এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
অর্থনীতি ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
অর্থনীতি ৫ম অধ্যায় ১নং প্রশ্ন: কামাল: আমাকে একটি ম্যাটাডর কলম দিন। দোকানদার: ভাইয়া, এ সপ্তাহে ইকোনো কলমের দাম কমেছে, নেবেন কি?
কামাল: কেন? ম্যাটাডর থেকে ইকোনো কলম গুণে-মানে কি আলাদা? দোকানদার: না, তেমন নয়। বাজারে অনেক কোম্পানি আছে তাদের সবার কলম প্রায় একই মানের কেবল দেখতে সামান্য আলাদা।
কামাল: তাহলে আমাকে ম্যাটাডরই দিন। এটিই আমার ভালো লাগে।
ক. ফার্ম কাকে বলে?
খ. স্বল্পকালীন বাজারের ধারণাটি ব্যাখ্যা করো।
গ. কামালের ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারের পণ্য? ব্যাখ্যা করো।
ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে কামালের ক্রয়কৃত পণ্যের বাজারের সম্পর্ক বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ২নং প্রশ্ন: রিমি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করে। সে নতুন একটি ব্যাগ বাজারে কিনতে গেলে দাম আগের চেয়ে অনেক বেশি। দেখতে পায়। এর কারণ জানতে চাইলে দোকানি জানায় যে উক্ত ব্যাগ একটি মাত্র কোম্পানি আমদানি করে। কোম্পানি দাম বাড়ালে তাদের কিছু করার থাকে না। অনুরূপ কোনো ব্যাগ বাজারে না থাকায় রিমিকে উচ্চ দরে ব্যাগটি ক্রয় করতে হয়।
ক. উপকরণ কাকে বলে?
খ. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কী বোঝায়?
গ. রিমির ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে রিমির ক্রয়কৃত পণ্যের বাজারের পরিধি কতটুকু? বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ৩নং প্রশ্ন: শিক্ষক অর্থনীতির ক্লাসে বললেন, পূর্ণ প্রতিযোগিতার বাজারে। পণ্যের চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে পণ্যের দাম ও পরিমাণ নির্ধারিত হয়। তাই এ বাজারে গড় আয় ও প্রান্তিক আর সমান হলেও একচেটিয়া বাজারে তা সম্ভব নয়।
ক. স্বল্পকালীন বাজার কাকে বলে?
খ. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে কী বোঝায়?
গ. শিক্ষকের ১ম উক্তিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
ঘ. দ্বিতীয় উক্তিটি যুক্তি প্রদর্শন পূর্বক বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ৪নং প্রশ্ন: কৃষক ওসমান গনি প্রতিদিন সকালে গ্রামের বাজারে দুই- তিন ধরনের সবজি বিক্রি করেন। প্রতিদিনই কম সময়ের মধ্যে তার সব সবজি বিক্রি হয়ে যায়। কোনো কোনো দিন তিনি সবজির চাহিদা বুঝে দাম বাড়িয়ে দেন। তাও সব সবজি বিক্রি হয়ে যায়। প্রায় দিনই তিনি বেশি সবজি না আনতে পেরে আফসোস করেন।
ক. স্থানীয় বাজার কী?
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের বাজারের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. ওসমান গনি যদি দীর্ঘকালীন বাজার ব্যবস্থার সাথে জড়িত থাকতেন তাহলে তাকে আর আফসোস করতে হতো না- মন্তব্যটি বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ৫নং প্রশ্ন: শাহানা রুপার গয়না, কেনার জন্য ঢাকা নিউ মার্কেটে যা সেখানে পাশাপাশি অনেকগুলো দোকানেই প্রতিযোগিতার মাধ্যমে রূপার গয়না বিক্রি হয়। শাহানা কয়েকটি দোকান ঘুরে দেখে। অবশেষে একটি দোকান থেকে সে সুন্দর কারুকাজ করা একজোড়া চুড়ি কিনে। শাহানা দোকানির কাছ থেকে জানতে পারে সহজে ও অল্প খরচে পাঠানো যায় ঠাকুরগাঁও এর কারিগর চুড়িগুলো তৈরি করে পাঠিয়েছে।
ক. অর্থনীতিবিদ কুনট কোন দেশের অধিবাসী?
খ. দীর্ঘকালীন বাজার বলতে কী বোঝায়?
গ. শাহানার ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. শাহানার ক্রয়কৃত পণ্যের বাজার কি আন্তর্জাতিক? যুক্তি দাও।
অর্থনীতি ৫ম অধ্যায় ৬নং প্রশ্ন: মামুন ও স্বপন দুই জনই নারকেলের ছোবড়া দিয়ে পাপোশ তৈরি করে। মামুনের তুলনায় স্বপনের দ্রব্য বেশি উন্নতমানের। কিন্তু তারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে বলে তাদের উৎপাদিত দ্রব্য কম দামে নিজেদের এলাকায় বিক্রি করতে বাধ্য হয়।
ক. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার?
খ. কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই?
গ. মামুন ও স্বপনের উৎপাদিত দ্রব্যটি আয়তনের দিক থেকে কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি কি বাংলাদেশের বাজার ব্যবস্থার সীমাবদ্ধতাকে প্রতিনিধিত্ব করে? বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ৭.
ক. শক্তি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী? ব্যাখ্যা করো।
গ. চিত্রে AR = MR =P কোন বাজারের ক্ষেত্রে দেখা যায়? ব্যাখ্যা করো।
ঘ. এ বাজারের দাম (P) বিক্রেতা কীভাবে পেয়ে থাকে বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ৮নং প্রশ্ন: মতিন সাহেব চালের আড়তের একজন দোকানদার। তাদের আড়তে সব সময় একই ধরনের চাল ক্রয়-বিক্রয় করা হয়। যে কেউ যখন তখন এই আড়ত থেকে চাল ক্রয় করতে পারে এবং এখানে কোনো প্রকার দরদাম হয় না বললেই চলে।
ক. অর্থ বাজার কী?
খ. বাজার বলতে কী বোঝায়?
গ. মতিন সাহেবের চালের আড়ত কোন বাজারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. ‘উক্ত বাজারে কোনো প্রকার দরদাম হয় না বললেই চলে।’ কেন? বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ৯নং প্রশ্ন: আরমান সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি তাদের ছুটির দিন বাজারে যান এবং তার সাথে অনেক ক্রেতা ও বিক্রেতার হয়। হঠাৎ তিনি লক্ষ করলেন যে, গত সপ্তাহের চেয়ে পণ্যের ক্রেতার সংখ্যা বেশি কিন্তু বিক্রেতা কম, তা সত্ত্বেও সাংসারিক প্রয়ো মেটাতে তিনি কিছু পণ্য নগদে এবং কিছু পণ্য বাকিতে ক্রয় করেন। তিনি গত সপ্তাহে দাম ও ক্রেতার মধ্যে একটা সমতা লক্ষ করেছিলেন সপ্তাহে অনুপস্থিত।
ক. ভর্তুকি কী?
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাহ্যিক প্রভাব নেই কেন?
গ. আরমান সাহেব বাজারে এসে যে অবস্থার মুখোমুখি হন সেই বাজারটি কোন ধরনের বাজার তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে পূর্বের সপ্তাহে যে পদ্ধতিতে বাজারে দাম নির্ধারিত হয়েছিল তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
অর্থনীতি ৫ম অধ্যায় ১০নং প্রশ্ন: কুমার দেব ৩০ বছর যাবৎ একজন সফল কাপড় ব্যবসায়ী তিনি দেশ ও দেশের বাইরে থেকে ভালো কাপড় আমদানি করে যুগোপযোগী পোশাক তৈরি করে বিক্রি করেন। তার অনুকরণে অনেক ব্যবসায়ীও এ ব্যবসা করেন। দেশে এর চাহিদা থাকায় সাফল্যের সাথে তিনি এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
ক. বাজার ব্যবস্থা কী?
খ. পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে দামগ্রহীতা বলা হয় কেন?
গ. কুমার দেবের ব্যবসায়টি কোন ধরনের বাজার এবং কেন?
ঘ. কাপড়ের মতো দ্রব্যের বাজার টেকসই হওয়ার কারণগুলো বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।