আইফোন ১৫ ক্যামেরা নিয়ে নতুন চমক

অ্যাপল কোম্পানি নতুন বছরে নতুন চমক দেয়ার জন্য আইফোন ১৫ ক্যামেরা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে। চলতি বছরের শেষের দিকে আসতে যাচ্ছে আইফোন ১৫ সিরিজ। আর এই তথ্য নিয়ে চলছে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা। অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে ফাঁস হচ্ছে আইফোন ১৫ ক্যামেরা নিয়ে বিভিন্ন তথ্য।

আইফোন যে একটি অন্যতম ব্রান্ড তা হয়তো আপনিও জানেন, এটা মানুষকে যেভাবে আকর্ষণ করে তেমনি মানুষকে স্মার্ট হতে সহযোগিতা করে বটে। তারই ধারাবাহিকতায় অ্যাপল কোম্পানি প্রতি বছর তাদের আইফোন সিরিজের একটি নতুন ভার্সন মার্কেটে নিয়ে আসে। আমাদের আজকের আর্টিকেলে থাকছে আইফোন ১৫ ক্যামেরা নিয়ে বিস্তারিত সকল তথ্য সমূহ।

বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেল, আইফোন ১৫ ক্যামেরা নিয়ে তারা অনেক বড় চিন্তাধারা করছে এবং থাকছে বেশ বড়সড়ো কিছু পরিবর্তন। আইফোন ১৫ প্রো মডেলের মতো আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস ফোনেও থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। বর্তমানে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে ১২ মেগাপিক্সেলের সেন্সর। এই সিরিজের প্রো মডেলে আছে ৪৮ মেগাপিক্সেলের একটি সেন্সর। অর্থাৎ, শুধু প্রো মডেলেই ৪৮ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া থেকে সরে আসছে অ্যাপল।

আইফোন ১৫ ক্যামেরা 

আইফোন ১৫ প্রোতে থাকবে ১২ মেগাপিক্সেলের ফাইভএক্স পেরিস্কোপ ক্যামেরা। প্রযুক্তি বিশ্লেষক জেফ পু বলেন, ‘আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এ ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরায় থাকতে পারে একটি নতুন ৪৮-মেগাপিক্সেল থ্রি-স্ট্যাকড সেন্সর। এ ছাড়া আইফোন ১৫ প্রো মডেলে থাকবে পেরিস্কোপ লেন্স, যার জুম ফাইভএক্স অপটিক্যাল।’

আইফোন মানুষের আবেগ এবং অন্যতম এক ধরনের শক্তি জোগাতে সহযোগিতা করে বলে অনেকেই মনে করে। আইফোন ১৫ ক্যামেরা নিয়ে অ্যাপল কোম্পানির এই চমক ইউজারদের জন্য অনেক বেশি কৌতূহল জাগাতে সহযোগিতা করছে। আইফোন ১৫ ক্যামেরা তুলনামূলকভাবে পূর্বের সব ধরনের সিরিজের থেকে আলাদা হচ্ছে যা ইউজারদের আরো বেশি কৌতুহল করছে।

শুধু তাই নয় তাদের কোম্পানির প্রচার করতেও নাই বিভিন্ন ধরনের গেজেট নিয়ে আসে মার্কেটে, এবারও তার বিকল্প নয় এবার তাদের নতুন কিছু গেজেট থাকছে মার্কেটে যা ইউজারদের আকর্ষণ করবেই বলে তাদের দাবি। আপনি একজন অ্যাপল ইউজার হয়ে থাকলে আপনার জন্য হয়তো এটি সুখবর হতে পারে। আইফোন ১৫ ক্যামেরা নিয়ে যাদের জানার আগ্রহ ছিল তারা ইতিমধ্যে নতুন তথ্য পেয়েছেন। যদিও এই তথ্যগুলো অ্যাপল কোম্পানির অফিসিয়াল কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায়নি তবে বিভিন্ন সোর্স মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।

আমাদের কথা

আইফোন ইউজারদের জন্য এটা যে নতুন সুখবর হতে যাচ্ছে তা বলতে বাকি রাখে না। তবে সবাইকে আইফোন ইউজার হতে পারে না তাও আমরা জানি, কিছু কিছু ক্ষেত্রে আইফোন আমাদেরকে অন্যরকম একটা স্বস্তি দেয়। তবে আপনাকে যে আইফোন কিনতেই হবে এমন নয় অ্যান্ড্রয়েড ফোনেও রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা যা হয়তো আপনি এই অ্যাপল ফোনে পাবেন না।

আমরা আজকের আর্টিকেলে আপনাদের জানানোর চেষ্টা করেছি আইফোন ১৫ ক্যামেরা নিয়ে নতুন কিছু চমকপ্রবণ তথ্য। আশা করি আপনি তথ্যগুলো পেয়ে সহযোগী হয়েছেন এবং এ ধরনের তথ্য প্রতিনিয়ত পেতে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটকে ভিজিট করুন। এবং আপনার মতামত জানাতে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

প্রশ্ন: Iphone 15 এর ক্যামেরা কি ভালো হবে
উত্তর: দুর্দান্ত 48MP ক্যামেরা সেটআপ, বর্তমানে আইফোন ১৪ প্রোতে সীমাবদ্ধ, এই বছর স্ট্যান্ডার্ড আইফোন ১৫-এ আঘাত করবে৷

প্রশ্ন: Iphone 15 কত মেগাপিক্সেল
উত্তর: 48-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা

প্রশ্ন: আইফোন 15 কি 48 এমপি ক্যামেরা পাবে
উত্তর: আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে একটি 48-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা লেন্স থাকবে

প্রশ্ন: আইফোন 15 আল্ট্রা কি আসল
উত্তর: Apple 12 সেপ্টেম্বর, 2023- এ iPhone 15 Ultra এবং iPhone 15 Pro-এর পাশাপাশি iPhone 15-সিরিজের বাকি অংশ ঘোষণা করবে এবং 22 সেপ্টেম্বর, 2023-এ ডিভাইসগুলি বাজারে ছেড়ে দেবে।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment