্টার রহমত আলীর ধারণার আলোকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে কৃষি খাতের ভূমিকা- বিশ্লেষণ করো।
অর্থনীতি ৮ম অধ্যায় ১০নং প্রশ্ন:
১ম | ২য় |
তৈরি পোশাক | শাকসবজি |
ক. সঞ্জয় কীভাবে সৃষ্টি হয়?
খ. সেবা খাত বলতে কী বোঝায়?
গ. ১ম বক্সের দ্রব্যটি কোন খাতের? ব্যাখ্যা করো।
ঘ. ২য় বক্সের উপখাতগুলো সম্পর্কে তোমার মতামত দাও।
প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম অর্থনীতি ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।