ফ্রি টপ ৫ উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার

স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা বিভিন্ন সময় সফটওয়্যার খুজে থাকি. যেটার মাধ্যমে আমরা স্মুথলি কোন প্রকার ওয়াটার-মার্ক ছাড়া স্ক্রিন রেকর্ড করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এ ধরনের সফটওয়্যার অনেকটা পেইড ভার্সন হয়ে থাকে যার ফলে চাইলেও আমরা ফ্রি ভার্সনের সুবিধা উপভোগ করতে পারি না। এই বিষয়ে চিন্তা করে আজকে আমরা ৫টি স্কিন রেকর্ড সফটওয়্যার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব।

আপনারা হয়তো জানবেন, ফ্রি সফটওয়্যার গুলোতে কোন প্রকার রিক্স থাকে না। ফ্রি সফটওয়্যার গুলো আপনি চাইলে যেকোনো সময় যে কোন কম্পিউটার ব্যবহার করতে পারেন। কিন্তু একইভাবে আপনি চাইলে ক্রাক সফটওয়্যার গুলো আপনার পার্সোনাল অথবা অফিসিয়াল কম্পিউটারের ব্যবহার করতে পারবেন না, অথবা এখানে একটা বড় রিক্স থেকেই যায়। কারণ এই ক্রাক সফটওয়্যার গুলোর মাধ্যমে আপনার কম্পিউটারের অ্যাক্সেস অন্য কারো হাতে যাওয়াটা তেমন অস্বাভাবিক কিছু নয়।

এজন্য আপনি সর্বদা চেষ্টা করবেন আপনার কম্পিউটারে ফ্রি সফটওয়্যার গুলো অথবা প্রিমিয়াম সফটওয়্যার গুলো ব্যবহার করার জন্য। আজকে আমরা যে ৫টি স্ক্রিন রেকর্ড সফটওয়্যার নিয়ে আলোচনা করব সেগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এমনকি এই সফটওয়্যার গুলোতে আপনি অনেকটা প্রিমিয়াম ভার্সনের সুবিধা উপভোগ করতে পারবেন ফ্রিতে।

১. ShareX (শেয়ারেক্স স্কিন রেকর্ড সফটওয়্যার)

উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার

Sharex খুবই দারুণ এবং মিষ্টি একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি বেশি সুবিধা উপভোগ করতে পারবেন। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি চাইলে ফুল স্ক্রিনে রেকর্ড করতে পারবেন, আবার আপনি চাইলে উইন্ডো আকারেও স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এবং নির্দিষ্ট কোন এরিয়া সিলেক্ট করেও রেকর্ড করতে পারবেন। সফটওয়্যারটি যথেষ্ট ভালো কোয়ালিটি আপনাকে প্রোভাইড করতে সক্ষম হবে।

 ইউজারদের সুবিধার বিষয়টি মাথায় রেখে তারা আপনার জন্য বেশ কিছু প্রিমিয়াম সুবিধা রেখেছেন। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি চাইলে অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবেন। এছাড়া অনেক সময় কম্পিউটারের স্ক্রিনশট নেয়ার জন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হয়। আর এখন থেকে আপনি চাইলে এই সফটওয়্যার এর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন।

সফটওয়্যার ডাউনলোড করলে আপনারা হয়তো বুঝতে পারবেন এটা কতটা জনপ্রিয় অথবা কতটা সহযোগী একটি সফটওয়্যার। স্কিন রেকর্ড সফটওয়্যার গুলোর মধ্যে এই সফটওয়্যারটি খুবই ভালো ফিচার প্রোভাইড করে থাকে। সফটওয়্যার ডাউনলোড করে আপনি নিজেই ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন এটার সুবিধা এবং অসুবিধা। তবে আমরা কোন প্রকার অসুবিধা লক্ষ্য করিনি।

২. Loom (লুম স্কিন রেকর্ড সফটওয়্যার)

উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার

 লুম বেশ জনপ্রিয় একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। লুম সফটওয়্যার দিয়ে আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন একই সাথে ওয়েব ক্যামেরা ব্যবহার করতে পারবেন্‌ অডিও রেকর্ড করতে পারবেন। রিয়েল টাইম অনলাইনে স্কিন শেয়ারিং সফটওয়্যার গুলোর মধ্যে এটি খুবই জনপ্রিয়তা নিয়ে এসেছে।

আপনি যদি এই মুহূর্তে কিছু সংখ্যক সময়ের জন্য স্ক্রিন রেকর্ড করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে এই সফটওয়্যারটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। স্কিন রেকর্ড সফটওয়্যার গুলোর মধ্যে এটি অন্যতম। লুম আপনাকে বেশ ফিচার প্রোভাইড করে থাকে যা আপনি ফ্রিতেই উপভোগ করতে পারবেন। এছাড়াও এদের ক্রোম ব্রাউজারে একটি ডিফল্ট এক্সটেনশন রয়েছে। 

এটার ফ্রি ফিচার অনেকেই ব্যবহার করেন তবে এটা যদিও প্রিমিয়াম সফটওয়্যার। তবে প্রিমিয়াম হওয়া সত্বেও এটা ফ্রি ভার্সনটা বেসিক্যালি আপনি সুন্দর স্মুথলি ইউজ করতে পারবেন। মোটামুটি ফ্রি ভার্সন দিয়ে আপনি চালিয়ে যেতে পারবেন কোন প্রকার সমস্যা ছাড়াই। কারণ আপনার রেগুলার যে কাজগুলো রয়েছে তা আপনি ফ্রি ভার্সন দিয়ে কমপ্লিটলি করতে পারবেন।

৩. Captura (ক্যাপচোরা স্কিন রেকর্ড সফটওয়্যার)

উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার

ক্যাপচোরা খুবই জনপ্রিয় একটি স্ক্রিন রেকর্ড সফটওয়্যার। এটি একটি ওপেন সোর্স স্কিন রেকর্ড সফটওয়্যার। যদিও এই সফটওয়্যারটির হয়ত সামনে কোন আপডেট নাও আসতে পারে কারণ এটির ডেভলপ অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। পূর্বে যে ডেভলপ হয়েছে তা খুবই গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য। 

যেহেতু ক্যাপচোরা একটি ওপেন সোর্স সফটওয়্যার তাই আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন কোন প্রকার রিস্ক ছাড়াই। স্ক্রিন রেকর্ড করার জন্য যতগুলো ফিচার প্রয়োজন সবগুলো এই সফটওয়্যার এর মধ্যে ডিফল্ট পাবেন। আর এটি গিট হ্যাব থেকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটি আপনি নির্দিষ্ট ব্যবহার করতে পারেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।

মূলত, স্কিন রেকর্ড সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করে থাকি স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট, ভালো ওডিওর ভয়েস পাওয়ার জন্য। আর এই সুবিধা গুলো দিতে পারতেছে আপনাকে ক্যাপচড়া। সুতরাং নির্দিষ্ট আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন এবং আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ডসহ বেসিক কাজের জন্য ব্যবহার করতে পারেন।

৪. Debut Screen Recorder (ডেবিট স্কিন রেকর্ড সফটওয়্যার)

উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার

এটিও একটি ফ্রি ভার্সনের সফটওয়্যার যা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন একই সাথে ওয়েব ক্যাম রেকর্ড করতে পারবেন এবং অডিও তো বাই ডিফল্ট থাকছে এটাতে। আবার আপনার রেকর্ড করা ভিডিও কালার অ্যাডজাস্ট করার অপশন রয়েছে। তাছাড়া রয়েছে আইপি ক্যামেরা রেকর্ড করার সুবিধা।

ডেভিড স্ক্রিন রেকর্ড সফটওয়্যার আপনাকে স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি বেশ কিছু এডিটিং টুলস প্রোভাইড করে থাকে যা আপনি আপনার ভিডিওকে আরো কোয়ালিটি ফুল করতে এই সফটওয়্যার এর সহযোগিতা নিতে পারেন। এছাড়াও এটি খুবই ছোট সাইজের একটি সফটওয়্যার। সফটওয়্যারটি গুগলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন ফ্রিতেই।

যেহেতু আপনি একটি সফটওয়্যার এর মধ্যে সকল ফিচার পেয়ে যাচ্ছেন তাহলে মাল্টিপল সফটওয়্যার কেন ব্যবহার করবেন? স্কিন রেকর্ড সফটওয়্যার গুলোর মধ্যে ডেবিট স্ক্রিন রেকর্ড সফটওয়্যার যে অন্যতম তা আপনাকে মানতেই হবে। সুতরাং এই সফটওয়্যারটি আপনি আপনার পিসিতে ইন্সটল করে ব্যবহার করতে পারেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।

৫. OBS – Open Broadcaster Software (ওবিএস স্ক্রিন রেকর্ড সফটওয়্যার)

উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার

OBS – Open Broadcaster Software এটা হচ্ছে আমাদের লিস্টে থাকা সবগুলোর থেকে সেরা একটি সফটওয়্যার। আপনি যদি ইতিমধ্যে উপরের সফটওয়্যার গুলো দেখে কনফিউশন হয়ে যান যে কোনটি আপনার ব্যবহার করা উচিত তাহলে আপনি নির্দ্বিধায় OBS – Open Broadcaster Software সফটওয়্যারটি ইন্সটল করে এখনই ব্যবহার করতে পারেন।

হয়তো সফটওয়্যারটি নতুনদের জন্য একটু আন ইজি মনে হতে পারে তবে কয়েকদিন ব্যবহার করার পরে আপনার মনে হবে এটি আপনার সবচাইতে পছন্দনীয় এবং আপনার কাজকে আরো সহজ করে দিবে এই সফটওয়্যারটি। OBS – Open Broadcaster Software দিয়ে আপনি যেকোনো পার্ক আছে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আপনার সেটা হোক গেম, টিউটোরিয়াল অথবা যেকোনো পারপাসে এই সফটওয়্যার আপনাকে স্ক্রিন রেকর্ড করতে সহযোগিতা করবে।

মজার ব্যাপার হচ্ছে,আপনি চাইলে এই সফটওয়্যার দিয়ে লাইভ স্ট্রিম করতে পারেন। OBS – Open Broadcaster Software খেয়াল করলে দেখবেন এই সফটওয়্যারটি বেশি জনপ্রিয়তা পেয়েছে কারণ এই সফটওয়্যার দিয়ে রিয়েল টাইম লাইভ স্ট্রিম করাটা খুবই সহজ এমনকি আপনি বেশ কিছু ডিভাইস এই সফটওয়্যার থেকে কন্ট্রোল করতে পারবেন লাইভ স্ট্রিম করার সময়।

সর্বশেষ স্টেপ

আপনি যদি উইন্ডোজ ইউজার হন, লাইক উইন্ডোজ ১০ অথবা উইন্ডোজ ১১ সেক্ষেত্রে এই উইন্ডোজ এ একটি বিল্ডিং স্কিন রেকর্ডার অ্যাপ থাকে। আর এই সফটওয়্যারটি একটিভ করার জন্য আপনি (Windows + alt + R) প্রেস করলে দেখবেন অটোমেটিক আপনার স্ক্রিন রেকর্ড হওয়া শুরু করবে। যদিও এই সফটওয়্যারে তেমন বেশি ফিচার নেই তবে দ্রুততার সাথে যদি স্ক্রিন রেকর্ড করতে হয় তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য বেস্ট।

স্কিন রেকর্ড সফটওয়্যার গুলো যেহেতু থার্ড পার্টি ওয়েবসাইট অথবা থার্ড পার্টি সফটওয়্যার, তাই সেগুলো ব্যবহার করতে না চাইলে আপনি উইন্ডোজের এই বিল্ডিং সফটওয়্যার টি কোন প্রকার ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারেন। তবে উপরে উল্লেখিত সবগুলো সফটওয়্যার এর যে ফিচার রয়েছে তা হয়তো আপনি উইন্ডোজের বাই ডিফল্ট স্ক্রিন রেকর্ড সফটওয়্যার রয়েছে সেটাতে পাবেন না।

মতামত, আপনারা যারা ফ্রি সফটওয়্যার গুলো ক্রাক করে ব্যবহার করার চিন্তা করছেন তারা দয়া করে এই চিন্তা ঝেড়ে ফেলুন। এটি ব্যবহার করার ফলে আপনার কম্পিউটারের কন্ট্রোল যেকোনো সময় হারিয়ে যেতে পারে এবং হারিয়ে যেতে পারে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিভিন্ন ফাইল। আপনার যদি প্রিমিয়ার ফিচার প্রয়োজন হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি সফটওয়্যার এর প্রিমিয়াম ভার্সন ক্রয় করুন।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment