এবার গুগল তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসছে নতুন ধামাকা আরেকটি চমক। গুগল তাদের গ্রাহকদের আইডেন্টিটি চিন্তা করে প্রেম রোগের পরিচয় যাচাই-করণের অংশ হিসেবে জিমেইল ব্লু ব্যাজ টিক দেখা যাবে প্রেরকের নামের পাশে। নতুন এই সুবিধাটি গুগল প্রথম অবস্থায় সবাইকে না দিলেও যাচাই বাছাই করে অনেকেই প্রদান করবে।
বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যেমন কঠিন তেমনি স্মার্টফোনে একটি Google Account অথবা Gmail অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়াও একটু কঠিন বটে। আর Google তাদের গ্রাহকদের আইডেন্টিটি চিন্তা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইতিমধ্যে তাদের এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন থাকার ফলে প্রিয় লোকের পরিচয় খুব সহজেই যাচাই করুন হবে। এতে করে প্রেরকের থেকে আপনি স্প্যাম মেইল খুবই কম পাবেন অথবা স্পাম মেইল পেলে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে যাচাই করতে পারবেন। প্রতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইল একাউন্ট যাচাইয়ে জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন চালু করা হবে।
ব্লু ব্যাজ টিক চিহ্ন কেন?
জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন হয়তো তাদের ইউজারদের জন্য নতুন চমক হয়ে থাকবে কিন্তু ইতোমধ্যে বড় বড় সামাজিক প্ল্যাটফর্ম গুলোতে জনপ্রিয় ব্যক্তি অথবা তারকাদের চিহ্নিত করার জন্য সামাজিক মাধ্যমগুলো এই ধরনের ব্যাজ প্রদান করে থাকে। এতে করে জনপ্রিয় ব্যক্তিদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায় এবং তাদের পরিচয় সম্পর্কে মানুষ অবগত হয়।
রিসেন্টলি টুইটার এবং ফেসবুক এমন চমক নিয়ে বেশ কিছু আপডেট দিয়েছেন তাদের ইউজারদের মাঝে। হয়তো তারি ধারাবাহিকতায় জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন নিয়ে গুগলের এত মাতামাতি। এমনকি টুইটার এবং ফেসবুক টাকার বিনিময়ে গ্রাহক কে দিচ্ছে ব্লু ব্যাজ টিক পাওয়ার সুবিধা। এই সুবিধাটি কয়েক মাস আগে কেবলমাত্র জনপ্রিয় এবং পপুলার ব্যক্তিদের জন্যই ছিল যা সম্পূর্ণ ফ্রিতে।
শুধু এখানেই শেষ নয় ইউটিউব সহ আরও বিভিন্ন প্লাটফর্মে এমন আইডেন্টিটি ভেরিফাই এর সুবিধা রয়েছে যা উপভোগ করতে পারছে জনপ্রিয় ব্যক্তিগণ। এমনকি আপনিও তাদের রুলস মেনে এপ্লাই করলে পেয়ে যেতে পারেন এমন আইডেন্টিটি ভেরিফিকেশন টিক মার্ক।
জিমেইল ব্লু ব্যাজ টিক কিভাবে পাবো?
জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন পাওয়া এই সুবিধাটি জিমেইলে থাকা “ব্রান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন” (BIMI) – এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ‘BIMI’ সুবিধায় ই-মেইলে প্রতিষ্ঠানের ব্রান্ড লোগো দেখা যায়। ফলে প্রাপকেরা এই সুবিধাই ই-মেইল আইডির পাশে লোগো দেখে মেইলের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
BIMI সুবিধা চালু থাকলে সক্রিয়ভাবে জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন পাবে প্রতিষ্ঠানগুলো। জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন পাওয়ার জন্য অবশ্যই ‘BIMI’ সুবিধা চালু হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘নাইনটুফাইভ’ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতে মূলত গুগলের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে গুগলের সবগুলো টুল কবে সকল ইউজারদের জন্য উন্মুক্ত হবে তাই এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধাউড়া করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসতে পারে। তবে এ সম্পর্কে গুগল এখনো কিছু জানায়নি।
আমাদের শেষ কথা
জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন হয়তো আপনিও পাবেন তবে এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং জিমেইলে থাকা নাম পরিচয় সঠিক থাকতে হবে। জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন তখনই পাবেন যখন আপনার আইডেন্টিটি সঠিক থাকবে। আপনি যদি ফেক অথবা ভুল ইনফরমেশন দিয়ে একটি গুগল একাউন্ট তৈরি করেন তাহলে আপনি গুগলের এই সেবা থেকে বঞ্চিত হবেন।
আপাতত গুগল এনাউন্সমেন্ট করেছে যে তারা এই সেবাটি খুব শীঘ্রই গ্রাহকদের না দিলেও বেশ কিছু কোম্পানি যারা (BIMI) সঙ্গে যুক্ত রয়েছে তারা উপভোগ করতে পারবে। এছাড়াও আরো কোন তথ্য জানার থাকলে অনুগ্রহ করে আমাদের এই আর্টিকেলের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- স্বল্পমূল্যে অনলাইন নিউজ পোর্টাল তৈরি করার উপায়
- বিকাশ লোন কিভাবে নিবো bKash Loan 2023
- ডিল্যান্সার বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
- প্রয়োজনীয় ১০টি অনলাইন ব্লগিং টুল 2023
- ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানুন
- ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় ২০২৩
- কিভাবে ফেসবুক রিল ভিডিও ডাউনলোড করব