এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
অর্থনীতি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
অর্থনীতি ৪র্থ অধ্যায় ১নং প্রশ্ন: কবির একজন আসবাবপত্র ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে তাঁর কয়েকটি আসবাবপত্রের দোকান আছে। তিনি ৩০ জন কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে দোকানে সরবরাহ করেন। প্রতিটি দোকানের জন্য তিনি আলাদা লোক নিয়োগ করেন। পণ্যের বাজার বিস্তৃত করার জন্য তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। বাজারে তার আসবাবপত্রের চাহিদা দিন দিন বেড়েই চলছে।
ক. শ্রম কাকে বলে?
খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে কী বোঝায়?
গ. কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. কবিরকে কি একজন সফল সংগঠক বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ২নং প্রশ্ন: হোসেন আলী প্রথম বছর তার নিজের এক একর জমিতে একজন শ্রমিক নিয়োগ করে ৫০ কেজি ধান উৎপাদন করেন। অধিক উৎপাদনের জন্য তিনি পরবর্তী বছরগুলোতে অধিক শ্রম নিয়োগ করে যে উৎপাদন পান তা নিচের সারণিতে দেখানো হলো-
শ্রমিকের সংখ্যা | ধানের উৎপাদন (কেজি) | ধানের উৎপাদন মূল্য (প্রতি কেজি ২০ টাকা) | প্রান্তিক উৎপাদনের মূল্য |
১ | ৫০ | ১০০০ | ১০০০ |
২ | ১০০ | – | – |
৩ | ১৩০ | – | – |
৪ | ১৫০ | – | – |
ক. মোট উৎপাদন কাকে বলে?
খ. ব্যক্তিগত ব্যয় বলতে কী বোঝায়?
গ. উপরের সারণিটি পূরণ করো।
ঘ. সারণিতে উপস্থাপিত বিষয়টি বাংলাদেশের কৃষিক্ষেত্রেও প্রযোজ্য- মতামত দাও।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ৩নং প্রশ্ন: শ্রেণি শিক্ষক ছাত্র-ছাত্রীদের উৎপাদনে উপযোগ সৃষ্টির তালিকা তৈরি করতে বললেন। রবি কর্তৃক উপস্থাপিত তালিকায় উল্লেখ আছে গম থেকে আটা, অগ্রহায়ণ মাসের আলু আষাঢ় মাসে বিক্রি করা, সৈনিকের কাজ ইত্যাদি। আর জনির তালিকায় গ্রামের সবজি শহরে আনা, বাবার সম্পত্তি সন্তানকে প্রদান ইত্যাদি।
ক. প্রান্তিক উৎপাদন কাকে বলে?
খ. আর্থিক ও প্রকৃত উৎপাদন ব্যয়ের ধারণা দাও।
গ. উদ্দীপকে উল্লিখিত সৃষ্ট উপযোগগুলোর প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো।
ঘ. উদ্দীপকের উপযোগগুলো থেকে রূপগত উপযোগের ভূমিকা বিশ্লেষণ করো।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ৪নং প্রশ্ন: ফয়েজের ৪ বিঘা জমির ওপর একটি পেয়ারা বাগান আছে। তার বাড়ি স্বরূপকাঠী। এ বছর তার বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা উৎপাদন হয়েছে। তবুও তার ভাবনার শেষ নেই। কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ভালো দাম পাওয়ার সম্ভাবনা কম। অবশেষে বন্ধু হারুনের পরামর্শে সে তার পেয়ারা বরিশালে নিয়ে যায় এবং ভালো দামে বিক্রি করে।
ক. উৎপাদন কাকে বলে?
খ. প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয় কেন?
গ. ফয়েজের কাজটি কোন ধরনের উৎপাদন সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো।
ঘ. অর্থনীতির ভাষায় ফয়েজকে আমরা কি বলতে পারি? বিশ্লেষণ করো।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ৫নং প্রশ্ন: জনাব শামীম বেশ কয়েকটি কারখানার মালিক। তার কারখানার উৎপাদিত দ্রব্য দেশের অভ্যন্তরে এমনকি দেশের বাহিরে যথেষ্ট কদর রয়েছে। এই ব্যবসা পরিচালনায় তাকে বেশ ঝুঁকি বহন করতে হয়। অনেক শ্রম, ত্যাগ, সততা, সুষ্ঠু পরিচালনা, সময়ানুবর্তিতা ইত্যাদি গুণের কারণে তিনি আজ সফল ব্যবসায়ী।
ক. গড় উৎপাদন কী?
খ. সামাজিক ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব শামীম কীভাবে নিজেকে একজন সফল সংগঠকে পরিণত করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. একটি ভালো সংগঠনের কতগুলো বৈশিষ্ট্য থাকা আবশ্যক’ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ৬নং প্রশ্ন: জনাব আবুল কালাম আজাদ ‘আজাদ প্রোডাক্টস’ এর স্বত্বাধিকারী। নিম্নবিত্ত একজন শিক্ষকের সন্তান হয়েও আজ তিনি বাংলাদেশের খ্যাতনামা সংগঠক হিসেবে পরিচিত। এর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, সততা, ভালো ব্যবহার এবং সঠিক সময়ে ঠিক কাজটি করার চেষ্টা। তার প্রতিষ্ঠানে বহু লোকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে তার উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে।
ক. উৎপাদনের উপকরণ কাকে বলে?
খ. একজন সংগঠকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
গ. কীভাবে একজন ব্যক্তি সফল সংগঠক হতে পারে তা জনাব আজাদ সাহেবের জীবনের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব আজাদ সাহেবের মতো সংগঠকদের ভূমিকা মূল্যায়ন করো।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ৭নং প্রশ্ন: করিম একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। যোগ্যতা ও দক্ষতার কারণে তিনি একজন সফল ব্যবসায়ী। উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও কারখানার উৎপাদন সংগতিপূর্ণ না। তাই তিনি জনশক্তির সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন বাড়াতে আগ্রহী।
ক. মূলধন কী?
খ. মূলধনের গুরুত্ব অধিক কেন? ব্যাখ্যা করো।
গ. করিমের দক্ষতার বৃদ্ধিতে কোন উপাদানটির গুরুত্ব সর্বাধিক ব্যাখ্যা করো।
ঘ. উৎপাদন সমস্যা সমাধানে করিমের জনশক্তি সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ৮নং প্রশ্ন: জনাব শফিক সাহেবের একটি সুতা তৈরির কারখানা আছে। সেখানে তিনি ২০ জন শ্রমিক নিয়োগ করায় ২০০ ইউনিট সুতা উৎপাদন হলো। পরের বছর তিনি ২১ জন শ্রমিক নিয়োগ করায় ২১৫ ইউনিট সুতা উৎপাদন হলো। আবার পরের মৌসুমে ২২ জন শ্রমিক নিয়োগ করলেও একই পরিমাণ সুতা উৎপাদন হলো।
ক. প্রকাশ্য ব্যয় কী?
খ. উৎপাদনের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
গ. জনাব শফিক সাহেবের উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন চিহ্নিতপূর্বক তা ব্যাখ্যা কর।
ঘ. জনাব শফিক সাহেব সুতা উৎপাদন ক্ষেত্রে আরও অতিরিক্ত শ্রমিক নিয়োগ করবে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ৯নং প্রশ্ন:
ভূমি (একর) | শ্রম উপকরণ | উপকরণ সংমিশ্রণ | মোট উৎপাদন (কেজি) | প্রান্তিক উৎপাদন (কেজি) |
১ | ১ | A | ১০০ | ১০০ |
১ | ২ | B | ২২৫ | ১২৫ |
১ | ৩ | C | ৩০০ | ৭৫ |
ক. উপযোগ সৃষ্টির প্রক্রিয়া কত প্রকার?
খ. স্বত্ত্বাগত উপযোগ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সূচি থেকে একটি রেখাচিত্র অঙ্কন কর।
ঘ. রেখাচিত্র অনুযায়ী ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বিশ্লেষণ করো।
অর্থনীতি ৪র্থ অধ্যায় ১০নং প্রশ্ন:
বছর | ভূমি (একর) | শ্রম ও মূলধন (টাকায়) | মোট উৎপাদন (কুইনন্টাল) | প্রান্তিক উৎপাদন (কুইনন্টাল) |
১ম | ১ | ১০০ | ২০ | ২০ |
২য় | ১ | ২০০ | ৪৪ | ২৪ |
৩য় | ১ | ৩০০ | ৬০ | ১৬ |
৪র্থ | ১ | ৪০০ | ৬৮ | ৮ |
ক. আর্থিক উৎপাদন ব্যয় কী?
খ. অপ্রকাশ্য ব্যয় বলতে কী বোঝায়?
গ. উপরিউক্ত সূচি ব্যবহার করে একটি প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো।
ঘ. প্রান্তিক উৎপাদন রেখা ডানদিকে নিম্নগামী কেন? বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম অর্থনীতি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।